অনার্সে অর্থনীতি অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর শেষে দেশের বিভিন্ন গুরত্ব পদে দায়িত্ব পালন করছে। আজ অর্থনীতির শিক্ষার্থীদের জন্য আমরা কোর্সটিকায় অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা প্রকাশ করব। এখান থেকে তোমরা তোমাদের ১ম বর্ষের বইগুলো সম্পর্কে জানতে পারবে। পাশাশাপাশি প্রতিটি সাবজেক্টের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সংগ্রহ করতে পারবে।
তোমরা হয়তো অনেকেই জানো, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোর্সটিকা তোমাদের অ্যাকাডেমিক বিষয়গুলোতে সফলতার সাথে সাহায্য করে আসছে। এখন তোমরা অনার্সের শিক্ষার্থী। পূর্বের ধারাবাহিকতায় একইভাবে তোমরা অনার্সেও কোর্সটিকা থেকে যথেষ্ট সাহায্য পাবে। কোর্সটিকায় আমরা অনার্সের সকল বর্ষের সকল বিষয়ের পূর্ণাঙ্গ নোট ও সাজেশন প্রকাশ করেছি। যা তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে।
অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা
মেজর অংশ
১. মৌলিক ব্যষ্টিক অর্থনীতি – ২১২২০১
২. মৌলিক সামষ্টিক অর্থনীতি – ২১২২০৩
৩. মৌলিক গণিত – ২১২২০৫
৪. মৌলিক পরিসংখ্যান – ২১২২০৭
৫. বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস – ২১১৫০১
নন মেজর অংশ
৬. সমাজবিজ্ঞান পরিচিতি – ২১২০০৯
৭. সমাজকর্ম পরিচিতি – ২১২১১১
মৌলিক ব্যষ্টিক অর্থনীতি
১. ব্যষ্টিক মডেল কি?
উত্তর: যখন গাণিতিক সমীকরণ ও চিত্র সেটার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে ব্যষ্টিক অর্থনৈতিক চলকগুলোর সম্পর্ক নির্দেশ করা হয় এবং তা থেকে ব্যষ্টিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে তখন সে সমীকরণ সেটের সমম্বিত রূপকে ব্যষ্টিক মডেল বলে।
২. অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝায়?
উত্তর: মুক্তবাজার অর্থনীতিতে কোন প্রকার সরকারি হস্তক্ষেপ ছাড়াই কেবলমাত্র চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে দ্রব্যের দাম নির্ধারিত হলে তাকে অদৃশ্য হাত বলে।
৩. অর্থনীতির মৌলিক সমস্যা গুলো কি কি?
উত্তর: অর্থনীতির মৌলিক সমস্যা ৩টি। যথা- ১. কি দ্রব্য উৎপাদন করা হবে, ২. কিভাবে উৎপাদন করা হবে এবং ৩. কাদের জন্য উৎপাদন করা হবে।
৪. সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়?
উত্তর: অসীম কিন্তু অভাব পূরণের উপকরণ সম্পদ সীমিত। এ কারণে সমাজে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়।
৫. অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট কারা?
উত্তর: অর্থনীতিতে সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্ট হল ব্যক্তি বা পরিবার, ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান এবং সরকার।
৬. যোগান কি?
উত্তর: একটি নির্দিষ্ট সময় কোন বিক্রেতা একটি নির্দিষ্ট দামে কোন পণ্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে যোগান বলে।
৭. চাহিদা সমীকরণ Qd = a – bP তে a ও b বলতে কি বুঝ?
উত্তর: চাহিদা সমীকরণ Qd = a – bP তে a একটি পরামিতি যা স্বয়ম্ভূত চাহিদার পরিমাণ দেখায় এবং b অপর একটি পরামিতি যা চাহিদা রেখার ঢাল প্রকাশ করে।
৮. দাম ও যোগানের মধ্যে সম্পর্ক কিরূপ?
উত্তর: দাম ও যোগান পার্থক্যসমমূখী।
৯. ভোক্তার উদ্বৃত্ত কি?
