আজকের বিষয়: অর্থনীতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অনার্স ২য় বর্ষ
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অনার্স ২য় বর্ষ
বিষয় কোড : ২২২২০৫
ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ALU এর পুরো নাম কি?
অথবা, ALU কি?
উত্তর: ALU = Arithmatic Logic Unit.
২. ALU-এর কাজ কি?
উত্তর : ALU-এর কাজ হলো গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা।
৩. ইন্টারনাল ডিভাইস কি?
উত্তর : যে সকল ডিভাইস মাদারবোর্ডের এক্সপানশান উপকরণ হিসাবে এর নির্দিষ্ট পোর্টে সরাসরি বসে, সেগুলিকে বলা হয় ইন্টারনাল ডিভাইস।
৪. কয়েকটি ইন্টারনাল ডিভাইসের নাম লিখ।
উত্তর : বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড, মডেম কার্ড, ইন্টারনেট কার্ড, বিভিন্ন ধরনের ডিস্ক ড্রাইভ ইত্যাদি।
৫. এক্সটার্নাল ডিভাইস কি?
উত্তর : যে সকল ডিভাইস মাদারবোর্ডের সরাসরি কোন এক্সপানশান পোর্টে সরাসরি সংযোজিত না হয়ে মাদারবোর্ডের সিরিয়াল বা প্যারালাল পোর্ট দ্বারা সংযুক্ত হয়, তাকে এক্সটার্নাল ডিভাইস বলা হয়।
৬. কম্পিউটার আর্কিটেকচার কি?
উত্তর : বিভিন্ন ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্রসমূহ সঠিক পদ্ধতিতে সংস্থাপন করার প্রক্রিয়াকে কম্পিউটার আর্কিটেকচার বলে। এতে সাধারণত রেজিস্টার, মেমোরি, কাউন্টার, লজিক সার্কিট ইত্যাদি যন্ত্রসমূহ ব্যবহৃত হয়ে থাকে।
৭. সিস্টেম ও কম্পিউটার বাস সিস্টেম বাস কি?
উত্তর : যে সমস্ত বাস সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে সিস্টেম বাস বলে।
৮. সিস্টেম বাস কত প্রকার ও কি কি?
উত্তর : সিস্টেম বাস তিন প্রকার। যথা- ১. ডেটা বাস, ২. অ্যাড্রেস বাস ও ৩. কন্ট্রোল বাস।
৯. কম্পিউটার বাস কি?
উত্তর : কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১ বা ০ চলাচল করতে পারে।
১০. কম্পিউটার বাস কত প্রকার ও কি কি?
উত্তর : কম্পিউটার বাস প্রধানত দুই প্রকার। যথা- ১. সিস্টেম বাস ও ২. এক্সপানশন বাস।
১১. কন্ট্রোল বাস কি?
উত্তর : কন্ট্রোল বাস বা নিয়ন্ত্রণ বাস মাইক্রোপ্রসেসর থেকে সংকেত বা নির্দেশ বহন পূর্বক সংশ্লিষ্ট অংশগুলোতে প্রেরণ করে থাকে।
১২. ডেটা বাস কি?
উত্তর : বিভিন্ন চিপের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য যে বাস ব্যবহৃত হয় তাকে ডেটা বাস বলা হয়।
১৩. পূর্ণ নাম লিখ : ISA, EISA, PCI, USB, AGP,
উত্তর : ISA এর পুরো নাম হলো- Industry Standard Architecture.
EISA এর পুরো নাম হলো- Extended Industry Standard Architecture.
VESA এর পুরো নাম হলো- Video Electronic Standard Association.
PCI এর পুরো নাম হলো- Peripheral Component Interconnect.
USB এর পুরো নাম হলো- Universal Serial Bus.
AGP এর পরো নাম হলো- Accelerated Graphics Port.
১৪. শিক্ষায় কম্পিউটারের ৪টি ব্যবহার দেখাও।
উত্তর: (i) গবেষণা ও তথ্য সংরক্ষণের কাজে, (ii) ছাত্রছাত্রীদের চিত্র বা কার্টুন ব্যবহার, (iii) মাল্টিমিডিয়ার কাজ ও (iv) লাইব্রেরি ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হয়।
১৫. কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর : কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন।
১৬. ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার লিখ।
উত্তর: ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার হলো- ১. ব্যবসায়িক যোগাযোগ; ২. সংরক্ষিত দ্রব্যের হিসাব, ৩. বাজেট নিয়ন্ত্রণ; ৪. এয়ার লাইনস ও রেলওয়ের টিকিট বুকিং ও ৫. কর্মীদের বেতনের হিসাব।
১৭. বারকোড রিডার কি?
