অর্থনীতি ২য় পত্র ১ম অধ্যায় mcq : যুদ্ধে বিধ্বস্ত লুণ্ঠিত অর্থনীতি, ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, বিপুল জনসংখ্যার চাপ, সম্পদ ব্যবহারে অদক্ষতার কারণে যদিও বাংলাদেশের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়নি তারপরও অফুরন্ত প্রাণশক্তির অধিকারী এদেশের কৃষকের উৎপাদন ক্ষমতা, স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত নারী শ্রমিকদের কল্যাণে পোশাক শিল্পের প্রসার, মানব সম্পদ রপ্তানি এবং বর্তমানে অগ্রসরমান বেসরকারি খাতের প্রসার ও তথ্য প্রযুক্তির সহজ ব্যবহার বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। দারিদ্র্য বিমোচনসহ জাতিসংঘ ঘোষিত SDG (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনে বর্তমানে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বসভায় সমাদৃত।
অর্থনীতি ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে?
● মুসলিম
খ. হিন্দু
গ. আদি প্রাচীন
ঘ. ইংরেজ
২. আদিকালে কাদের আগমনে বাংলায় নতুনভাবে উপনিবেশ গড়ে উঠে?
● আর্যদের
খ. অনার্যদের
গ. হিন্দুদের
ঘ. বৌদ্ধদের
৩. বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়?
ক. তিনটি
খ. চারটি
● পাঁচটি
ঘ. সাতটি
৪. কোনটি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
● আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত
ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৫. কোনটি মুসলিম যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
খ. আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত
● ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৬. কোনটি ইংরেজ যুগের অর্থনীতির সময়কাল?
ক. আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
● ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত
ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৭. কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল?
● ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত
খ. ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
গ. ৬০০-১২০০ সাল পর্যন্ত
ঘ. ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত
৮. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন?
● কৌটিল্য
খ. চন্দ্রগুপ্ত
গ. সুলেয়মান
ঘ. নীহাররঞ্জন রায়
৯. কোন যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল?
● প্রাচীন
খ. পাকিস্তান
গ. ব্রিটিশ
ঘ. মুসলিম
১০. আর্যদের আগমনের সময় এদেশের সমাজব্যবস্থায় কোন প্ৰথা বিদ্যমান ছিল?
ক. দাস
খ. ভূস্বামী
● সামন্ত
ঘ. জমিদারী
১১. কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়?
ক. মৃৎ
খ. কাসা
● ক্রিমিজাম
ঘ. কড়ি
১২. আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল?
ক. অনার্যরা
খ. বৌদ্ধরা
● আর্যরা
ঘ. মুসলিমরা
১৩. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
ক. ময়মনসিংহ গীতিকা
● কৌটিল্যের অর্থশাস্ত্র
গ. জমিদার দর্পণ
ঘ. শূন্যপুরাণ
১৪. কোন যুগে দাসপ্রথা বিরাজমান ছিল?
ক. মুসলিম
খ. ইংরেজ
● আদি হিন্দু
ঘ. পাকিস্তান
১৫. প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল?
● বস্ত্র
খ. চিনি
গ. চা
ঘ. পাট
১৬. আদি ও হিন্দু যুগে বিনিময় ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল?
● দ্রব্য
খ. রৌপ্য
গ. স্বর্ণ
ঘ. গবাদিপশু
১৭. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কোথাকার পণ্ডিত ছিলেন?
ক. তাম্রলিপ্তি
● তক্ষশিলা
গ. গৌড়
ঘ. সিন্ধু
১৮. আর্যদের আগমনের সময় লেনদেন ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল?
● বিনিময় প্রথা
খ. ঋণ প্রথা
গ. কড়ি প্ৰথা
ঘ. ধার প্রথা
১৯. কার ভ্রমণকাহিনিতে উল্লেখ আছে, ‘বাংলাদেশের মসলিন বস্ত্ৰ এত সূক্ষ্ম ছিল যে মসলিনের তৈরি পোশাক অনায়াসে আংটির ভেতর দিয়ে বের করা যেত’?
● বার্নিয়ার
খ. ইবনে বতুতা
গ. বণিক সুলেয়মান
ঘ. হিউয়েন সাঙ
২০. কোন যুগে কাঠখোদাই, পাথর শিল্প, ধাতু শিল্প ও মৃৎ শিল্পের বিকাশ ঘটে?
ক. মুসলিম
খ. ইংরেজ
● আদি হিন্দু
ঘ. পাকিস্তান
২১. বাংলাদেশের টেরিটোরিয়াল সীমানা কত নটিক্যাল মাইল?
ক. ১৪
খ. ৪৩
● ১২
ঘ. ২৩
২২. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৩,৪১৫
খ. ৩,৬১৫
● ৩,৭১৫
ঘ. ৩,৮১৫
২৩. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
ক. ৩৪১
খ. ৩৬১
● ২৮০
ঘ. ৩৮১
২৪. বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত কি.মি. উপকূল রেখা রয়েছে?
ক. ৭৪১
খ. ৩৬১
● ৭১৬
ঘ. ৩৮১
২৫. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ৩৪
খ. ৩৬
● ১২
ঘ. ৮১
২৬. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র তটরেখা থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রায় কত কি.মি.?
ক. ৩৪১
খ. ৩৬১
● ৩৬৭
ঘ. ৩৮১
২৭. দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত মাইল উপকূল রয়েছে?