উত্তর: কোন দ্রব্যের প্রত্যাশী প্রত্যাশিত এবং প্রকৃত দাম এ দুইয়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলে।
১০. চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ এর সূত্রটি লেখ।
উত্তর: চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ এর সূত্রটি হল- (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
মৌলিক সামষ্টিক অর্থনীতি
১. সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উত্তর: সামষ্টিক অর্থনীতি অর্থনীতির এমন একটি শাখা যা অর্থনীতির সামগ্রিক আচরণ বিশ্লেষণ করে অর্থনীতির যে শাখায় সব ফার্ম, সব পারিবারিক খাত, সরকারি খাত এবং আন্তর্জাতিক হাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
২. NNP এর সূত্রটি লেখ
উত্তর: NNP = GNP – CCA.
৩. NEW এর পূর্ণরূপ কি?
উত্তর: NEW এর পূর্ণরূপ হল– Net Economic Welfare.
৪. লুক্কায়িত GNP কি?
উত্তর: হিসেবের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এর উপরে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হয় লুক্কায়িত GNP।
৫. GDP ডিফ্লেটর কি?
উত্তর: কোন দেশের নির্দিষ্ট আর্থিক বছরের আর্থিক GDP ও প্রকৃত GDP এর অনুপাতGDP ডিফ্লেটর বলে।
৬. GNP ব্যবধান কি?
উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP এর মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP।
৭. GNP কখন GDP অপেক্ষা বড় হয়?
উত্তর: রপ্তানি (X) > আমদানি (M) হলে GDP অপেক্ষা GNP বড় হয়?
৮. C = s + by ভোগ সমীকরণে a ও b কী নির্দেশ করে?
উত্তর: a = স্বয়ম্ভূত ভোগ এবং b = প্রান্তিক ভোগ প্রবণতা।
৯. স্বয়ম্ভূত ভোগ কাকে বলে?
উত্তর: পরিবর্তন পরিবর্তন কোনো পরিবর্তন হয় স্বয়ম্ভূত ভোগ বলে।
১০. MPS বলতে কী বুঝায়?(অংক)
উত্তর: আয়ের পরিবর্তনের ফলে সঞ্চয় যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক সঞ্চয় প্রবণতার (MPS) বলে।
মৌলিক গণিত
১. মৌলিক বা প্রাইম সংখ্যা কি?
উত্তর: যেসব পূর্ণসংখ্যা এবং সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেসব পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা বলে।
২. প্রকৃত বাস্তব সংখ্যা কি?
উত্তর: মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে একত্রে প্রকৃত বা বাস্তব সংখ্যা বলে।
৩. বাহ্যিক চলক কি?
উত্তর: অর্থনৈতিক পদ্ধতিতে ব্যবহৃত চলকগুলোর মান যদি মডেলর পদ্ধতি দ্বারা নির্ণয় করা না যায় এবং উক্ত পদ্ধতি বহির্ভূত অন্যকোনো পদ্ধতিতে নির্ণীত হয় তবে ঐ সব চলককে বাহ্যিক চলক বলে। যেমন একজন ভোক্তার ব্যয় বিশ্লেষণের ক্ষেত্রে দাম P বাহ্যিক চলক।
৪. পরামিতি কি?
উত্তর: পরামিতি প্যারোমিটার এক ধরনের অজ্ঞাত রাশি। পরামিতিযখন কোনো মান গ্রহণ করে তখন তা ধ্রুবক হয়ে যায়। সাধারণত a, b, a, b, ইত্যাদি দ্বারা নির্দেশিত হয়।
৫. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
৬. অভেদ কাকে বলে?
উত্তর: দুটি বীজগাণিতিক রাশি সমতা চিহ্ন দ্বারা (=) যুক্ত হয়েছে গাণিতিক সম্পর্ক সৃষ্টি করে তা যদি চলরাশির যে কোন মানের জন্য সত্য হয় তাহলে তাকে অভেদ বলে। যেমন– Y=C+ I +G একটি কেইনসীয় অভেদ।
৭. এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
৮. প্রকৃত উপসেট কাকে বলে?