উত্তর : বারকোড রিডারের সাহায্যে বারকোড পড়ে কম্পিউটার সহজে বুঝতে পারে কোন ধরনের সংখ্যা। এর জন্য কম্পিউটার মেমোরিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম সংরক্ষিত থাকে।
১৮. গঠন অনুসারে কম্পিউটারের ভাগগুলো কি কি?
উত্তর : গঠন অনুসারে কম্পিউটারকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- ১. এনালগ কম্পিউটার ২. ডিজিটর কম্পিউটার এবং ৩. হাইব্রিড কম্পিউটার।
১৯. এনালগ কম্পিউটার কি?
উত্তর : যে কম্পিউটার সময়ের সাথে ক্রমাগত পরিবর্তনশীল উপাত্ত বা এনালগ বৈদ্যুতিক সংকেতের উপর নির্ভর করে নির্মিত হয় তাকে এনালগ কম্পিউটার বলে।
২০. ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝ?
উত্তর : যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ‘O’ এবং ‘1’ এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
২১. সুপার কম্পিউটার কি?
উত্তর : যে কম্পিউটারের কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে সুপার কম্পিউটার বলে।
২২. ল্যাপটপ কম্পিউটার কি?
উত্তর : বর্তমান সময়ে সহজে বহনযোগ্য ও মাইক্রো কম্পিউটারের সমান ক্ষমতাসম্পন্ন সবচেয়ে জনপ্রিয় কম্পিউটারের নাম হলো ল্যাপটপ কম্পিউটার।
২৩. ডেস্কটপ কম্পিউটার কি?
উত্তর : ডেস্ক বা টেবিলের উপর স্থাপন করে যে সকল মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে।
২৪. মাইক্রো কম্পিউটার কি?
উত্তর : ক্ষুদ্রাকৃতির মাইক্রো প্রসেসর সংযুক্ত করে তৈরি কম্পিউটারকে মাইক্রো কম্পিউটার বলে।
২৫. মাইক্রো কম্পিউটার জনকের নাম লিখ?
উত্তর : মাইক্রো কম্পিউটার জনকের নাম প্রকৌশলী এইচ এডওয়ার্ড রবার্টস (H. Edward Roberts)
২৬. মাইক্রো কম্পিউটারের ‘মস্তিষ্ক’ বলা হয় কাকে?
উত্তর : মাইক্রো প্রসেসরকে মস্তিষ্ক বলা হয়।
২৭. সফট্ওয়্যার পাইরেসি কি?
উত্তর : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠাি অনুমতি ব্যতীত নকল করাকে সফটওয়্যার পাইরেসি বলা হয়।
২৮. কম্পিউটারের প্রজন্ম কি?
উত্তর : কম্পিউটারের বিবর্তনের ইতিহাসকে পর্যায়ক্রমে ৬ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগকে কম্পিউটারের প্রজন্ম বলে।
২৯. কম্পিউটারের প্রজন্ম কয়টি?
উত্তর : কম্পিউটারের প্রজন্ম ৫টি।
৩০. 4G বলতে কী বোঝায়?
উত্তর : ১৯৭১ সাল থেকে বর্তমান সময়কালকে কম্পিউটারের 4G বা চতুর্থ প্রজন্ম বলে।
৩১. কোন প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে?
উত্তর : ৫ম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে।
৩২. VLSI এর পূর্ণরূপ লিখ।
উত্তর : VLSI এর পূর্ণরূপ- Very Large Scale Integration.
৩৩. বাগ কি?
উত্তর : সফটওয়্যার প্রোগ্রামে কোনো ধরনের ত্রুটি থাকলে তাকে বাগ (bug) বলে ।
৩৪. ডিবাগিং কি?
উত্তর : প্রোগ্রামের ভুল সংশোধন করার পদ্ধতিকে ডিবাগিং বলে।
৩৫. রোবট কি?
উত্তর : রোবট কম্পিউটার বুদ্ধিমত্তা সম্বলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত দেখতে অনেকটা মানুষের মত এবং মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন মেশিন।
৩৬. রোবোটিক্স কি?
উত্তর : রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা, যা রোবোটিক্সসমূহের ডিজাইন নির্মাণ কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে।
৩৭. ডিকোডার কি?
উত্তর : ডিকোডার হলো এনকোডারের বিপরীত একটি যুক্তি বর্তনী যা ডিজিটাল বর্তনী হিসেবে কাজ করে।
৩৮. কম্পিউটার কোডিং কি?
