অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য অটোমানদের ইতিহাস ১৯২৪ সাল পর্যন্ত সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করবো। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই, পরীক্ষায় ভালো করতে চাইলে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন গুলো চর্চা করা হতে পারে উত্তর পন্থা।
কোর্সটিকায় আজকে অটোমানদের ইতিহাস ১৯২৪ সাল পর্যন্ত বিষয়ের উপর সাজেশন দেওয়া হয়েছে। অটোমানদের ইতিহাস ১৯২৪ সাল পর্যন্ত বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৬০৩। এখানে, ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়ই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে তোমরা পেয়ে যাচ্ছো কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বই হতে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
অটোমানদের ইতিহাস ১৯২৪ সাল পর্যন্ত সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা?
উত্তর: অটোমান তুর্কিদের পূর্বপুরুষ মধ্য এশিয়া ও পারস্যের সেলজুক জাতি।
২. বসফোরাস ও দার্দানেলিস কী?
উত্তর: বসফোরাস হলো কৃষ্ণসাগর ও মর্মর সাগরের মধ্যে সংযোগকারী প্রণালি এবং দার্দানেলিস হলো মর্মর সাগর ও ইজিয়ান সাগরের মধ্যে সংযোগকারী প্রণালি।
৩. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।
৪. গোল্ডেন হর্ন কি?
উত্তর: তুরস্কের এশীয় অঞ্চলে অবস্থিত কৃষ্ণ ও মর্মর সাগরকে সংযোগকারী বসফরাস প্রণালির প্রবেশ পথ গোল্ডেন হর্ন নামে পরিচিত।
৫. অটোমান সুলতান ওরখানের পিতার নাম কী?
উত্তর: অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান।
৬. কোন অটোমান শাসক ‘সুলতান’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: অটোমান শাসক ওরখান ‘সুলতান’ উপাধি গ্রহণ করেন।
৭. সুলতান ওরখানের রাজধানী কোথায় ছিল?
উত্তর: সুলতান ওরখানের রাজধানী ছিল ব্রসা।
৮. একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক কে?
উত্তর: একটি নিয়মিত অটোমান সেনাবাহিনীর সংগঠক ওরখান।
৯. জেনিসারি কারা?
উত্তর: জেনিসারি হলো সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।
১০. কে জেনিসারি বাহিনীর বিলোপসাধন করেন?
উত্তর: সুলতান দ্বিতীয় মাহমুদ জেনিসারি বাহিনীর বিলোপসাধন করেন।
১১. সুলতান প্রথম বায়েজিদের উপাধি কী ছিল?
উত্তর: সুলতান প্রথম বায়েজিদের উপাধি ছিল ইলদ্রিম।
১২. তিমুরতাস কে ছিলেন?
উত্তর: তিমুরতাস ছিলেন বিখ্যাত অটোমান সেনাপতি।
১৩. কিজিলবাস কারা?
উত্তর: আঙ্গোরার যুদ্ধে আটককৃত সাতটি গোত্র কিজিলবাস নামে পরিচিত ছিলেন।
১৪. আঙ্গোরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: আঙ্গোরার যুদ্ধ ১৪০২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
১৫. মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হয়?
উত্তর: মধ্যযুগের আলেকজান্ডার তৈমুর লঙকে বলা হয়।
১৬. ইউরোপীয় সম্রাটগণ কর্তৃক সুলতান প্রথম মুহম্মদ কি উপাধিতে ভূষিত হন?
উত্তর: ‘Great Gentleman’ উপাধিতে ভূষিত হন।
১৭. ইস্কান্দার বেগ কে ছিলেন?
উত্তর: ইস্কান্দার বেগ ছিলেন আলবেনিয়ার জাতীয় নেতা।
১৮. কনস্টান্টিনোপল কোথায়?
উত্তর: কনস্টান্টিনোপল তুরস্কের ইস্তাম্বুলে।
১৯. লুজানের চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: লুজানের চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের জেনিভা হ্রদের পাশে।
২০. মারজ ই দাবিকের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: মারজ ই দাবিকের যুদ্ধ সংঘটিত হয় ১৫১৬ সালের ২৪ আগস্ট।
২১. কত খ্রিস্টাব্দে সুলতান মহামতি সোলায়মান ভিয়েনা অবরোধ করেন?
উত্তর: ১৫২৯ খ্রিস্টাব্দে সুলতান মহামতি সোলায়মান ভিয়েনা অবরোধ করেন।
২২. মার্টিন লুথার কে ছিলেন?
উত্তর: মার্টিন লুথার জার্মানির ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতা ছিলেন।
২৩. খায়রুদ্দিন বারবারোসা কে ছিলেন?
উত্তর: খায়রুদ্দিন বারবারোসা ছিলেন সুলায়মানের নৌসেনাপতি।
২৪. মহামতি কার উপাধি?
উত্তর: মহামতি অটোমান শাসক সোলায়মানের উপাধি।
২৫. মাতাল সেলিম কাকে বলা হয়?
উত্তর: মাতাল সেলিম বলা হয় দ্বিতীয় সেলিমকে
২৬. মুহম্মদ সুকোল্লি কে ছিলেন?
