ইতিহাস অনার্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনার্স ৪ বছর মেয়াদী কোর্সে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাসসহ দক্ষিণ এশীয় ইতিহাস এবং ইসলামের ইতিহাস সম্পর্কে অধ্যায়ন করে থাকে। আজ কোর্সটিকায় আমরা অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে আলোচনা করছি। এখান থেকে তোমরা তোমাদের প্রথম বর্ষের বইগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে।
অনার্স ইতিহাস বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীরা মোট ৬টি বই পড়ে থাকে এবং এই ৬টি বইয়ের ওপরই পরীক্ষা দিতে হয়। এর মধ্যে ৪টি বিষয় শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত। আর বাকি ২টি বিষয় শিক্ষার্থীরা নিজের পছন্দমত বেছে নিতে পারে।
অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা
নিচে অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকায় এ ৬টি বিষয় তুলে ধরা হল। প্রতিটি বিষয়ের সামনে বিষয়গুলোর কোড নম্বর দেওয়া হয়েছে। তোমরা চাইলে প্রতিটি বিষয় থেকে পূর্ণাঙ্গ সাজেশন ও প্রশ্ন উত্তর সংগ্রহ করতে পারবে।
তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোর্সটিকা তোমাদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সফলতার সাথে সাহায্য করে আসছে। এখন তোমরা অনার্সের শিক্ষার্থী। পূর্বের ধারাবাহিকতায় একইভাবে তোমরা অনার্সেও কোর্সটিকা থেকে যথেষ্ট সাহায্য পাবে। কোর্সটিকায় আমরা অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের পূর্ণাঙ্গ নোট ও সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে।
অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা
১. ইতিহাস পরিচিতি – ২১১৫০৩
২. বাংলার ইতিহাস (প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত) – ২১১৫০৫
৩. দক্ষিণ এশিয়ার ইতিহাস (১২২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত) – ২১১৫০৭
৪. ইসলামের রাজনৈতিক ও সংস্কৃতি ইতিহাস (১৫৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত) – ২১১৫০৯
৫. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১-১২০০৯
৬. সমাজকর্ম পরিচিত – ২১২১১১
৭. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – ২১১৯০৯
৮. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১
ইতিহাস পরিচিতি
১. ‘Historia’ কোন ভাষার শব্দ
উত্তর: ‘Historia’ গ্রিক ভাষার শব্দ।
২. ‘Historia’ শব্দের অর্থ কি?
উত্তর: শব্দের অর্থ হলো সত্য প্রকাশ করার উদ্দেশ্যে একটি পরিকল্পিত অনুসন্ধান।
৩. হিস্ট্রি বা ইতিহাস শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর: হিস্ট্রি বা ইতিহাস শব্দটি গ্রীক ঐতিহাসিক হেরেডোটাস সর্বপ্রথম ব্যবহার করেন।
৪. “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”-উক্তিটি কার?
উত্তর: “ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ।”-উক্তিটি ই. এইচ. কারের।
৫. ইতিহাসের বিষয়বস্তু কি?
উত্তর: ইতিহাসের বিষয়বস্তু হলো মানুষ, সমাজ ও সভ্যতা।
৬. বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক হলেন থুসিডিডিস।
৭. ‘Historiography’ এর বাংলা কি?
উত্তর: ‘Historiography’ শব্দের বাংলা অর্থ হলো ইতিহাস তত্ত্ব।
৮. কোন দেশে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে?
উত্তর: গ্রিসে সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছে।
৯. উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কাল বিভাজন কে কয়টি ভাগে ভাগ করেছেন?
অথবা, ইতিহাসের কাল বিভাজন কয়টি ভাগে বিভক্ত?
উত্তর: উৎস বা উপাদানের ভিত্তিতে ঐতিহাসিকগণ ইতিহাসের কার বিভাজনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন।
১০. ‘Eolithic age’ এর অর্থ কি?
উত্তর: ‘Eolithic age’ এর অর্থ হল প্রাক প্রস্তুত যুগ।
বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে ১২০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত
১. বাংলার জলবায়ু সাধারণত কোন প্রকৃতির?
উত্তর: বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির।
২. বাংলার ভূ প্রকৃতির প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: বাংলার ভূ প্রকৃতির প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নদ-নদী।
৩. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশ।
৪. বাংলাকে পৃথিবী বলা হয় কেন?
