কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশে এনজিও সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশে এনজিও। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১০৫। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশে এনজিও সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Voluntarism’ শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তর: ‘Voluntarism’ শব্দটি ল্যাটিন ‘Voluntas’ শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে।
২. স্বেচ্ছাসেবিতা কী?
উত্তর: জনসাধারণের সার্বিক কল্যাণার্থে ব্যক্তির ইচ্ছা নির্ভর কর্মকাণ্ডই হলো স্বেচ্ছাসেবিতা।
৩. ‘The Voluntary Workers in the Social Services’ গ্রন্থের লেখক কে?
উত্তর: The Voluntary Workers in the Social Services’ গ্রন্থের লেখক হলেন G. M. Aves.
৪. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ কত সালে প্রণয়ন করা হয়?
উত্তর: স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৫৮ সালের ৭ অক্টোবর প্রণয়ন করা হয়।
৫. বিদেশি অনুদান (বিধি) অধ্যাদেশ কত সালে প্রণীত হয়?
উত্তর: বিদেশি অনুদান (বিধি) অধ্যাদেশ ১৯৮২ সালে প্রণীত করা হয়।
৬. স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক অনুদান পেতে হলে কোন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়?
অথবা, স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক সাহায্য পাওয়ার অনুমোদন কোন মন্ত্রণালয় দেন?
উত্তর: স্বেচ্ছাসেবী সংস্থাকে বৈদেশিক অনুদান পেতে হলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়।
৭. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর: পাকিস্তান আমলে ১৯৫৬ সালে জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ গঠিত বা প্রতিষ্ঠিত হয়।
৮. বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
অথবা, বর্তমানে বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: বাংলাদেশে জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য সংখ্যা ৮২ জন।
৯. সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা কবে প্রণীত হয়?
উত্তর: সরকারি অনুদান কর্মসূচি নীতিমালা ১৯৮৫ সালের ২৫ মে প্রণীত হয়।
১০. বাংলাদেশের এনজিওসমূহ সরকারের কোন দপ্তরের অধীনে রেজিস্ট্রিভুক্ত?
উত্তর: বাংলাদেশের সকল এনজিও সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে রেজিস্ট্রিভুক্ত।
১১. দরিদ্রদের নিয়ে কাজ করছে এমন দুটো NGO-র নাম লেখ।
উত্তর: দরিদ্রদের নিয়ে কাজ করছে এমন দুটি NGA)-র নাম হলো ব্র্যাক ও প্রশিকা।
১২. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ব্র্যাকের প্রতিষ্ঠাতা জনাব ফজলে হাসান আবেদ।
১৩. ‘Save Bangladesh’ কে গঠন করেন?
উত্তর: ‘Save Bangladesh’ ফজলে হাসান আবেদ গঠন করেন।
১৪. গ্রামীণ ব্যাংকের প্রধান কর্মসূচির নাম কী?
অথবা, গ্রামীণ ব্যাংকের সর্ববৃহৎ কর্মসূচির নাম কী?
উত্তর: গ্রামীণ ব্যাংকের প্রধান ও বৃহৎ কর্মসূচি ক্ষুদ্রঋণ।
১৫. বহুমূত্র রোগ কী?
উত্তর: বহুমূত্র হচ্ছে এমন একটি বিপাকজনিত জটিল রোগ যা ব্যক্তির দেহে শর্করা বা ইনস্যুলিনের অভাবজনিত কারণে সৃষ্টি হয়।
১৬. BIRDEM এর পূর্ণরূপ লেখ।
অথবা, BIRDEM এর পূর্ণরূপ কী?
উত্তর: BIRDEM এর পূর্ণরূপ হচ্ছে Bangladesh Institute of Research and Rehabilitation in Diabeties, Endocrine and Metabolic Disorders.
১৭. বারডেমের প্রতিষ্ঠাকাল কত?
উত্তর: বারডেমের প্রতিষ্ঠাকাল ১৯৮৯ সাল।
১৮. ডায়াবেটিক সমিতির স্লোগান কী?
উত্তর: ডায়াবেটিক সমিতির স্লোগান হলো ‘শৃঙ্খলাই জীবন (Discipline is life)’.
১৯. ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি?
উত্তর: ডায়াবেটিস সচেতনতা দিবস ১ মার্চ।
২০. কত সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়?
