জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা। অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: অনুবাদে চিরায়ত সাহিত্য। বিষয় কোড: ২৪১০০৯।
অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সফোক্লিসের জন্ম কত সালে?
উত্তর : সফোক্লিসের জন্ম ৪৯৬ খ্রিস্টপূর্বাব্দে।
২. ইডিপাস কোন বংশোদ্ভূত?
উত্তর : ইডিপাস ক্যাডমসের বংশোদ্ভূত।
৩. ইডিপাস শব্দের অর্থ কী?
উত্তর : ইডিপাস শব্দের অর্থ পা-ফোলা।
৪. ধাঁধার সঠিক জবাব না পেলে স্ফিংস কী করতো?
উত্তর : ধাঁধার সঠিক জবাব না পেলে স্ফিংস পথচারীকে হত্যা করতো।
৫. ‘সে এসেছিলো দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে’–কার উক্তি?
উত্তর : ‘সে এসেছিলো দৃষ্টি নিয়ে, অন্ধ হয়ে প্রত্যাগমন করবে’— এটি টিরেসিয়াসের উক্তি।
৬. ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
উত্তর : ইডিপাসের শেষ পরিণতি নিজের চোখ উপড়ে ফেলে এবং অন্ধ হয়ে যায়।
৭. ইডিপাস অন্ধ হয়ে কাকে অভিশাপ দেয়?
উত্তর : ইডিপাস অন্ধ হয়ে অভিশাপ দেয় যে তাকে মৃত্যুর পরিবর্তে জীবন দিয়েছিল।
৮. ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি কতটা?
অথবা, ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি কত?
উত্তর : ‘ইডিপাস’ নাটকের কালব্যাপ্তি চব্বিশ ঘণ্টার মতো।
৯. ‘মেঘদূত’ কাব্যের ইংরেজি অনুবাদক কে?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যের ইংরেজি অনুবাদক G. H. Rooke.
১০. মহাকবি কালিদাস কোন রাজসভার কবি?
উত্তর : মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন।
১১. রামগিরি ও অলকাপুরী কীসের প্রতীক?
উত্তর : রামগিরি মর্তের এবং অলকাপুরী স্বর্গের প্রতীক।
১২. মেঘের জন্য কোন নদী বিরহে কৃশ হয়েছে?
উত্তর : মেঘের জন্য নির্বিন্ধ্যা নদী বিরহে কৃশ হয়েছে।
১৩. কে বলেছেন, ‘মেঘদূত’ বর্ষার কাব্য?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের বলেছেন, ‘মেঘদূত’ বর্ষার কাব্য।
১৪. কালিদাস বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছেন?
উত্তর : কালিদাস বিরহের সাথে বর্ষা ঋতুকে সংশ্লিষ্ট করেছেন।
১৫. বর্ষা কার মৈথুন ঋতু?
উত্তর : বর্ষা ময়ূরের মৈথুন ঋতু।
১৬. ‘মেঘদূত’ কাব্যে পঙ্ক্তির মাত্রা বিন্যাস কীরূপ?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যে পক্তির মাত্রা বিন্যাস ৭ + ৭ + ৭ + ৩/৪/৫।
১৭. ‘মেঘদূত’ কাব্যটি কোন ভাষায় রচিত?
উত্তর : ‘মেঘদূত’ কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত।
১৮. ‘মেঘদূত’ কাব্যের খণ্ডগুলোর নাম লিখ।
অথবা, ‘মেঘদূত কাব্যে কয়টি খণ্ড? নাম লেখ।
উত্তর : মেঘদূত কাব্যের খন্ডগুলোর নাম হলো পূর্বমেঘ ও উত্তরমেঘ।
১৯. শেকপিয়রের জীবনকাল উল্লেখ কর।
উত্তর: শেকসপিয়রের জীবনকাল ১৫৬৪ থেকে ১৬১৬ খ্রিস্টাব্দ।
২০. ‘হ্যামলেট’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘হ্যামলেট’ শব্দের অর্থ হলো গ্রাম বা পল্লি।
২১. ‘হ্যামলেট’ কত অঙ্কবিশিষ্ট নাটক?
উত্তর : ‘হ্যামলেট’ নাটকটি পাঁচ অঙ্কবিশিষ্ট।
২২. হ্যামলেটের মায়ের নাম কী?
উত্তর : হ্যামলেটের মায়ের নাম গারট্রুড।
২৩. ‘হ্যামলেট’ নাটকে হোরেশিও কে?
উত্তর : ‘হ্যামলেট’ নাটকে হোরেশিও ডেনমার্কের যুবরাজ হ্যামলেটের বন্ধু।
২৪. প্রেতাত্মার কথা কে বিশ্বাস করে না ?
উত্তর : প্রেতাত্মার কথা হোরেশিও বিশ্বাস করে না।
২৫. ‘এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের ক্রীতদাস।’-কার উক্তি?
উত্তর : ‘এমন একটি লোক এনে দাও আমাকে যে নয় আবেগের ক্রীতদাস।’-হ্যামলেটের উক্তি।
২৬. ‘মা’ উপন্যাসের প্রথম খণ্ডে অনুচ্ছেদ সংখ্যা কত?
