কিছুদিন পরেই শুরু হচ্ছে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। তোমাদের পরীক্ষাকে সহজ করতে অনার্স ৩য় বর্ষ সমাজকর্ম বিভাগের সাজেশন গুলো দেওয়া শুরু করা হয়েছে। তোমাদের জন্য আজকে অপরাধ ও সমাজ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্নপত্র যাচাই-বাছাই করে এই সাজেশন তৈরি করার কারণে পরীক্ষায় রয়েছে শতভাগ কমনের সম্ভাবনা।
কোর্সটিকায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে অপরাধ ও সমাজ। সমাজকর্ম বিভাগের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩২১১৫। এই সাজেশন ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়েই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে।
অপরাধ ও সমাজ সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘Crime and Delinquency’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Crime and Delinquency’ গ্রন্থের রচয়িতা Paul E. Tracy.
২. ‘Criminology’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Criminology’ গ্রন্থটির রচয়িতা কন্ডওয়েল (Caldwell)।
৩. বৈজ্ঞানিক অপরাধবিজ্ঞানের জনক কে?
উত্তর: বৈজ্ঞানিক অপরাধবিজ্ঞানের জনক Lombroso।
৪. বিচ্যুতি কী?
উত্তর: বিচ্যুতি হলো এমন এক প্রকার আচরণ যা একটি সমাজে প্রচলিত আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি।
৫. বিচ্যুত আচরণ কী?
উত্তর: বিচ্যুত আচরণ বলতে সমাজে প্রচলিত আদর্শ, মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতিবিরোধী অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত আচার আচরণের সমষ্টিকে বুঝায়।
৬. সামাজিক ব্যাধি কী?
উত্তর: সামাজিক ব্যাধি হচ্ছে এমন এক অস্বস্তিকর, অস্বাভাবিক অবস্থা ও ক্ষতিকর আচরণ, যা সমাজের সুস্থতা, স্বাভাবিকতা ও উন্নয়নকে ব্যাহত করে।
৭. NASW এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW এর পূর্ণরূপ National Association of Social Workers.
৮. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: সমাজের উচ্চপদস্থ, প্রতিষ্ঠিত ও মর্যাদাসম্পন্ন কোনো ব্যক্তি পেশাগত দায়িত্ব পালনের সময় যদি দণ্ডবিধি আইনের পরিপন্থি কাজ করেন তবে তাই হচ্ছে ভদ্রবেশী অপরাধ।
৯. ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: ‘ভদ্রবেশী অপরাধ’ প্রত্যয়টি সর্বপ্রথম সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড ব্যবহার করেন।
১০. অধ্যাপক Morris ভদ্রবেশী অপরাধকে কী বলেছেন?
উত্তর: অধ্যাপক Morris ভদ্রবেশী অপরাধকে ‘Upper World Crime’ বলেছেন।
১১. FBI এর পূর্ণরূপ লেখ।
উত্তর: FBI এর পূর্ণরূপ Federal Bureau of Investigation.
১২. মানব পাচারের উপাদানগুলো উল্লেখ কর।
উত্তর: মানব পাচারের উপাদানগুলো হচ্ছে- ১. কাজ, ২. উপায় ও ৩. উদ্দেশ্য।
১৩. মানব পাচারের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মানব পাচারের সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন অন্যূন ৫ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হওয়া।
১৪. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি?
উত্তর: আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস ২৬ জুন।
১৫. Espionage কী?
উত্তর: Espionage হলো পুপ্তচর বৃত্তি। সাধারণত গোপনীয় হিসেরে বিবেচিত স্পর্শকাতর গুপ্ততথ্য তথ্যধারকের অজ্ঞাতসারে সংগ্রহ করাই হলো Espionage.
১৬. সাইবার ক্রাইম কী?
অথবা, সাইবার অপরাধ কী?
