ইতোমধ্যেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে অনার্সে পদার্পণ করেছ, তোমাদের স্বাগতম। কোর্সটিকায় আজ আমরা অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা নিয়ে আলোচনা করব। আজকের এই পোস্টে তোমরা তোমাদের বইগুলো সম্পর্কে জানতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এতদিন মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে তোমরা বিভিন্ন বিষয়ের ওপর বই পড়েছ। তবে এখন যেহেতু তোমরা অনার্সের শিক্ষার্থী, এখন থেকে তোমরা তোমাদের বিভাগভিত্তক বিশেষায়িত বইগুলোই পড়বে।
অন্যান্য ডিপার্টমেন্টের মত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টেও প্রথম বর্ষে তোমাদের ৬টি বই পড়তে হবে। এর মধ্যে ৪টি বই তোমাদের বাধ্যতামূলক কোর্সের অন্তর্ভুক্ত। বাকি ২টি বই নিজেদের পছন্দমত বেছে নিতে পারবে। নিচে বিষয় কোডসহ এই বইগুলোর তালিকা তুলে ধরা হল।
অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা
১. মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ খ্রিষ্টাব্দ – ২১১৬০১
২. মুসলমানদের ইতিহাস (৫৭০- ১২৫৮ খ্রি.) [আব্বাসী খিলাফত ও আঞ্চলিক রাজবংশসমূহ] – ২১১৬০৩
৩. স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০-১৪৯২ খ্রিস্টাব্দ) – ২১১৬০৫
৪. সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস [ফাতেমি আইয়ুবী ও মামলুক বংশ] – ২১১৬০৭
৫. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১-১২০০৯
৬. সমাজকর্ম পরিচিত – ২১২১১১
৭. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – ২১১৯০৯
৮. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১
তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোর্সটিকা তোমাদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সফলতার সাথে সাহায্য করে আসছে। এখন তোমরা অনার্সের শিক্ষার্থী। পূর্বের ধারাবাহিকতায় একইভাবে তোমরা অনার্সেও কোর্সটিকা থেকে যথেষ্ট সাহায্য পাবে। কোর্সটিকায় আমরা অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের পূর্ণাঙ্গ নোট ও সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে।
মুসলমানদের ইতিহাস ৫৭০-৭৫০ খ্রিষ্টাব্দ
১. জাজিরাতুল আরব অর্থ কী?
উত্তর: জাজিরাতুল আরব অর্থ আরোব উপদ্বীপ।
২. আরব উপদেবের কোন অংশকে মেরুদন্ড বলা হয়?
উত্তর: লোহিত সাগরের তীরব্যাপী একটানা পর্বতমালাকে আরবের মেরুদন্ড বলে।
৩. হাজরে আসওয়াদ কী?
উত্তর: হাজরে আসওয়াদ হল কাবাগৃহের প্রাঙ্গনে স্থাপিত একটি পবিত্র পাথর।
৪. গোত্রকে আরবীতে কী বলা হত?
উত্তর: গোত্রকে আরবিতে কাবিলা বলা হত।
৫. আল মালা কী?
উত্তর: প্রাক ইসলামী আরবে কুরাইশ গোত্রপতিদের সম্বন্ধে গঠিত মন্ত্রনা পরিষদকে আল-মালা হতো।
৬. আরবের সেক্সপিওর কে ছিলেন?
উত্তর: ইমরুল কায়েসকে আরবের সেক্সপিওর বলা হয়।
৭. প্রাক ইসলামি আরবের একজন বিখ্যাত কোভিদ নাম লেখ।
উত্তর: প্রাক ইসলামী আরবের দুজন প্রসিদ্ধ কোভিদ নাম হল- ১. ইমরুল কায়েস ও ২. লবিত বিন রাবিয়াহ।
৮. প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম লেখ।
উত্তর: প্রাক ইসলামী আরবের তিনজন প্রসিদ্ধ কবির নাম হল ১. ইমরুল কায়েস, ২ আনতারা বিন সাদ্দাত, ৩ আমর বিন কুলসুম।
৯. ‘সাবআ মুয়াল্লাকাত’ কী?
উত্তর: ইসলাম পূর্ব যুগে আরবে কাবা ঘরের দেওয়ালে ঝুলন্ত প্রধান তিনটি সাতটি কবিতার সং কলনকে ‘সাবআ মুয়াল্লাকাত’ বলা হয়।
১০. হিলফুল ফুজুল কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: হিলফুল ফুজুল ৫৮৫ মতান্তরে ৫৯০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
মুসলমানদের ইতিহাস: (৫৭০- ১২৫৮ খ্রি.)
