অতিথি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর : ‘অতিথি’ গল্পটি মহাকবি হোমারের ‘অডিসি’ মহাকাব্যের একটি দীর্ঘ কাহিনির অংশ। কাব্য থেকে মূলভাব গ্রহণ করে এটি গদ্যরূপ দিয়েছেন লেখক। অডিসিয়ুস গ্রিক রাজাদের একজন, ইথাকা রাজ্যের রাজা। অনিচ্ছা সত্ত্বেও তিনি ট্রয়যুদ্ধে অংশগ্রহণ করেন। ট্রয়ের যুদ্ধের পর নিজের দেশে ফিরতে গিয়ে অডিসিয়ুসকেও পড়তে হয় বহু বিপদ ও সংকটে। একে একে মারা যায় সঙ্গীরা, ডুবে যায় জাহাজ। দেবী কেলিপসো তাঁর দ্বীপে তাকে বন্দি করে রাখতে চায় এই লোভ দেখিয়ে যে, অডিসিয়ুস চিরতরুণ আর অমর হয়ে থাকবেন পৃথিবীতে।
অভিসিম্বুস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দেশপ্রেমের কারণে। পরে সেই দ্বীপ থেকে অডিসিয়ুস এসে পৌঁছান রাজা আলসিনৌসের রাজ্যে। সেখানে রাজকুমারীর সহযোগিতায় নগরে প্রবেশ করেন। রাজা ও রানি অডিসিয়সের পরিচয় পেয়ে খুশি হন। তাঁকে আশ্রয় দেন, আশ্বাস দেন নিজ দেশে পৌঁছে দেওয়ার। গল্পটিতে দেশপ্রেম, রাজধর্ম, মহানুভবতা ও আতিথেয়তার পরিচয় বিধৃত হয়েছে।
অতিথি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর
সৃজনশীল প্রশ্ন—১: নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
এই বাংলার আকাশ-বাতাস/এই বাংলার ভাষা।
এই বাংলার নদী, গিরি-বনে/বাঁচিয়া মরিতে আশা।
ক. হোমার রচিত বিখ্যাত দুটি মহাকাব্য কী?
খ. অডিসিয়ুস রাতে নিশ্চিন্তে, আরামে ঘুমালেন কেন?
গ. উদ্দীপকের কবির যে আশা, তার সঙ্গে ‘অতিথি’ গল্পের অডিসিয়ুসের চেতনার মিল দেখাও।
ঘ. উদ্দীপকটি ‘অতিথি’ গল্পের বিশেষ চেতনাটিকে ধারণ করেছে মাত্র। সামগ্রিক দিক নয়—যৌক্তিক মূল্যায়ন কর।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. হোমার রচিত বিখ্যাত দুটি মহাকাব্য হলো ‘ইলিয়াড’ ও ‘অডিসি’।
খ. দেশে ফেরার কথা শুনে এবং আতিথেয়তার দৃশ্য দেখে অডিসিয়ুস রাতে নিশ্চিন্তে আরামে ঘুমালেন।
ইথাকা রাজ্যের রাজা অডিসিয়ুস আলসিনৌসের রাজ্যে এক রাতে প্রবেশ করেন। তিনি এ রাজ্যে প্রবেশ করে রাজা আলসিনৌসের কাছে নিজের দেশে ফিরে যাওয়ার ব্যাকুলতা প্রকাশ করেন। রাজা-রানি তার সব কথা শুনে দেশে ফেরার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। আর এই প্রতিশ্রুতি শুনে রাজা অডিসিয়ুস রাতে নিশ্চিন্তে, আরামে ঘুমালেন।
গ. স্বদেশপ্রেমের বিষয়ে উদ্দীপকের কবির আশার সঙ্গে ‘অতিথি’ গল্পের অডিসিয়ুসের চেতনার মিল রয়েছে।
স্বদেশপ্রেম, স্বদেশভাবনা প্রতিটি মানুষের অন্যতম বৈশিষ্ট্য। প্রত্যেকে তার দেশকে গভীরভাবে ভালোবাসে। দেশের প্রকৃতি, মানুষ সবকিছু সে অন্তর দিয়ে ভালোবাসে।
উদ্দীপকের কবি সুফিয়া কামাল তার দেশকে খুবই ভালোবাসেন। এ দেশের আকাশ, বাতাস, ভাষা, নদী সবকিছুর মধ্যে কবি বাঁচা মরার স্বপ্ন দেখেন। ‘অতিথি’ গল্পের অডিসিয়ুস তার দেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। দেবী কেলিপসো তাকে বন্দি করে অমরতার প্রস্তাব দিলেও তিনি নিজের দেশে ফেরার চেষ্টা করেছেন। আবার রাজা আলসিনৌসের রাজ্যে এসেও তিনি নিজের রাজ্যে ফিরে যাওয়ার আবদার করেন। রাজা যখন অডিসিয়ুসের দেশে ফেরার ব্যবস্থা ও প্রতিশ্রুতি দেন, তখন তিনি প্রশান্তি নিয়ে ঘুমাতে যান। তাই প্রসঙ্গত বলা যায়, স্বদেশভাবনার বিষয়ে উদ্দীপকের কবির আশার সঙ্গে
ঘ. পঠিত গল্পের অডিসিয়ুসের চেতনার মিল খুঁজে পাওয়া যায়। উদ্দীপকটি ‘অতিথি’ গল্পের সামগ্রিক নয়, বিশেষ চেতনাটি ধারণ করেছে মাত্র।
জননী, জন্মভূমি এবং দেশপ্রেম মানুষের অমূল্য সম্পদ। মানুষ সবকিছু ভুলতে পারলেও জন্মভূমির টান বা ভালোবাসা ভুলতে পারে না। যেখানেই থাক, সর্বদা দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা অনুভব করেন। আর অতিথির প্রতি সৌজন্যবোধ বাঙালি জাতির অনন্য সম্পদ।
উদ্দীপকের কবিতাংশের কবি সুফিয়া কামালের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি বাংলার ভাষা, আকাশ, বাতাস, নদীগিরি বন-বনানিতে বাঁচা-মরার প্রত্যাশা করেন।
অপরদিকে ‘অতিথি’ গল্পের ইথাকা রাজ্যের রাজা অডিসিয়ুস তার দেশপ্রেমের জন্য দেবী কেলিপসোর সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর রাজকুমারীর সহযোগিতায় রাজা আলসিনৌসের রাজ্যে প্রবেশ করেন। এখানকার রাজদরবারে অডিসিয়ুসকে আন্তরিকতার সাথে সম্মান ও সৌজন্যবোধ দেখানো হয়। রাজা অডিসিয়ুসকে তার রাজ্যে পাঠানোর জন্য সকল ব্যবস্থাও নেওয়া হয়।
উপরের মূল্যায়ণ থেকে বলা যায়, উদ্দীপকে পঠিত গল্পের একটি ভাবের চিত্র লক্ষণীয়; আর তা হলো দেশপ্রেম। এ ছাড়া গল্পে রাজকুমারীর সহযোগিতা ও আতিথেয়তা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটি ‘অতিথি’ গল্পের একটি বিশেষ চেতনাকে ধারণ করে মাত্র।
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের আনন্দপাঠ বই থেকে অতিথি গল্পের সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post