কোর্সটিকায় আজ আমরা অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা তুলে ধরব। ৩য় বর্ষে সমাজকর্মের শিক্ষার্থীদের মোট ৮টি বই রয়েছে। নিচে এই বইগুলোর ধারাবাহিক ক্রম তুলে ধরা হল। প্রতিটি বইয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন ও নোট ডাউনলোড করতে পারবে।
অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা
১. ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম
২. সমাজকর্ম অনুশীলনে তত্ত্বসমূহ
৩. স্বেচ্ছাসেবীতা ও বাংলাদেশের এনজিও
৪. দরিদ্র সেবা নীতি অনুশীলন
৫. প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা
৬. জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ
৭. মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম
৮. অপরাধ ও সমাজ
১. ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম
১. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর: আর্থসামাজিক সমস্যাগ্রস্থ ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিতে ব্যক্তি সমাজকর্ম বলে।
২. ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Case Work: A Problem Solving Process’ গ্রন্থটির লেখক H.H. Perlman।
৩. ব্যক্তি সমাজকর্মের মেরি রিচমন্ড এত বিখ্যাত কেন?
উত্তর: মেরি রিচমন্ড তাঁর ‘Social Diagnosis’ গ্রন্থে সর্বপ্রথম ব্যক্তি সমাজকর্মের জনক সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন তাই তিনি ব্যক্তি সমাজকর্মের এত বিখ্যাত।
৪. ‘Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা কে?
উত্তর: ‘Introduction to Social Work’ গ্রন্থের প্রণেতা হলেন Robert L. Barker.
৫. ব্যক্তি সমাজকর্মের প্রাণ কাকে বলে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় র্যাপোক।
৬. ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি কে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের ব্যক্তি বলতে আর্থ-সামাজিকভাবে সমস্যাগ্রস্থ ব্যক্তিকে বুঝায় যিনি নিজের সমস্যা সমাধানে অক্ষম এবং অন্যের সাহায্য কামনা করে।
৭. ‘A person with a problem comes to a place where a professional representative help him by a given process’. – উক্তিটি কার?
উত্তর: ‘A person with a problem comes to a place where a professional representative help him by a given process’- উক্তিটি H.H. Perlman-এর।
৮. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত বলা হয় কাকে?
উত্তর: ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত মেরি রিচমন্ডকে মতান্তরে ফাদার ভিনসেন্ট ডি. পল ও আগানানকেও বলা হয়।
৯. ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম লেখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম হল- ১. গ্রহণ নীতি ও ২. যোগাযোগ নীতি।
১০. ‘Elements of social Welfare’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সমাজবিজ্ঞানী ড. আলী আকবর ‘Elements of social Welfare’ গ্রন্থের লেখক।
২. সমাজকর্ম অনুশীলনে তত্ত্বসমূহ
১. “Introduction to Social Welfare” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: “Introduction to Social Welfare” গ্রন্থের রচয়িতা Rex A. Skidmore and Milton G. Thackery.
২. সিগমন্ড ফ্রয়েড কী?
উত্তর: সিগমন্ড ফ্রয়েড একজন মনোবিজ্ঞানী এবং মনোঃসমীক্ষণ তত্ত্বের প্রবর্তক।
৩. আদিসত্তা কী
উত্তর: আদিসত্তা হলো মনের প্রাথমিক পর্ব বা অবচেতন অবস্থা তা ব্যক্তিকে কামনা-বাসনার দিকে তাড়িত করে।
৪. করণ শিক্ষণের উদ্ভাবক কে?
উত্তর: করণ শিক্ষণের উদ্ভাবক হলেন বি. এফ. স্কিনার।
৫. সংযুক্তির প্রকারভেদ লেখ।
উত্তর: সংযুক্তি তত্ত্বে সংযুক্তি চার প্রকার। যথা: ১. নিশ্চিত, ২. নিরাপত্তা, ৩. অসংগঠিত ও ৪. পরিহার সংযুক্তি।
৬. ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক হলেন Von Betalanffy.
৭. তত্ত্ব কী?
উত্তর: তত্ত্ব হলো কোনো বিষয় বা ঘটনার বাস্তবভিত্তিক সাধারণিকরণ, যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য বলে বিবেচিত।
৮. বলবৃদ্ধি কাকে বলে?
