জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে। যদিও পরীক্ষা গদ ২৯ জানুয়ারী হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ বৃদ্ধিতে পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে। আজ কোর্সটিকায় আমরা অনার্স ২য় বর্ষ পরীক্ষার সাজেশন শেয়ার করবো। যা তোমরা উত্তরসহ পাবে।
কোর্সটিকায় আমরা প্রতিটি ডিপার্টমেন্টের ২য় বর্ষের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করেছি। প্রতিটি সাজেশনে আমরা “ক বিভাগ”, “খ বিভাগ” ও “গ বিভাগ” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি। এ প্রশ্নগুলো আমরা বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে সাজেশনের অন্তর্ভুক্ত করেছি।
অনার্স ২য় বর্ষ পরীক্ষার সাজেশন
প্রতিটি সাজেশনের ক বিভাগে মাত্র ২৫ থেকে ৩০ টি অতিসংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। যেগুলো থেকেই তোমরা পরীক্ষার জন্য ১০০% কমন পাবে। এছাড়াও “খ বিভাগ” ও “গ বিভাগ” অংশেও আমরা ২০টি করে প্রশ্ন তুলে ধরেছি। যা অনুশীলন করলে তোমরা শতভাগ কমন পাবে।
নিচের তালিকা থেকে তোমার বিভাগ বেছে নাও:
১. বাংলা বিভাগ
২. ইংরেজি বিভাগ
৩. সমাজকর্ম বিভাগ
৪. রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
৫. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
৬. অর্থনীতি বিভাগ
৭. ইতিহাস বিভাগ
৮. সমাজবিজ্ঞান বিভাগ
৯. দর্শন বিভাগ
১০. Compulsory English (সকল বিভাগ)
প্রিয় পরীক্ষার্থীরা, সাজেশনগুলো ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post