অর্থনীতি ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মি. রাজিব একটি ব্যক্তিগত ফার্মের মালিক। তার ফার্মে উৎপাদিত দ্রব্য আর কেউ উৎপাদন করতে পারে না। তিনি নিজেই দ্রব্যের দাম ও যোগান নির্ধারণ করেন। বেশির ভাগ ক্ষেত্রেই তার ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করলেও মাঝে মাঝে তিনি লোকসানের শিকার হন।
ক. বাজার কী?
খ. একটি প্লান্ট নিয়ে কি একটি ফার্ম হতে পারে? ব্যাখ্যা করো
গ. উদ্দীপকে বর্ণিত ফার্মের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো ।
ঘ. উদ্দীপকে বর্ণিত মি. রাজিবের ফার্মের অস্বাভাবিক মুনাফা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : তানিয়া তার বাবার সাথে বইয়ের দোকানে যায়। বিভিন্ন দোকান ঘুরে দেখে যে, সকল দোকানে দাম একই। এতে সে খুব আনন্দ পায়।
ক. অর্থনীতিতে বাজার কী?
খ. স্থানীয় বাজার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের বাজারের ধরন ব্যাখ্যা করো।
ঘ. আনন্দ বা ভালো লাগার কারণ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ :
ক – বাজার যেখানে P = MR
খ – বাজার যেখানে P > MR
ক. ফার্ম কী?
খ. পৃথিবীর সকল বাজার ব্যবস্থায় P = AR হয়। বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকে দ্বিতীয় (খ) বাজারের TR রেখা অংকন কর।
ঘ. উদ্দীপকের দুটো বাজারের মধ্যে কোন বাজারে ভোক্তরা অধিক সন্তুষ্টি অর্জন করে? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : মি. দিপু তার পরিবারের প্রয়োজনীয় সামগ্রী “X” ও “Y” দুটি বাজার হতে ক্রয় করেন। তিনি দেখলেন, “X” বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করছে এবং বাজার সম্পর্কে সবার পূর্ণ ধারণা রয়েছে। কিন্তু “Y” বাজারে গিয়ে দেখলেন, তার প্রয়োজনীয় পণ্যের বিকল্প নেই এবং বেশি দাম সত্বেও কিনতে বাধ্য হচ্ছেন।
ক. বাজার বলতে কী বোঝ?
খ. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প একই কেন?
গ. “X” ও “Y” দুই ধরনের বাজারের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো।
ঘ. “X” ও “Y” দুটি বাজারের মধ্যে কোনটিতে ক্রেতা অধিক লাভবান হয়? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : আরিফ “X” নামক দ্রব্য ক্রয়ের জন্য বিভিন্ন দোকান ঘুরে দেখে সব দোকানে দাম একই। কিন্তু “Y” দ্রবের ক্ষেত্রে দেখে দাম ভিন্ন।
ক. ফার্ম কাকে বলে?
খ. ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি এবং কেন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের “X” দ্রব্যের বাজারটি কোন ধরণের বাজার তা চিহ্নিত করে বৈশিষ্ট্যগুলো লিখ।
ঘ. উদ্দীপকের “X” ও “Y” দুই দ্রব্যের বাজারের মধ্যে কোন পার্থক্য রয়েছে বলে কী তুমি মনে কর বিশ্লেষণপূর্বক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ :
উদ্দীপক-১ : রহিমা খাতুন একটি গ্রামে বসবাস করেন। সেখানে তিনি অল্প দামের মধ্যেই প্রতিদিন টাটকা সবজি, মাছ, দুধ ক্রয় করেন। রহিমা খাতুনের নিকট কুমিল্লার খাদি পোশাক খুবই প্রিয়। তার ভাই সাঈদ মালেশিয়া থাকেন। তিনি রহিমা খাতুনকে বলেন যে,এখানেও বাংলাদেশি কিছু জিনিস পাওয়া যায়।”
উদ্দীপক-২ : সেলিম একটি বিশেষ দ্রব্যের উৎপাদন কৌশল সম্পর্কে জানেন, যে দ্রব্যের কোনো নিকট বিকল্প নেই। তিনি এককভাবে দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করে থাকেন। এ বাজারে কোনো ফার্ম প্রবেশ করতে পারে না । তিনি প্রচুর মুনাফাও অর্জন করেছেন।
ক. বাজার কী?
খ. একচেটিয়া কারবারি কি একই সাথে দাম ও পরিাণকে নিয়ন্ত্রণ করতে পারে?
গ. উদ্দীপক-১ তে বর্ণিত বিভিন্ন দ্রব্যের বাজারের পরিচয় দাও।
ঘ. উদ্দীপক-২ তে বর্ণিত বাজারের বিপরীত যে বাজার রয়েছে তার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : হায়দার আলী মাছের আড়তদার। তার মতো আরো অনেকেই বাজারে এ ব্যবসায় জড়িত। বাজারে ক্রেতার সংখ্যাও অনেক। ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে মাছের দাম নির্ধারিত হয় এ ব্যবসায় হায়দার আলী দেখতে পায় কোনো দিন তার অনেক লাভ হয়। কোনো দিন তার আয়-ব্যয় সমান। আবার কোন দিন তার লোকসান হয়নি।
ক. স্বাভাবিক মুনাফা কী?
খ. জাতীয় বাজার বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. হায়দার আলী যে বাজার সম্পর্কে আলোকপাত করেছে তার বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. উক্ত বাজারের লোকসান অবস্থায় স্বপ্লকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাও ।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post