কোর্সটিকায় ইতোপূর্বে আমরা ইসলামের ইতিহাস ৩য় বর্ষের সাজেশনগুলো প্রকাশ করেছি। আজ আমরা অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা তোমাদের কাছে তুলে ধরবো। নতুন অনেক শিক্ষার্থীরাই ৩য় বর্ষের বিষয় বা বইগুলোর নাম জানে না। ফলে তারা দ্বিধায় থাকে।
আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী বইয়ের তালিকা তুলে ধরেছি। এতে করে তোমাদের মনে আর কোন দ্বিধা থাকবে না। বইয়ের তালিকার পাশাপাশি আমরা সাজেশনগুলো ডাউলোডের লিংক দিচ্ছি। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে প্রয়োজনীয় শীট ও সাজেশন সংরক্ষণ করে নাও।
অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা
১. পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস (১৩-১৮ শতাব্দী)
২. অটোমানদের ইতিহাস (১৯২৪ সাল পর্যন্ত)
৩. বাংলার ইতিহাস (১৭৫৭-১৯৪৭)
৪. আধুনিক ইউরোপের ইতিহাস (১৭৮৯ খ্রিঃ থেকে)
৫. সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু
৬. মুসলিম প্রশাসনের ইতিহাস (৫৭০-১২৫৮)
৭. বিশ্বসভ্যতার ইতিহাস
৮. ইসলামী ধর্মীয় নীতি, অনুষ্ঠান, সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি
১. পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস
১. ’মোঙ্গ’ শব্দের অর্থ কী?
উত্তর: ’মোঙ্গ’ শব্দের অর্থ সাহসী।
২. ‘বিশ্বের ত্রাস’ বলা হয় কাকে?
উত্তর: ‘বিশ্বের ত্রাস’ বলা হয় চেজ্ঞিস খানকে।
৩. ‘তেমুচিন’ নামের অর্থ কী?
উত্তর: ‘তেমুচিন’ নামের অর্থ কঠিন ইস্পাত।
৪. ‘ছোট খান’ কার উপাধি?
উত্তর: ‘ছোট খান’ কবুলাই খানের উপাধি।
৫. পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় কাকে?
উত্তর: পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় হাসান বিন সাবাহকে।
২. অটোমানদের ইতিহাস
১. অটোমান তুর্কিরা কোন গোত্রের লোক ছিলেন?
উত্তর: অটোমান তুর্কিরা মধ্য এশিয়ার ওঘুজ গোত্রের লোক ছিলেন।
২. অটোমান তুর্কিদের পূর্বপুরুষ কারা?
উত্তর: অটোমান তুর্কিদের পূর্বপুরুষ মধ্য এশিয়া ও পারস্যর সেলজুক জাতি।
৩. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান।
৪. গোল্ডেন হোর্ড কী?
উত্তর: গোল্ডেন হোর্ড হলো মোঙ্গলদের সময় প্রতিষ্ঠিত সুবর্ণ রঙের তাবু, যা যুদ্ধের সময় ব্যবহার করা হতো।
৫. অটোমান সুলতান ওরখানের পিতার নাম কী?
উত্তর: অটোমান সুলতান ওরখানের পিতার নাম ওসমান।
৩. বাংলার ইতিহাস
১. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উত্তর: বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদকুলি খান।
২. ’মালজামিনী’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: মালজামিনী ব্যবস্থা মুর্শিদকুলি খান প্রবর্তন করেন।
৩. বর্গী কাদেরকে বলা হত?
উত্তর: মারাঠাদের বর্গী বলা হত।
৪. নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত নাম মির্জা মোহাম্মদ।
৫. অন্ধকূপ হত্যা ট্রাজেডি কি?
উত্তর: হলওয়েল কর্তৃক প্রচারিত নবাব সিরাজউদ্দৌলা কর্তিক ১২৩ জন ইংরেজ সেনাকে অন্ধকার ক্ষুদ্র কক্ষে হত্যা করার কল্পকাহিনীকে অন্ধকূপ হত্যা বলে।
৪. আধুনিক ইউরোপের ইতিহাস
১. ফরাসি বিপ্লবের মূল উপজীব্য কি?
উত্তর: ফরাসি বিপ্লবের মূল উপজীব্য স্বাধীনতা ও ভ্রাতৃত্বরোধ।
২. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
উত্তর: ফরাসি বিপ্লবের সময় ষোড়শ লুই ফ্রান্সের রাজা ছিলেন
৩. টেইলি কি?
উত্তর: টেইলি হল ফ্রান্সে প্রচলিত ভূমির কর।
৪. মাদাম রোলা কে ছিলেন?