উত্তর: কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে অর্থাৎ তথ্যপ্রযুক্তির সাহায্যে সাইবার স্পেস ব্যবহার করে যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলোই সাইবার ক্রাইম।
১৭. অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: অপরাধ বিষয়ক প্রথম সম্মেলন জেনেভায়, ১৯৫৫ সালে অনুষ্ঠিত হয়।
১৮. ‘Principles of Criminology’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Principles of Criminology’ গ্রন্থের লেখক সামাজবিজ্ঞানী Edwin H. Sutherland.
১৯. অপরাধ সম্পর্কিত মতবাদগুলো কী?
উত্তর: অপরাধ সম্পর্কিত মতবাদগুলো হলো শারীরবৃত্তীয় মতবাদ, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মতবাদ।
২০. ‘Crime as a Normal Phenomenon’ প্রবন্ধটি কার লেখা?
উত্তর: ‘Crime as a Normal Phenomenon’ প্রবন্ধটি এমিল ডুর্খেইমের লেখা।
২১. I.Q এর পূর্ণরূপ কী?
উত্তর: I.Q এর পূর্ণরূপ Intelligence Quotient.
২২. সিগমুন্ড ফ্রয়েড কে ছিলেন?
উত্তর: সিগমুন্ড ফ্রয়েড ছিলেন একজন মনোবিজ্ঞানী ও মনোচিকিৎসক। তার আবিষ্কৃত তত্ত্বের নাম মনঃসমীক্ষণ তত্ত্ব’।
২৩. আদিম সত্তা (ID) কী?
উত্তর: মানুষের জৈবিক সত্তা ও সমস্ত কামনাবাসনার আধার হলো আদিম সত্তা যা অবিবেচক মানবশিশু যা স্বেচ্ছাচারেরই নামান্তর।
২৪. অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শান্তি কী?
উত্তর: অ্যাসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
২৫. রিপোর্টেড অপরাধ কী?
উত্তর: যেসব অপরাধের খবর সম্পর্কে বিভিন্ন মাধ্যমে পুলিশ আত হয় এবং পুলিশ তা সরকারি নথিতে লিপিবদ্ধ করেন একে বলা হয় রিপোর্টেড অপরাধ।
২৬. যৌতুক নিরোধ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: যৌতুক নিরোধ আইন ১৯৮০ সালে প্রণীত হয়।
২৭. জননিরাপত্তা কী?
উত্তর: জননিরাপত্তা হলো জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান।
২৮. ‘Modernization’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Modernization’ শব্দের অর্থ আধুনিকীকরণ।
২৯. Neil আধুনিকায়নের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?
উত্তর: Neil আধুনিকায়নের ৪টি বৈশিষ্ট্যের কথা বলেছেন।
৩০. কোন শব্দ থেকে ‘Environment’ শব্দটির উৎপত্তি হয়েছে?
উত্তর: ‘Environment’ শব্দটির উৎপত্তি ফরাসি ‘Environ or Environner’ শব্দ থেকে।
৩১. লিঙ্গ কী?
উত্তর: সামাজিকভাবে গড়ে ওঠা নারী-পুরুষের পরিচয় বা ভূমিকাই হচ্ছে লিঙ্গ।
৩২. লিঙ্গ বৈষম্য কাকে বলে?
উত্তর: লিঙ্গ বৈষম্য বলতে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে অসমতাকে বুঝায়। যা সমাজ কর্তৃক নির্ধারিত ও আরোপিত।
৩৩. লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো কী?
উত্তর: লিঙ্গ বৈষম্যের উপাদানগুলো হলো শারীরিক ও আবেগ গঠন, বুদ্ধি, ব্যক্তিত্ব, আদর্শ, বিশ্বাস, মূল্যবোধ, ক্ষমতা, সহজাত আচরণ প্রভৃতি।
৩৪. সামাজিক বৈষম্য কী?
উত্তর: ব্যক্তির যোগ্যতানুযায়ী ন্যায্য বা প্রাপ্ত সামাজিক অধিকার থেকে ব্যক্তিকে বঞ্চিত করাই হচ্ছে সামাজিক বৈষম্য।
৩৫. TIB এর পূর্ণরূপ লেখ।
উত্তর: TIB এর পূর্ণরূপ হলো Transparency International Bangladesh.
৩৬. কালো টাকা কী?