উত্তর: মুহম্মদ সুকোল্লি ছিলেন সুলতান দ্বিতীয় সেলিমের উজির।
২৭. চারজন কুপ্রিলি উজিরের নাম লেখ।
অথবা, একজন কুপ্রিলি উজিরের নাম লেখ।
উত্তর: চারজন কুপ্রিলি উজিরের নাম হলো মুহম্মদ কুপ্রিলি, আহমদ কুপ্রিলি, মুস্তফা কুপ্রিলি ও হুসাইন কুপ্রিলি।
২৮. কত খ্রিস্টাব্দে কার্লোউইজের সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৬৯৯ খ্রিস্টাব্দে কার্লোউইজের সন্ধি স্বাক্ষরিত হয়।
২৯. ‘ইরাদ ই জাদিদ’ কী?
উত্তর: ‘ইরাদ ই জাদিদ’ হলো সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।
৩০. নিজাম ই জাদিদ কী?
উত্তর: নিজাম ই জাদিদ হলো সুলতান ওরখান কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বতন্ত্র সেনাবাহিনী।
৩১. জেনিসারি বাহিনী কে ধ্বংস করেন?
উত্তর: সুলতান দ্বিতীয় মাহমুদ জেনিসারি বাহিনী ধ্বংস করেন।
৩২. হাত্তি শরিফ কী?
উত্তর: ১৮৩৯ সালের ৩ নভেম্বর সুলতান আব্দুল মজিদ শায়খুল ইসলাম ও মুফতিদের অনুমোদন গ্রহণ করে যে ফরমান জারি করেন তুরস্কের ইতিহাসে তা হাত্তি শরিফ বা পবিত্র রাজাজ্ঞা নামে পরিচিত।
৩৩. ‘মিল্লাত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মিল্লাত’ শব্দের অর্থ হলো ধর্মীয় সম্প্রদায়।
৩৪. ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কত সালে?
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় ১৮৫৩ সালে।
৩৫.কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে?
উত্তর: প্যারিস সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে।
৩৬. প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান কে ছিলেন?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধকালে তুরস্কের সুলতান পঞ্চম মুহম্মদ ছিলেন।
৩৭. কাকে Sickman of Europe বলা হয়?
অথবা, ইউরোপের রুগ্নব্যক্তি কাকে বলা হয়?
উত্তর: তুরস্ককে Sickman of Europe বলা হয়।
৩৮. ইউরোপের ‘মারাত্মক অঞ্চল’ বলা হয় কোন অঞ্চলকে?
উত্তর: ইউরোপের ‘মারাত্মক অঞ্চল’ বলা হয় বলকান উপদ্বীপ অঞ্চলকে।
৩৯. আতাতুর্ক শব্দের অর্থ কী?
উত্তর: আতাতুর্ক শব্দের অর্থ জাতির পিতা।
৪০. কত সালে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৩ সালের ২৪ জুলাই লুজান চুক্তি স্বাক্ষরিত হয়।
৪১. লুজান চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: লুজান চুক্তি লুজানে স্বাক্ষরিত হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. এশিয়া মাইনর সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
অথবা, এশিয়া মাইনরের পরিচয় দাও।
২. অটোমানদের উত্থান সম্পর্কে লেখ।
অথবা, অটোমানদের উত্থান সংক্ষেপে বর্ণনা কর।
৩. জেনিসারি বাহিনীর ওপর টীকা লেখ।
অথবা, জেনিসারি বাহিনীর উত্থান সম্পর্কে লেখ।
৪. আঙ্গোরার যুদ্ধের ঘটনা সংক্ষেপে আলোচনা কর।
অথবা, আঙ্গোরার যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
৫. ভার্নার যুদ্ধের ঘটনা বর্ণনা কর।
অথবা, ভার্নার যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৬. ক্রিমিয়া যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
অথবা, ক্রিমিয়া বিজয় সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
৭. প্রথম সেলিম কর্তৃক পারস্য বিজয়ের ফলাফল সম্পর্কে কী জান?
অথবা, সুলতান সেলিমের পারস্য বিজয়ের ফলাফল উল্লেখ কর।
৮. সুলতান প্রথম সেলিমের মিসর বিজয়ের ফলাফল সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, প্রথম সেলিমের মিসর বিজয়ের গুরুত্ব সংক্ষেপে লেখ।
৯. মামলুক কারা?
অথবা, মামলুকদের পরিচয় দাও।
১০. কুপ্রিলি উজিরদের পরিচয় দাও।
অথবা, কুপ্রিলি উজিরদের সম্বন্ধে যা জান সংক্ষেপে লেখ।
১১. গ্রিক স্বাধীনতা সংগ্রামের কারণগুলো সংক্ষেপে লেখ।
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের প্রধান কারণসমূহ উল্লেখ কর।
১২. তানজিমাত বলতে কী বুঝ?
অথবা, তানজিমাতের ধারণা দাও।
১৩. বার্লিন চুক্তি কী?