উত্তর: যদি A এবং B দুটি সেট হয় এবং B সেটের প্রতিটি উপাদান A সেটেও উপাদান হয়, কিন্তু A সেটের অন্তত একটি উপাদান না হয় তখন B সেটকে A সেটের প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেট বুঝানোর জন্য —চিহ্নটি ব্যবহার করা হয়।
৯. দেওয়া আছে, A= {1,2}, প্রদত্ত A সেটে কয়টি সাব সেট আছে লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
১০. সেটের আইডেন্টিটি লেখ।
উত্তর: এই প্রশ্নোত্তরটি PDF উত্তরমালায় দেখানো হয়েছে।
মৌলিক পরিসংখ্যান
১. পরিসংখ্যান কাকে বলে?
উত্তর: যে বিষয় বিন্যাসকৃত তথ্য সংগ্রহ, উপস্থাপন, সংখ্যাগত ও গুণগত বিশ্লেষণ ও ব্যাখ্যাদান সম্পর্কিত বিষয়াবলীকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে তাকে পরিসংখ্যান বলে।
২. চলক কাকে বলে?
উত্তর: চলক হলো পরিবর্তন রাশি। স্থান- কাল পাত্র ভেদে যে রাশি বিভিন্ন মান গ্রহণ করে তাকে চলন বলে।
৩. বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্রক হলে ঢাকা শহরের মানুষ কি হবে?
উত্তর: বাংলাদেশের সমস্ত মানুষ সমগ্রক হলে ঢাকা শহরের মানুষ নমুনা হবে।
৪. শ্রেণীবদ্ধকরণ কাকে বলে?
উত্তর: সংগৃহীত উপাত্তসমূহকে তাদের অন্তর্গত একেকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যেমন- বয়স, লিঙ্গ, পেশা, ধর্ম ইত্যাদি অনুসারে কতগুলো শ্রেণিতে উপস্থাপন করাকেই শ্রেণীবদ্ধকরণ বলে।
৫. তথ্য বা উপাত্ত কাকে বলে?
উত্তর: কোন নির্দিষ্ট উদ্দেশ্যে সাধনের জন্য অনুসন্ধান কাজে ব্যবহৃত সংখ্যাবাচক পরিমাপকে তথ্য বা উপাত্ত বলে।
৬. অন্তর্ভুক্ত পদ্ধতি কি?
উত্তর: যে পদ্ধতিতে কোন শ্রেণীর নিম্নসীমা এবং উর্ধ্বসীমা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয় তাকে অন্তর্ভুক্ত পদ্ধতি বলে।
৭. বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
উত্তর: বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি।
৮. H. A Struges কর্তৃক প্রদত্ত শ্রেণি সংখ্যা নির্ণয়ের সূত্রটি লেখg
উত্তর: H. A Struges কর্তৃক প্রদত্ত শ্রেণি সংখ্যা নির্ণয়ের সূত্রটি হল- K= 1+ 3.322 Log N।
এখানে, K= শ্রেণি সংখ্যা, N= তথ্যের মোট সংখ্যা।
৯. শতকরা নির্ণয়ের সূত্র লিখ। (অংক)
উত্তর: (PDF উত্তরমালায় দেখানো হয়েছে।)
১০. অধিঅজিভ কাকে বলে?
উত্তর: কোন গণসংখ্যা নিবেশনের ক্রমযোজিত গণসংখ্যাসমূহকে মানের নিম্নক্রমে সাজিয়ে প্রতিটি শ্রেণীর নিম্নসীমার বিপরীত ক্রমযোজিত গণসংখ্যার মান হতে যে অজিভ অঙ্কন করা হয়, তাকে অধিঅজিভ বলে।
শিক্ষার্থীরা, উপরে আমরা অনার্স ১ম বর্ষের অর্থনীতি বিভাগের বইয়ের তালিকা এবং গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের নমুনা তুলে ধরেছি। তোমরা প্রতিটি বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারবে। প্রতিটি বিষয়ের নামের ওপর ক্লিক করে তোমরা উক্ত বিষয়ের সাজেশন পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post