উত্তর: বলবৃদ্ধি হল শিক্ষণের অপরিহার্য শর্ত। এর অর্থ হলো প্রত্যাশিত বস্তু লাভের মাধ্যমে সন্তুষ্টি অর্জন। আর উদ্দীপক– উদ্দীপক অথবা উদ্দীপক– প্রক্রিয়ার সংযোগকে প্রতিষ্ঠিত শক্তিশালীকরণের অপরিহার্য শর্তকে বলবৃদ্ধি বলে।
৯. ‘Social Work Practice’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Social Work Practice’ গ্রন্থের লেখক হলেন Allen Pincus ও Anne Minahan.
১০. অতি অহম (Super Ego) কি?
উত্তর: যে মনের বিচার বা সংশোধনমূলক ব্যবস্থা আন্তঃব্যক্তিক অভিজ্ঞতার মধ্য দিয়ে সৃষ্টি হয় তাই অতি অহম।
৩. স্বেচ্ছাসেবীতা ও বাংলাদেশের এনজিও
১. স্বেচ্ছাসেবীতা কী?
উত্তর: জনসাধারনের সার্বিক কল্যাণার্থে ব্যক্তির ইচ্ছার নির্ভর কর্মকাণ্ডই স্বেচ্ছাসেবীতা।
২. স্বেচ্ছাসেবী সংস্থার আয়ের উৎস কী?
উত্তর: স্বেচ্ছাসেবী সংস্থার আয়ের উৎসগুলো হলো জনগণের চাঁদা, বিভিন্ন বেসরকারি সংস্থার অনুদান, বিদেশি অনুদান ও সরকারি সাহায্য।
৩. ‘The Voluntary Workers in the Social Services’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The Voluntary Workers in the Social Services’ গ্রন্থটির লেখক হলেন- G.M. Aves.
৪. স্বেচ্ছাসেবী সংস্থা নিবন্ধীকরণ ও নিয়ন্ত্রণ আইন কত সালে প্রণয়ন করা হয়?
উত্তর: স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ 1961 সালে প্রণয়ন করা হয়।
৫. ’Voluntary social welfare in India’ গ্রন্থটির লেখক কে ?
উত্তর: ’Voluntary social welfare in India’ গ্রন্থটির লেখক Dharam Paul Chowdhury.
অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা
৬. বিদেশি অনুদান (বিধি) অধ্যাদেশ কত সালে প্রণীত হয়?
উত্তর: বিদেশি অনুদান (বিধি) অধ্যাদেশ 1982 সালে প্রণীত করা হয়।
৭. বর্তমানে বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: বর্তমানে বাংলাদেশের জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা 82 জন।
৮. সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা কবে প্রণীত হয়?
উত্তর: সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা 1985 সালের 25 মে প্রণীত হয়।
৯. ব্রাক (BRAC) এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ব্রাক (BRAC) এর পূর্ণরূপ হল Bangladesh rural advancement committed.
১০. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা জনাব ফজলে হাসান আবেদ।
৪. দরিদ্র সেবা নীতি অনুশীলন
১. দারিদ্র কী?
উত্তর: দারিদ্র্য বলতে আর্থিকভাবে অসচ্ছলতাকে বোঝায় যেখানে মানুষ তাদের নূন্যতম মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়।
২. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ 2011- 2015।
৩. আপেক্ষিক দারিদ্র্য কী?
উত্তর: দারিদ্র্যর এমন এক অবস্থা যেখানে সম্পদ বৈষম্যের কারণে এক ব্যক্তির তুলনায় অন্য ব্যক্তির আয় ও ব্যয় অপেক্ষাকৃত কম হয়।
৪. বাংলাদেশের শতকরা কতজন দারিদ্র্য সীমার নিচে বসবাস করে?
উত্তর: বাংলাদেশের শতকরা প্রায় 23.5 শতাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে।
৫. দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার মার্কসের মন্তব্য কী?
উত্তর: দারিদ্র্যের দুষ্টচক্র সম্পর্কে র্যাগনার মার্কসের মন্তব্যটি হল ‘‘A country is poor because it is poor’’.
৬. দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: দারিদ্র্যের বস্তুবাদী মতবাদ এমিল ডুর্খেইম প্রতিষ্ঠা করেন।
৭. দারিদ্র্যের বৃত্তি বাদই তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: দারিদ্র্য তত্ত্বের প্রবক্তা এমিল ডুর্খেইম।
৮. দারিদ্র্যের সংস্কৃতি সম্পর্কে Lewis এর মন্তব্য কী?
