অর্থনীতি ১ম পত্র ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা রাজু চাকুরির পরিবর্তে একটি বুটিক কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি একাই ব্যবসায় উপকরণ সংগ্রহ ও দেখাশুনা করেন। এতে ব্যবসার উন্নতি হয় এবং মুনাফা অর্জন করেন। ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনের প্রয়োজন হয়। তিনি নিকটস্থ একটি এনজিও হতে ঋণ গ্রহণ করেন। এনজিওটি ক্ষুদ্র ঋণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরকম অনেক এনজিও আমাদের দেশে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
ক. অংশীদারি কারবার কী?
খ. সমবায় কারবার কী অর্থে এক মালিকানা কারবার অপেক্ষা উন্নত?
গ. উদ্দীপকে রাজুর বুটিক কারখানা কোন ধরনের কারবার? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো বাংলাদেশের আত্মকর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে এনজিওদের কার্যক্রম যথেষ্ট? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : রহিম সাহেব একটি প্লাস্টিক কারখানার মালিক। তিনি নিজেই অত্যন্ত দক্ষতার সাথে উপকরণ সংগ্রহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। তার দক্ষতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমতা, নতুনত্ব প্রবর্তন, সৃষ্টিশীলতা, পরিকল্পনা গ্রহণ ও সুষ্ঠু বাজারজাতকরণের ফলে দিন দিন উন্নত হচ্ছে। তিনি একাই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সকল মুনাফা ভোগ করেন। সীমাহীন দায়িত্ব ও ঝুঁকির আধিক্য থাকলেও তার প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে।
ক. যৌথ মূলধনী কারবার কী?
খ. অংশীদারি কারবারে কি পর্যাপ্ত মূলধনের যোগান দান সম্ভব?
গ. রহিম সাহেবের কার্যাবলি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির ধরন উল্লেখপূর্বক এর সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রাজু এবং তার ১০ জন বন্ধু মিলে গার্মেন্টস ব্যবসা শুরু করলো। প্রত্যেকে নির্দিষ্ট পরিমাণ মূলধন প্রদান করেছে এবং তাদের মধ্যে চুক্তি হলো তারা কেউ নিজ শেয়ার অন্য কাউকে বিক্রি বা হস্তান্তর করবে না এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। কিন্তু রাজু তার শেয়ার তার বড় ভাইকে বিক্রি করে দেয়াতে অন্য বন্ধুরা সরকারি অনুমোদন নিয়ে কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি নতুনভাবে নিবন্ধন করলো । তারা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিল।
ক. সংগঠক কাকে বলে?
খ. সমবায় কোন অর্থে একমালিকানা কারবার থেকে পৃথক?
গ. উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠানটি প্রথম অবস্থায় কোন ধরনের সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. পরিবর্তিত পরিস্থিতিতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন যুক্তিসহ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : গ্রামের দুস্থ মহিলারা সমিতি গঠন করে আয় বর্ধনমূলক কাজের জন্য সরকার অনুমোদিত বিদেশি সাহায্য নির্ভর প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। সমিতির সদস্যগণ নির্দিষ্ট হারে চাদা দিয়ে সঞ্চয় তহবিল গঠন করে। এরকম প্রতিষ্ঠানের মতো অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে “ক” দেশের অনেক এলাকার জনগণ শিক্ষা, জনস্বাস্থ্য, সামাজিক উন্নয়নসহ অন্যান্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সচেতন হচ্ছে এবং নিজেদের উন্নয়নে সচেষ্ট হচ্ছে।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কী?
গ. সংগঠককে কেন উৎপাদনের প্রধান চালিকাশক্তি বলা হয়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রগুলো চিহ্নিত করো।
ঘ. বাংলাদেশের দারিদ্র বিমোচনে ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের ভূমিকা আলোচনা করো ।
সৃজনশীল প্রশ্ন ৫ : আলাউদ্দীন তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায়, সমানাধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে। কিন্তু মূলধনের স্বল্পতা, অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে এই মৎস্য খামার আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি। অন্যদিকে বেলাল ও আজগর চুক্তির ভিত্তিতে পরস্পরের উপর বিশ্বাস ও অসীম দায়-দায়িত্ব নিয়ে একটি কার্টন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। এতে যে মুনাফা হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয়।
ক. সংগঠক কাকে বলে?
খ. ‘সংগঠন উৎপাদনের একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান’ – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মৎস্য খামার কোন ধরনের সংগঠন তা চিহ্নিত করে এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
ঘ. উদ্দীপকের আলোক মৎস্য খামার ও কর্ন ফ্যাক্টরি এ দুটি সংগঠনের মধ্যে তুলনা করো ।
সৃজনশীল প্রশ্ন ৬ : রাজু, সজীব এবং রহমত তিনজনে চুক্তিবদ্ধ হয়ে একটি কারবার প্রতিষ্ঠা করেন। তিনজনের মালিকানার অংশও সমান নয়। মূলধন স্বল্পতার কারণে তারা লাভবান হচ্ছেন না। সাংগঠনিক কাঠামোর জন্য তারা শেয়ারও বিক্রি করতে পারছেন না। অথচ পাশের ‘এ্যাপেক্স লিমিটেড কোম্পানি’ প্রতিষ্ঠানে শেয়ার বিক্রির মাধ্যমে প্রচুর মূলধন সংগ্রহ করেছে।
ক. একমালিকানা কারবারের সংজ্ঞা দাও।
খ. যৌথ মূলধনী কারবার দীর্ঘস্থায়ী হয় কেন?
