অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হওয়ায় দরুন নির্বাচন সমস্যায় পড়তে হয়।মূলত এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি।কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যটির উৎপাদন/ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয়,এ ত্যাগকৃত পরিমাণই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়।উদাহারণস্বরুপ বলা যায় এক বিঘা জমিতে ধান চাষ করলে বিশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে দশ কুইন্টাল পাট উৎপাদন করা যেত।এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো দশ কুইন্টাল।
অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১. মানুষের মেীলিক অর্তনৈতিক সমস্যা ৩টি। প্রতিটি সমাজের মানুষকে এ সব সমস্যার সম্মুখীন হতে হয়।বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় এ সব সমস্যার বিভিন্ন সমাধান রয়েছে।তবে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হয়।
ক. দুষ্প্রাপ্যতা কী?
খ. সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?
গ. উদ্দিপকের বর্ণিত অর্থনৈতিক সমস্যা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দিপকে উল্লেখিত অর্থব্যবস্থায় যে পদ্ধতির সাহায্যে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয় তা কি যথেষ্ট?তোমার মতামত দাও।
১ নম্বর প্রশ্নের উত্তর
ক. অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা অপর্যাপ্ততাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলে।
খ. মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হওয়ায় দরুন নির্বাচন সমস্যায় পড়তে হয়।মূলত এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি।কোনো একটি দ্রব্য পাওয়ার জন্য অন্য দ্রব্যটির উৎপাদন/ভোগ যে পরিমাণ ত্যাগ করতে হয়,এ ত্যাগকৃত পরিমাণই হলো প্রথম দ্রব্যটির সুযোগ ব্যয়।উদাহারণস্বরুপ বলা যায় এক বিঘা জমিতে ধান চাষ করলে বিশ কুইন্টাল ধান উৎপাদন করা যায়। আবার পাট চাষ করলে দশ কুইন্টাল পাট উৎপাদন করা যেত।এক্ষেত্রে বিশ কুইন্টাল ধানের সুযোগ ব্যয় হলো দশ কুইন্টাল।
গ. উদ্দিপকে মানুষের প্রধান ৩টি মেীলিক অর্থনৈতিক সমস্যার কথা বলা হয়েছে।অভাবের অসীমতা ও সম্পদের স্বল্পতার জন্য মানবজীবনে এসব অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে।এগুলো হলো-
১. কী উৎপাদন করা হবে: সম্পদের স্বল্পতার জন্য ব্যক্তি বা সমাজ তার প্রয়োজনীয় সব দ্রব্য এক সাথে উৎপাদন করতে পারে না।সেজন্য অভাবের গুরুত্ব অনুসারে স্থির করতে হয়-কোন কোন দ্রব্য,কী পরমিাণ উৎপাদন করা দরকার।সম্পদ নিকান্তই কম বলে একটি দ্রব্য উৎপাদন করতে গেলে অন্যটি হাত ছাড়া করতে হয়।কাজেই কোন কোন দ্রব্য কী পরমিাণ উৎপাদন করতে হবে তা নির্ধারণ করাই হলো যেকোন সমাজের অন্যতম মেীলিক অর্থনৈতিক সমস্যা।
২. কীভাবে উৎপাদন করা যায়: এটি হলো সমাজের দ্বীতিয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সমস্যা।কোন দ্রব্য কী পরমিাণ উৎপাদন করতে হবে এর পরেই এ সমস্যা টা দেখা যায়।এক্ষেত্রে নির্বাচিত দ্রব্য উৎপাদনের জন্য কী কী উপকরণ,কী কী অনুপাতে এবং কোন প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণ করা হবে তা নির্ধারন করতে হয়।এটি একটি বিরাট সমস্যা যা সুষ্টভাবে সমাধান করতে না পারলে সর্বাধিক উৎপাদন করা সম্ভব হয় না।
৩. কার জন্য উৎপাদন করা হবে: সমাজে বিভিন্ন শ্রেণির মানুষ থাকে।সকল মানুষের ক্রয়ক্ষমতা এক রকম নয়।কোন দ্রব্য কোন শ্রেণির মানুষের জন্য উৎপাদন করা হবে তা নির্ধারন করাও একটি জটিল সমস্যা।
ঘ. উদ্দিপকের ধরতান্ত্রিক অর্থনীতিতে দাম ব্যবস্থার মাধ্যমে মেীলিক অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের কথা বলা হয়েছে।কিন্তুু অভিজ্ঞতার আলোকে বলা যায়, এরূপ সমাধান যথেষ্ট নয়।
দাম প্রক্রিয়ার বদেীলতে ধনতান্ত্রিক অর্থনীতিতে স্বার্থপর ও মুনাফাখোর উৎপাদনকারী/ব্যবসায়ীরা ভোক্তা সাধারনের কাছ থেকে সর্বচ্চ দাম আাদায় করে এবং শ্রমিকদেরকে নূন্যতম মজুরি দেয়।এর ক্ষেত্রে ভোক্তা ও শ্রমিক উভয় ক্ষতিগ্রস্ত হয়।দাম ব্যবস্থা বেশির ভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত স্বার্থ রক্ষা করে সামাজিক স্বার্থ বা কল্যাণের জলাঞ্জলি দেয়।
দামব্যবস্থা দ্বারা পরিচালিত ধনতান্ত্রিক অর্থনীতিতে ভোক্তারা স্বাধীন থাকে।প্রকৃতপক্ষে সেখানে চটকদার বিজ্ঞাপন,ধূর্ত বিক্রয় প্রতিনিধি,দ্রব্যেও কৃত্রিম দুস্প্রাপ্যতা,বাজারের দূরুত্ব ইত্যাদি দ্বারা প্রতিনিয়তই ভোক্তাগন প্রতারিত হয়।যে কারণে ভোক্তাকে পুরোপুরি স্বাধীন বলা যায় না।
তাছাড়া দাম প্রক্রিয়া আয় বৈষম্য বাড়ায়।ধনীরা অধিক দামে তাদের পছন্দসই দ্রব্যাদি ক্রয় এবং সম্পদ কুক্ষিগত কওে বিলাসী জীবনযাপন করে।অনেকে আবার মনে করেন দাম ব্যবস্থা খরচ ও উপকার ঠিকমত পরিমাপ করতে পারে না।এি ট কেবর উৎপাদনকারীদের হিসাব রাখে।কিন্তুু কোনো দ্রব্য উৎপাদন করতে গিয়ে সমাজ কতটা ক্ষতিগ্রস্থ হলো তার হিসাব রাখে না।এছাড়া দাম ব্যবস্থা ব্যক্তিগত চাহিদা প্রকাশ করে,সামাজিক চাহিদা নয়।
উপরিউক্ত অসুবিধাগুলোর আলোকে বলা যায়, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান যথেষ্ট নয়।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post