তোমরা যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষে তৃতীয় বর্ষে পদার্পণ করেছো, তোমাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তৃতীয় বর্ষে ওঠার পর তোমাদের এখন কাজ হচ্ছে অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানা। আর তারপরে এই বই অনুযায়ি পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নেওয়া। তাই কোর্সটিকায় আজ আমরা তোমাদের তৃতীয় বর্ষের বইগুলো নিয়ে আলোচনা করবো।
আজকের এই পোস্টে তোমরা অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি এ বর্ষের প্রতিটি বই থেকে গুরুত্বপূর্ণ সাজেশন উত্তরসহ ডাউনলোড করতে পারবে। নিচের তালিকা থেকে তোমার প্রয়োজনীয় বিষয়টির নামের ওপর ক্লিক করো। তাহলেই তোমরা উক্ত বিষয়ের সাজেশন ডাউনলোড করতে পারবে।
অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা
১. নিরীক্ষা ও নিশ্চয়তা (২৩২৫০১)
২. উচ্চতর হিসাববিজ্ঞান-১ (২৩২৫০৩)
৩. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান (২৩২৫০৫)
৪. Management Accounting (In English) (২৩২৫০৭)
৫. ব্যবসায় ও বাণিজ্যিক আইন (২৩২৫০৯)
৬. শিল্পোদ্যোগ (২৩২৫১১)
৭. Financial Management (In English) (২৩২৫১৩)
৮. ব্যাংকিং ও বিমা-তত্ত্ব, আইন এবং হিসাব (২৩২৫১৫)
১. নিরীক্ষা ও নিশ্চয়তা
১. অডিট শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি হয়েছে?
উত্তর : নিরীক্ষার ইংরেজি শব্দ হচ্ছে Auditing যা ল্যাটিন শব্দ Audire থেকে এসেছে। Audire শব্দের অর্থ হচ্ছে শোনা, তাই উৎপত্তিগত অর্থে Audit শব্দের অর্থ শ্রবণ করা।
২. BSA এর পূর্ণরূপ লেখ।
উত্তর : BSA এর পূর্ণরূপ হলো – Bangladesh Standards on Auditing.
৩. GAAS এর পূর্ণরূপ কী?
উত্তর : GAAS-এর পূর্ণরূপ হলো- Generally Accepted Auditing Standard.
৪. বিধিবদ্ধ নিরীক্ষা বলতে কী বোঝায়?
উত্তর : সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলে।
৫. IAASB-এর পূর্ণরূপ কী?
উত্তর : IAASB এর পূর্ণরূপ হলো— Auditing & Assurance Standard Board.
৬. অন্তর্বর্তীকালীন নিরীক্ষা কী?
উত্তর : বিশেষ উদ্দেশ্যে আর্থিক হিসাবকাল বা বছরের মধ্যবর্তী কোনো সময়ে প্রতিষ্টানের হিসাবপত্র পরীক্ষা করাকে অন্তবর্তীকালীন নিরীক্ষা বলে।
৭. পেশাগত নৈতিকতা কী?
উত্তর : পেশাগত নৈতিকতা হলো পেশাগত আচরণ সংক্রান্ত কিছু মান যার দ্বারা পেশার দায় দায়িত্ব নির্ধারিত হয়।
৮. নিশ্চয়তা সেবা বলতে কী বুঝ?
উত্তর : নিশ্চয়তা সেবা বলতে স্বাধীন পেশাগত সেবাকে বুঝায় যা সিদ্ধান্ত গ্রহণকারীর জন্য তথ্য-উপাত্তের গুণগত মান অথবা এর পূর্ব সূত্রের গুণগত মান উন্নয়ন করে থাকে।
৯. সত্যায়ন সেবা বলতে কী বুঝ?
উত্তর : সত্যায়ন সেতা হলো এমন এক প্রকার নিশ্চয়তা সেবা যেখানে সনদ প্রাপ্ত হিসাবরক্ষক (Chartered Accountants Firm) অন্য পক্ষের লিখিত তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে লিখিত মতামত প্রদান করে।
১০. AICPA এর পূর্ণরূপ কী?
উত্তর : AICPA এর পূর্ণরূপ হলো— Amirican Insfithe of Crtified Public Accountants.
