অধ্যবসায় বিশ্লেষণমূলক রচনা class 9 : কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই, তেমনি নিঃশেষও নেই। এ পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব। জগতে যারা কীর্তিমান হয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন অধ্যবসায়ী। সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা ও সংগ্রাম করার নামই অধ্যবসায়।
অধ্যবসায় বিশ্লেষণমূলক রচনা class 9
যদিও মানুষ মাত্রই ভুল করে, তথাপি কোনো কাজের ব্যর্থতার গ্লানি মুছে ফেলে সফলতার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে মহান প্রচেষ্টা, যে একাগ্রতা ও নিষ্ঠা, তারই নাম অধ্যবসায়।
বিশ্লেষণমূলক রচনা: অধ্যবসায়
ভূমিকা: কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই, তেমনি নিঃশেষও নেই। এ পৃথিবীতে সে নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব। জগতে যারা কীর্তিমান হয়েছেন, তারা প্রত্যেকেই ছিলেন অধ্যবসায়ী। সাফল্য লাভের জন্য বারবার চেষ্টা ও সংগ্রাম করার নামই অধ্যবসায়। যদিও মানুষ মাত্রই ভুল করে, তথাপি কোনো কাজের ব্যর্থতার গ্লানি মুছে ফেলে সফলতার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যে মহান প্রচেষ্টা, যে একাগ্রতা ও নিষ্ঠা, তারই নাম অধ্যবসায়।
অধ্যবসায় কী?
অধ্যবসায় হচ্ছে কতিপয় গুণের সমষ্টি। চেষ্টা, উদ্যোগ, আন্তরিকতা, পরিশ্রম, ধৈর্য ইত্যাদি গুণের সমন্বয়ে অধ্যবসায় পরিপূর্ণতা লাভ করে। কোন কাজে ব্যর্থ হওয়ার পরও সফলতার জন্য পুনঃ পুনঃ চেষ্টা করার নামই অধ্যবসায়। তাছাড়া মনের আস্থা ও বিশ্বাসকে বাস্তবে রূপদানের জন্য সুদৃঢ় সংকল্প নিয়ে চেষ্টার পুনরাবৃত্তিকেও অধ্যবসায় বলা হয়।
অধ্যবসায়ের প্রয়োজনীয়তা
জীবনের প্রতিটি পর্যায়ে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম । মানবজীবনের যেকোনো কাজে বাধা আসতে পারে, কিন্তু সে বাধাকে ভয় করা কাপুরুষতা । যাদের মন “সংশয়ে সংকল্প সদা টলে”, তারা সহজে সাফল্যকে করায়ত্ত করতে সক্ষম হয় না। রাতের আঁধার পেরিয়ে যেমন উজ্জ্বল সূর্য উদিত হয়, তেমনি অবিরাম চেষ্টার ফলেই মানুষের ভাগ্যাকাশে উদিত হয় সাফল্যের ধ্রুবতারা । তাই ব্যর্থতায় অবদমিত না হয়ে নিরন্ত র চেষ্টা চালিয়ে গেলে এক সময় জীবনে সাফল্য আসবেই। জগতে বড় বড় শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক সবাই ছিলেন অধ্যবসায়ী। অধ্যবসায়ী না হলে কোনো জাতি উন্নতি করতে পারে না।
অধ্যবসায়ের উদাহরণ
জগতে যত বড় শিল্পী, সাহিত্যিক, বৈজ্ঞানিক, সেনানায়ক, ধর্মপ্রবর্তক রয়েছেন, তাঁদের সবাই ছিলেন অধ্যবসায়ী। ইতিহাসের পাতায় পাতায় রয়েছে তার দৃষ্টান্ত। মহাকবি ফেরদৌসি দীর্ঘ তিরিশ বছর ধরে রচনা করেছিলেন অমর মহাকাব্য ‘শাহনামা’। জ্ঞানেন্দ্রমোহন দশ বিশ বছরের একক প্রচেষ্টায় রচনা করেন পঞ্চাশ হাজারের বেশি শব্দ সংবলিত বাঙলা ভাষার অভিধান। আবদুল করিম সাহিত্যবিশারদ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজের চেষ্টা ও সাধনায় দরিদ্রতার সঙ্গে লড়াই করে সংগ্রহ করেছিলেন দু’হাজার প্রাচীন পুঁথি, যার ফলে বাঙলা ভাষা ও সাহিত্যের প্রায় চার’শ বছরের ইতিহাসের অজানা অধ্যায় উদ্ঘাটিত হয়।
অধ্যবসায়ীর জীবনাদর্শ
জীবনসংগ্রামে সাফল্য লাভের মূলমন্ত্র হচ্ছে অধ্যবসায়। অর্ধ পৃথিবীর অধীশ্বর নেপোলিয়ন তাঁর জীবনকর্মের মধ্য দিয়ে রেখে গেছেন অধ্যবসায়ের অপূর্ব নিদর্শন। কোনো কাজকে তিনি অসম্ভব বলে মনে করতেন না। তাই তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও ফরাসি জাতির ভাগ্যবিধাতা হতে পেরেছিলেন। শুধু অধ্যবসায়ের বলেই রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম প্রমুখ মনীষীগণ বিশ্বখ্যাত হয়েছেন।
অধ্যবসায়ের গুরুত্ব ও তাৎপর্য
যে জাতি যত বেশি অধ্যবসায়ী, সে জাতি তত বেশি উন্নত। আমাদের জীবনে অধ্যবসায়ের গুরুত্ব অপরিসীম। যে কোনো কাজে সফলতা আসে অধ্যবসায়ের মাধ্যমে, হোক সেটা ব্যক্তিজীবনে বা জাতীয়জীবনে। অধ্যবসায়ের কারণে জাপান যুদ্ধবিধ্বস্ত দেশ হয়েও বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলোর একটি। চীনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গত তিন-চার দশকে চীনের মানুষ নিজেদের দারিদ্র মুক্ত করতে পেরেছে। চীন হয়েছে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার। কোনো দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে সেই দেশের প্রতিটি নাগরিককে অধ্যবসায়ী হতে হবে নিঃসন্দেহে। অবশ্য ব্যক্তিজীবনে অধ্যবসায়ের ফল জাতীয় জীবনের বৃহত্তম কল্যাণ নিয়ে আসে। সমস্ত উন্নত সভ্যতাই জাতীয় অধ্যবসায়ের ফল।
উপসংহার
যে ব্যক্তি অধ্যবসায়ী নয়, সে জীবনের কোনো সাধারণ কাজেও সফলতা লাভ করতে পারে না। জীবনের সফলতা এবং বিফলতা অধ্যবসায়ের ওপরই নির্ভর করে, তাই আমাদের সকলের উচিত অধ্যবসায়ের মতো মহৎ গুণটিকে আয়ত্ত করা, পরশপাথরের মতো এই পাথরটিকে ছুঁয়ে দেখা এবং সোনার কাঠির মতো একে অর্জন করা। মনে রাখতে হবে অধ্যবসায়ই জীবন, জীবনই অধ্যবসায়।
আরও দেখো: নবম শ্রেণির সকল বাংলা রচনা PDF
নবম শ্রেণির শিক্ষার্থীরা, অধ্যবসায় বিশ্লেষণমূলক রচনা class 9 pdf উপরের ‘রচনা PDF’ অপশন থেকে সংগ্রহ করে নাও। এছাড়াও অন্যান্য বিষয়ের ওপর রচনার লিংক উপরে দেওয়া আছে। সেখান থেকে প্রয়োজনীয় রচনাটি সংগ্রহ করতে পারো।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post