অর্থনীতি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : ‘মিশ্র অর্থনীতি’ বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে। ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থনীতি।
মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে। আবার জাতীয় নিরাপত্তাবিষয়ক খাতসমূহ এবং কিছু কিছু বৃহৎ ও মৌলিক শিল্পের পর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে।
অর্থনীতি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব বলতে কী বোঝায়?
উত্তর: দুষ্প্রাপ্যতা: দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা বলতে বোঝায় জনগণ তাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ দ্রব্য ও সেবা ভোগ করতে চায় তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়া। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক এল. রবিন্স বলেন, “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুশ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানবীয় আচরণ বিশ্লেষণ করে।”
অসীম অভাব: মানুষের জীবনে অভাবের শেষ নেই। কোনো একটি দ্রব্যের অভাব পূরণ হলে আবার নতুন অভাবের জন্ম হয়। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অভাব। এ অভাব পূরণ হলে সে উন্নত জীবনযাপন করতে চায়। এভাবে মানুষের অভাব বাড়তে থাকে। এজন্য বলা হয় অভাব অসীম।
২. অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও।
উত্তর: অ্যাডাম স্মিথের প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা: “অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে।”
৩. আয়ের বৃত্তাকার প্রবাহ (দ্বিখাত) বলতে কী বোঝায়?
উত্তর: একটি সরল অর্থনীতিতে দুই ধরনের প্রতিনিধি থাকে। ভোক্তা বা পরিবার এবং উৎপাদক বা ফার্ম। এই দুই ধরনের প্রতিনিধির মধ্যে আয়-ব্যয় ফার্ম তার প্রয়োজনীয় উৎপাদনের উপকরণগুলো (ভূমি, শ্রম ও মূলধন) পায় পরিবারসমূহ থেকে। এর বিনিময়ে পরিবারের সদস্যরা ফার্ম থেকে পায় খাজনা, মজুরি ও সুদ। এখানে ফার্মের যা ব্যয় পরিবারের তা আয়। আবার পরিবারসমূহ প্রাপ্ত আয় ফার্ম উৎপাদিত দ্রব্য কেনার জন্য ব্যয় করে যা ফার্মের আয়। এভাবে পরিবার এবং ফার্মের মধ্যে আয়-ব্যয়ের বা জাতীয় আয় জাতীয় ব্যয়ের মধ্যে চক্রাকার প্রবাহ বিদ্যমান থাকে।
৪. ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কী?
উত্তর: ধনতন্ত্র বা পুঁজিবাদ বলতে এমন এক আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে কলকারখানাসহ সবধরনের উৎপাদনযন্ত্রে ব্যক্তিমালিকানার নিশ্চয়তা থাকে। এ ব্যবস্থায় একদিকে যেমন সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়, অন্যদিকে তেমনি সামাজিক প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এটি পণ্য উৎপাদন ও বিনিময়ের এমন এক স্তর যেখানে সমাজের মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঁজি কেন্দ্রীভূত থাকে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠী সম্পত্তিহীন শ্রমিকে পরিণত হয়। এ সম্পত্তিহীন শ্রমিক জীবনধারণের জন্য পুঁজিপতিদের নিকট শ্রম বিক্রি করতে বাধ্য হয়।
৫. মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কী?
উত্তর: ‘মিশ্র অর্থনীতি’ বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে। ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে। আবার জাতীয় নিরাপত্তাবিষয়ক খাতসমূহ এবং কিছু কিছু বৃহৎ ও মৌলিক শিল্পের পর রাষ্ট্রীয় মালিকানা বজায় থাকে।
৬. অর্থনীতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: অর্থনীতি বলতে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয়-সাধন সম্পর্কিত বিজ্ঞানকে বোঝায়। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ‘Economics’ গ্রিক শব্দ ‘Oikonomia’ শব্দ থেকে উদ্ভূত। গ্রিক শব্দ ‘Oikos’ শব্দের অর্থ গৃহ। অন্যদিকে ‘Nemein’ শব্দের অর্থ ব্যবস্থাপনা। এই দুই মিলে হয় গৃহ ব্যবস্থাপনা। সুতরাং উৎপত্তিগত অর্থে অর্থনীতি হলো গৃহস্থালি বিষয়াদির ব্যবস্থাপনা। গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে ‘গৃহ পরিচালনার বিজ্ঞান’ হিসেবে অভিহিত করেন।
৭. সীমিত সম্পদ বলতে কী বোঝ?
