অর্থনীতি ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure Group) হচ্ছে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থরক্ষা নিশ্চিত করতে রাজনৈতিক কর্তৃপক্ষের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করে না। এরা সরকারের কাছে তাদের দাবি-দাওয়া উত্থাপন করে। দাবি দাওয়া আদায় না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে। আবার সরকারের নীতিবহির্ভূত কাজের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলে। গোষ্ঠীগুলো নানা বিষয়ে সরকারকে যৌক্তিক পরামর্শ প্রদান করে। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সক্রিয় ভূমিকার ফলে সরকার জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়।
অর্থনীতি ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : রজিম ও বশির একটি বৃহৎ নেীযানের শ্রমিক। রজিম ইঞ্জিন রুমের দক্ষ শ্রমিক। উচ্চ শব্দ ও উচ্চ চাপের মধ্যে তার কাজ করতে হয়। তার মাসিক মুজরি বিশ হাজার টাকা। এছাড়া তার খাবার, পোশাক ও পরিবারের বাসস্থানও নেীযান কর্তৃপক্ষের নিকট থেকে পেয়ে থাকে। কিন্তু তার কাজের ধরনের কারণে একদিকে যেমন স্বাস্থ্য ঝুকি অনেক বেশি অপরদিকে ছুটি এেেকবারেই কম। অথচ বশির নেীযানের খাবার ঘরের দৈনিকভিক্তিক একজন অস্থায়ী কর্মচারী হওয়ায় কাজের দিনগুলোতে দৈনিক দু’শ টাকা মুজরি এবং নিজের খাবার পেয়ে থাকে।
ক. শ্রমের চাহিদা কাকে বলে?
খ. দামস্তর থেকে আর্থিক মুজরি বাড়লে প্রকৃত মুজরিও বাড়ে-ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত রজিমের প্রকৃত মুজরির ক্ষেত্রগুলো চিহিৃত করো।
ঘ. রজিম ও বশিরের আর্থিক এবং প্রকৃত মুজরির একটি তুলনামূলক বিশ্লেষণ করো।
১ নং প্রশ্নের উত্তর
ক. একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মুজরিতে উৎপাদনকারী বা নিয়োগকর্তা যে পরিমাণ শ্রম নিয়োগ দিতে চায় তাকে শ্রমের চাহিদা বলে।
খ. দামস্থর স্থির থেকে আর্থিক মুজরি বাড়লে ক্রয়ক্ষমতা বৃদ্ধির দ্বারা জীবনযাত্রার মান বৃদ্ধি পায় বলে প্রকৃত মুজরিও বৃদ্ধি পায়।
সাধারণত প্রকৃত মুজরি হলো আর্থিক মুজরির ক্রয়ক্ষমতা ও কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুবিধার সমষ্টি।এখন দাম স্থর ঠিক থেকে আর্থিক মুজরি বাড়ল শ্রমের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে পূর্বের চেয়ে সে বেশি পরিমাণে ভোগ করতে পারে। তথা জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। কাজেই বলা যায় দাম স্থির থেকে আর্থিক মুজরি বাড়লে প্রকৃত মুজরিও বৃদ্ধি পায়।
গ. নিচে উদ্দীপকে উল্লেখিত রমিজের প্রকৃত মুজরির ক্ষেত্রগুলো চিহিৃত করা হলো।
শ্রমিক তার আর্থিক মুজরি দিয়ে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবা ক্রয় করতে পারে এবং চাকরিস্থল থেকে যেসব আনুষঙ্গিক সুযোগ-সুবিধা লাভ করে, এ দুইয়ের সমষ্টিকে প্রকৃত মজুরি বলে।
উদ্দীপকে উল্লেখিত রমিজ একটি বৃহৎ নেীযানের শ্রমিক। তার মাসিক মুজরি ২০,০০০ টাকা এবং খাবার, পোশাক ও তার পরিবারের বাসস্থান নেীযান কর্তৃপক্ষ থেকে পায়।তাই রজিমের আর্থিক মুজরি ২০,০০০ টাকা কর্মক্ষমতা ও নোীযান কর্তৃপক্ষ হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধা তথা খাবার, পোশাক ও তার পরিবারের জন্য বাসস্থান সুবিধার সমষ্টি হলো রমিজের প্রকৃত মুজরি।
ঘ. রমিজ স্থায়ী ও দক্ষ শ্রমিক হওয়ায় সে বশির অপেক্ষা আর্থিক ও প্রকৃত মুজরি বেশি পায়। সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে যে অর্থ পেয়ে থাকে তাকে আর্থিক মুজরি বলে। আর এই আর্থিক মুজরিকে দাম দ¦ারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল এবং কর্মস্থল হতে প্রাপ্ত অন্যান্য সুযোগ-সুবিধার সমষ্টিকে প্রকৃত মুজরি বলে।
উদ্দীপকে লক্ষ করা যায়, রমিজের আর্থিক মুজরি ২০,০০০ টাকা এবং প্রকৃত মুজরি ২০,০০০ টাকায় কর্মক্ষমতা এবং খাবার, পোশাক ও পরিবারের বাসস্থান সুযোগের সমষ্টি। অন্যদিকে বশির দৈনিক ২০০ টাকা প্রতি মাসে (২০০×৩০) বা ৬০০০ টাকা আর্থিক মুজরি পায়। আর তার প্রকৃত মুজরি হলো ৬০০০ টাকার ক্রয়ক্ষমতা এবং খাবারের সুযোগের সমষ্টি। অর্থাৎ রমিজের আর্থিক মুজরি ২০,০০০ টাকা যেখানে বরিশের আর্থিক মুজরি ৬০০০ টাকা। আবার বরিশের অপেক্ষা রমিজ নেীযান কর্তৃপক্ষ থেকে বেশি সুবিধা পায়। তাছাড়া যে সকল কাজে অধিক দক্ষতার প্রয়োজন ও ঝুকি বেশি থাকে সে সকল কাজে আর্থিক ও প্রকৃত মুজরি বেশি হয়। তাই উপরের আলোচনা থেকে বোঝা যায়, বরিশ অপেক্ষা রমিজের বেশি দক্ষ হওয়ায় এবং কর্মক্ষেত্রে বেশি ঝুকি থাকায় রমিজের আর্থিক ও প্রকৃত মুজরি বেশি।
সৃজনশীল প্রশ্ন ২ : সবুর টঙ্গীর একটি কারখানায় কাজ করে। সে বিদেশে কাজ করার জন্য আগ্রহী। কিন্তু সে তেমন লেখাপড়া জানে না। পেশাগত দক্ষতাও তেমন নেই। এ ধরনের শ্রমিকরা বিদেশে গেলেও ঠিকমতো মুজরি পায় না। তাই সবুর সিদ্ধান্ত নেয় যে, বিদেশে যাওয়ার আগে সে ঠিকমতো প্রশিক্ষণ নিয়েই যাবে। তাহলে বিদেশের বাজারে তার কদর বাড়বে। সাথে-সাথে পারিশ্রমিকও বেশি পাবে।
ক. শ্রমের দক্ষতা বলতে কী বোঝায়?