উত্তর : ‘মা’ উপন্যাসের প্রথম খণ্ডে উনত্রিশটি অনুচ্ছেদ।
২৭. ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসটি পুস্তকাকারে কত সালে প্রকাশ পায়?
উত্তর : ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাস ১৯০৭ সালে প্রকাশিত হয়।
২৮. পাভেলের ডাকনাম কী?
উত্তর : পাভেলের ডাকনাম পাশা।
২৯. কোন রাজনৈতিক দর্শনের ভিত্তিতে ‘মা’ উপন্যাস রচিত হয়েছে?
উত্তর : ‘মা’ উপন্যাসে মার্কসীয় (সমাজতান্ত্রিক) রাজনৈতিক দর্শন ভাবসত্য হিসেবে উপস্থাপিত।
৩০. ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম কী?
উত্তর : ম্যাক্সিম গোর্কির আসল বা প্রকৃত নাম আলেকসি ম্যাকসিমোভিচ পেশকফ।
৩১. ‘ও যেন পথেরই মানুষ ঘরের নয়।’ মা এখানে কার কথা বলেছেন?
উত্তর : ‘ও যেন পথেরই মানুষ ঘরের নয়।’ -মা এখানে সোফিয়ার কথা বলেছেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘ইডিপাস’ নাটকে কোরাসকে অভিনেতার পাশাপাশি টীকাকার বলা যায় কি? ব্যাখ্যা কর।
অথবা, ‘ইডিপাস’ নাটকে কোরাসের ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।
২. ‘দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছো না।’ -কে কাকে কেন একথা বলেছে?
৩. ‘ঘৃণা আত্মনির্যাতনের নামান্তর মাত্র।’ কে কোন প্রসঙ্গে বলেছেন? ব্যাখ্যা কর।
৪. ‘একি অনন্ত রাত্রি আর কখনও দিন আসবে না।’-ব্যাখ্যা কর।
অথবা, ইডিপাসের শেষ পরিণতি কী হয়েছিল?
৫. টিরেসিয়াস চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, টিরেসিয়াসের পরিচয় দাও।
৬. ‘মেঘদূত’ কাব্যে বর্ণিত নদীগুলোর পরিচয় দাও।
৭. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে উজ্জয়িনী পুরীর বর্ণনা দাও।
অথবা, ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে উজ্জয়িনী নগরীর বর্ণনা দাও।
৮. যক্ষ কেন রামগিরিতে নির্বাসিত হয়? আলোচনা কর।
৯. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে অলকাপুরীর বর্ণনা দাও।
অথবা, ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে অলকাপুরীর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১০. ‘আত্মীয়ের চেয়ে কিছু বেশি, আত্মজের চেয়ে কম।’-কার উক্তি? ব্যাখ্যা কর।
১১. হ্যামলেটের কাছে সংসারের সব রীতিনীতি অসার এবং নিষ্ফল লাগে কেন?
১২. ওফেলিয়া কে? বিশদ পরিচয় দাও।
অথবা, ‘হ্যামলেট’ নাটকের ওফেলিয়ার চরিত্রের পরিচয় দাও।
অথবা, ওফেলিয়া কে? তার পরিচয় দাও।
১৩. ‘হ্যামলেট’ কীভাবে মারা যায়?
১৪. ক্লডিয়াস চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৫. ‘হ্যামলেট’ নাটকে প্রেতাত্মা কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, হ্যামলেট নাটকের প্রেতাত্মা কে? সংক্ষেপে পরিচয় দাও।
১৬. ‘এ মুহূর্ত থেকে হবে রক্তমাখা আমার সকল চিন্তা।’-ব্যাখ্যা কর।
১৭. সংক্ষেপে ‘মা’ উপন্যাসের খল চরিত্র আলোচনা কর।
১৮. ‘আমার সন্তান হয়তো বড় হয়ে আমারই শত্রু হবে।’ কার সন্তান, কে শত্রু হবে? আলাচনা কর।
১৯. ‘যে আত্মার নতুন করে জন্ম হয়েছে তাকে মারতে পারবে না ওরা।’ –মায়ের এই সংলাপটির তাৎপর্য ব্যাখ্যা কর।
২০. ‘মা’ উপন্যাসে পাভেলের বাবার পরিচয় দাও।
২১. পাভেল পাঠচক্র গড়ে তোলে কেন?
২২. ‘মা’ উপন্যাসে মা কীভাবে সবার মা -এ রূপান্তরিত হয়?