উত্তর: কালো টাকা বলতে ব্যক্তির অপ্রদর্শিত অর্থোপার্জনকে বুঝায়।
৩৭. কিশোর সংশোধনমূলক অধ্যাদেশ কত সালে জারি করা হয়?
উত্তর: কিশোর সংশোধনমূলক অধ্যাদেশ ১৯৬০ সালে জারি করা হয়।
৩৮. সাইবার অপরাধ কী?
উত্তর: সাইবার স্পেসকে ব্যবহার করে যেসব অপরাধ সংঘটিত হয় তাই সাইবার অপরাধ।
৩৯. Hunger Strike অর্থ কী?
উত্তর: Hunger Strike অর্থ অনশন করা।
৪০. প্যারোল কী?
উত্তর: প্যারোল হলো অপরাধীর কিছুদিন শান্তি ভোগ করার পর সংশোধনের জন্য কতিপয় শর্তসাপেক্ষে কর্মকর্তার নিকট মুক্তি প্রদান।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অপরাধের বৈশিষ্ট্য লেখ।
অথবা, অপরাধের বৈশিষ্ট্যগুলো কী?
২. বিচ্যুত আচরণ কী?
অথবা, বিচ্যুত আচরণের সংজ্ঞা দাও।
৩. বিচ্যুত আচরণ ও অপরাধের মধ্যে পার্থক্য দেখাও।
৪. অপরাধ প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব লেখ।
৫. সহিংস অপরাধের ধরনগুলোর বর্ণনা দাও।
অথবা, সহিংস অপরাধের প্রকৃতি ব্যাখ্যা কর।
৬. ভদ্রবেশী অপরাধের শ্রেণিবিভাগ দেখাও।
৭. সংঘবদ্ধ অপরাধের বৈশিষ্ট্যগুলো কী কী?
৮. অপরাধের মূল উৎসগুলো কী?
অথবা, সংগঠিত অপরাধের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
৯. অপরাধের শারীরবৃত্তীয় কারণগুলো লেখ।
১০. সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বুঝায়?
১১. অপরাধের মনস্তাত্ত্বিক উপাদান সম্পর্কে লেখ।
১২. অপরাধ আইনের সংজ্ঞা দাও।
১৩. রিপোর্টেড ও প্রকৃত অপরাধ কী?
১৪. প্রকৃত অপরাধ ও রিপোর্টেড অপরাধের মধ্যে পার্থক্য লেখ।
১৫. শিল্পায়ন বলতে কী বুঝ?
১৬. অপরাধের ওপর নগরায়ণের প্রভাব আলোচনা কর।
১৭. লিঙ্গ বৈষম্যের সংজ্ঞা দাও।
১৮. লিঙ্গ বৈষম্যের কারণগুলো আলোচনা কর।
১৯. মাদকের অপব্যবহার রোধের উপায় কী?
২০. সাইবার ক্রাইম কী?
২১. শিশু অপব্যবহারের ধরনগুলো কী কী?
২২. প্রবেশনের শর্তাবলি লেখ।
অথবা, প্রবেশনের শর্তাবলি উল্লেখ কর।
২৩. প্যারোলের শর্তসমূহ লেখ।
২৪. প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্য লেখ।
২৫. অপরাধ দমনে পরিবারের ভূমিকা কী?
২৬. অপরাধ প্রতিরোধে ধর্মের ভূমিকা কী?
অথবা, অপরাধ প্রতিরোধে ধর্মের ভূমিকা আলোচনা কর।
২৭. অপরাধ প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অপরাধ কাকে বলে? অপরাধের শ্রেণিবিভাগগুলো আলোচনা কর।
২. অপরাধ কাকে বলে? অপরাধ ও বিচ্যুত আচরণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
৩. ভদ্রবেশী অপরাধ কী? ভদ্রবেশী অপরাধের ধরন আলোচনা কর।
৪. সাধারণ অপরাধী ও পেশাদার অপরাধীর মধ্যে পার্থক্য দেখাও।
৫. মানব পাচার বলতে কী বুঝ? বাংলাদেশে মানব পাচারের কারণ বর্ণনা কর।
অথবা, মানব পাচার বলতে কী বুঝ? বাংলাদেশে মানব পাচারের কারণসমূহ কী কী?
