আজকের বিষয়: অনার্স হিসাববিজ্ঞান ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
হিসাববিজ্ঞান ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
বিষয় কোড: ২২২৫০১
ক বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. কম্পিউটারের জনক কাকে বলা হয়?
উত্তর : কম্পিউটারের জনক ইংল্যান্ডের গণিতবিদ চার্লস ব্যাবেজ (Charles Babbage)।
২. হাইব্রিড কম্পিউটার কি?
উত্তর : এনালগ ও ডিজিটাল এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
৩. CPU (সিপিইউ) কি?
উত্তর : স্মৃতি, গাণিতিক ও নিয়ন্ত্রণ অংশকে একত্রে কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ বলা হয়।
৪. সিস্টেম বাস কি?
উত্তর : ALU = Arithmatic Logic Unit.
৫. মৌলিক লজিক গেইট কয়টি ও কি কি?
উত্তর : ৩টি যথা- ১. অর গেইট, ২. অ্যান্ড গেইট, ৩. নট গেইট ।
৬. ক্যাশ মেমরি কি?
উত্তর : প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রধান মেমরি ও সিপিইউ এর মাঝামাঝি এই ধরনের মেমরির ব্যবহার করা হয়। যাকে ক্যাশ মেমরি বলা হয়।
৭. 4GL বলতে কি বুঝ?
উত্তর : কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য উদ্ভাবিত বিশেষ কয়েকটি ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা 4GL বলা হয়।
৮. অ্যালগরিদম বলতে কি বুঝ?
উত্তর : কোনো সমস্যা সমাধানের জন্য কোনো প্রোগ্রাম লেখার জন্য সর্বাধিক প্রয়োজনীয় অংশ হচ্ছে অ্যালগরিদম।
৯. অ্যাপিকেশন সফ্টওয়ার কি?
উত্তর : ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপিকেশন সফটওয়্যার বলে।
১০. কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লিখ।
উত্তর : কয়েকটি ইনপুট ডিভাইসের নাম হলো : কি-বোর্ড, মাউস, মার্ক রিডার, ওএমআর, স্ক্যানার, অপটিক্যাল ক্যারেকটার রিডার (OCR), পেপার টেপ, পাঞ্চকার্ড, ম্যাগনেটিক ড্রাম ইত্যাদি।
১১. কম্পিউটার এন্টিভাইরাস কি?
উত্তর : কম্পিউটার সিষ্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস, ওয়ার্ম স্পাইওয়্যার, ম্যালওয়্যার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হলো এন্টি-ভাইরাস।
১২. বাইনারি সংখ্যার ভিত্তি ২ কেন?
উত্তর : ৩৭৫ সংখ্যাটির স্থানীয় মান দেখানো হলো।
৩৭৫ = ৩ শতক + ৭ দশক + ৫ একক
একক স্থানে অঙ্ক = ৩ × ১০০ + ৭× ১০+ ৫ × ১
দশক স্থানের অঙ্ক = (দশমিক সংখ্যার বেস ১০)
শতক স্থানের অঙ্ক = ৩×১০২ + ৭× ১০১+৫ × ১০°
১৩. কম্পিউটার কি?
উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। ইহা ইলেকট্রনিক বর্তনী ও যান্ত্রিক সরঞ্জামের সমন্বয়ে সংগঠিত প্রোগ্রাম নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র।
১৪. হ্যাকিং কি?
উত্তর : প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলা হয় ।
১৫. এন্টিভাইরাস কি?
উত্তর : কম্পিউটার সিষ্টেমের জন্য ক্ষতিকারক প্রোগ্রাম ভাইরাস, ওয়ার্ম স্পাইওয়্যার, ম্যালওয়্যার ইত্যাদির প্রতিষেধক প্রোগ্রামই হলো এন্টিভাইরাস।
১৬. ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বুঝায়?
