কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বাগতম। কোর্সটিকায় আজকে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন ২০২৫ আলোচনা করা হবে। অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন-উত্তর এই সাজেশনে দেওয়া হবে। অধিকহারে কমনের জন্য অনার্স ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাজেশন গুলো অনুশীলন করা হতে পারে উত্তম উপায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়টির নাম হচ্ছে– শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৯০৯। এখানে, তোমাদের ক-বিভাগে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন ২০২৫
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. “সংঘাতের অনুপস্থিতিই হলো শান্তি।”- উক্তিটি কার?
উত্তর: “সংঘাতের অনুপস্থিতিই হলো শান্তি।”- উক্তিটি জোহান গালতুং (Johan Gultung) এর।
২. Peace শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: Peace শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে।
৩. ‘Peace of Paris’ কত সালে গঠিত হয়?
উত্তর: ‘Peace of Paris’ ১৯১৯ সালে গঠিত হয়।
৪. ‘Four Noble Truths’ কোন দর্শনের মর্মকথা?
উত্তর: ‘Four Noble Truths’ বৌদ্ধ দর্শনের মর্মকথা।
৫. শান্তি রক্ষায় গান্ধির বিখ্যাত নীতিটি কী?
উত্তর: শান্তি রক্ষায় গান্ধির বিখ্যাত নীতিটি হলো অহিংস নীতি।
৬. CTBT এর পূর্ণরূপ কী?
উত্তর: CTBT এর পূর্ণরূপ Comprehensive Test Ban Treaty.
৭. বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য কোন সংগঠন গড়ে উঠেছে?
উত্তর: বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ গড়ে উঠেছে।
৮. বান কি মুন কে?
উত্তর: বান কি মুন জাতিসংঘের সাবেক মহাসচিব।
৯. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
উত্তর: জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলি।
১০. জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কী?
উত্তর: জাতিসংঘ কর্তৃক প্রথম শান্তিরক্ষা মিশন হলো United nations truce supervision organization (1948).
১১. জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত।
১২. কোন বাহিনী ‘Blue Helmets’ নামে পরিচিত?
উত্তর: জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ‘Blue Helmet’s’ নামে পরিচিত।
১৩. ভেটো কী?
উত্তর: ভেটো হলো কোনো সার্বভৌম শাসক, রাষ্ট্রপ্রধান, বিধানসভা বা অন্যকোনো পরিষদ কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশের কোনোকিছু প্রত্যাখ্যান বা প্রতিসিদ্ধ করার সাংবিধানিক অধিকার।
১৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত?
উত্তর: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি।
১৫. ‘পার্বত্য চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।
১৬. ‘লীগ অব নেশনস’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ‘লীগ অব নেশনস’ ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
১৭. ‘Kingdom of God’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘Kingdom of God’ গ্রন্থটি John Bright এর লেখা।
১৮. স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয় কোন সালে?
উত্তর: স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয় ১৯৯১ সালে।
১৯. সংঘর্ষের অর্থ কী?
উত্তর: আভিধানিক দৃষ্টিকোণ থেকে সংঘর্ষের অর্থ হলো দ্বন্দ্ববাদ, প্রতিবাদ, গোলমাল ইত্যাদি।
২০. ইংরেজি ‘Conflict’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: ইংরেজি ‘Conflict’ শব্দটি ল্যাটিন শব্দ ‘Configure’ থেকে এসেছে।
২১. সংঘর্ষের চূড়ান্ত পরিণতি কী?
উত্তর: সংঘর্ষের চূড়ান্ত পরিণতি হলো যুদ্ধ।
২২. রিসোর্স ওয়ার কী?
উত্তর: প্রাকৃতিক বা অপ্রাকৃতিক সমাজ থেকে সৃষ্ট যুদ্ধই রিসোর্স ওয়ার।
২৩. Terrorism শব্দটি কোথা হতে আসে?
উত্তর: Terrorism শব্দটি ফ্রান্স (১৭৮৯-৯৯) হতে আসে।
২৪. ‘Dialoge Among Civilization’ এর লেখক কে?