উত্তর : তথ্য ইনপুটের ক্ষেত্রে কম্পিউটারের অভ্যন্তরে গৃহীত সকল প্রকার বর্ণ, চিহ্ন, সংখ্যা, প্রতীক ইত্যাদি সমতুল্য বাইনারি সংখ্যা রূপান্তর করে নেয়ার প্রয়োজন হয়। এরূপ রূপান্তর করার প্রক্রিয়াকে কম্পিউটার কোডিং বলে।
৩৯. সুডো কোড কি? ৯৯%
উত্তর : প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষার প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।
৪০. ইবিসিডিক কোড কি?
উত্তর : EBCDIC কোডের পুরো নাম হল- Extended Binary Coded Decimal Information Code. এটি একটি ৮ বিটের কোড।
খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন
১. সংখ্যা পদ্ধতি বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও।
অথবা, সংখ্যা পদ্ধতি কয়টি ও কি কি?
২. কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের কারণ লিখ।
৩. সিপিইউ কি?
৪. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কাকে বলে?
৫. সিপিইউ-এর বিভিন্ন অংশ বর্ণনা কর।
৬. চিত্রসহ CPU এর সংগঠন আলোচনা কর।
অথবা, CPU এর সংগঠন বর্ণনা কর
৭. কম্পিউটারের সংগঠন কি?
৮. কম্পিউটারের সংগঠন চিত্রসহ বর্ণনা কর।
৯. USB কি?
অথবা, USB ডিভাইস কি?
১০. কম্পিউটার বাস কি?
১১. কম্পিউটারের বাস বলতে কি বুঝ?
১২. কম্পিউটারের বাসের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১২. কম্পিউটার বাসের প্রকারভেদ বর্ণনা কর।
১৩. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ।
অথবা, RAM ও ROM এর পার্থক্য কি?
অথবা, র্যাম ও রমের মধ্যে পার্থক্যসমূহ লিখ।
১৪. স্ট্যাটিক র্যাম ও ডাইনামিক র্যামের পার্থক্য লিখ।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা কি?
অথবা, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে কি বুঝ?
১৬. কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যগুলো কি?
অথবা, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যগুলো কি কি?
১৭. ভার্চুয়াল মেমোরি কী? এর কাজ বর্ণনা কর।
১৮. প্রধান মেমোরি ও সহায়ক মেমোরির মধ্যে পার্থক্যসমূহ দেখাও।
১৯. কম্পিউটার মেমোরি কাকে বলে?
অথবা, কম্পিউটার মেমোরি কি?
অথবা, মেমোরি কি?
অথবা, স্মৃতি কি?
২০. প্রধান মেমোরির বৈশিষ্ট্যগুলো লিখ।
২১. মেমোরি অ্যাড্রেস কি?
২২. মাদারবোর্ড বলতে কি বুঝ?
২৩. মাদারবোর্ড কি?
২৪. মাদারবোর্ডের বিভিন্ন অংশসমূহের বর্ণনা দাও।
২৫. কন্ট্রোল ইউনিট কী? এর কাজ বর্ণনা কর।
২৬. মাইক্রোপ্রসেসরের কাজগুলো লিখ।
অথবা, মাইক্রো-প্রসেসরের প্রধান কাজগুলো আলোচনা কর ।
২৭. ব্যবসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আলোচনা কর।
২৮. কম্পিউটার বলতে কি বুঝ?
অথবা, কম্পিউটার কি?
কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
২৯. কম্পিউটারের কি কি বিশেষত্ব আছে?
৩০. কম্পিউটার কি? ইহার কাজগুলো লিখ।
৩১.কম্পিউটার বলতে কি বুঝ? এর কাজগুলো সংক্ষেপে উল্লেখ কর।
৩২. কম্পিউটারের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা কর।
অথবা, কম্পিউটারের অসুবিধাসমূহ বর্ণনা কর।
৩৩. স্বাস্থ্যসম্মত উপায়ে কম্পিউটার ব্যবহারের নিয়মাবলি লিখ।
৩৪. ন্যানো কম্পিউটার এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
৩৫. মাইক্রো কম্পিউটার কি?
৩৬. পার্সোনাল কম্পিউটার কি?
৩৭. বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আলোচনা কর।
অথবা, বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বর্ণনা কর।
অথবা, কম্পিউটারের ব্যবহার সংক্ষেপে লিখ।
৩৮. চিত্রসহ কম্পিউটারের গঠন বর্ণনা কর।
৩৯. বারকোড রিডার কীভাবে ব্যবসায় ক্ষেত্রে ব্যবহৃত হয়?
৪০. বার কোড রিডার কি? Bar-code Reader কিভাবে ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত হয়?
গ বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. ডিজিটাল কম্পিউটার কি?
অথবা, ডিজিটাল কম্পিউটার কাকে বলে?
অথবা, ডিজিটাল কম্পিউটার কাকে বলে?
