কোর্সটিকায় ইতোমধ্যেই আমরা অনার্স ৩য় বর্ষের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা প্রকাশ করবো। আমাদের এই পোস্টের মাধ্যমে তোমরা ২য় বর্ষের বইগুলোর নাম এবং গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে।
অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের বইগুলো মেজর এবং নন-মেজর ২টি অংশে বিভক্ত করা হয়েছে। প্রতিটি অংশে ৪টি করে মোট ৮টি বই বা বিষয় রয়েছে। নিচে এই ৮টি বইয়ের তালিকা তুলে ধরা হল। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন ও নোট ডাউনলোড করতে পারবে।
অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা
মেজর পার্ট:
১. ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি (২২২২০১)
২. গাণিতিক অর্থনীতি (২২২২০৩)
৩. ব্যবসায় পরিচিতি (২২২২০৫)
৪. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (২২২২০৭)
নন-মেজর পার্ট:
৫. বাংলাদেশের সমাজবিজ্ঞান (২২২০০৯)
৬. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি (২২২১১৫)
৭. রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা (২২১৯০৯)
৮. ইংরেজি (আবশ্যক) (২২১১০৯)
১. ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি
১. প্রান্তিক উপযোগ কি?
উত্তর : অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
২. MRS বলতে কী বুঝ?
উত্তর : দু’টি দ্রব্যের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্প হার বলে।
৩. নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
উত্তর : ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
৪. মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উত্তর : অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুন উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন।
৫. রিজ লাইন বলতে কী বুঝ?
উত্তর : সমউৎপাদন মানচিত্রে শূন্য প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে রিজ লাইন বলে।
৬. সুযোগ ব্যয় কাকে বলে?
উত্তর : কোন দ্রব্য উৎপাদনের জন্য অন্য যে বিকল্প দ্রব্যের উৎপাদন ত্যাগ করতে হয় তাই হলো দ্রব্যটির সুযোগ ব্যয়।
৭. বাজেট সমীকরণটি লিখ।
উত্তর : PxX + PyY = M
২. গাণিতিক অর্থনীতি
১. ম্যাট্রিক্স (Matrix) কি?
উত্তর : একজোড়া বন্ধনীর মধ্যে সংখ্যারাশি বা পরামিতিসমূহ বা চলকসমূহকে সারি ও কলামে সাজিয়ে আয়তকারে বা বর্গাকারে বিন্যাস করা হলে তাকে Matrix বলে।
২. স্কেলার কি?
উত্তর : স্কেলার বলতে একটি স্থির রাশি বুঝায় । এই স্কেলার দ্বারা কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেটিকে স্কেলার গুণ বলা হয়।
৩. কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর কি?
উত্তর : যে ম্যাট্রিক্সে একটিমাত্র কলাম অথচ সারি একাধিক থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর বলে।
৪. ম্যাট্রিক্স এর ক্রম নির্ধারিত হয় কিভাবে?
উত্তর : সারি ও কলাম সংখ্যার ওপর ভিত্তি করে ম্যাট্রিক্স এর ক্রম নির্ধারিত হয়।
৫. সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর কি?
উত্তর : যে ম্যাট্রিক্সে একটিমাত্র সারি থাকে অথচ কলাম একাধিক হয় তাকে সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর বলে।
৬. ম্যাট্রিক্সে অন্তর্ভুক্ত সংখ্যাগুলোকে কি বলে?
উত্তর : ম্যাট্রিক্সে অন্তর্ভুক্ত সংখ্যাগুলোকে উপাদান বলে।
৭. ম্যাট্রিক্সের ক্রম কি?
উত্তর : ম্যাট্রিক্সের ক্রম বলতে এর সারি ও কলাম সংখ্যাকে বুঝায়।
৩. ব্যবসায় পরিচিতি
১. ব্যবসায়ের সংজ্ঞা দাও।
অথবা, ব্যবসায় কাকে বলে?
উত্তর : মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রীর ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যাবলিকে ব্যবসায় বলে।
২. ইংরেজি Business শব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর : ইংরেজি Business শব্দের আভিধানিক অর্থ হলো ব্যবসায়।
৩. ব্যবসায়ের ২টি উদ্দেশ্য লিখ।
উত্তর : ব্যবসায়ের ২টি উদ্দেশ্য হলো- (ক) মুনাফা অর্জন ও (খ) মূলধন ব্যবহার।
৪. ব্যবসায়ের শাখা কয়টি?