উত্তর: Dialoge Among Civilization’ এর লেখক মোহাম্মদ খাতামী (Mohammad Khatami).
২৫. ‘জেনেভা কনভেশন’ কী?
উত্তর: ১৯৪৯ সালে জেনেভাতে যুদ্ধবন্দিদের প্রতি আচরণবিধি নির্ধারণের জন্য একটি কনভেশন অনুষ্ঠিত হয়। এটি জেনেভা কনভেনশন নামে পরিচিত।
২৬. ‘Structural violence’ ধারণাটির প্রবক্তা কে?
উত্তর: ‘Structural violence’ ধারণাটির প্রবক্তা জোহান গালতুং (Johan Galtung).
২৭. স্নায়ুযুদ্ধ (Cold War) কী?
উত্তর: বিগত শতকের শেষ বর্ষে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিযোগিতা, দ্বন্দ্ব ও বলয় সৃষ্টির প্রবণতাই হলো স্নায়ুযুদ্ধ।
২৮. পার্ল হারবার কোথায়?
অথবা, পার্ল হারবার কোথায় অবস্থিত?
উত্তর: পার্ল হারবার আমেরিকায়।
২৯. ‘The Structure of International Conflict’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The Structure of International Conflict’ গ্রন্থটির লেখক সি. আর. মিশেলস।
৩০. শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পথিকৃৎ কে?
উত্তর: শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের পথিকৃৎ জোহান গালতুং।
৩১. FBI এর পূর্ণরূপ কী?
উত্তর: FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
৩২. SALT এর পূর্ণরূপ কী?
উত্তর: SALT এর পূর্ণরূপ Strategic Arms Limitation Talks.
৩৩. ARSA এর পূর্ণরূপ কী?
উত্তর: ARSA এর পূর্ণরূপ Arakan Rohingya Salvation Army.
৩৪. ‘The clash of civilization’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘The clash of civilization’ গ্রন্থটির লেখক এস. পি. হান্টিংটন (S.P.Huntington).
৩৫. শুভেচ্ছা কী?
উত্তর: শান্তিপূর্ণ সমাধানের একটি অন্যতম উপায় শুভেচ্ছা। দুটি বিবদমান দেশের মধ্যে শান্তি স্থাপনের উদ্দেশ্যে রাষ্ট্রীয় প্রতিনিধির আগমনকে শুভেচ্ছা বলা হয়।
৩৬. মধ্যস্থতা কী?
উত্তর: বিবদমান দুটি পক্ষের মধ্যে তৃতীয় পক্ষটি আলাপ- আলোচনা করে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মধ্যস্থতা বলে।
৩৭. ‘Preventive Diplomacy’ কী?
উত্তর: যুদ্ধকে পাশ কাটিয়ে ও সংঘাত নিরসনে কার্যকরী কুটনৈতিক তৎপরতাকে ‘Preventive Diplomacy’ প্রতিরোধমূলক কূটনীতি বলে।
৩৮. ECOSOC কী?
উত্তর: ECOSOC হলো জাতিসংঘের একটি প্রতিষ্ঠান যা বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য আর্থসামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত।
৩৯. DPKO এর পূর্ণরূপ কী?
উত্তর: DPKO এর পূর্ণরূপ Department of Peace Keeping Operation.
৪০. NPT এর পূর্ণরূপ কী?
উত্তর: NPT এর পূর্ণরূপ Non-proliferation Treaty.
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. শান্তির ইতিবাচক ধারণা ব্যাখ্যা কর।
২. শান্তির বিকল্প ধারণার মূল বিষয়সমূহ আলোচনা কর।
৩. ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কী?
৪. শান্তির আইনগত কাঠামো কী?
৫. গান্ধিজির অহিংস নীতি ব্যাখ্যা কর।
৬. সংঘাত নিরসনে গান্ধির পন্থা কী ছিল?