২. বিভিন্ন প্রকার এন্টারপ্রাইজ কম্পিউটিং বর্ণনা কর।
৩. ডিজিটাল ফার্মের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৪. ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা, ডিজিটাল কম্পিউটারের শ্রেণিবিভাগ বর্ণনা করো।
৫. ডিজিটাল কম্পিউটারের ২টি/৪টি বৈশিষ্ট্য লিখ।
অথবা, ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ কি কি?
৬. এনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ।
৭. চার্লস ব্যাবেজ ও জন ভন নিউম্যানের কম্পিউটারের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো লিখ।
৮. হাইব্রিড কম্পিউটার কি?
অথবা, সংকর জাতীয় কম্পিউটার বলতে কি বুঝ?
৯. ল্যাপটপ কি? ল্যাপটপ কম্পিউটারের সুবিধা/ব্যবহার লিখ।
অথবা, ল্যাপটপ কম্পিউটার কাকে বলে? ল্যাপটপ কম্পিউটারের সুবিধা/ব্যবহারগুলো লিখ।
১০. বিভিন্ন প্রজন্মের কম্পিউটারের বর্ণনা দাও।অথবা, বিভিন্ন প্রজন্মের কম্পিউটার সম্পর্কে আলোচনা কর।
অথবা, কম্পিউটারের বিভিন্ন প্রজন্মগুলো কি কি বর্ণনা কর।
১১. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
১২. বিভিন্ন প্রজন্মের কম্পিউটার এর তিনটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখ।
১৩. কম্পিউটারের প্রজন্ম বলতে কী বোঝায়?
অথবা, কম্পিউটার প্রজন্ম কি?
১৪. মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
অথবা, মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লিখ।
১৫. পার্সোনাল কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. মিনি কম্পিউটার ও মেইনফ্রেম কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখাও।
১৭. চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ।
অথবা, 4G কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো লিখ।
১৮. ব্যবসায়িক তথ্য ব্যবস্থা কি?
অথবা, ব্যবসায়িক তথ্য ব্যবস্থা কাকে বলে?
১৯. ব্যবসায়ে তথ্য ব্যবস্থার মৌলিক ভূমিকা ব্যাখ্যা কর।
অথবা, ব্যবসায়ে ইনফরমেশন সিস্টেমের গুরুত্ব বর্ণনা কর।
২০. Accounting Information System ব্যবহার এর সুবিধাসমূহ ব্যাখ্যা কর।
অথবা, ব্যবসায়ের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেমের ব্যবহার উল্লেখ কর।
২১. অফিস অটোমেশন বলতে কি বুঝ?
অথবা, অফিস অটোমেশন কাকে বলে?
২২. আধুনিক অফিস অটোমেশনের উপাদানগুলো সম্পর্কে আলোচনা কর।
২৩. আধুনিক অফিস অটোমেশনের সুবিধা ও অসুবিধা সংক্ষেপে বর্ণনা কর।
২৪. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝ?
অথবা, ডাটাবেজ ম্যানেজমেন্ট পদ্ধতি কি?
২৫. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক কাজগুলো উল্লেখ কর।
অথবা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কার্যাবলি আলোচনা কর।
২৬. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) কি?
২৭. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলতে বুঝ?
২৮. তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির বিভিন্ন স্তরগুলো কি কি?
অথবা, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতির ধরন বা দিকগুলো আলোচনা কর।
২৯. একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্তরগুলোর বর্ণনা দাও।
৩০. ব্যবস্থাপনা তথ্য পদ্ধতির স্তর সম্পর্কে আলোচনা কর।
৩১. MIS-এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
৩২. ব্যবসায়ের MIS-এর ব্যবহার সংক্ষেপে আলোচনা কর।
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি অনার্স ২য় বর্ষ
৩৩. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা কর।
৩৪. ডিজিটাল সাপোর্ট সিস্টেম (DSS)
৩৫. ডিসিশন সাপোর্ট সিস্টেম (DSS) কি?
অথবা, ডিসিশন সাপোর্ট সিস্টেম কী? কেন ব্যবহার করা হয়?
৩৬. ESS কি? সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ESS ভূমিকা লিখ।
৩৭. ESS কিভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে?
৩৮. ব্যবসায় সিদ্ধান্ত সাহায্যকারী পদ্ধতি কেন ব্যবহৃত হয়ে থাকে?
৩৯. কম্পিউটার সিস্টেম কি?
অথবা, কম্পিউটার সিস্টেমের সংজ্ঞা দাও।
৪০. কম্পিউটার সিস্টেমের শ্রেণিবিভাগ আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, এই লিংকে ক্লিক করে অথর্নীতি ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি pdf উত্তরসহ ডাউনলোড করে নাও। কোর্সটিকায় আমরা অর্থনীতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post