উত্তর : কোন ফাইল বা ডাইরেক্টরি সিলেক্ট করার পর মাউসের বাম পাশের বোতাম চেপে ধরে নির্ধারিত তথ্যটিকে এক স্থান থেকে অন্য স্থান যাওয়াকে ড্রপ এন্ড ড্রপ বলে।
১৭. ১ বাইট = কত বিট?
উত্তর : ২৩০ বাইট।
১৮. সুডো কোড কি?
উত্তর : প্রোগ্রামিংয়ের অ্যালগরিদমের বিকল্প হিসেবে সহজ সরল অথচ সংক্ষিপ্ত ভাষায় প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করাই হলো সুডো কোড।
১৯. DSS কি এর কাজ কি?
উত্তর : DSS হলো Decision Support System এর কাজ হলো একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন সিস্টেম। এটি ব্যবস্থাপকদের ভবিষ্যৎ পরিকল্পনা নিতে সহয়তা করে।
২০. কম্পিউটারের প্রজন্ম কয়টি?
উত্তর : ৬টি।
২১ MICR-এর পূর্ণনাম কি?
উত্তর : MICR এর পূর্ণনাম হচ্ছে Magnetic Ink Character Reader.
২২. ই-মার্কেটিং কি?
উত্তর : ইলেকট্রনিক মার্কেটিংকেই সাধারণ অর্থে মার্কেটিং বলা হয়।
২৩. Ethics কি?
উত্তর : Ethics হলো ব্যবহারিক দর্শন শাস্ত্রের একটি শাখা পেশা ও সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কমপিউটিং প্রফেশনাল কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে বিষয় আলোচনা করে।
২৪. CAD কি?
উত্তর : কম্পিউটারের মাধ্যমে ডিজাইন/নকশা ড্রাফটিং করা জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে CAD বলে। যার পূর্ণরূপ হচ্ছে Computer Aided Design CAD.
২৫. কম্পিউটারের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : কম্পিউটারের তিনটি বৈশিষ্ট্য হলো- নির্ভুলতা, সূক্ষতা ও ক্লান্তিহীনতা।
২৬. কম্পিউটারের কী-বোর্ড কোন ধরনের ডিভাইস?
উত্তর : কম্পিউটারের কী-বোর্ড ‘ইনপুট’ ডিভাইস
২৭. আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর : আধুনিক কম্পিউটারের জনক জন ভন নিউম্যান(Jon Von Neumann).
২৮. প্রথম গণনা যন্ত্রের নাম কি?
উত্তর : প্রথম গণনা যন্ত্রের নাম অ্যাবাকাস।
২৯. পৃথিবীর ১ম কম্পিউটার প্রোগ্রামারের নাম কি?
উত্তর : পৃথিবীর ১ম কম্পিউটার প্রোগ্রামারের নাম লেডি অ্যাডা অগাষ্টা বায়রন।
৩০. বাংলাদেশে ১ম কোথায় কম্পিউটার স্থাপিত হয়?
উত্তর : বাংলাদেশে ১ম ঢাকা পারমাণবিক শক্তি কেন্দ্রে ১৯৬৪ সালে কম্পিউটার স্থাপিত হয়।
৩১. হাইব্রিড কম্পিউটার কি?
উত্তর : এনালগ ও ডিজিটাল এই দুই শ্রেণির কম্পিউটারের কার্যনীতির সমন্বয়ে মিশ্র প্রযুক্তিতে তৈরি কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে।
৩২. শিক্ষায় কম্পিউটারের ৪টি ব্যবহার দেখাও।
উত্তর : গবেষণা ও তথ্য সংরক্ষণের কাজে ছাত্র ছাত্রীদের চিত্র বা কার্টুন ব্যবহার, মাল্টিমিডিয়ার কাজ, ইন্টারনেটের কাজ ও লাইব্রেরি ব্যবস্থাপনার কাজে কম্পিউটার ব্যবহৃত হয়।
৩৩. কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তর : কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন।
৩৪. ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার লিখ।
উত্তর : ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের পাঁচটি ব্যবহার হলো- ১. ব্যবসায়িক যোগাযোগ; ২. সংরক্ষিত দ্রব্যের হিসাব; ৩. বাজেট নিয়ন্ত্রণ; ৪. এয়ার লাইনস্ ও রেলওয়ের টিকিট বুকিং ও ৫. কর্মীদের বেতনের হিসাব।
৩৫. বারকোড রিডার কি?