৬. সংঘবদ্ধ অপরাধের বৈশিষ্ট্য আলোচনা কর। গ্রামীণ ও শহুরে অপরাধের পার্থক্য দেখাও।
অথবা, শহর ও গ্রামাঞ্চলের অপরাধের পার্থক্য লেখ।
৭. অপরাধমূলক আচরণ কী? সমাজে অপরাধমূলক আচরণ প্রক্রিয়াগুলো আলোচনা কর।
অথবা, অপরাধমূলক আচরণের প্রক্রিয়া আলোচনা কর।
৮. অপরাধের দৈহিক ও মনস্তাত্ত্বিক কারণ আলোচনা কর।
অথবা, অপরাধের মনস্তাত্ত্বিক ও শারীয়বৃত্তীয় কারণসমূহ আলোচনা কর।
৯. ফ্রয়েডের মতানুসারে ব্যক্তিত্বের বিকাশ-আলোচনা কর।
১০. সামাজিক পরিবেশ বলতে কী বুঝ? সামাজিক পরিবেশের ওপর অপরাধের প্রভাব আলোচনা কর।
অথবা, সামাজিক পরিবেশ কী? অপরাধের ওপর সামাজিক পরিবেশের প্রভাব আলোচনা কর।
অথবা, পরিবেশ কী? অপরাধের ওপর পরিবেশের প্রভাব আলোচনা কর।
১১. অপরাধ সূচক কী? বাংলাদেশের বর্তমান অপরাধ সূচক আলোচনা কর।
অথবা, অপরাধ সূচক কী? বাংলাদেশের প্রেক্ষাপটে অপরাধের সূচকগুলে আলোচনা কর।
১২. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ আলোচনা কর।
১৩. ১৯৭৪ সালের শিশু আইন সম্পর্কে আলোচনা কর।
১৪. ১৯৭৪ সালের শিশু আইনের গুরুত্ব ব্যাখ্যা কর।
১৫. আধুনিকায়ন কী? অপরাধের ওপর আধুনিকায়নের প্রভাব আলোচনা কর।
১৬. শিল্পায়ন ও শহরায়নজনিত সমস্যা মোকাবিলায় আধুনিক সমাজকর্মের ভূমিকা লেখ।
১৭. অপরাধের ওপর লিঙ্গ বৈষম্যের প্রভাব বর্ণনা কর। লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় নির্দেশ কর।
১৮. বেকারত্ব কী? বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ বর্ণনা কর।
১৯. কিশোর অপরাধ কী? অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য চিহ্নিত কর।
অথবা, কিশোর অপরাধের কারণগুলো লেখ। অপরাধ ও কিশোর অপরাধের মধ্যে পার্থক্য চিহ্নিত কর।
২০. সংশোধনমূলক কার্যক্রমের সংজ্ঞা দাও। বাংলাদেশে প্রচলিত সংশোধনমূলক কার্যক্রম পর্যালোচনা কর।
২১. প্রবেশন কী? সংশোধনমূলক পদ্ধতি হিসেবে প্রবেশনের গুরুত্ব আলোচনা কর।
২২. প্যারোল কী? প্রবেশন ও প্যারোলের মধ্যে পার্থক্যগুলো লেখ।
২৩. প্যারোল কী? সংশোধনমূলক পদ্ধতি হিসেবে প্যারোলের গুরুত্ব আলোচনা কর।
২৪. বাংলাদেশের অপরাধমূলক কার্যক্রম হ্রাসকরণে তুমি কীভাবে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করবে? আলোচনা কর।
অথবা, বাংলাদেশে অপরাধ প্রতিরোধে সমাজকর্মের জ্ঞানকে তুমি কীভাবে কাজে লাগাবে তার বিবরণ দাও।
উপরে অপরাধ ও সমাজ সাজেশন নিয়ে আলোচনা করা হলো। আলোচনায় তোমরা দেখতে পেলে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। তবে, খ-বিভাগ ও গ-বিভাগে শুধু প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post