২৩. ‘মা’ উপন্যাস অবলম্বনে দুইজন নারী বিপ্লবী কর্মীর পরিচয় দাও।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ট্র্যাজেডি হিসেবে ‘ইডিপাস’ নাটকের সার্থকতা বিচার কর।
অথবা, ট্র্যাজেডি হিসেবে ‘ইডিপাস’ নাটকের সার্থকতা আলোচনা কর।
২. ইডিপাস নাটকের গঠনকৌশল আলোচনা কর।
৩. সফোক্লিসের ইডিপাস নাটক অবলম্বনে ইডিপাস চরিত্র আলোচনা কর।
অথবা, রাজা ইডিপাস চরিত্রটি বিশ্লেষণ কর।
৪. ইডিপাস নাটক অবলম্বনে জোকাস্টা চরিত্র আলোচনা কর।
অথবা, ইডিপাস নাটক অবলম্বনে জোকাস্টার অন্তর্বেদনার স্বরূপ উন্মোচন কর।
৫. কোরাস কী? ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
অথবা, ইডিপাস নাটকে কোরাসের ভূমিকা আলোচনা কর।
৬. ‘মেঘদূত’ কাব্যের উপমা, উৎপ্রেক্ষা ও চিত্রকল্প সম্পর্কে একটি নিবন্ধ রচনা কর।
৭. ‘কালিদাসের ‘মেঘদূত’ কাব্যের উপমা চিত্রধর্মী।’ – উক্তিটির যথার্থতা বিচার কর।
৮. ‘মেঘদূত’ কাব্য অবলম্বনে কালিদাসের কবিকৃতি আলোচনা করে বুদ্ধদেব বসুর অনুবাদ সাফল্য তুলে ধর।
৯. ‘মেঘদূত’ কাব্য যেখানে আমাদের সবচেয়ে নিরাশ করে সেটি তার বিরহ প্রসঙ্গ। – মন্তব্যটির সত্যতা যাচাই কর।
১০. ‘মেঘদূত’ কাব্যের অনুবাদক হিসেবে বুদ্ধদেব বসুর কৃতিত্ব ও সীমাবদ্ধতা পর্যালোচনা কর।
১১. ‘মেঘদূত’ কাব্যে বিরহের চেয়ে বিরহের আয়োজনই বড় হয়ে উঠেছে – আলোচনা কর।
অথবা, ‘মেঘদূত’ কাবো বিরহ বর্ণনায় কবি যে শিল্পনৈপুণ্যের পরিচয় দিয়েছেন তা আলোচনা কর।
১২. ‘বর্ণনা প্রধান হওয়া সত্ত্বেও অসাধারণ নাটকীয়তার গুণে কালিদাসের ‘মেঘদূত’ স্থবিরতার অভিশাপযুক্ত।’ -উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১৩. ‘মেঘদূত’ কাব্যে প্রকৃতিচেতনার যে বাষ্পময় প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও।
১৪. ‘মেঘদূত’ কাহিনিনির্ভর কাব্য নয়; নিসর্গ বর্ণনা ও মানবিক আবেগানুভূতির বর্ণনাই এ কাব্যের প্রধান বিষয়। -মন্তব্যটি বিচার কর।
অথবা, ‘মেঘদূত’ কাহিনিনির্ভর কাব্য নয়; নিসর্গ বর্ণনা ও মানবিক আবেগানুভূতির বর্ণনাই এ কাব্যের প্রধান বিষয়।’ – ব্যাখ্যা কর।
১৫. আকাঙ্ক্ষার দ্বন্দ্ব ও মৃত্যু ‘হ্যামলেট’ নাটকের ট্র্যাজেডিকে গভীরতর করেছে। – এ মন্তব্যের আলোকে ট্র্যাজেডি হিসেবে ‘হ্যামলেটের’ সার্থকতা বিচার কর।
অথবা, আকাঙ্ক্ষার দ্বন্দ্ব ও মৃত্যু ‘হ্যামলেট’ নাটকের ট্র্যাজেডিকে গভীরতর করেছে।— মন্তব্যটি আলোচনা কর ।
অথবা, শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নিষ্ক্রিয় বা দীর্ঘসূত্রী নয়। – বিশ্লেষণ কর।
১৬. ট্র্যাজেডি হিসেবে ‘হ্যামলেট’ নাটকের সার্থকতা বিচার কর।
১৭. ‘হ্যামলেটের দোটানা, দোদুল্যমানতা একজন বুদ্ধিজীবীর মানসিক সংকট।’ – ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে উক্তিটির যথার্থতা বিচার কর।
অথবা, ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে হ্যামলেট চরিত্র বিশ্লেষণ কর।
অথবা, ‘হ্যামলেট’ নাটক অবলম্বনে হ্যামলেট চরিত্র আলোচনা কর।
১৮. সংলাপ ‘হ্যামলেট’ নাটকের প্রাণ। – উপযুক্ত উদ্ধৃতিসহ মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
১৯. কাব্যনাট্য হিসেবে ‘হ্যামলেট’ নাটকের সার্থকতা বিচার কর।
২০. ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসের নামকরণের সার্থকতা যাচাই কর।
২১. ‘গোর্কির মা এক অবিস্মরণীয় চরিত্র’ -মন্তব্যটি বিশ্লেষণ কর।
অথবা, গোর্কির ‘মা’ এক অবিস্মরণীয় চরিত্র। -মন্তব্যটির যথার্থতা বিচার কর।
২২. ম্যাক্সিম গোর্কির ‘মা’ বিশ্বসাহিত্যের শিল্পসফল এক অনন্য উপন্যাস। -মন্তব্যটি বিচার কর।
আরো দেখো : বাংলা ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনুবাদে চিরায়ত সাহিত্য সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post