উত্তর: Lewis এর মতে, মানুষই সমাজে দারিদ্রকে লালন করে এবং সমাজের সংস্কৃতির সঙ্গে একসময় মিশে যায়। এ ধরনের সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্ম চলমান থাকে।
৯. ‘Principles of Stratification’ গ্রন্থটির কার লেখা?
উত্তর: কার্ল মার্কসের।
১০. MPI এর পূর্ণরূপ কী?
উত্তর: MPI এর পূর্ণরূপ হল- Multi Dimensional Poverty Index.
৫. প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা
১. প্রদর্শনী প্রকল্প কী?
উত্তর: কোন প্রকল্পের সম্ভাব্য সুবিধার বিষয়ে উপকারভোগীদের অবগত করার উদ্দেশ্যে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, আয় বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, দক্ষতার সাথে সামাজিক সেবা প্রদান ইত্যাদি উদ্দেশ্যে যে প্রকল্প নেওয়া হয় তাই প্রদর্শনী প্রকল্প।
২. কোর প্রকল্প কী?
উত্তর: যে প্রকল্পের গুরুত্ব বেশি এবং সে অনুযায়ী সর্বাগ্রে স্থান ও সম্পদ বরাদ্ধে অগ্রাধিকার দেওয়া হয় তাকে প্রকল্প বলে।
৩. প্রকল্পের জীবন চক্র কে চিহ্নিত করেন?
উত্তর: Denis. A. Rondinelli প্রকল্পের জীবনচক্র চিহ্নিত করেছেন।
৪. “Project Management: Principal and techniques’- গ্রন্থের লেখক কে?
উত্তর: “Project Management: Principal and techniques’- গ্রন্থের গ্রন্থের লেখক B. B. Goel.
৫. POSDCORB সূত্রের উদ্ভাবক কে?
উত্তর: POSDCORB সূত্রের উদ্ভাবক হলেন লুথার গুলিক
৬. যৌক্তিক কাঠামোর দুটি উপাদান লেখ।
উত্তর: যৌক্তিক কাঠামোর দুটি উপাদান হলো- ১. ইনপুট ও ২. আউটপুট।
৭. PPM এর পূর্ণরূপ কী?
উত্তর: PPM এর পূর্ণরূপ হল- Project Planning Matrix.
৮. OVI এর পূর্ণরূপ কী?
উত্তর: OVI এর পূর্ণরূপ হল- Objectively Veriable Indicator. এটি অনুভূমিক পক্ষের একটি উপাদান।
৯. যৌক্তিক কাঠামোর উলম্ব অক্ষের উপাদান কী কী?
উত্তর: যৌক্তিক কাঠামোর উপাদান হলো- ইনপুট, আউটপুট, উদ্দেশ্য ও লক্ষ্য।
১০. PERT এর পূর্ণরূপ কি?
উত্তর: PERT এর পূর্ণরূপ হল- Program Evaluation and review Technique.
৬. জনসংখ্যা বিষয়ক নীতি পরিকল্পনা ও সেবাসমূহ
১. জনবিজ্ঞানের প্রবক্তা কে?
উত্তর: জনবিজ্ঞানের প্রবক্তা জন গ্রান্ড (John Grand)।
২. স্থুল জন্মহার বলতে কী বুঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট এলাকায় কোনো নির্দিষ্ট বছরে নিবন্ধীকৃত মোট জনসংখ্যাকে বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা ধারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে ১০০০ গুণ করলে তাকে স্থুল জন্মহার বলে
৩. স্থানান্তর কী?
উত্তর স্থানান্তর বলতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভৌগলিক এলাকা থেকে অন্য ভৌগলিক এলাকায় গমন করাকে বুঝায়
৪. বয়সন্ধিকাল বলতে কী বুঝায়?
উত্তর : সাধারণত বয়স পরিক্রমায় ১৩- ১৪ থেকে ১৮ বছর সময়কে বয়সন্ধিকাল বলে।
শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্ম ও মৃত্যুহারের মধ্যে সমতা আসাই শূন্য জনসংখ্যা বৃদ্ধি।
৫. আদমশুমারি কী?
উত্তর: আদমশুমারি হল কোনো নির্দিষ্ট এলাকার একটি নির্দিষ্ট সময় বা কোনো সময় পূর্তিতে সকল জনগণের জনসংখ্যাভিত্তিক, স্থানান্তর, জীবনমান, আয়-ব্যয়, অর্থনৈতিক ও সামাজিক তথ্য-উপাত্ত সংগ্রহ, সংকলন বিশ্লেষণ, শ্রেণীবদ্ধকরণ ও প্রকাশের বিজ্ঞানসম্মত প্রক্রিয়া।
৬. জনসংখ্যা নিবন্ধন কী?