উত্তর : ব্যবসায়ের শাখা তিনটি। যথা- (ক) শিল্প, (খ) বাণিজ্য ও (গ) সেবা।
৫. ব্যবসায়ের চারটি গুরুত্ব লিখ।
উত্তর : ব্যবসায়ের চারটি গুরুত্ব হলো- ১. মূলধন; ২. সংগঠন; ৩. মানবসম্পদ ও ৪. অন্যান্য সম্পদ।
৬. ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান লিখ।
উত্তর : ব্যবসায়ের দুটি মৌলিক উপাদান হলো- ১. উদ্যোক্তা ও ২. প্রাতিষ্ঠানিক কাঠামো।
৭. ব্যবসায়ের অবস্থান কি?
উত্তর : ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে অবস্থিত বা যে বিশেষ স্থানে গড়ে উঠেছে তাকে ব্যবসায় অবস্থান বলে।
৪. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
১. ALU এর পুরো নাম কি?
অথবা, ALU কি?
উত্তর: ALU = Arithmatic Logic Unit.
২. ALU-এর কাজ কি?
উত্তর : ALU-এর কাজ হলো গাণিতিক ও যুক্তিমূলক কাজ করা।
৩. ইন্টারনাল ডিভাইস কি?
উত্তর : যে সকল ডিভাইস মাদারবোর্ডের এক্সপানশান উপকরণ হিসাবে এর নির্দিষ্ট পোর্টে সরাসরি বসে, সেগুলিকে বলা হয় ইন্টারনাল ডিভাইস।
৪. কয়েকটি ইন্টারনাল ডিভাইসের নাম লিখ।
উত্তর : বিভিন্ন ধরনের সাউন্ড কার্ড, মডেম কার্ড, ইন্টারনেট কার্ড, বিভিন্ন ধরনের ডিস্ক ড্রাইভ ইত্যাদি।
৫. এক্সটার্নাল ডিভাইস কি?
উত্তর : যে সকল ডিভাইস মাদারবোর্ডের সরাসরি কোন এক্সপানশান পোর্টে সরাসরি সংযোজিত না হয়ে মাদারবোর্ডের সিরিয়াল বা প্যারালাল পোর্ট দ্বারা সংযুক্ত হয়, তাকে এক্সটার্নাল ডিভাইস বলা হয়।
৬. কম্পিউটার আর্কিটেকচার কি?
উত্তর : বিভিন্ন ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্রসমূহ সঠিক পদ্ধতিতে সংস্থাপন করার প্রক্রিয়াকে কম্পিউটার আর্কিটেকচার বলে। এতে সাধারণত রেজিস্টার, মেমোরি, কাউন্টার, লজিক সার্কিট ইত্যাদি যন্ত্রসমূহ ব্যবহৃত হয়ে থাকে।
৭. সিস্টেম ও কম্পিউটার বাস সিস্টেম বাস কি?
উত্তর : যে সমস্ত বাস সিপিইউর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে সিস্টেম বাস বলে।
৫. বাংলাদেশের সমাজবিজ্ঞান
১. কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১ সালে।
২. ঔপনিবেশিকতা বলতে কী বোঝ?
উত্তর : ঔপনিবেশিকতা হলো কোন বিদেশি জনসাধারণের উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা এবং তা বজায় রাখার ব্যবস্থা।
৩. ১৯৭১ সালের কোন রাত্রিকে ‘কালরাত্রি’ বলা হয়?
উত্তর : ২৫ শে মার্চ।
৪. অপারেশন সার্চ-লাইট কী?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ লাইট বলে।
৫. ছয়দফা দাবী কত সালে পেশ করা হয়?
উত্তর: ১৯৬৬ সালে পেশ করা হয়।
৬. ছয় দফাকে বাঙালির কিসের সনদ বলা হয়?
উত্তর : মুক্তির সনদ বলা হয়।
৭. মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : তাজউদ্দীন আহমদ।
উপরে দেয়া ওপরের লিংকে ক্লিক করে অনার্স ২য় বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post