খ. আন্তর্জাতিক বাজার বলতে কী বোঝ?
গ. সবুর বিদেশে যাওয়ার কী ধরনের সমস্যার কথা ভাবছে?
ঘ. বিদেশের শ্রম বাজারে স্থান করে নিতে হলে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন? ব্যাখ্যা করো।
২ নং প্রশ্নের উত্তর
ক. শ্রমিকের কাজ করার ক্ষমতা বা উৎপাদন ক্ষমতাকে শ্রমের দক্ষতা বলে।
খ. এক দেশ থেকে অন্য দেশে শ্রম শক্তির স্থানান্তরকে আন্তর্জাতিক শ্রম বাজার বলে।
বর্তমান বাজার অর্থনীতির যুগে কোনো দেশের শ্রমিকরা নিজ দেশের বাহিরে বিশেষ করে যে সমস্ত দেশের জনশক্তি তথা শ্রমশক্তি কম কিন্তুু বিভিন্ন কারণে শ্রম চাহিদা বেশি সেসব দেশে শ্রমশক্তি রপ্তানি করা হয়। ফলে উভয় দেশই লাভবান হয়।
গ. সবুর বিদেশে যাওয়ার ক্ষেত্রে তার পেশাগত অদক্ষতার জন্য সৃষ্ট সমস্যার কথা ভাবছে। সবুরের মতো বাংলাদেশের শ্রমিকদের পেশাগত দক্ষতা খুবই কম। উপযুক্ত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এদেশের শ্রমিকদের জীবনযাত্রার মান খুবই নিচুৃ। ফলে তাদের শারীরিক ও মানসিক কর্মোদ্যম কম। এছাড়া বাংলাদেশে অধিকাংশ কল-কারখানায় সামাজিক পরিবেশ ভালো না হওয়ায় শ্রমিকের কাজের দক্ষতা বৃুিদ্ধ পায় না। বিশেষ করে এসব কারখানায় শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও থাকে না।
উদ্দীপকে সবুরও এরূপ একটি কারখানার শ্রমিক। সম্প্রতি সে বিদেশে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করেছে। কিন্তু অশিক্ষিত ও পেশাগত অদক্ষতার কারণে সে বিদেশে যেতে দিদ্ধাবোধ করে। কারণ বিদেশে শ্রমের দক্ষতার ভিক্তিতে মুজরি প্রদান করা হয়। তাই সে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে দক্ষতা বৃদ্ধি করে বিদেশে যেতে চায়।
ঘ. বিদেশে শ্রম বাজারে স্থান করে নিতে হলে তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
প্রথমত সবুরকে তার নির্বাচিত পেশার উপর উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হবে। এতে বিদেশের শ্রম বাজারে তার চাহিদা ও আর্থিক মুজরি বাড়বে।
দ্বিতীয়ত উপযুক্ত প্রশিক্ষণের সাথে সাথে সবুরকে ভাষাগত দক্ষাতাও অর্জন করতে হবে। অর্থাৎ যে দেশে যেতে ইচ্ছুক সে দেশের ভাষা, আচার-আচারণ, প্রথা ও সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে।
তৃতীয়ত সবুরকে পুষ্টিকর খাদ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করে সংশ্লিষ্ট কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ বিদেশে অসুস্থ শ্রমিকদের উৎপান ক্ষমতা কম হওয়ায় চাহিদাও কম। তাছাড়া অসুস্থ শ্রমিকদের দেশে পাটিয়ে দেওয়ার সম্ভবনা বেশি থাকে। চর্তুথত বিদেশে শ্রম বাজরে নিজের স্থান শক্ত করতে সবুরকে বুদ্ধিগত ও নৈতিক যোগ্যতাও অর্জন করতে হবে। সততা, বিশ্বস্ততা, কর্তব্যপরায়ণতা, নিয়মনুবর্তিতা প্রভৃতি গুণ শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক।
কাজেই বলা যায় বিদেশে শ্রম বাজারে উপযুক্ত স্থান ও ভালো মুজরি নিশ্চিত করতে সবুরকে উপরিউক্ত উপায়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post