উত্তর: জনসংখ্যা নিবন্ধন হলো দেশের জনগণকে নিবন্ধন কার্ড বা বই প্রদান করা এবং এতে জন্ম-মৃত্যু-বিবাহ স্থানান্তর প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকা।
৭. বাংলাদেশে কখন সর্বশেষ আদমশুমারি কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১১ সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়।
৮. কাল মার্কস কে লিখেছেন?
উত্তর: একজন প্রখ্যাত দার্শনিক ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন।
৯. সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত কত?
উত্তর: সর্বশেষ আদমশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত ১০০ : ১০০. ২ ।
১০. ম্যালথাস- এর মতে কত বছর জনসংখ্যা দ্বিগুণ হয়?
উত্তর: ম্যালথাস-এর মতে ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়।
৭. মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সমাজকর্ম
১. মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: মানবাধিকার প্রত্যয়টি সর্বপ্রথম Thomas Paine ১৭৮৯ সালে ব্যবহার করেন।
২. মানবাধিকারের রক্ষাকবচ কী?
উত্তর: মানবাধিকারের রক্ষাকবচ সংবিধান।
৩. মানবাধিকারের জনক কে?
উত্তর: মানবাধিকারের জনক Prof. Henkin.
৪. সামাজিক ন্যায়বিচার কী?
উত্তর: সামাজিক ন্যায় বিচার হলো সামাজিক সমতা, ন্যায় পরায়ণতা ও নিরপেক্ষতার মূর্ত প্রকাশ।
৫. মানবাধিকারের দুটি উৎস লেখ।
উত্তর: মানবাধিকারের দুটি উৎস হল ১; আইন ও ২; মানুষের ন্যায়বোধ ।
৬. কত তারিখে ‘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালিত হয়?
উত্তর: ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ পালিত হয়।
৭. ম্যাগনাকার্টা কী?
উত্তর: ইংল্যান্ডে মানবাধিকার প্রতিষ্ঠার দলিলকে ম্যাগনাকার্টা বলে।
৮. ধর্ম কী?
উত্তর: মানুষ ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য অন্তরে ধারণ করে অবিশ্বাস করে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে তাই ধর্ম।
৯. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিকর্ট।
১০. CAB-এর পূর্ণরূপ কী?
উত্তর: CAB-এর পূর্ণরূপ হল Consumer Association of Bangladesh.
৮. অপরাধ ও সমাজ
১. ‘Crime and Delinquency’ গ্র্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Crime and Delinquency’ গ্র্রন্থের রচয়িতা পল ই. ট্রেসি।
২. ‘Criminology’ গ্র্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Criminology’ গ্র্রন্থের রচয়িতা কল্ডওয়েল (Caldwell)
৩. বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: Lambroso হলো বৈজ্ঞানিক অপরাধ বিজ্ঞানের জনক।
৪. “আইন লঙ্ঘনই আপরাধ”- উাক্তটি ব্যাখ্যা কর?
উত্তর: “আইন লঙ্ঘনই আপরাধ”- উাক্তটি করেছেন সাদারল্যান্ড।
৫. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: সমাজের উচ্চপদস্থ, প্রতিষ্ঠিত ও মর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি দন্ডবিধি আইনের পরিপন্থি কাজ করেন তবে তাই হচ্ছে ভদ্রবেশী অপরাধ।
৬. অধ্যাপক Morris অপরাধকে কী বলেছেন?
উত্তর: ভদ্রবেশী অপরাধকে ‘Upper World Crime’
৭. সামাজিক ব্যাধি কী?
উত্তর: সামাজিক ব্যাধি হচ্ছে এমন এক অস্বাভাবিক অবস্থা ও ক্ষতিকর আচরণ, যা সমাজের সুস্থতা স্বাভাবিকতা ও উন্নয়নকে সামাজিক ব্যাধি বলে।
৮. মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মানব পাচারের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন অন্যূন ৫ বছর কারাদন্ড এরং ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়া।
৯. অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন লন্ডনে ১৮৭২ সালে অনুষ্ঠিত হয়।
১০. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্তয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্তয়টি সর্বপ্রথম সাদারল্যান্ড ব্যবহার করেন।
উপরে দেয়া লিংকে ক্লিক করে অনার্স ৩য় বর্ষের সমাজকর্ম বিভাগের বইয়ের তালিকা pdf ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post