উত্তর : বারকোড রিডারের সাহায্যে বারকোড পড়ে কম্পিউটার সহজে বুঝতে পারে কোন ধরনের সংখ্যা। এর জন্য কম্পিউটার মেমোরিতে প্রতিটি জিনিসের বারকোড নম্বর ও দাম সংরক্ষিত থাকে।
৩৬. গঠন অনুসারে কম্পিউটারের ভাগগুলো কি কি?
উত্তর : গঠন অনুসারে কম্পিউটারকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা- ১. এনালগ কম্পিউটার ২. ডিজিটাল কম্পিউটার এবং ৩. হাইব্রিড কম্পিউটার।
৩৭. এনালগ কম্পিউটার বলতে কি বুঝ?
উত্তর : যে কম্পিউটার সময়ের সাথে ক্রমাগত পরিবর্তনশীল উপাত্ত বা এনালগ বৈদ্যুতিক সংকেতের উপর নির্ভর করে নির্মিত হয় তাকে এনালগ কম্পিউটার বলে।
৩৮. PDA -এর পুরোনাম কি?
উত্তর : PDA -এর পুরোনাম হলো Personal Digital Assistant.
৩৯. ডিজিটাল কম্পিউটার কি?
উত্তর : যে কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ‘O’ এবং ‘1’ এর উপস্থিতির উপর নির্ভর করে উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রক্রিয়াকরণের কাজ করে তাকে ডিজিটাল কম্পিউটার বলে।
৪০. সুপার কম্পিউটার কি?
উত্তর : যে কম্পিউটারের কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক ও গাণিতিক বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে তাকে সুপার কম্পিউটার বলে।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অ্যনালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ।
২. নিম্নলিখিত দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর কর।
৩. রিস্ক ও সিস্ক প্রসেসরের মধ্যে পার্থক্য লিখ।
৪. RAM ও ROM-এর মধ্যে পার্থক্যগুলো লিখ।
৫. সিস্টেম বাসের সচিত্র সংগঠন বর্ণনা কর।
৬. NAND গেইটকে সার্বজনীন গেইট বলা হয়-প্রমাণ কর।
৭. সমাজে তথ্যপ্রযুক্তির প্রভাব আলোচনা কর।
৮. ইমেইল কি? ই-মেইল সম্পর্কে আলোচনা কর।
৯. Cookies কি? এর কাজ কি?
১০. কম্পিউটার কি? কম্পিউটারের বৈশিষ্ট্য বর্ণনা কর।
১১. অ্যালগোরিদম ও ফ্লো-চার্টের মধ্যে পার্থক্য লিখ। ১২. CUP কি? এর গঠন আলোচনা কর।
১৩. ব্যাস কি? ব্যাসের শ্রেণিবিভাগ আলোচনা কর।
১৪. প্যাকেজ সফ্টওয়্যার কি? এর সুবিধা আলোচনা কর।
১৫. পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. NAND gate এর সার্বজনীনতা প্রমাণ
১৭. কম্পিউটার বলতে কি বুঝ?
১৮. কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর ।
১৯. কম্পিউটার কত প্রকার ও কি কি?
অথবা, কম্পিউটারের শ্রেণিবিভাগ বর্ণনা কর। অথবা, আকার ও আকৃতির বিচারে কম্পিউটারের শ্রেণিবিভাগ আলোচনা কর ।
২০. MS-Word-এ Header এবং Footer যুক্ত করার ধাপগুলো লিখ?
২১. – প্রিন্টার এর শ্রেণিবিভাগ আলোচনা কর।
২২.ইম্প্যাক্ট ও নন-ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ।
২৩. কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখ।
২৪. ডেজি হুইল ও লেজার প্রিন্টারের কার্যনীতি আলোচনা কর ।
২৫. বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষার বর্ণনা কর।
২৬. একটি আদর্শ প্রোগ্রামের কি কি গুণাবলি থাকা প্রয়োজন বর্ণনা কর।
২৭. প্রোগ্রাম কি? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ ধারাবাহিকভাবে আলোচনা কর।
২৮. মাল্টিমিডিয়া বলতে কি বুঝ?