অথবা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬০ সালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠিত হয়।
২১. এনজিও বিষয়ক ব্যুরো কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: এনজিও বিষয়ক ব্যুরো ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।
২২. ADAB এর পূর্ণরূপ কী?
উত্তর: ADAB এর পূর্ণরূপ হলো- Association of Development Agencies in Bangladesh.
২৩. CARE এর পূর্ণরূপ কী?
উত্তর: CARE এর পূর্ণরূপ হলো Co-operative for American Relief Everywhere.
২৪. CARE কত সালে, কোথায় প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: CARE ১৯৪৫ সালে, আমেরিকায় প্রতিষ্ঠা লাভ করে।
২৫. ICDDR,B বাংলাদেশে কত সালে কার্যক্রম শুরু করে?
উত্তর: ICDDR,B বাংলাদেশে ১০ ডিসেম্বর, ১৯৭৮ সালে কার্যক্রম শুরু করে।
২৬. ICDDR,B পূর্ণরূপ লেখ।
উত্তর: ICDDR,B পূর্ণরূপ হলো International Centre for Diarrhoeal Diseases Research, Bangladesh.
২৭. ICDDR,B এর স্লোগান কী?
উত্তর: ICDDR,B এর স্লোগান ‘Knowledge for Global Lifesaving Solutions.”
২৮. ওয়ার্ল্ড ভিশন সর্বপ্রথম বাংলাদেশের কোথায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
উত্তর: ওয়ার্ল্ড ভিশন সর্বপ্রথম বাংলাদেশে ১৯৭২ সালে ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
২৯. রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তা কে?
উত্তর: রেড ক্রিসেন্ট সোসাইটির প্রবক্তা হেনরি ডুনান্ট।
৩০. আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
৩১. UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
অথবা, UNICEF এর সদর দপ্তর কোথায়?
উত্তর: UNICEF এর সদর দপ্তর আমেরিকায় অবস্থিত।
৩২. UNESCO এর পূর্ণরূপ কী?
উত্তর: UNESCO এর পূর্ণরূপ হলো United Nations Educational Scientific and Cultural Organization.
৩৩ . ইউএনএফপিএ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউএনএফপিএ-এর সদর দপ্তর আমেরিকার নিউইয়র্কে অবস্থিত।
৩৪. কোভিড-১৯ মোকাবিলায় জাতিসংঘের কোন সংস্থা কাজ করে যাচ্ছে?
উত্তর: কোভিড-১৯ মোকাবিলায় জাতিসংঘের WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে।
৩৫. বাংলাদেশ কত সালে FAO এর সদস্য হয়?
উত্তর: বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্য হয়।
৩৬. “ঢাকা প্রজেক্ট” কখন চালু হয়?
উত্তর: ঢাকা প্রজেক্ট ১৯৫৫ সালে চালু হয়।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. স্বেচ্ছাসেবিতা বলতে কি বুঝ?
২. স্বেচ্ছাসেবিতার বৈশিষ্ট্যসমূহ লেখ।
৩. ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের গুরুত্ব লেখ।
৪. ১৯৭৮ সালের বৈদেশিক দান (স্বেচ্ছাসেবী কার্যক্রম) রেগুলেশন অধ্যাদেশ এর গুরুত্ব লেখ।
৫. জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য কী কী?
অথবা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্যসমূহ কী?
অথবা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের লক্ষ্য-উদ্দেশ্য লেখ।
৬. এনজিও বলতে কী বুঝ?
৭. ব্রাকের প্রাক-প্রাইমারি শিক্ষা কর্মসূচির পরিচয় দাও।
৮. গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৯. গ্রামীণ ব্যাংক এর মূলনীতি কী কী?
১০. CRP এর কর্মসূচির পরিচয় দাও।
১১. বাংলাদেশ বহুমূত্র সমিতির পটভূমি লেখ।
১২. বাংলাদেশ বহুমূত্র সমিতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লেখ।
অথবা, বাংলাদেশ বহুমূত্র সমিতির উদ্দেশ্যগুলো লেখ।
১৩. বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ আলোচনা কর।
অথবা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের লক্ষসমূহ লেখ।
১৪. এনজিও বিষয়ক ব্যুরোর উদ্দেশ্যগুলো লেখ।
১৫. OXFAM এর কার্যক্রম লেখ।
অথবা, OXFAM এর ভূমিকা কী?
১৬. বাংলাদেশে অ্যাকশন এইডের কার্যক্রম কী?
১৭. ICDDRB এর ভিশন ও মিশন উল্লেখ কর।
১৮. বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সংক্ষেপে লেখ।
১৯. আন্তর্জাতিক রেডক্রসের মৌলনীতি কী কী?