উত্তর: সীমিত সম্পদ বলতে মানুষের সম্পদের অপ্রাচুর্যতাকে বোঝায়। সমাজে প্রত্যেক মানুষের কাছে অভাব পূরণের উপকরণ বা সম্পদ সীমিত। অর্থাৎ অসংখ্য অভাব পূরণের জন্য যে পর্যাপ্ত পরিমাণ সম্পদ দরকার তা মানুষ পায় না। ফলে সীমিত সম্পদ দ্বারা যখন অসীম অভাব পূরণের চেষ্টা করা হয় তখন দুষ্প্রাপ্যতার সমস্যা সৃষ্টি হয়। মানুষের অভাব যেমন অসীম, তেমনি সম্পদের পরিমাণও যদি অসীম হতো তবে দুষ্প্রাপ্যতার সমস্যা থাকত না। এমনকি কোনো অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতো না।
৮. অর্থনীতি সম্পর্কে এ্যাডাম স্মিথের বক্তব্য কী? ব্যাখ্যা কর।
উত্তর: অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে প্রখ্যাত ইংরেজ অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান নামে আখ্যায়িত করেন। তার মতে অর্থনীতি এমন এটি বিজ্ঞান যা, জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। অর্থাৎ সমাজে কীভাবে সম্পদ উৎপাদন হয় এবং কীভাবে তা ব্যবহৃত হয় তাই অর্থনীতির প্রকৃত আলোচ্য বিষয়। এ্যাডাম স্মিথই সর্বপ্রথম অর্থনীতিকে একটি স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রের রূপ দান করেন।
৯. সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে কী বোঝ?
উত্তর: সম্পদের সুষ্ঠু ব্যবহার বলতে সীমিত সম্পদ দ্বারা সর্বোচ্চ অভাব পূরণের প্রচেষ্টা বোঝায়। মানুষের সম্পদ সীমিত, কিন্তু অভাব অসীম। এ সীমিত সম্পদ দিয়েই মানুষ তার অসীম অভাব পূরণ করতে চায়। এক্ষেত্রে সীমিত সম্পদকে এমনভাবে ব্যবহার করা উচিত যাতে নিজের ও সমাজের সর্বাধিক অর্থনৈতিক কল্যাণ হয়। উৎপাদন ক্ষেত্রে এমনভাবে সম্পদ নিয়োগ করা প্রয়োজন যাতে স্বল্পতম ব্যয়ের মাধ্যমে সর্বাধিক পরিমাণ উৎপাদন এবং সেবা নিশ্চিত করা যায়। অর্থনীতির পরিভাষায় একেই সম্পদের সুষ্ঠু ব্যবহার বলে।
১০. কোন ব্যবস্থা ধনতন্ত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: ধনতন্ত্রে দাম ব্যবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালিত করে। ধনতন্ত্রে উৎপাদনকারী মুনাফার জন্য উৎপাদন করে। কাজেই উৎপাদনের পরিমাণ দ্রব্যের দামের ওপর নির্ভর করে। আবার ভোক্তার ভোগের পরিমাণও দ্রব্যের দামের ওপর নির্ভর করে। কোনো দ্রব্যের দাম কমলে ভোক্তা দ্রব্যটি বেশি পরিমাণ ভোগ করে। দাম বাড়লে কম পরিমাণ ভোগ করবে। এভাবে দাম ব্যবস্থা ধনতন্ত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনা করে থাকে।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ১ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post