২৯. প্রোগ্রামের ভাষা কি?
অথবা, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কি?
৩০. হাই লেবেল ভাষা কি? হাই লেবেল ভাষার সুবিধা ও অসুবিধা লিখ।
৩১. অনুবাদক প্রোগ্রাম কি? বিভিন্ন প্রকার অনুবাদক প্রোগ্রামের বর্ণনা কর ।
৩২. যান্ত্রিক ভাষার সুবিধা এবং অসুবিধা লিখ।
৩৩. ওয়ার্ডপ্রসেসিং কী? কয়েকটি জনপ্রিয় ওয়ার্ডপ্রসেসরের নাম লিখ।
৩৪. প্যারালাল প্রসেসিং এর সুবিধা লিখ।
৩৫. ফাইল কি? ফাইল কত প্রকার ও কি কি? সংক্ষেপে লিখ।
৩৬. ইনফরমেশন ব্যয় কি? ইনফরমেশনের মান ও মূল্য সম্পর্কে ব্যাখ্যা কর।
৩৭. ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা আলোচনা কর।
৩৮. অটোমেটিক ডেটা প্রসেসিং ও ম্যানুয়েল ডেটা প্রসেসিং-এর মধ্যে পার্থক্য লিখ।
৩৯. ইনফরমেশন সিস্টেমের মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
৪০. ট্রান্সজেকশন প্রসেসিং সিস্টেম কী?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বৈশিক তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ভূঅর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর।
২. Date Base Environment কি? Data Base Managemen System এর গঠন বর্ণনা কর।
৩. Organization Level এর চিত্র আঁক এবং বর্ণনা কর।
৪. Micro Processor এর গঠন বর্ণনা কর।
৫. Global IT কি? ব্যবসা ক্ষেত্রে Global IT Managemen সম্পর্কে আলোচনা কর।
৬. Optical Fiber কি? Automatic Data Processing Manual Data Processing এর মধ্যে পার্থক্য লিখ।
৭. DSS কে কিভাবে বিজনেস সিস্টেম কাজে লাগানো যায়?
৮. (ক) সাইবার ক্রাইম কি? এর বিভিন্ন পদ্ধতি আলোচনা কর ।
(খ) CRT ও LCD মনিটরের মধ্যে পার্থক্য আলোচনা কর।।
৯. (ক) ডি-মরগ্যানের সূত্র লিখ ও প্রমাণ কর।
(খ) প্রধান মেমরি ও সহায়ক মেমরির মধ্যে পার্থক্যগুলো লিখ।
১০. (ক) হার্ডডিস্ক ও ফ্লপি ডিস্কের মধ্যে পার্থক্যগুলো লিখ।
(খ) ইম্পেক্ট ও নন ইম্পেক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্যগুলো লিখ।
১১. (ক) লেজার প্রিন্টারের কার্যনীতি বর্ণনা কর।
(খ) সিস্টেম সফ্টওয়ার ও অ্যাপিকেশন সফ্টওয়ারের মধ্যে পার্থক্যগুলো লিখ।
১২. (ক) চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো লিখ।
(খ) নিয়ন্ত্রণ প্রোগ্রাম ও সার্ভিস প্রোগামে মধ্যে পার্থক্যগুলো লিখ।
১৩. (ক) প্রোগ্রাম তৈরির ধাপসমূহ আলোচনা কর।
(খ) স্ট্যান্ডার্ড ওয়ার্ড প্রসেসরের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১৪. (ক) তথ্য ও উপাত্ত বলতে কি বুঝায়? উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা কর।
(খ) ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারের ভূমিকা আলোচনা কর।
১৫. ই-কমার্স ও ই-বিজনেসের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৬. (ক) কম্পিউটার ক্রাইম বা অপরাধ কি? কতকগুলো কম্পিউটার ক্রাইমের নাম লিখ ।
(খ) কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়গুলো বর্ণনা কর।
১৭? কম্পিউটার প্রক্রিয়াকরণের গতির নিয়ামকসমূহ কী কী? সংক্ষেপে আলোচনা কর।
১৮. ন্যানো কম্পিউটার এর বৈশিষ্ট্যগুলো কি?
