অর্থনীতি ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে বা জনগণের মতামত যাচাইয়ের জন্য যে ভোট গ্রহণ করা হয় তাকে গণভোট (Referendum) বলা হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গণভোট। সর্বসাধারণের অংশগ্রহণে গণভোটের মাধ্যমে সাধারণত প্রকৃত জনমত প্রতিফলিত হয়। যেমন- ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের বিষয়ে ব্রিটেনে দ্বিধাবিভক্তি সৃষ্টি হলে ২০১৬ সালের ২৩ জুন গণভোট অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে শাসকদের প্রতি জনসমর্থন যাচাই ও সরকার পদ্ধতি পরিবর্তন নিয়ে এ পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে।
অর্থনীতি ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন: তানিয়া তার বাবার সাথে বইয়ের দোকানে যায়। বিভিন্ন দোকান ঘুরে দেখে যে, সকল দোকানে দাম একই। এতে সে খুব আনন্দ পায়।
ক. অর্থনীতি বাজার কী?
খ. স্থানীয় বাজার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের বাজারের ধরণ ব্যাখ্যা করো।
ঘ. তানিয়ার আনন্দ বা ভালো লাগার কারণ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. অর্থনীতিতে বাজার বলতে এমন দ্রব্যকে বোঝায় যা এক বা একাধিক অঞ্চলের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়ে থাকে।
খ. যেসব দ্রব্যের ক্রয়-বিক্রেয় একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে স্থানীয় বাজার বলে।
স্থানীয় বাজারে দ্রব্যের চাহিদা ও উৎপাদন পরিমাণ কম হয়। এ বাজারে দ্রুত পচনশীল এবং সহজে পরিবহণযোগ্য নয় এমন দ্রব্য বেশি ক্রয়-বিক্রয় করা হয়। এ বাজার নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে। স্থানীয় বাজারে মাছ, মাংস, শাকসবজি, দুধ প্রভৃতি ক্রয়-বিক্রয় করা হয়।
গ. উদ্দীপকের বাজারের ধরণ হলো পূর্ণ প্রতিযোগিতামূলক।
তানিয়ার বইয়ের দোকান থেকে বই কেনা হলো পূর্ণ প্রতিযোগিতার বাজারের পূণ্য। এর কারণ হলো সব বই এর দোকানে একই দাম বিরাজ করে। পূর্ণ প্রতিযোগিতার বাজারে বহু সংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে। বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়- বিক্রয় করা হয়। বইয়ের দোকানে বইও একটি সমজাতীয় পণ্য। এই বাজারে ক্রেতা-বিক্রেতা বিদ্যমান দামের সম্পর্কে পূর্ণভাবে সচেতন। এবাজারে পরিবহণ ব্যয় অনুপস্থিত থাকে। বই এবাজারেও এর দাম ধার্যেও সময় পরিবহণ ব্যয় অন্তভুক্ত হয়।
সুতরাং উদ্দীপকের বইয়ের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার। সেখানে বহুসংখ্যক ক্রেতা-বিক্রেতা থাকায় কেউ একক ভাবে বইয়ের দামকে প্রভাবিত করতে পাওে না।
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলোই তানিয়ার ভালো লাগার কারণ ছিল।
পূর্ণ প্রতিযোগিতার দ্বারা এমন একটি বাজার কাঠামো বোঝানো হয় যেখানে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট্য দামে ক্রয়-বিক্রয় করে। তাদেও কেউই এককভাবে বাজার দামকে প্রভাবিত করতে পারে না। এর সাথে বাজারে তাদের প্রবেশ ও প্রস্থানে কোনো বাধা থাকে না। এ বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয় দামগ্রহীতা। কারণ যে দাম বাজারের মাধ্যমে নির্ধারিত হয়, ক্রেতা-বিক্রেতাকে সেই নির্দারিত দামকে মেনে চলতে হয়। এ সকল বৈশিষ্ট্যের কারণেই এ বাজার অন্য বাজার হতে আলাদা।
এবাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমজাতীয় অর্থাৎ প্রভেদীকৃত নয়। তাই নির্দিষ্ট দামের ভিক্তিতে সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ের সিদ্ধান্তে উক্ত বাজার পরিচালিত হয়। এবাজারে বহুসংখ্যক বিক্রেতা থাকে, যেখানে কোনো বিক্রেতা দাম ও পরিমাণের উপর এককভাবে প্রভব বিস্তার করতে পারে না। এখানে ক্রেতা স্বেচ্ছাধীনে ক্রয় কাজ পরিচালনা করে। অপর কারো দ্বারা সে পরিচালিত হয় না।
পূর্ণ প্রতিযোগিতার অধীনে বইয়ের অসংখ্য বিক্রেতা থাকলেও তারা বাজার দামকে প্রভাবিত করতে পারছে না। বাজার দামকে মেনে নিয়েই বিক্রেতা বই বিক্রি করছে। বাজারে এ ধরণের পরিস্থিতি দেখে তানিয়া আনন্দিত হয়েছিল।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post