ক. ৩৪১
খ. ৩৬১
● ৪৫০
ঘ. ৩৮১
২৮. ‘Periplus of the Erythraean Sea’ -গ্রন্থটি খ্রিষ্ট্রীয় কোন শতকে রচিত হয়?
ক. দ্বিতীয় শতকে
● প্রথম শতকে
গ. তৃতীয় শতকে
ঘ. চতুর্থ শতকে
২৯. প্রাচীন বাংলায় ধনসম্পদের উৎস ছিল কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৫টি
ঘ. ৬টি
৩০. কোন শতক পর্যন্ত কড়ির প্রচলন দেখা যায়?
ক. ত্রয়োদশ
খ. চতুর্দশ
গ. অষ্টাদশ
● ঊনবিংশ
৩১. ক্ষেত্রকর দ্বারা কোন বিশেষ একটি শ্রেণিকে বোঝানো হতো?
ক. তাঁতিকে
● কৃষককে
গ. কুমোরকে
ঘ. কামারকে
৩২. কার বিবরণে প্রাচীন বাংলার শস্য সম্ভারের পরিচয় পাওয়া যায়?
● হিউয়েন সাঙ
খ. ইবনে বতুতা
গ. বণিক সুলেয়মান
ঘ. মাহুয়ান
৩৩. কোনটি প্রাচীন বাংলার ধনদৌলতের প্রথম এবং প্রধান উৎস ছিল?
● কৃষি
খ. শিল্প
গ. ব্যবসা বাণিজ্য
ঘ. রপ্তানি
৩৪. শায়েস্তা খাঁ কে ছিলেন?
ক. মোগল সম্রাট
খ. বিখ্যাত পর্যটক
● মোগল সুবেদার
ঘ. মোগল সেনাপতি
৩৫. প্রাচীন বাংলার বজ্রভূমিতে কীসের খনি ছিল?
ক. সোনার
● হীরার
গ. রুপার
ঘ. লোহার
৩৬. বাঙালি বণিকেরা সামুদ্রিক লবণের বিনিময়ে কী নিয়ে আসতেন?
ক. সোনা
● পাথুরে লবণ
গ. শঙ্খ
ঘ. হীরা
৩৭. প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য কী ছিল?
● মসলিন
খ. কার্পাস
গ. দুকূল
ঘ. চিনি
৩৮. বিখ্যাত পর্যটক ইতালির মার্কো পোলো কোন সময় প্রাচীন বাংলা ভ্রমণ করেন?
ক. দ্বিতীয় শতকে
● ত্রয়োদশ শতকে
গ. তৃতীয় শতকে
ঘ. পনের শতকে
৩৯. কে বাংলাকে ‘আজ্যসার গৌড়’ বলেছিলেন?
● বিদ্যাপতি
খ. ইবনে বতুতা
গ. হিউয়েন সাঙ
ঘ. কৌটিল্য
৪০. কোন পরিব্রাজক সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলা ভ্রমণ করেন?
ক. বিদ্যাপতি
খ. ইবনে বতুতা
● হিউয়েন সাঙ
ঘ. কৌটিল্য
৪১. কৌটিল্য তার অর্থশাস্ত্রে বাংলার কয় জায়গায় হীরার খনির কথা উল্লেখ করেছেন?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
৪২. মার্কো পোলো ত্রয়োদশ শতকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো এমন একটি প্রধান দ্রব্যের কথা উল্লেখ করেছেন। দ্রব্যটি কী?
ক. চাল
● চিনি
গ. মসলিন
ঘ. গম
৪৩. বাঙালি বণিকেরা সুপারির বদলে বিদেশ থেকে কী আনত?
ক. পান
● মাণিক্য
গ. নারিকেল
ঘ. শঙ্খ
৪৪. খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতকের মধ্যে বাংলাদেশে কোন ধরনের মুদ্রার প্রচলন ছিল?
ক. কড়ি
খ. জাকা
● গণ্ডক
ঘ. দ্রক্ষ্ম
৪৫. কোন শতকের পর থেকেই স্বর্ণমুদ্রা উধাও হয়ে যায়?
● সপ্তম
খ. দশম
গ. নবম
ঘ. ঊনবিংশ
৪৬. কোন আমলে রূপার মুদ্রাও উধাও হয়ে যায়?
ক. মোগল আমলে
খ. কুষান আমলে
গ. পাল আমলে
● সেন আমলে
৪৭. তপু পাঠাগারে বই পড়তে পড়তে একটি যুগ সম্পর্কে ধারণা পেল, যে যুগে বাজারব্যবস্থা গড়ে না উঠলেও গ্রিক, পারস্য ও আরবে পণ্য রপ্তানি হতো। তপু কোন যুগ সম্পর্কে ধারণা পেল?
ক. মুসলিম যুগ
খ. পাকিস্তান যুগ
গ. ইংরেজ যুগ
● আদি ও হিন্দু যুগ
৪৮. ব্রিটিশ যুগে বাংলার অর্থনীতি দুর্বল করে দেয়—
i. ছিয়াত্তরের মন্বন্তর
ii. চিরস্থায়ী বন্দোবস্ত
iii. দ্বৈত শাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৯. ব্রিটিশ আমলে ইংরেজদের অবদান ছিল—
i. যোগাযোগ ব্যবস্থায়
ii. পাট ও চা-এর উৎপাদনে
iii. বন্দর ও খনি উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৫০. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
ক. ব্রিটিশরা
খ. ভারতীয়রা
● পাকিস্তানিরা
ঘ. ইংরেজরা
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ১ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post