অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবক্তা হলেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী প্যাব্রিয়েল অ্যালমন্ড (Gabriel Almond)। তাঁর মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। রাজনৈতিক সংস্কৃতি কোনো দেশে রাজনৈতিক ব্যবস্থার দর্পণস্বরূপ একটি রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ের ভিত্তিতে সেখানকার রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে।
অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : রিম দোকানে গিয়ে ১টি কলম কিনল।কলমটি থেকে ৪ ইউটিল উপযোগ পেল।রিম ২টি কলম থেকে উপযোগ পায় ৭ ইউটিল।পরবর্তীতে ৩টি কলম থেকে উপযোগ পায় ৯ ইউটিল।বিক্রেতা আরও কলম কিনতে বলায় সে ৪টি কলম কিনে উপযোগ পেল ১০ ইউটিল।
ক. উপযোগ কী?
খ. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয়-ব্যাখ্যা করো।
গ. উদ্দিপকের তথ্যের ভিক্তিতে মোট উপযোগ রেখা চিত্রের সাহায্যে দেখাও।
ঘ. উদ্দিপকের তথ্যের আলোকে বিশ্লেষণ করো যে,প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
৫ নং প্রশ্নের উত্তর
ক. উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার বিশেষ গুণকে বোঝায়,যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়।
খ. মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়।
ভোক্তা কোনো একটি বিশেষ দ্রব্য অধিক পরিমাণে ভোগ করতে থাকলে তার নিকট উক্ত দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে।এক পর্যায়ে সে আর ঐ দ্রব্যটি ভোগ করতে চায় না।এমতাবস্থায় ভোক্তার নিকট ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়।উদাহারণস্বরুপ বলা যায়,একজন ভোক্তার লিচু খাওয়ার ইচ্ছে হলো।এখন সে প্রথম লিচুটি যে আগ্রহ নিয়ে ভোগ করে পরেরটি ভোগের ক্ষেত্রে তার সে আগ্রহ কমে যায়।অর্থাৎ প্রথম লিচুর তুলনায় দ্বিতীয় লিচু থেকে সে কম উপযোগ পায়।তৃতীয় লিচুর ক্ষেত্রে উপযোগ আরও হ্রাস পায়।এভাবে এক পর্যায়ে তার লিচু খাওয়ার আর কোনো আগ্রহ থাকবে না।ফলে সে আর লিচু গ্রহণ করবে না।এ অবস্থায় ভোক্তার নিকট লিচুর মোট উপযোগ সর্বোচ্চ হলেও প্রান্তিক উপযোগ শূন্য।
গ. মোট উপযোগ রেখাচিত্রের সাহায্যে দেখানোর জন্য প্রথমে প্রদত্ত উপাত্তের ভিক্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে একটি মোট উপযোগ রেখা (TU) অঙ্কন করা হলো।
চিত্রে ভূমি অক্ষে কলম ক্রয়ের পরিমান ও লম্ব অক্ষে মোট উপযোগ (TU) পরিমাপ করা হয়েছে।উদ্দিপকে রিম দোকানে গিয়ে প্রথমে টি কলম কিনল,যা থেকে সে ৪ ইফটিলের সমান উপযোগ পেল।এ অবস্থায় চিত্রে ধ বিন্দু দ্বারা নির্দেশিত হয়।এরপর রিম একইভাবে ২টি,৩টি ও ৪টি কলম কিনল যেগুলো থেকে সে যথাক্রমে ৭ ইউটিল, ৯ ইউটিল ও ১০ ইউটিল উপযোগ লাভ করলো।এঅবস্থাগুলো যথাক্রমে b, c ও d বিন্দু দ্বারা নির্দেশিত হয়। এখন a,b,c ও d বিন্দুগুলো যোগ করলে মোট উপযোগ রেখা (TU) পাওয়া যায়। এভাবে উদ্দিপকের তথ্যের ভিক্তিতে মোট উপযোগ রেখা চিত্রের সাহায্যে দেখানো যায়।
ঘ. উদ্দিপকে দোকান থেকে রিমের পর্যায়ক্রমে কলম ক্রয় এবং তা থেকে প্রাপ্ত মোট উপযোগের ক্রমান্বয়ে বৃদ্ধিও তথ্য পরিবেশিত হয়েছে।দৃশ্যকল্প অনুসারে রিম ১ম কলমটি থেকে ৪ ইউটিল সমান প্রান্তিক উপযোগ পায়।এরপর সে যখন ২য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ পায় (৭-৪)=৩ ইফটিলের সমান।আবার ৩য় কলমটি ক্রয় করে তখন তা থেকে প্রান্তিক উপযোগ লাভ করে (৯-৭)=২ ইউটিলের সমান।রিম কলমের ক্রয়ের পরিমাণ আরো বাড়ালে সে ৪র্থ কলমটি থেকে (১০-৯)=১ ইউটিলের সামন প্রান্তিক উপযোগ লাভ করে।
অর্থাৎ রিম প্রথম কলমটি থেকে ৪ ইউটিল,২য় কলমটি থেকে ৩ ইউটিল,৩য় কলমটি থেকে ২ ইউটিল এবং ৪র্থ কলমটি থেকে ১ ইউটিলের সমান প্রান্তিক উপযোগ লাভ করে।যেখানে তার মোট উপযোগ হয় (৪+৩+২+১)=১০ ইউটিল।এক্ষেত্রে দেখা যায়,কলমের ক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ (UM) ক্রমেই হ্রাস পায়। সুতরাং উদ্দিপকের তথ্য বিশ্লেষণ করে আমরা বলতে পারি,প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post