১. আব্বাসি খিলাফত কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: আব্বাসি খিলাফত 750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
২. আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: আব্বাসী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস সাফফাহ।
৩. আব্বাসী বংশের কতজন খলিফা ছিলেন?
উত্তর: আব্বাসি খিলাফত খলিফার সংখ্যা 37 জন।
৪. আব্বাসী আন্দোলনের উদ্যোক্তা কে?
উত্তর: আব্বাসী আন্দোলনের সূচনা করেন হযরত মুহাম্মদ (সা.) এর চাচা আল আব্বাসের বংশধর মোহাম্মদ বিন আলী।
৫. আল মনসুর শব্দের অর্থ কি?
উত্তর: আল মনসুর শব্দের অর্থ হলো বিজয়ী।
৬. সানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন?
উত্তর: সানবাদ পারস্যর মাজুসী সম্প্রদায়ের নেতা ছিলেন।
৭. ‘আন ন্ফস উজ জাকিয়া’ (পবিত্র আত্না) কার উপনাম?
উত্তর: ‘আন ন্ফস উজ জাকিয়া’ ইমাম হাসান (রা.) এর প্রপৌত্র মোহাম্মদের উপনাম উপাধি।
৮. কে বাগদাদে রাজধানী স্থাপন করেন?
উত্তর: খলিফা আবু জাফর আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন।
৯. বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বাগদাদ নগরী দজলা নদীর তীরে অবস্থিত।
১০. রুসাফা কি?
উত্তর: আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরের কর্তৃক নির্মিত একটি ভবনের নাম হল রুসাফা।
স্পেনে মুসলমানদের ইতিহাস (৭১০- ১৪৯২ খ্রিস্টাব্দ)
১. স্পেন ও ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বতমালা?
উত্তর: স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী পর্বতমালা হল পিরেনিজ পর্বতমালা।
২. পিরেনিজ পর্বতমালা কোথায় অবস্থিত?
উত্তর: পিরেনিজ পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
৩. কাদেরকে সার্ফ বলা হত?
অথবা, সার্ফ বলা হয় কাদেরকে?
উত্তর: প্রাক-ইসলামী স্পেনের ভূমিদাসদেরকে সার্ফ বলা হত।
৪. রাজা উইটিজা কাকে তার উত্তরাধিকারী নিযুক্ত করেন?
উত্তর: রাজা উইটিজা তার পুত্র আচিলাকে পরবর্তী উত্তরাধিকারী নিযুক্ত করেন।
৫. রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন?
উত্তর: পূর্বে স্পেনের রাজা ছিলেন উইটিজা।
৬. মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কি ছিল?
অথবা, প্রাক মুসলিম যুগে স্পেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে জধানীর নাম ছিল টলেডো।
৭. কাউন্ট জুলিয়ান কে ছিলেন?
উত্তর: ও কাউন্ট জুলিয়ান ছিলেন সিউটা ও অ্যালজেসিরাসের গভর্নর এবং উইটিজার জামাতা।
৮. সিউটা কোথায়?
উত্তর: সিউটা মরক্কোর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত।
৯. মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করেন?
উত্তর: মুসলমানরা সর্বপ্রথম ৭১১ খ্রিস্টাব্দে স্পেন জয় করেন।
১০. জাবালুত তারিক কি?
উত্তর: মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ স্পেন অভিযানে প্রথম যে স্থানে অবতরণ করেন, সে স্থানকে জাবালুত তারিক বলা হয়।
সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস
১. মাগরিবের অর্থ কি?
অথবা, মাগরিব শব্দের অর্থ কি?
উত্তর: মাগরিব অর্থ পশ্চিম।
২. আগলাবির শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আগলাবি বংশের প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম বিন আগলাব
৩. উত্তর আফ্রিকায় ফাতেমি খেলাফত কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদী।
৪. শিয়াদের প্রথম ইমাম কে?
উত্তর: শিয়াদের প্রথম ইমাম হযরত আলী (রাঃ)।
৫. শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয়?
উত্তর: শিয়াদের দ্বাদশ ইমামের নাম মুহম্মদ আল মুন্তাজার।
৬. আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি কে ছিলেন?
উত্তর: আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি জাওহার আর সিকিলি।
৭. সিরিয়া কোন মহাদেশ অবস্থিত?
উত্তর: সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত।
৮. কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন?
উত্তর: মুসলিম সেনাপতি জাওহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন।
৯. কায়রো নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি কায়রো নগরীর প্রতিষ্ঠা করেন।
১০. আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মরিচের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post