অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যা ৩ টি। প্রতিটি সমাজের মানুষকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এ সব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে। তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়।
ক. দুষ্প্রাপ্যতা কী?
খ. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?
গ. উদ্দীপকে বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে উল্লেখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : “A” দেশের নাগরিক মি. কলিন্স স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসা পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য খাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসার প্রয়োজনে তিনি অন্য একটি দেশ “B”তে গিয়ে সে দেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকন করলেন। “B” দেশে উৎপাদন, ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়।
ক. ব্যষ্টিক অর্থনীতি কী?
খ. নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী?
গ. “A” দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর ৩ টি বৈশিষ্ট্য লেখ।
ঘ. শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে “A” ও “B” দু’দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : জনাব শামসুল আরিফিন একজন সরকারি চাকুরিজীবী । তিনি বাজারে চাল কিনতে গিয়ে দেখলেন যে, বাজারে চালের দাম কমে গেছে। তিনি ব্যবসায়ীকে এর কারণ জিজ্ঞাসা করেন। ব্যবসায়ী তাকে জানান যে, সরকার ১০ টাকা দরে চাল বিক্রি করায় বাজারে চালের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্রে চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে দা নির্ধারিত হয়।
ক. দুষ্পাপ্যতা কী?
খ. কোন অর্থব্যবস্থায় দাম নিয়ন্ত্রণে সরকারের কোন ভূমিকা থাকে না?
গ. উদ্দীপকের আলোকে জনাব শামসুল আরিফিনের দেশে কোন অর্থব্যবস্থা বিদ্যমান- ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে আলোচিত দেশটির অর্থনৈতিক ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা তুলনায় কোন দিক দিয়ে ভালো বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ৪ : সাইফুল ইসলাম একজন সফল কৃষক। বর্তমানে তিনি কৃষিবিষয়ক আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার সামধ্য সীমিত বিধায় তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আবার, সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন।
ক. উৎপাদন সম্ভাবনা রেখা কী?
খ. উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?
গ. উদ্দীপকের আলোকে সাইফুল ইসলামের কৃষিবিষয়ক চাষাবাদ প্রক্রিয়াটি উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে প্রাপ্ত সূচি থেকে কীভাবে তা রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবে?
সৃজনশীল প্রশ্ন ৫ : জনাব মুকুল “A” দেশে বাংলাদেশি দূতাবাসের একজন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন। তিনি দেখতে পেলেন উক্ত দেশে সকল সম্পদের মালিক রাষ্ট্র । সে দেশের নাগরিকেরা যোগ্যতা অনুযায়ী কাজ করেন এবং কাজের পরিমাণ অনুযায়ী মজুরি পান। সেখানে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন ও বণ্টন পরিচালিত হয়। অথচ বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
ক. নির্বাচন বলতে কী বোঝায়?
খ. “সম্পদের ব্যক্তি মালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রেণি বৈষম্য সৃষ্টি করে” – ব্যাখ্যা করো।
গ. “A” দেশে প্রচলিত অর্থ ব্যবস্থা কোন দেশের অর্থ ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ?
ঘ. “’A” দেশে বাংলাদেশের অনুরূপ অর্থনৈতিক ব্যবস্থা প্রচলন করতে চাইলে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো?
সৃজনশীল প্রশ্ন ৬ : ইমরান ও জেক দুই বন্ধু। তারা তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কথা বলছে। ইমরান বলল, আমাদের দেশে উৎপাদন কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। বাজার প্রক্রিয়া কার্যকর এবং সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত। জেক বলল, আমাদের দেশে উৎপাদন কর্মকান্ড রাষ্ট্রী মালিকানায় পরিচালিত হয়। আইন করে প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু কৃষিখাত এবং কিছু শিল্প সম্প্রতি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে। এতে উৎপাদন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে।
ক. অর্থনীতিতে নির্বাচন কী?
খ. “অর্থনীতিতে কোন দ্রব্য কী পরিমাণ্যে উৎপাদন করতে হবে” সমস্যার উদ্ভব হয় কেন?
গ. ইমরানের দেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে? ব্যাখ্যা করো।
ঘ. জেকের দেশের পরিবর্তিত অর্থনৈতিক ব্যবস্থার ধরন ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : “ক” একটি সম্ভাবনাময় দেশ। সেখানে শিল্প ও সেবা খাতের কিছু-কিছু সরকারি পরিচালনা ও নিয়ন্ত্রণ বিদ্যমান। যেমন প্রতিরক্ষা প্রশাসন, যোগাযোগ ডাক ও বিদ্যুৎ ইত্যাদি। শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয়ের একটা বড় অংশ সরকার করে থাকে। পাশাপাশি, প্রায় সবক্ষেত্রেই ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা হয়।
ক. অর্থব্যবস্থা কী?
খ. একটি মিশ্র অর্থব্যবস্থায় কীভাবে দাম নির্ধারিত হয়?
গ.. “ক” দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নিরূপণ করো।
ঘ. “ক” দেশে বিদ্যমান অর্থব্যবস্থা জনকল্যাণে যথেষ্ট ভূমিকা রাখছে বলে তুমি কি মনে কর ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাবেয়া ও সুমি হরিপুরে বাস করে। হঠাৎ করে হরিপুরে প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়। সেই গ্যাস উত্তোলন করে তারা বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালির কাজে ব্যবহার করতে চায়। তবে সরকার বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। কারণ বিদ্যুৎ অর্থনীতির অন্যান্য খাতসমূহের উন্নয়নে ভূমিকা রাখে।
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কী বোঝায়?
খ. উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়?
গ. গ্যাসের সাহায্যে সরকার বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দেয়ার কারণ ব্যাখ্যা করো।
ঘ. “বিদ্যুৎ উৎপাদনের সাহায্যে সবচেয়ে বেশি সংখ্যক অভাব পূরণ সম্ভব”- ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : মি. রহিম সাহেব “ক” দেশে বেড়াতে গেলেন। তিনি দেখলেন, সে দেশে উৎপাদন ব্যবস্থা এমনকি চিকিৎসা সেবাও ব্যক্তিগত মালিকানায় পরিচালিত হয়। কিন্তু রহিমের দেশে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকও আছে।
ক. ইসলামি অর্থব্যবস্থা কী?
খ. নির্বাচন সমস্যা কী কারণে সৃষ্টি হয়?
গ. “ক” দেশের অর্থব্যবস্থার প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখে।
ঘ. তুমি কি মনে কর, “ক” দেশের অর্থব্যবস্থা রহিমের দেশের অর্থব্যবস্থার তুলনায় ভালো? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : মি. আকাশের দেশের অর্থব্যবস্থা বেসরকারি মালিকানায় পরিচালিত হয়। উৎপাদনের উপকরণের ব্যক্তিগত মালিকানা রয়েছে। অন্যদিকে, মি. আবিরের দেশে সরকার সব সম্পদের মালিক এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রিত হয়। কিন্তু মি. আজাদের দেশে মি. আকাশ ও মি. আবিরের দেশের অর্থব্যবস্থার সমন্বয় ঘটেছে।
ক. দুষ্প্রাপ্যতা কী?
খ. অভাবের নির্বাচন করতে হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মি. আকাশ ও মি. আবিরের দেশের অর্থব্যবস্থার মৌলিক পার্থক্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থব্যবস্থা ব্যাখ্যা করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post