জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে পদার্পণ করেছ, তোমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কোর্সটিকায় তোমাদের জন্য অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বই সমূহ তুলে ধরবো। এখানে তোমরা তোমাদের বইগুলো সম্পর্কে জানতে পারবে।
তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোর্সটিকা তোমাদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সফলতার সাথে সাহায্য করে আসছে। এখন তোমরা অনার্সের শিক্ষার্থী। পূর্বের ধারাবাহিকতায় একইভাবে তোমরা অনার্সেও কোর্সটিকা থেকে যথেষ্ট সাহায্য পাবে। কোর্সটিকায় আমরা অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের পূর্ণাঙ্গ নোট ও সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে।
আজকের আলোচনার বিষয় হচ্ছে অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বই সমূহ নিয়ে। আজকের এ আলোচনায় তোমরা সর্বশেষ সিলেবাস অনুযায়ী তোমাদের বইগুলোর তালিকা দেখতে পারবে। পাশাপাশি প্রতিটি বিষয়ের ওপর পরীক্ষা প্রস্তুতির জন্য সাজেশন সংগ্রহ করতে পারবে। তাহলে চলো, শুরু করি।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বই সমূহ
১. বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি (প্রাচীনকাল থেকে ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত) – ২১১০০১
২. বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা – ২১১০০৩
৩. বাংলা কবিতা (১) – ২১১০০৫
৪. বাংলা উপন্যাস (১) – ২১১০০৭
৫. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১১০০৯
৬. সমাজকর্ম পরিচিতি – ২১২১১১
৭. রাজনৈতিক তত্ত্ব পরিচিতি – ২১১৯০৯
৮. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১০০১
শিক্ষার্থীরা, ওপরে আমরা তোমাদের এ বর্ষের বইগুলোর পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরেছি। এখন আমরা নিচে বাংলা ১ম বর্ষের বইগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের নমুনা তুলে ধরছি, যা তোমরা সাজেশনে সংগ্রহ করতে পারবে।
বাংলাদেশ এবং বাঙ্গালির ইতিহাস ও সংস্কৃতি
১. কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে?
উত্তর: সম্রাট অশোকের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে।
২. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত।
৩. কৌলিন্য প্রথা কোন সেন রাজার সময় প্রবর্তিত হয়?
উত্তর: কৌলিন্য প্রথা রাজা বল্লাল সেনের সময় চালু হয়।
৪. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারীকে?
উত্তর: দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া।
৫. সুলতানা রাজিয়া কে ছিলেন?
উত্তর: সুলতানা রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলিম নারী। এবং সুলতান ইলতুৎমিশের কন্যা।
৬. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহীর আমলে বাংলায় আগমন করেন।
৭. ইরানের কবি হাফিজের সাথে বাংলার কোন সুলতানের প্রত্রালাপ হয়েছিল?
উত্তর: ইরানের কবি হাফিজের সাথে গিয়াস উদ্দিন আযম শাহ’র প্রত্রালাপ হয়েছিল।
৮. শেরশাহ কোন বংশের শাসনকর্তা ছিলেন?
উত্তর: শেরশাহ ‘শূর’ বংশের শাসনকর্তা ছিলেন।
৯. আইন ই আকবরি গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা আকবরের সভাসদ আবুল ফজল।
১০. সোনারগাঁওয়ের প্রাচীন নাম কি?
উত্তর: সোনারগাঁও এর প্রাচীন নাম সুবর্ণগ্রাম।
বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা
১. ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় কোন জ্ঞান শাখার আলোচ্য বিষয়?
উত্তর: ধারাবাহিকভাবে একটি ভাষার আদি রূপ নির্ণয় ভাষাতত্ত্ব নামক জ্ঞান শাখার আলোচ্য বিষয়।
২. জ্যাকব ড্রিম কে ছিলেন?
উত্তর : জ্যাকব ড্রিম ছিলেন একজন ধ্বনীবিজ্ঞানী।
৩. বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করেছে?
উত্তর: বাংলা ভাষায় ইন্দো ইউরোপীয় বাসার শতম শাখা থেকে জন্ম লাভ করে।
৪. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতার নাম কি?
উত্তর: ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা ড. মোঃ শহিদুল্লাহ।
৫. ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে?
উত্তর: ডঃ মোঃ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌরী প্রাকৃত থেকে।
৬. আদিতে অপভ্রংশ কোন সমাজে ব্যবহৃত হতো?
উত্তর: আদিতে অপভ্রংশ ভারতীয় আর্যসমাজে ব্যবহৃত হতো।
৭. গৌর অপভ্রংশের পরবর্তী পূর্ববর্তী ভাষাকে কি বলে?