গ. উদ্দীপকে তিনজনের প্রতিষ্ঠানটি কোন ধরের প্রতিষ্ঠান এবং তার বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. রাজু, সজীব এবং রহমতের প্রতিষ্ঠানকে উদ্দীপকের ‘এ্যাপেক্স লিমিটেড কোম্পানি’র মতো রূপান্তর করা যায় কি এবং কীভাবে?
সৃজনশীল প্রশ্ন ৭ : ফিরোজ সাহেব তার ৭ জন বন্ধুকে নিয়ে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির অর্জিত মুনাফা তারা সমানভাবে ভাগ করে নেন। প্রতিষ্ঠানটির কর্মপরিধি দিন দিন বৃদ্ধি পাওয়ায় মূলধনের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি দূর করার জন্য তারা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধিত হওয়ার মাধ্যমে শেয়ার বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করলেন।
ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে কী বোঝায়?
খ. উদ্যোক্তা বলতে সংগঠনকে বোঝায় না- ব্যাখ্যা করো।
গ. ফিরোজ সাহেব ও তার বন্ধুদের দ্বারা গঠিত প্রথম প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন?
ঘ. স্থায়িত্ব, ঝুঁকি বহন, মালিক-শ্রমিক সম্পর্ক ও শেয়ার স্থানান্তরের দিক থেকে উদ্দীপকের উদ্যোগ দুটির মধ্যে তুলনা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : করিম সাহেব একজন দক্ষ উদ্যোক্তা। তার পর্যাপ্ত মূলধন, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, একক বুদ্ধিমতা, সৃষ্টিশীলতা এবং সুষ্ঠু বাজারজাতকরণের ফলে “আমেনা গ্রুপ” প্রতিষ্ঠানটির পণ্যটি আজ বিশ্বব্যাপী সমাদৃত। কিন্তু রহিম সাহেব স্বনামধন্য “ফরচুন লিমিটেড” প্রতিষ্ঠানের কিছু প্রাথমিক শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রায় নিশ্চিন্তে জীবনযাপন করছেন। কারণ এই প্রতিষ্ঠানের অংশীদারদের ঝুঁকি কম, স্থায়িত্ব অধিক, সীমাবদ্ধ দায় এবং এ কারবারের প্রতি জনগণের আস্থা অধিক থাকে।
ক. এনজিও কি?
খ. সংগঠন দৃশ্যমান নয়- বিষয়টি বুঝিয়ে লেখ।
গ. “আমেনা গ্রুপ” প্রতিষ্ঠানটির তিনটি অসুবিধা আলোচনা করো।
ঘ. অধিক উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিতে “আমেনা গ্রুপ” প্রতিষ্ঠানটির অপেক্ষা “ফরচুন লিমিটেড” প্রতিষ্ঠানটি অধিক যুক্তিযুক্ত- আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : রহিম সাহেব ব্যক্তিগতভাবে কিছু মূলধন নিয়ে একটি ওয়েলডিং মেশিন কারখানা প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর তার কারখানার উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু তিনি চাহিদা অনুযায়ী, দ্রব্য সরবরাহ করতে পারছিলেন না। তাই তিনি পলাশ ও জাকিরের সঙ্গে যুক্ত হয়ে কারখানার আকার বৃদ্ধি করেন। এতে দ্রব্য সরবরাহ বৃদ্ধি পায়।
ক. BRAC – এর পূর্ণরূপ লেখ।
খ. সংগঠনকে শিল্পের চালক বলা হয় কেন?
গ. রহিম সাহেবের প্রতিষ্ঠিত কারখানার তিনটি প্রধান বৈশিষ্ট্য লেখ।
ঘ. যুক্তভাবে প্রতিষ্ঠিত কারখানা প্রথমে প্রতিষ্ঠিত কারখানার তুলনায় কী কী সুবিধা সৃষ্টি করেছে বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : জসীম একজন সফল খামারি। তিনি একটি হাস-মুরগির খামার দিয়ে ব্যবসা শুরু করেন। তার একক নেতৃত্ব ও ব্যবস্থাপনায় খামারটির পরিসর বাড়তে বাড়তে তা এলাকার কয়েকটি বড় খামারের মধ্যে অন্যতম বলে আজ গণ্য হচ্ছে। অন্যদিকে, জসীম সাহেবের বেশ কয়েকজন বন্ধু মিলে এরকম একটি খামার গড়ে তুললেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে তা বর্তমানে বন্ধ হওয়ার উপক্রম।
ক. অংশীদারি কারবার কী?
খ. অংশীদারি কারবারে পর্যাপ্ত মূলধনের যোগানদান সম্ভব হয় কেন?
গ. উদ্দীপকে উল্লেখিত জসীম সাহেবের ব্যবসার ধরন বর্ণনা করো।
ঘ. জসীম সাহেবের সফলতা এবং তার বন্ধুদের ব্যর্থতার কী কী কারণ আছে বলে তুমি মনে কর? আলোচনা করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post