উত্তর: নদীবাহিত পলিমাটি দ্বারা বাংলার আকৃতি ‘ ব’ বর্ণের মতো এবং পৃথিবীতে অদ্বিতীয় হওয়ায় বাংলাকে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ বলা হয়।
৫. প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি?
উত্তর: প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্রলিপ্তি।
৬. সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তর: সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ‘ঐতরেয় আরণ্যক’ গ্রন্থে।
৭. পুন্ড্র কি?
উত্তর: পুন্ড্র প্রাচীন বাংলার একটি জাতী ও জনপদের নাম।
৮. প্রাচীন পুন্ড্র বর্ধনের বর্তমান অবস্থান কোথায়?
অথবা, পুন্ড্রনগর কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া জেলার মহাস্থানগড় এলাকায় অবস্থিত।
৯. ‘গঙ্গারিডই’ জাতি কারা?
উত্তর: আলেকজান্ডারের ভারত বর্ষ আগমনের সময় গঙ্গা নদীর পূর্ব ও পশ্চিম সীমায় যে জাতি বসবাস করত তাঁরা ‘গঙ্গারিডই’ জাতি নামে পরিচিত।
১০. সমতট জনপদের বর্তমান নাম উল্লেখ কর।
উত্তর: জনপদের বর্তমান নাম কুমিল্লা ও নোয়াখালী।
দক্ষিণ এশিয়ার ইতিহাস ১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত
১. রামায়ণের সংকলক কে?
উত্তর: রামায়ণ মহাকবি বাল্মিকীর রচনা করেন।
২. মহাভারতের রচয়িতা কে?
উত্তর: মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস।
৩ অর্থশাস্ত্র রচনা করেন কে?
উত্তর: অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য।
৪. রাজতরঙ্গিনী কে রচনা করেন?
উত্তর: ‘রাজতরঙ্গিনী’ কলহণ রচনা করেন।
৫. ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: ভারতের প্রাচীনতম সভ্যতা হল- সিন্ধু সভ্যতা।
৬. সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় কত সালে?
অথবা, সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে।
৭. মহেঞ্জোদারো শব্দের অর্থ কি?
উত্তর: মহেঞ্জোদারো শব্দটির অর্থ হলো মরার ঢিবি বা মৃতদের ঢিবি।
৮. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
উত্তর: আর্যদের আদি বাসস্থান ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিনে কিরঘিজ তৃণভূমি অঞ্চলে।
৯. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উত্তর: বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেনগৌতম বুদ্ধ।
১০. প্রাচীন ভারতে কয়টি মহাজনপদ ছিল?
উত্তর: প্রাচীন ভারতে ১৬টি জনপদ ছিল।
ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
১. ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কী?
উত্তর: ‘জাজিরাতুল আরব’ এর অর্থ হলো আরব উপদ্বীপ।
২. ‘জাজিরাতুল আরব’ বলতে কী বুঝ?
উত্তর: ‘জাজিরাতু আর ‘ বলতে তিনদিকে জলরাশি এবং একদিকে স্থল ভাগ পরিবেষ্টিত আরব উপদ্বীপকে বুঝায়।
৩. কাকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
৪. বেদুইন কাদেরকে বলা হয়?
উত্তর: যারা কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করতে পারেনা, খাদ্যের সন্ধানে একই স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদেরকে বেদুইন বলা হয়।
৫. ‘আইয়ামে জাহিলিয়া’ অর্থ কী?
উত্তর: ‘আইয়ামে জাহিলিয়া’ অর্থ অন্ধকার, কুসংস্কার অজ্ঞতার যুগ।
৬. ‘হিলফুল ফুজুল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘হিলফুল ফুজুল’ হযরত মোহাম্মদ (সা.) প্রতিষ্ঠা করেন।
৭. বিবি খাদিজা কে ছিলেন?
উত্তর: বিবি খাদিজা ছিলেন মহানবী (সা.) এর প্রথম স্ত্রী।
৮. মদিনার পূর্ব নাম কী?
উত্তর: মদীনার পূর্বনাম ছিল ইয়াসরিব।
৯. মদিনা সনদে কতটি শর্ত ছিল?
উত্তর: মদিনা সনদের ধারা 47টি।
১০. বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কতজন?
উত্তর: বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post