অভাগীর স্বর্গ গল্পের mcq
১৬৪. শরৎচন্দ্রের জন্ম কত সালে?
ক. ১৮৪৮
খ. ১৮৬৮
গ. ১৮৭৬
ঘ. ১৯০২
১৬৫. রেঙ্গুনে একাউন্ট্যান্ট জেনারেলের অফিসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পদে চাকরি করেন?
ক. অফিসার পদে
খ. একাউন্ট্যান্ট পদে
গ. কেরানি পদে
ঘ. সহকারী অফিসার পদে
১৬৬. ‘দেবদাস’ ও ‘শ্রীকান্ত’ গ্রন্থের মধ্যে সাদৃশ্য রয়েছে-
ক. বিষয়ে
খ. চরিত্রে
গ. আঙ্গিকে
ঘ. প্রেক্ষাপটে
১৬৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন-
ক. ১৯৩৮ সালের ১৬ই জানুয়ারি
খ. ১৯৩৮ সালের ১লা জুন
গ. ১৯৩৮ সালের ১৭ সেপ্টেম্বর
ঘ. ১৯৩৮ সালের ২ অক্টোবর
১৬৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের বর্ষীয়সী স্ত্রী মারা গিয়েছিল কোন রোগে?
ক. খেতে না পেয়ে
খ. জ্বরে
গ. কলেরায়
ঘ. বসন্তে
১৬৯. ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীর শবযাত্রা ধুমধামের সাথে করা হয়েছিল কেন?
ক. উঁচু জাতের কারণে
খ. নিচু জাতের কারণে
গ. মুখুয্যের প্রিয় স্ত্রী হওয়ার কারণে
ঘ. বয়স বেশি হওয়ার কারণে
১৭০. ‘অভাগীর স্বর্গ’ গল্পে শবযাত্রা দেখে আরেকবার স্বামীগৃহে যাত্রা করছে এমন মনে হওয়ার কারণ কী?
ক. শবদেহের সাজসজ্জা দেখে
খ. লোকজনের কানড়বাকাটি দেখে
গ. কপালে সিঁদুর দেখে
ঘ. পায়ের আলতা দেখে
১৭১. কাঙালীর মা চোখের জল মুছতে মুছতে কোথায় গিয়ে উপস্থিত হলো?
ক. শ্মশানে
খ. বাজারে
গ. বাড়িতে
ঘ. মন্দিরে
১৭২. কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত? [অনু. ১]
ক. শঙ্খ
খ.গরুড়
গ. গড়াই
ঘ. পদ্মা
১৭৩. মুখুয্যের স্ত্রীর স্বর্গারোহণ দেখে কাঙালীর মার অবস্থা কেমন হলো?
ক. তার কান্না পেল
খ. আনন্দে আত্মহারা হলো
গ. দেখেই জ্ঞান হারাল
ঘ. বুক ফুলে উঠতে লাগল
১৭৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালীর খিদে পেয়েছিল কখন?
ক. দুপুরে
খ. রাতে
গ. সকালে
ঘ. সন্ধ্যায়
১৭৫. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অভাগীর নাম কে দিয়েছিল?
ক. অভাগীর মা
খ. অভাগীর বাবা
গ. অভাগীর দাদা
ঘ. অভাগীর নানা
১৭৬. ‘বাঘের অন্য বাঘিনী ছিল।’ এখানে বাঘিনী হলো-
ক. কাঙালীর মা
খ. রসিকের দ্বিতীয় স্ত্রী
গ. মুখোপাধ্যায়ের স্ত্রী
ঘ. মুখোপাধ্যায় মহাশয়ের দ্বিতীয় স্ত্রী
১৭৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে রসিক মূলত অভাগীর-
ক. মামা
খ. চাচা
গ. স্বামী
ঘ. ভাই
১৭৮. ‘অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে লইয়া গ্রামেই পড়িয়া রইল’ কেন?
ক. স্বামী পরিত্যক্তা হওয়ায়
খ. স্বামী মারা যাওয়ায়
গ. কাঙালীর বায়নার কারণে
ঘ. স্বামীর কড়া নির্দেশে
১৭৯. কাঙালী সবেমাত্র কিসের কাজ করতে আরম্ভ করেছে?
ক. বেতের কাজ
খ. কাঠের কাজ
গ. দর্জির কাজ
ঘ. কামারের কাজ
১৮০. অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?
ক. কাজে
খ. শবযাত্রায়
গ. মামাবাড়িতে
ঘ. দাদার বাড়িতে
১৮১. অভাগী কাঙালীকে কাকে ধরে আনতে বলে?
ক. ঠাকুরদাস মুখুয্যেকে
খ. নিজের স্বামীকে
গ. বামুন মাকে
ঘ. নাপতে বৌদিকে
১৮২. কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন?
ক. শাস্তি দেওয়ার জন্য
খ. টাকা পাবে বলে
গ. সম্পত্তি লিখে দিতে
ঘ. পায়ের ধুলো নেওয়ার জন্য
১৮৩. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কবিরাজ কয়টি বড়ি দিয়েছিলেন?
ক. তিনটা
খ. চারটা
গ. সাতটা
ঘ. আটটা
১৮৪. ‘অভাগীর স্বর্গ’ গল্পে নাপতে বৌদির কাছ থেকে কাঙালীকে অভাগী কী নিয়ে আসতে বলল?