উত্তর: মাদাম রোলা ছিলেন গিরোন্ডিস দলের নেতা।
৫. নেপোলিয়ন কোড কি?
উত্তর: আইন সংস্কারের অংশ হিসেবে নেপোলিয়ন বোনাপার্ট যে কোড বা বিধি প্রণয়ন করেন তাই নেপোলিয়ন কোড।
৫. সমকালীন বিশ্বে মুসলিম সংখ্যালঘু
১. Migration শব্দটির অর্থ কী?
উত্তর: Migration শব্দটির অর্থ অভিবাসন বা স্থানান্তর।
২. হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন হযরত মুহম্মদ (সা.)।
৩. এথনিসিটি কী?
উত্তর: এথনিসিটি হলো নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী।
৪. প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত নির্দিষ্ট সম্পদায়কে কী বলা হয়?
উত্তর: প্রবাসে থাকা নির্দিষ্ট ভূখন্ডে বসবাসরত নির্দিষ্ট সম্পদায়কে ডায়োসপারা বলা হয়।
৫. মুসলমানদের ইউরোপের বিজয়ের সূচনা হয় কার নেতৃত্বে?
উত্তর: মুসলমানদের ইউরোপের বিজয়ের সূচনা উমাইয়া খলিফার নেতৃত্বে।
৬. মুসলিম প্রশাসনের ইতিহাস
১. ইয়েমেন শব্দের অর্থ কী?
উত্তর: শব্দের অর্থ সুখী শহর।
২. তিহামা কী?
উত্তর: তিহামা হলো হেজাজ ও ইয়েমেনের নিম্নাঞ্চল।
৩. আল দিয়াত কী?
উত্তর: আল দিয়াত হলো রক্তের ঋণ বা ক্ষতি পূরণ।
৪. রিফাদা অর্থ কী?
উত্তর: রিফাদা হচ্ছে তীর্থযাত্রীদের অভ্যর্থনা ও তত্ত্বাবধান দপ্তর।
৫. দারুন নদওয়া কী?
উত্তর: দারুন নদওয়া হলো ইসলাম পূর্ব যুগে মক্কার ব্যবস্থাপক সভার মন্ত্রণাগৃহ।
৭. বিশ্বসভ্যতার ইতিহাস
১. ‘Civilization’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Civilization’ এর বাংলা অর্থ সভ্যতা।
২. ‘Civitas শব্দের অর্থ কী?
উত্তর: ‘Civitas শব্দের অর্থ নাগরিক।
৩. নদীতীরবর্তী ৩টি সভ্যতার নাম লেখ।
উত্তর: নদীতীরবর্তী ৩টি সভ্যতার নাম হলো–১. মিসরীয় সভ্যতা, ২. সিন্ধু সভ্যতা, ৩. মেসোপটেমীয় সভ্যতা।
৪. পিরামিড কী?
উত্তর: মিসরীয় সভ্যতাং ফারাওগণের মৃত্যুর পরে আত্মা ও দেহ সুরক্ষিত করার জন্য মমি অবস্থায় বিশাল সমাধিসৌধে সমাহিত করা হতো যা পিরামিড নামে পরিচিত।
৫. প্রাচীন মিসরীয় শাসকদের কী বলা হতো?
উত্তর: প্রাচীন মিসরীয় শাসকদের ফারাও বলা হতো।
৮. ইসলামী ধর্মীয় নীতি, প্রতিষ্ঠান, সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি
১.মুরজিয়া শব্দের অর্থ কী?
উত্তর: মুরজিয়া শব্দের অর্থ স্থগিতকরণ বা মুলতবি রাখা।
২.পবিত্র কুরআন কত বছর ধরে নাযিল হয়?
উত্তর: পবিত্র কুরআন ২৩ বছর ধরে নাযিল হয়।
৩. পবিত্র কুরআনের প্রথম নাযিলকৃত সূরা কোনটি?
উত্তর: পবিত্র কুরআনে প্রথম নাযিলকৃত সূরা আল আলাক।
৪. পবিত্র কুরআনের সূরাসমূহ কয় ভাগে বিভক্ত?
উত্তর: পত্র কুরআনের সূরা সমূহ দুই ভাগে বিভক্ত। যথা; ১.মাক্কী সূরা এবং ২. মাদানী সূরা।
৫. হাদিস কী?
উত্তর: মানবী (সঃ) এর কথা, কাজ ও মৌন সম্মতিকে হাদীস বলা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৩য় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, ওপরের লিংকগুলোতে ক্লিক করে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস বিভাগের বইয়ের তালিকা pdf download করে নাও। কোর্সটিকায় আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবে।
এর বাইরে তোমাদের আর কোন নোট বা সাজেশন লাগলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post