অথবা, আন্তর্জাতিক রেডক্রসের মৌলনীতিসমূহ কী?
অথবা, রেডক্রস সোসাইটির মূলনীতিগুলো লেখ।
২০. রেডক্রস এবং রেডক্রিসেন্ট মূল উদ্দেশ্য লেখ।
২১. বাংলাদেশে ক্রিয়াশীল জাতিসংঘের পাঁচটি বিশেষায়িত সংস্থার নাম লেখ।
২২. বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম লেখ।
অথবা, বাংলাদেশের জনস্বাস্থ্য রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ভূমিকা লেখ।
অথবা, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক কার্যক্রম লেখ।
২৩. আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম লেখ।
অথবা, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম সংক্ষেপে বর্ণনা কর।
২৪. FPAB এর পটভূমি লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. বাংলাদেশে স্বেচ্ছাসেবিতার ঐতিহাসিক পটভূমি কর্ণনা কর।
২. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান (নিকক্ষন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ এর প্রধান দিকগুলো আলোচনা কর।
অথবা, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান (নিকখন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১ বর্ণনা কর।
অথবা, ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠান (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ধারাগুলো লেখ।
৩. বৈদেশিক অনুদান (বিধি) অধ্যাদেশ, ১৯৮২ সম্পর্কে লেখ।
৪. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা কর।
৫. বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের (BNCSW) গঠন ও কার্যাবলি উল্লেখ কর।
অথবা, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের গঠন কাঠামো ও কার্যক্রম আলোচনা কর।
৬. জাতীয় সমাজকল্যাণ পরিষদের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর।
৭. বাংলাদেশের জাতীয় উন্নয়নে এনজিওসমূহের অবদান বর্ণনা কর।
৮. বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে BRAC-এর অবদান লেখ।
অথবা, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান মূল্যায়ন কর।
অথবা, ব্র্যাক পরিচালিত কার্যক্রমের বিবরণ দাও।
৯. বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের অবদান মূল্যায়ন কর।
১০. বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের ভূমিকা বর্ণনা কর।
১১. গ্রামীণ ব্যাংকের কার্যাবলি আলোচনা কর।
অথবা, বাংলাদেশে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের অবদান মূল্যায়ন কর।
১২. এনজিও বিষয়ক ব্যুরোর গঠন ও কার্যাবলি লেখ।
১৩. এনজিও বিষয়ক ব্যুরোর সমস্যা ও সফলতা আলোচনা কর।
১৪. কেয়ার কী? বাংলাদেশে এর কর্মসূচির বর্ণনা দাও।
অথবা, বাংলাদেশে CARE এর ভূমিকা পর্যালোচনা কর।
অথবা, বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা হিসেবে কেয়ার এর ভূমিকা আলোচনা কর।
১৫. ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত কার্যক্রমের বিবরণ দাও।
১৬. শিশুদের সমস্যা সমাধানে বাংলাদেশে UNICEF এর কর্মসূচিলু বর্ণনা কর।
অথবা, UNICEF কী? বাংলাদেশে শিশু কল্যাণে ইউনিসেফ এর কার্যক্রম মূল্যায়ন কর।
১৭. বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে UNESCO এর উদ্দেশ্য ও কার্যক্রম আলোচনা কর।
অথবা, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে UNESCO এর কার্যক্রমসমূহ বর্ণনা কর।
১৮. ইউএনএফপিএ (UNFPA) কী? বাংলাদেশে এর কার্যক্রম তুলে ধর।
অথবা, বাংলাদেশে (UNFPA) এর কার্যক্রম আলোচনা কর।
অথবা, বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ভূমিকা আলেচন কর।
১৯. বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য ও কার্যক্রম আলোচ
অথবা, বাংলাদেশের শ্রমকল্যাণ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যক্রম আলোচনা কর।
২০. স্বেচ্ছাসেবী সংস্থা কী? সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার পার্থক্য বর্ণন কর।
২১. বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি কী? বাংলাদেশ পরিবর পরিকল্পনা সমিতির পটভূমি লেখ।
২২. বাংলাদেশের কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থার সমস্যাগুলো আলোচনা কর।
২৩. এনজিও কী? এনজিও গঠনের প্রক্রিয়া আলোচনা কর।
উপরে স্বেচ্ছাসেবিতা ও বাংলাদেশে এনজিও সাজেশন নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post