পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। পাক পবিত্রতা অর্জনের জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে অজু। মুসলিমদের প্রায়ই সকল ইবাদতের ক্ষেত্রে অজু করে পাক ও পবিত্র হওয়ার কথা এসেছে। তাই প্রত্যেকটি মুসলমানের অজুর নিয়ম, অজুর ফরজ, অজু ভঙ্গের কারণ, অজুর দোয়া ও অজুর নিয়ত সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।
শুধু যে ইবাদতের ক্ষেত্রে অজুরত থাকতে হবে এমনটা নয়। রাসুল (সাঃ) সর্বদা অজুরত অবস্থায় থাকতেন। তাই সর্বদা অজুরত থাকা নবী (সাঃ) একটি সুন্নত। চেষ্টা করতে হবে সদা সর্বদা অজুরত অবস্থায় থাকার।
নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। নিয়ত যে মুখে মুখেই বলতে হবে এমনটা না। মনে মনে বললেও হবে। মনে মনে বলার পাশাপাশি অনেকে মুখে উচ্চারণ করে পড়ে থাকে। হাদিস অনুযায়ী অজুর শুরু ও শেষে বলার জন্য একাধিক দোয়া রয়েছে। আজকে আমরা আপনাদের সেগুলোই জানাবো।
অজুর নিয়ত
অজুর শুরুতে রয়েছে অযুর নিয়ত এবং অজুর মধ্যে ও শেষে রয়েছে অজুর কিছু দোয়া। অজু করাকালীন এই নিয়ত ও দোয়াগুলো পাঠ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক অজুর দোয়া ও নিয়তগুলো।
অজুর নিয়তের উচ্চারণ: “নাওয়াইতু আন আতাওয়াজ্জায়া লিরাফয়িল হাদাসি ওয়া ইস্তিবাহাতা লিছছালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তা’য়ালা।”
অজুর নিয়তের অর্থ: আমি অজুর নিয়ত করছি বিশুদ্ধরূপে নামাজ আদায়ের জন্য, নাপাকি দূর করার উদ্দেশ্য এবং আল্লাহ তায়ালা।
অজুর শুরুতে বলতে হয়
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم
উচ্চারণ: “বিসমিল্লাহির রাহমানির রাহিম”
অর্থ: দয়ালু ও পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
অজু করার সময় এই দোয়াটি বলতে হয়
اَللَّخُمَّ اغْفِرْلِىْ ذَنْبِى وَ وَسِّعْلِىْ فِىْ دَارِىْ وَبَارِكْ لِىْ فِىْ رِزْقِىْ
উচ্চারণ: “আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসিলি ফি দারি, ওয়া বারিক লি ফি রিযক্বি।”
অর্থ: হে আল্লাহ! আমার পাপ মাফ করে দাও। আমার রিজিকে বরকত দাও এবং আমার বাসস্থান প্রশস্ত করে দাও।
অজুর শেষে এই দোয়াটি বলতে হয়
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ: “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু”।
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তায়ালা ছাড়া কোন উপাস্য নেই। তাঁর কোন শরিক নেই এবং তিনি একক। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসুল।
শেষ কথা
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময়, আল কোরআন পড়ার সময় ছাড়া আরও যত রকমের ইবাদত রয়েছে প্রায়ই সকল ক্ষেত্রেই অজু করে ইবাদত শুরু করার কথা এসেছে। তাই অজু সম্পর্কে কিছু বিষয় যেমন: অজু কীভাবে করবেন, কি কাজ করলে অজু ভাঙ্গে ও অজুর দোয়া গুলো জেনে রাখতে হবে।
Discussion about this post