উত্তর: গৌর অপভ্রংশের পূর্ববর্তী ভাষার নাম গৌড়ী প্রাকৃত।
অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বইয়ের তালিকা
৮. ভারতীয় আর্যভাষার প্রাচ্য শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন কে?
উত্তর: ভারতীয় আর্যভাষার প্রাচ্যের শাখার অন্তর্গত ভাষাসমূহকে ‘মাঘধী ভাষা’ বলে অভিহিত করেছেন ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৯. অশোকলিপি কী?
উত্তর: সম্রাট অশোকের শাসনামলে ব্যবহৃত ব্রাহ্মী লিপি অশোক লিপি নামে পরিচিত।
১০. প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসীমা উল্লেখ কর।
উত্তর: প্রাচীন ভারতীয় আর্যভাষার আনুমানিক কালসিমার খ্রিস্টপূর্ব ১২০০- ৫০০ অব্দ পর্যন্ত।
বাংলা কবিতা-১
১. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী সাপ্তাহিক বিজলী পত্রিকায় 1922 প্রথম প্রকাশিত হয়
২. অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি?
উত্তর: অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম প্রলয়োল্লাস
৩. ‘ধূমকেতু’ কাকে বিষধুম নিক্ষেপ করে?
উত্তর: ধুমকেতু ভগবান অভিমন্যুকে বিষধুম নিক্ষেপ করে।
৪. কামাল পাশা কোন দেশের অধিবাসী?
উত্তর: কামাল পাশা তুরস্কের অধিবাসী।
৫. ‘আতাতুর্ক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আতাতুর্ক’ শব্দের অর্থ ‘তুর্কি জাতির পিতা’ বা ‘তুরস্কের জাতির জনক’।
৬. ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম কী?
উত্তর: ‘শাত-ইল-আরব’ কবিতায় ব্যবহৃত ‘ফোরাত’ নদীর অপর নাম ইউফ্রেটিস্।
৭. ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত কারা খেয়া পার হয়?
উত্তর: ‘খেয়া-পারের তরণী’ কবিতায় শেষ পর্যন্ত পুণ্যের বা পুণ্য পথের যাত্রীরা খেয়া পার হয়।
৮. সত্যাগ্রহ কী?
উত্তর: সত্যাগ্রহ হলো গতানুগতিকতা পরিহার করে সত্য ও ন্যায়ের সাধনা করা।
৯. ‘সাম্যবাদী’ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ ১৯২৫ সালে প্রকাশিত হয়।
১০. ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে কয়টি কবিতা স্থান পেয়েছে?
উত্তর: ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ১১টি। এ গ্রন্থে ১টি মূল কবিতা এবং ১০টি ভিন্ন ভিন্ন উপশিরোনামে কবিতা রয়েছে।
বাংলা উপন্যাস-১
১. ‘কপালকুণ্ডলা’ কোন জাতীয় উপন্যাস?
উত্তর: ‘কপালকুণ্ডলা‘ রোমান্সধর্মী উপন্যাস।
২. ‘মেরা শৌহর’ শব্দটির অর্থ কি?
উত্তর: ‘মেরা শৌহর’ শব্দটির অর্থ আমার স্বামী।
৩. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা কোন সময়ের?
উত্তর: ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে বর্ণিত ঘটনা প্রায় 250 বছর আগের।
৪. কাপালিকের গৃহটি কিসের দ্বারা নির্মিত?
উত্তর: কাপালিকের গৃহটি কেয়াপাতার দ্বারা নির্মিত।
৫. মতিবিবি কে?
উত্তর: মতিবিবি নবকুমারের প্রথম স্ত্রী।
৬. নবগ্রামের নাম কি?
উত্তর: নবকুমারের নিজ গ্রামের নাম সপ্তগ্রাম।
৭. মতিবিবির আসল নাম কি?
উত্তর: মতিবিবির আসল নাম পদ্মাবতী।
৮.কাপালিক নবকুমারের সাথে প্রথম কোন ভাষায় কথা বলেছিল?
উত্তর: কাপালিক নবকুমারের সাথে প্রথম সংস্কৃত ভাষায় কথা বলেছিল।
৯. পেষমন কে?
উত্তর: পেষমন মতিবিবির পরিচারিকা ও সখি।
১০. নবকুমারের বাড়িতে কে কে ছিল?
উত্তর: নবকুমারের বাড়িতে বিধবা মাতা ও দুই বোন ছিল।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের বই সমূহ এর তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post