২. উচ্চতর হিসাববিজ্ঞান
১. “প্রি-এমটিভ” অধিকার কী?
উত্তর : অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান শেয়ার মালিকদের শেয়ার ক্রয়ের অধিকারকে “প্রি-এমটিভ বা পূর্ব-ক্রয় অধিকার’ বলে।
২. চূড়ান্ত লভ্যাংশ কী?
উত্তর : কোম্পানির অন্তবর্তী কালীন লভ্যাংশ ঘোষণার পরে বর্তমান শেয়ারহোল্ডারদেরকে পরিমাণ লভ্যাংশ চূড়ান্তভাবে প্রেরণ করা হয় তাকে চূড়ান্ত লভ্যাংশ বলে।
৩. প্রাথমিক গণ প্রস্তাব কী?
উত্তর : কোম্পানি গঠনের পর প্রথম শেয়ারের বিক্রয়ের যে প্রস্তাব দেয়, তাকে প্রাথমিক গণ প্রস্তাব বলে।
৪. হিসাবমান-৮ এর উদ্দেশ্যে কী?
উত্তর : আন্তর্জাতিক হিসাবমান-৮ এর উদ্দেশ্য হচ্ছে হিসাববিজ্ঞান কর্মপন্থা নির্ধারণ এবং পরিবর্তনের কৌশল নির্ধারণ, একই সাথে এই পরিবর্তন, পূর্বানুমানে পরিবর্তন এবং ভুল সংশোধনে হিসাবরক্ষণ কৌশল এবং উপস্থাপন বিষয়ে নির্দেশনা প্রদান করা।
৫. ‘স্টক খণ্ডন’ কী?
উত্তর : যদি কোন কোম্পানির বিলিকৃত শেয়ারগুলোর সমমূল্যে (Parvalue) কমিয়ে আনুপাতিক হারে অধিক সংখ্যক শেয়ার প্রত্যেক শেয়ার মালিকদের মধ্যে বিলি করার ব্যবস্থা করা হয় তবে এ পদ্ধতিকে শেয়ার খণ্ডন বা স্টক খণ্ডন (Stock split) বলে।
৬. কর্পোরেট মূলধন কী?
উত্তর : যেকোনো কর্পোরেশনের মালিকানা সত্ত্বাকেই : শেয়ারহোল্ডারদের মালিকানা (Stockholder’s equity) বলা হয় যা কর্পোরেট মূলধন (Corporate capital) নামেও পরিচিত।
৭. অন্তবর্তী লভ্যাংশ কী?
উত্তর : চূড়ান্ত লভ্যাংশ ঘোষণার পূর্বে দুটি সাধারণ সভার মধ্যবর্তী সমন্বয়ে যে লভ্যাংশ ঘোষণা করা হয় তাকে অন্তবর্তী লভ্যাংশ বলে।
৮. অদাবীকৃত লভ্যাংশ কী?
উত্তর : কোনো কোম্পানির ঘোষণাকৃত লভ্যাংশের যে অংশ শেয়ার হোল্ডারগণ দাবি করেনি তাকে অদাবি লভ্যাংশ বলে।
৯. আর্থিক অবস্থার বিবরণীগুলো কী কী?
উত্তর : আন্তর্জাতিক হিসাবমান- অনুসারে আর্থিক অবস্থার বিবরণীগুলো হলো : ১. বিশদ আয় বিবরণী; ২. আর্থিক অবস্থার বিবরণী; ৩. মালিকানা স্বত্বার পরিবর্তন বিবরণী এবং ৪. নগদ প্রবাহ বিবরণী।
১০. বহুধাপ আয় বিবরণী কী?
উত্তর : কোম্পানির সকল প্রকার আয়-ব্যয়কে অপারেটিং বা পরিচালনা এবং নন-অপারেটিং বা অপরিচালন এ দুই ভাগে ভাগ করে যে বিশদ আয় বিবরণী শ্রেণিবদ্ধ করে পৃথকভাবে দেখানো হয় তাকে বহুধাপ আয় বিবরণী বলে।
৩. ব্যবসায় ও বাণিজ্যিক আইন
১. ব্যবসায় আইন কী?