ক. আলতা
খ. শাড়ি
গ. চাল
ঘ. নুন
১৮৫. অভাগী রসিক দুলের পায়ের ধুলা চাইল কেন?
ক. স্বর্গবাসী হওয়ার জন্য
খ. পবিত্র হওয়ার জন্য
গ. শ্রদ্ধাবশত
ঘ. কোনো কারণ ছাড়াই
১৮৬. রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিল? [অনু. ২]
ক. অভাগীর শবদাহ
খ. ঘরবাড়ি তৈরি
গ. রানড়বার কাঠ সংগ্রহ
ঘ. কাঙালীর জন্য
১৮৭. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কুটির প্রাঙ্গণে কী গাছ আছে?
ক. তাল
খ. বরই
গ. বেল
ঘ. জলপাই
১৮৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কে স্থানীয় লোক নয়?
ক. রসিক দুলে
খ. ঠাকুরদাস মুখুয্যে
গ. বিন্দির মা
ঘ. জমিদার
১৮৯. কাঙালী কিছু ছুঁয়ে ফেলেছে কিনা এজন্য অধর রায় কী ছড়িয়ে দিতে বললেন?
ক. গোবরজল
খ. পুকুরের জল
গ. গোলাপজল
ঘ. নলকূপের জল
১৯০. ‘অভাগীর স্বর্গ’ গল্পে অধর গাছের দাম কত টাকা চাইল?
ক. দুই টাকা
খ. তিন টাকা
গ. চার টাকা
ঘ. পাঁচ টাকা
১৯১. রাখালের মা কাঙালীকে খড়ের আঁটি জ্বেলে দিয়েছিল কেন?
ক. কাঠ পায়নি বলে
খ. অভাগীর ইচ্ছায়
গ. ছোট জাত বলে
ঘ. এতিম বলে
১৯২. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী স্তব্ধ হয়ে চেয়ে রইল-
ক. পেছন পানে
খ. সামনের দিকে
গ. নিচের দিকে
ঘ. ঊর্ধ্বদৃষ্টে
১৯৩. ‘বর্ষীয়সী’ বলতে কী বোঝায়?
ক. অতি বৃদ্ধ
খ. বর্ষপূর্তি অনুষ্ঠান
গ. মধ্যবয়স্ক
ঘ. বর্ষার অনুষ্ঠান
১৯৪. দুলে কারা?
ক. পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ
খ. কামার সম্প্রদায়
গ. জেলে সম্প্রদায়
ঘ. কুমোর সম্প্রদায়
১৯৫. নিস্তব্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নিশ্চল
খ. কোলাহল
গ. বাচাল
ঘ. সবাক
১৯৬. ‘শরৎ সাহিত্যসমগ্র’ গ্রন্থের কোন খণ্ড থেকে ‘অভাগীর স্বর্গ’ নামক গল্পটি সংকলন করা হয়েছে?
ক. প্রথম খণ্ড
খ. দ্বিতীয় খণ্ড
গ. তৃতীয় খণ্ড
ঘ. চতুর্থ খণ্ড
১৯৭. মৃত্যুর সময় কাঙালী তার বাবাকে হাজির করতে পারলেও মায়ের সৎকার করতে পারেনি কেন?
ক. ছোট জাত বলে
খ. বাবা দেখতে না পারায়
গ. মায়ের ইচ্ছা ছিল তাই
ঘ. প্রতিবেশীদের বাধায়
১৯৮. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কাঙালী হলো
ক. সাহসী
খ. প্রতিবাদী
গ. শোষিত
ঘ. অবোধ
১৯৯. ঠাকুরদাস মুখোপাধ্যায় তৎকালীন সমাজে কাদের প্রতিনিধিত্ব করে?
ক. ধনিকশ্রেণির
খ. বণিকশ্রেণির
গ. ভোগবাদী শ্রেণির
ঘ. সামন্তশ্রেণির
২০০. ‘অভাগীর স্বর্গ’ গল্পের গতিশীল চরিত্র কোনটি?
ক. অভাগী
খ. কাঙালী
গ. রসিক দুলে
ঘ. ঠাকুরদাস মুখোপাধ্যায়
২০১. কার কথাটি কাঙালীর বুকে গিয়ে তীরের মতো বিঁধল?
ক. অধর রায়ের
খ. দারোয়ানের
গ. রাখালের মায়ের
ঘ. বিন্দির পিসির
২০২. কাঙালীর মা কোনটিকে স্বর্গের রথ ভেবেছিল?
ক. আগুনকে
খ. আলতাকে
গ. চিতার কাঠকে
ঘ. ধোঁয়াকে
২০৩. জমিদারের গোমস্তার নাম কী?
ক. অধর রায়
খ. ভট্টাচার্য
গ. পাঁড়ে
ঘ. মুখোপাধ্যায়
২০৪. কাঙালী কিসের অভাবে মায়ের সৎকার করতে পারেনি?
ক. চন্দনের অভাবে
খ. কাঠের অভাবে
গ. স্থানের অভাবে
ঘ. ব্রাহ্মণের অভাবে
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে অভাগীর স্বর্গ গল্পের mcq উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post