১৯. একটি প্রতিষ্ঠানের ইনফরমেশন সিস্টেম কিভাবে মূল্যায়িত হয়? টাইম শেয়ারিং কাকে বলে? উদাহরণসহ টাইম শেয়ারিং সিস্টেম বর্ণনা কর।
২০. ভার্চুয়াল কোম্পানির কৌশল সম্পর্কে আলোচনা কর।
অথবা, ভার্চুয়াল কোম্পানির মৌলিক ব্যবসা কৌশলগুলো তুলে ধর।
২১. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) কি?
অথবা, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বলতে কি বুঝ?
২২. MIS এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
অথবা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বর্ণনা কর।
২৩. DSS এবং ESS এর মধ্যে পার্থক্য লিখ।
অথবা, ডিসিশন সাপোর্ট সিস্টেম ও Executive Support System এর মধ্যে পার্থক্য কি?
২৪. তথ্যপ্রযুক্তি বলতে কি বুঝায়?
অথবা, তথ্যপ্রযুক্তির সংজ্ঞা দাও।
২৫. তথ্যব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির মধ্যে পার্থক্য কর।
২৬. তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থার পদ্ধতিসমূহ আলোচনা কর।
২৭. কিভাবে কম্পিউটার ভাইরাস শনাক্তকরণ করা যায়?
২৮. বৈশ্বিক তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় চ্যালেঞ্জসমূহ কী কী?
অথবা, বৈশ্বিক তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনায় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক চ্যালেঞ্জসমূহ কী? সংক্ষেপে বর্ণনা কর ।
২৯. কম্পিউটার অপরাধ কি?
৩০ কম্পিউটার ক্রাইম কি?
৩১. একাউন্টিং প্যাকেজ কি?
৩২. একাউন্টিং প্যাকেজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
৩৩. একাউন্টিং প্যাকেজের মাধ্যমে কিভাবে ইনভেন্টরি ম্যানেজম্যান্ট ও কন্ট্রোল করা হয়?
অথবা, একাউন্টিং প্যাকেজের মাধ্যমে কিভাবে ইনভেন্টরি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা হয়?
৩৪. মাইক্রোসফট এক্সেলে চার্ট তৈরি করার নিয়ম লিখ।
৩৫. কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা কর।
৩৬. ব্যবসায় তথ্য ব্যবস্থার ভূমিকা বর্ণনা কর। ইন্টারপ্রিটারের সুবিধা এবং অসুবিধাগুলো লিখ।
৩৭. প্রোটোটাইপিং কি? প্রটোটাইপিং প্রক্রিয়া বলতে কি বুঝ?
৩৮. ই-কমার্স কি? ই-কমার্সের নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায়?
অথবা, ই-কমার্সের লেনদেনসমূহকে নিরাপদ করার বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর।
৩৯. ই-কমার্সের প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, ই-কমার্সের শ্রেণিবিভাগ আলোচনা কর।
৪০. ই-কমার্সের সুবিধাগুলো কি কি?
অথবা, ই-কমার্সের সুবিধাসমূহ আলোচনা কর।
অনার্স হিসাববিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে ক্লিক করে অনার্স হিসাববিজ্ঞান ২য় বর্ষ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি pdf ডাউনলোড করে নাও। অনার্স হিসাববিজ্ঞান ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post