উত্তর : ব্যবসায়ের প্রয়োজনে এক পক্ষ অন্য পক্ষের সাথে চুক্তি ও সরকারি বেসরকারি এবং ব্যবসায় সংক্রান্ত যাবতীয় নিয়ম, নীতি, শর্তাদেশকে ব্যবসায় আইন বলে।
২. চুক্তি কী?
উত্তর : আইনের দ্বারা বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে।
৩. প্রতিশ্রুতি কী?
উত্তর : একটি প্রস্তাব উপস্থাপনের পর অন্য কোনো ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে যদি তা গৃহীত হয় তাকে প্রতিশ্রুতি বলে।
৪. কে স্বীকৃতি দিতে পারে?
উত্তর : যার উদ্দেশ্যে প্রস্তাব উত্থাপিত হয় শুধুমাত্র সে ব্যক্তিই স্বীকৃতি দিতে পারে।
৫. প্রতিদান কী?
উত্তর : প্রতিশ্রুতির বিনিময়ে যদি কিছু পাওয়া যায় তবে তাকেই প্রতিদান বলে।
৬. বৈধ চুক্তি কী?
উত্তর : একাধিক পক্ষের মধ্যে দায় সৃষ্টি ও নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকেই বৈধ চুক্তি বলে।
৭. বাজি ধরার চুক্তি কি?
উত্তর : চুক্তির উভয় পক্ষ ভবিষ্যতে অনিশ্চিত ঘটনাকে অবিহিত নিশ্চিত মনে করে সম্মতিতে আবদ্ধ হলে তাকে বাজি ধরার চুক্তি বলে।
৮. প্রতারণা কাকে বলে?
উত্তর : কোনো একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোনো অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
৯. জামিনের চুক্তি কী?
উত্তর : প্রদত্ত প্রতিশ্রুতি পালনে ব্যর্থ কোনো ব্যক্তির পক্ষে দায় পরিশোধের জন্য পাওনাদারকে প্রদত্ত প্রতিশ্রুতিকেই জামিনের চুক্তি বলে ।
১০. গচ্ছিত প্রদান কী?
উত্তর : বৈধ উদ্দেশ্যে একপক্ষ অপর পক্ষের কাছে কোনো পণ্য জামানত রাখলে তাকে গচ্ছিত প্রদান বলে।
৪. শিল্পোদ্যোগ
১. শিল্পোদ্যোগ কাকে বলে?
উত্তর : মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায় বা শিল্প স্থাপনের প্রক্রিয়াকে শিল্পোদ্যোগ বলে।
২. নারী উদ্যোক্তা কে?
উত্তর : যে সকল মহিলা বা নারী তাদের পুঁজি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায়-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন ও ঝুঁকি নিয়ে তা পরিচালনা করেন তাদেরকে নারী উদ্যোক্তা বলে ।
৩. সৃজনশীলতা কী?
উত্তর : প্রকৃতি প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে কোনোকিছু উদ্ভাবন করাকে সৃজনশীলতা বলে।
৪. শিল্পোদ্যোক্তা কে?
উত্তর : ঝুঁকি গ্রহণ করে যে বা যারা কোনো শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান : স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন তাকে উদ্যোক্তা বা শিল্পোদ্যোক্তা বলে।
৫. SWOT বিশ্লেষণ কি?
উত্তর : যেকোনো সংগঠনের অভ্যন্তরীণ শক্তি (Strength), দুর্বলতা (Weakness), বাহ্যিক সুযোগ (opportunities) এবং হুমকিসমূহের (Threats) সামগ্রিক মূল্যায়নকে SWOT বিশ্লেষণ বলে।
৬. PEST এর সংজ্ঞা দাও।
উত্তর : কোনো সমষ্টিক পরিবেশগত বিষয়সমূহের প্রভাবের ১০ জটিল আন্তঃক্রিয়ার উপর ধারণা গ্রহণ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হল PEST বিশ্লেষণ, যা রাজনৈতিক (Political), অর্থনৈতিক (Economic), সমাজতাত্ত্বিক (Sociological), এবং প্রযুক্তিগত (Technological), বাহ্যিক পরিবেশের উপাদানসমূহের বিশ্লেষণের সমন্বয়ে সৃষ্টি।
৭. PEST এর পূর্ণরূপ কী?
উত্তর : PEST এর পূর্ণরূপ হলো : Political, Economic, Sociological, Technological.
