উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ইতোমধ্যেই অটো প্রমোশন দিয়েছে সরকার। সে কথা এখন সবারই জানা। কিন্তু বৃহত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কী ভাবছে সরকার? এখনও উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েক লক্ষ শিক্ষার্থী।
সরকারের সিদ্ধান্তহীন এমন মনোভাবকে কিছুতেই মানতে পারছে না তারা। তাদের প্রত্যেকেরই দাবী, যেভাবে এবং যত দ্রুত সম্ভব হয়, তাদের নিয়ে একটি ইতিবাচক ফলাফল ঘোষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নয়তো জোড়দার আন্দোলন ছাড়া অন্য কোন উপায় দেখছে না শিক্ষার্থীরা।
►► আরো দেখুন : HSC ICT Suggestions With Answer 2021
এদিকে শিক্ষার্থীদের নিয়ে এখনো কোন সিদ্ধান্তে না আসার প্রতিবাদে গতকাল গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় সদর দপ্তরের সামনে দীর্ঘ মানববন্ধন পালন করেন অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। তাদের দাবী, খুব দ্রুত তাদের সম্পন্ন হওয়া পাঁচটি পরীক্ষা এবং বিগত তিন বর্ষের পরীক্ষার ফলাফলের সমন্বয়ে অনার্স ৪র্থ বর্ষের ফলাফল নির্ধারণ করা হোক।
এসময় শিক্ষার্থীরা ৫ টি বিষয়ে অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ফলাফল অতি দ্রুত প্রকাশের দাবী জানান, এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন দাবী পেশ করেন। অতি দ্রুত ফল প্রকাশ না করলে রাজ পথে তীব্র আন্দোলনের ঘোষনা দেন শিক্ষার্থীরা। জানা যায়, অনার্স ৪র্থ ও ফাইনাল বর্ষের শিক্ষার্থীরা ৫ টি পরীক্ষা শেষ করে এবং বাকি পরীক্ষাগুলো এখনো নিতে পারেনি জাতীয় বিশ্ববিদ্যালয়।
মৌখিক ও বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও গড় পদ্ধতি অনুসরণ করে ৩০দিনের মধ্যে ফল প্রকাশ করার দাবি জানিয়েছেন মানবন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার অনিশ্চিয়তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে বিকল্প ব্যবস্থায় ফলাফল দেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
►► আরো দেখুন : HSC Bangla 1st Paper Suggestion With Answer
এদিকে শিক্ষার্থীদের অটোপাশ দেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ জানান, “পরীক্ষা না দিয়ে অটোপ্রমোশনের কোন সুযোগ নেই। কারণ শুধু পাঁচটি বিষয়ের ফল নিয়ে সর্টিফিকেধারী শিক্ষার্থীদের জীবনে এ সনদ কোন কাজে আসবে না, না দেশে না বিদেশে।”
তিনি আরো বলেন, ” অনুকূল পরিবেশ হওয়ার সাথে সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ন্যূনতম সময়ের মধ্যে ফল দেয়া হবে।”
কিন্তু তাঁর এ বক্তব্য মানতে রাজী নন ফলাফলের অপেক্ষায় থাকা অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিত এবং নির্দিষ্ট সময়ে ফল প্রকাশ না হওয়ায় দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। বিসিএস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরীতে আবেদন না করতে পারায় অনেকে ক্ষোভ জানান।
অনেকে ফল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন, ফল প্রকাশ না হওয়ায় অনেকে মা, বাবার স্বপ্ন পূরণ করতে পারছেন না অথচ বয়স বেড়ে যাচ্ছে বলে জানান শিক্ষার্থীরা। তাই তাদের দাবী, যথা শীঘ্রই সম্ভব, তাদের নিয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তে আসবে সরকার।
শিক্ষার্থীরা সকল বিষয়ের ওপর নোট ও সাজেশান্স পেতে কোর্সটিকার সাথে আপডেট থাকো। তোমার পাঠ্যবই সংক্রান্ত আরো ভালো ভালো টিপস পেতে আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখান থেকে।
Discussion about this post