অথবা, বার্লিন চুক্তি সম্পর্কে যা জান লেখ।
১৪. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝ?
অথবা, নব্য তুর্কি আন্দোলন সম্পর্কে যা জান লেখ।
১৫. ক্যাপিচুলেশন কাকে বলে?
অথবা, ক্যাপিচুলেশন বলতে কী বুঝ?
১৬. ১৮৭৬ সালের তুর্কি সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
অথবা, ১৮৭৬ সালে প্রণীত তুর্কি সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো কী ছিল?
১৭. বিশ্ব ইসলামবাদ বলতে কী বুঝ?
অথবা, বিশ্ব ইসলামবাদ কী?
১৮. সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের প্যান ইসলামি নীতি সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সুলতান দ্বিতীয় হামিদের প্যান ইসলামি নীতি সম্বন্ধে লেখ।
১৯. কামালাবাদ কী?
অথবা, কামালাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
২০. ইসমত ইনোনুর পরিচয় দাও।
অথবা, ইসমত ইনোনু কে ছিলেন?
২১. অটোমান সাম্রাজ্যের পতনের ৫টি কারণ লেখ।
অথবা, অটোমানদের পতনের দুটি কারণ উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অটোমান কারা? অটোমানদের উত্থানে ওসমানের কৃতিত্ব আলোচনা কর।
অথবা, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ওসমানের কৃতিত্ব আলোচনা করা।
২. জেনিসারি বাহিনী সম্পর্কে আলোচনা কর।
অথবা, জেনিসারি বাহিনীর গঠন সম্পর্কে তোমার ধারণা দাও।
৩. সুলতান প্রথম সেলিমের সাম্রাজ্য বিস্তৃতির বর্ণনা দাও।
অথবা, সুলতান প্রথম সেলিমের রাজত্বকালে অটোমান সাম্রাজ্যের বিস্তৃতির ওপর আলোকপাত কর।
৪. প্রধানমন্ত্রী মুহম্মদ সুকোল্লি অনুসৃত পরিকল্পনাসমূহ উল্লেখ কর।
অথবা, প্রধানমন্ত্রী সুকোল্লি অনুসৃত পরিকল্পনাগুলো সংক্ষেপে লেখ।
৫. কুপ্রিলি উজিরদের পরিচয় দাও। অটোমান শাসনের পতনরোধে তাদের অবদান মূল্যায়ন কর।
অথবা, অটোমানদের পতনরোধে কুপ্রিলি উজিরদের ভমিকা আলোচনা কর।
৬. কুচুক কাইনারজির সন্ধি সম্পর্কে লেখ। ইউরোপের ইতিহাসে এর পুরুত্ব নির্ণয় কর।
অথবা, ১৭৭৪ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পাদিত চুক্তির আলোচনা কর।
৭. গ্রিক স্বাধীনতা যুদ্ধের বিবরণ দাও। এটা কীভাবে অটোমান সাম্রাজ্যকে প্রভাবিত করেছিল?
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটি কীভাবে অটোমান সাম্রাজাকে প্রভাবিত করে?
৮. শাসক ও সংস্কারক হিসেবে সুলতান দ্বিতীয় মাহমুদের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, সুলতান দ্বিতীয় মাহমুদ প্রবর্তিত সংস্কারগুলো বর্ণনা কর।
৯. তানজিমাত বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?
অথবা, তানজিমাতের পরিচয় দাও। এটি ব্যর্থ হওয়ার কারণ বর্ণনা কর।
১০. ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল ব্যাখ্যা কর।
অথবা, ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল কেন? এর ফলাফল লেখ।
১১. ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল আলোচনা কর।
অথবা, ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ব্যাখ্যা কর।
১২. নব্য তুর্কিদের নীতি ও কর্মসূচি সম্পর্কে আলোচনা কর।
অথবা, নব্য তুর্কি সরকারের সাফল্য মূল্যায়ন কর।
১৩. নব্য তুর্কি আন্দোলন বলতে কী বুঝ? এটি ব্যর্থ হয়েছিল কেন?
অথবা, নব্য তুর্কি আন্দোলন কী? এটি বার্থ হওয়ার কারণ কী?
১৪. বলকান যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা কর।
অথবা, বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৫. সেভার্স সন্ধি কী? এ সন্ধির পটভূমি, শর্তাবলি ও ফলাফল আলোচনা কর।
অথবা, সেভার্স সন্ধি সম্পর্কে আলোচনা কর।
১৬. কামালবাদের মূলনীতিগুলো ব্যাখ্যা কর।
অথবা, কামালবাদের মূলনীতিসমূহ আলোচনা কর।
১৭. মুস্তফা কামাল পাশা প্রবর্তিত সংস্কারসমূহ সম্পর্কে আলোচনা কর।
অথবা, মুস্তফা কামাল আতার্তুক তুরস্কের আধুনিকীকরণের জন্য কী কী সংস্কার প্রবর্তন করেছিলেন?
উপরে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য অটোমানদের ইতিহাস ১৯২৪ সাল পর্যন্ত সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনে কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রশ্ন-উত্তর উভয়ই দেওয়ার। বই হতে তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post