৮. SWOT এর পূর্ণরূপ কী?
উত্তর : SWOT এর পূর্ণরূপ হলো : Strength, Weakness, Opportunity, Threat.
৯. ব্যবসায় পরিবেশ কাকে বলে?
উত্তর : বিদ্যমান যে সকল পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ীক কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে।
১০. PERT এর পূর্ণরূপ কী?
উত্তর : PERT এর পূর্ণরূপ হলো Programe Eraluation and Review Technique.
৫. ব্যাংকিং ও বিমা-তত্ত্ব, আইন এবং হিসাব
১. ব্যাংক ঋণ কী?
উত্তর : একটি ব্যাংক একজন গ্রাহককে শর্ত সাপেক্ষে যে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে তাকে ব্যাংকের ঋণ বলে।
২. অনলাইন ব্যাংকিং কী?
উত্তর : অনলাইন ব্যাংকিং হলো এমন এক ধরনের ব্যাংকিং সেবা পদ্ধতি যেখানে ব্যাংকের সকল শাখা একই নেটের আওতায় আনা হয় এবং গ্রাহক এক শাখায় হিসাব খুলে অন্য শাখা হতে সেবা গ্রহণ করতে পারে।
৩. সানসি ব্যাংক কী?
উত্তর : সানসি ব্যাংক হলো বিশ্বের সর্বপ্রথম সুসংগঠিত ব্যাংক। যা চীনে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।
৪. বিশেষায়িত ব্যাংক কী?
উত্তর : নির্ধারিত কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যে
ব্যাংকসমূহকে একটি সুপরিকল্পিত পথে পরিচালিত করা হয়।
৫. চেইন ব্যাংকিং কী?
উত্তর : একে অপরের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে এবং পারস্পরিক প্রতিযোগিতা বন্ধ করে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে চেইন ব্যাংকিং বলে।
৬. ক্রেডিট কার্ড কী?
উত্তর : ক্রেডিট কার্ড হলো পণ্য বা দ্রব্য ক্রয় ও অন্যান্য খরচের বিল পরিশোধে যে কার্ড ব্যবহৃত হয়।
৭. স্মার্ট কার্ড কী?
উত্তর : স্মার্ট কার্ড হলো অগ্রিম পরিশোধিত ডেবিট কার্ড। ডেবিট কার্ড থেকে ইলেকট্রনিকভাবে মক্কেলের হিসাব থেকে নগদ টাকা স্থানান্তরিত হয়।
৮. ভ্রাম্যমাণ নোট কী?
উত্তর : ভ্রাম্যমাণ নোট হলো এমন একটি অর্থব্যবস্থা যা তার গ্রাহককে বিদেশে ভ্রমণকালে নগদ টাকার সুবিধা প্রদানর লক্ষ্যে যে নোট ইস্যু করে।
৯. ইলেকট্রনিক ব্যাংকিং কী?
উত্তর : ইলেকট্রনিক ব্যাংকিং হলো কম্পিউটার, ইলেকট্রনিক, ইলেকট্রমেকানিক্যাল ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের সেবার মানোন্নয়নে ব্যাংক ইলেকট্রনিকভাবে যে সকল কার্যক্রম পরিচালনা করে।
১০. SWIFT এর পূর্ণরূপ কী?
উত্তর : SWIFT এর পূর্ণরূপ হলো “The society for world wide interbank financial telecommunication.”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে অনার্স ৩য় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের বইয়ের তালিকা থেকে সাজেশনগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করে নাও। এছাড়াও হিসাববিজ্ঞান ৩য় বর্ষের সকল সাজেশন রয়েছে কোর্সটিকায়। যা তোমরা বিনামূল্যে পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post