৭. সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর।
অথবা, সংঘর্ষের পর্যায়গুলো বিশ্লেষণ কর।
অথবা, সংঘাতের প্রকারভেদ আলোচনা কর।
৮. ধ্বংসাত্মক সংঘাত কী?
৯. সংঘর্ষের রূপান্তর তত্ত্ব কী?
১০. প্রতিযোগিতামূলক আপস মীমাংসা কী?
১১. জাতিগত সংঘাত বলতে কী বুঝ?
অথবা, জাতিগত সংঘাত কী?
১২. সন্ত্রাসবাদ কী?
১৩. সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা কর।
১৪. গৃহযুদ্ধের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
১৫. আন্তর্জাতিক সংকট কী?
১৬. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কী?
১৭. শান্তি ও সংঘাতের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।
১৮. শান্তির সংস্কৃতি বলতে কী বুঝ?
১৯. ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও।
২০. ইসলামি মৌলবাদ বলতে কী বুঝ?
অথবা, ইসলামি মৌলবাদ কী?
২১. ‘Second track Diplomacy’ কী?
গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. শান্তি কী? শান্তির আইনগত কাঠামো ব্যাখ্যা কর।
২. শান্তিরক্ষা কী? শান্তির উভয় সম্বুকট আলোচনা কর।
৩. জোহান গালতুং এর শান্তি তত্ত্বটি আলোচনা কর।
৪. একবিংশ শতাব্দীতে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ বর্ণনা কর।
অথবা, একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
৫. দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সার্কের ভূমিকা আলোচনা কর।
৬. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আলোচনা কর।
৭. সংঘর্ষের উপাদানসমূহ আলোচনা কর।
৮. সংঘর্ষের প্রকারভেদ আলোচনা কর।
৯. সংঘর্ষের কারণ ও ফলাফল বর্ণনা কর।
১০. জাতিগত সংঘাতের কারণসমূহ আলোচনা কর।
অথবা, জাতিগত সংঘাতের কারণসমূহ সংক্ষেপে বর্ণনা কর।
১১. জাতিসত্তাগত সংঘর্ষের ধরন আলোচনা কর।
১২. সন্ত্রাসবাদ কী বিশ্বশান্তির পরিপন্থি? বর্ণনা কর।
অথবা, সন্ত্রাসবাদ বিশ্বশান্তির পরিপন্থি কি না-আলোচনা কর।
১৩. আইএস এর সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগসমূহ আলোচনা কর।
১৪. স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ বর্ণনা কর।
১৫. মিয়ানমারে জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা কর।
১৬. সংঘর্ষ ব্যবস্থাপনা বলতে কী বুঝ? সংঘর্ষ ব্যবস্থাপনার পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৭. সংঘর্ষ নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন কর।
অথবা, সংঘাত নিরসনে জাতিসংঘের সফলতা ও ব্যর্থতা মূল্যায়ন কর।
১৮. শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিষয়বস্তু আলোচনা কর।
অথবা, শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
১৯. শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা কর।
২০. শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে যাহা জান লেখ।
২১. আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বর্ণনা কর।
২২. একবিংশ শতাব্দীতে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জসমূহ আলোচনা কর।
২৩. নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায়সমূহ আলোচনা কর।
২৪. আন্তর্জাতিক আইন কীভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারে? আলোচনা কর।
২৫. একবিংশ শতাব্দীর মানব নিরাপত্তার হুমকিসমূহ আলোচনা কর।
২৬. বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদের বিবরণ দাও।
কোর্সটিকায় আজকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনাকৃত অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তরগুলো চর্চার মাধ্যমে তোমরা পরীক্ষায় অধিকহারে কমন পাবে বলে আমরা আশাবাদী। এখানে তোমরা ক-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে। খ ও গ-বিভাগের উত্তরগুলো বইয়ে খুঁজলেই পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post