অর্থনীতি ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : অর্থনীতি ক্লাসে প্রফেসর আঃ মান্নান ছাত্রছাত্রীদের কাছে খাজনা নির্ধারণ সম্পর্কে দুটি তত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, রিকার্ডোর খাজনা তত্বের সমস্ত সীমাবদ্ধতা দূর করতে আধুনিক অর্থনীতিবিদগণ এ তত্বটি প্রদান করেন।
ক. অনুপার্জিত আয় কাকে বলে?
খ. জমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতার দরুণ খাজনার উদ্ভব হয় – ব্যাখ্যা করো।
গ. খাজনা নির্ধারণে ক্লাসিক্যাল ও আধুনিক অর্থনীতিবিদগণের ধারণার পার্থক্য ব্যাখ্যা করো।
ঘ. খাজনা নির্ধারণে আধুনিক অর্থনীতিবিদগণ কিভাবে তত্ব তুলে ধরেছেন? চিত্রসহ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সহিদুল ও আইয়ুব আলী জাল ও নৌকা দিয়ে নদীতে মাছ ধরে। হঠাৎ নদীতে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নৌকার চাহিদা অনেক বেড়ে যায়। সহিদুল ও আইয়ুব আলী চেয়েছিলেন নতুন জাল ও নৌকা কিনবে। তা এ স্বপ্প সময়ে সম্ভব হয়নি। তাই তাদের কাছে যেসব জাল ও নৌকা ছিল সেগুলো দিয়ে মাছ ধরে অনেক আয় করা সম্ভব।
ক. খাজনা কী?
খ. অনুপার্জিত আয় কীভাবে সৃষ্টি হয়?
গ. জাল ও নৌকার ক্ষেত্রে কোন ধরনের খাজনার উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দীর্ঘমেয়াদে জাল ও নৌকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে কি? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় ৩,০০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২,০০০ টাকা, প্রাপ্য মজুরি ১,৪০০ টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর ১,৬০০ টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ৪,০০০ টাকা।
ক. অর্থনীতিতে খাজনা কী?
খ. অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?
গ. উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো।
ঘ. কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থকা লেখ।
সৃজনশীল প্রশ্ন ৪ : রাজুর অনেক সম্পদ। তিনি বিভিন্ন প্রকার ব্যবসায় জড়িত। তিনি তার ভবনসমূহ ভাড়া দিয়ে মাসে ২০,০০০ টাকা, যন্ত্রপাতির ভাড়া বাবদ ১৫,০০০ টাকা পান। তার গ্রামের জমি চাষাবাদের বিনিময়ে তাকে চাষিরা ১,০০০ টাকা দেন। সরকার তার এলাকায় শিল্প প্রতিষ্ঠান ও পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে। এখন তার ভবন ও যন্ত্রপাতি হতে প্রতি মাসে যথাক্রমে ২৫,০০০ ও ২০,০০০ টাকা আয় হয়।
ক. অর্থনৈতিক খাজনার সংজ্ঞা দাও।
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে কেন খাজনার উদ্ভব হয়?
গ. উদ্দীপকের ভিত্তিতে রাজুর মোট খাজনা ও নিম খাজনার পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে শিল্প পার্ক স্থাপনে এ এলাকায় অনুপার্জিত আয়ের উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ২০১২ সালে রাজু বাসা ভাড়া নিতে গেলে বাসার মালিক নিম্নোক্ত ভাড়া ধার্য করেন। বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা, ঝুঁকির জন্য ১,০০০ টাকা, রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ টাকা ও অন্যান্য ব্যয় বাবদ আরো ২,০০০ টাকা দিতে হবে। ২০১৪ সালে বাসাটির পাশে একটি কারখানা স্থাপিত হলে মালিক রাজুকে বাসা ব্যবহারের জন্য, ২,০০০ টাকা বৃদ্ধি করতে বলেন।
ক. অনুপার্জিত আয় কী?
খ. ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলেকে মোট খাজনা ও অর্থনৈতিক খাজনা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলেকে নিম খাজনা এবং মোট খাজনার পরিমাণ নির্ণয় ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : ইসমাইল সাহেবের একটি সাত তলা বাড়ি আছে। প্রতিমাসে তিনি বাড়ি ভাড়া বাবদ ৫০ হাজার টাকা পান। সম্প্রতি এলাকায় বেশ কিছু সরকারি অফিস-আদালত গড়ে ওঠায় বাড়ি ভাড়া বেড়ে যায়। ইসমাইল সাহেব বর্তমানে ৮০ হাজার টাকা বাড়ি ভাড়া পান।
ক. নিট খাজনা বলতে কী বোঝায়?
খ. খাজনা দাম দ্বারা প্রভাবিত হয়- ব্যাখ্যা করো।
গ. বাড়ি ভাড়া বাবদ ইসমাইল সাহেবের আয় বৃদ্ধি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করো।
ঘ. দীর্ঘকালে ইসমাইল সাহেবের এ ধরনের আয় প্রযোজ্য হবে কি? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব সেলিম মিয়া তার কৃষিজমি “স্বধীন বাংলা” কৃষি খামারকে চুক্তিভিত্তিক প্রদান করেন। এক্ষেত্রে চুক্তির শর্তগুলো হচ্ছে, তিনি জমি ব্যবহারের জন্য ৩,০০০ টাকা, মূলধনের সুদ বাবদ ২,০০০ টাকা, তার প্রাপ্য মজুরি ১,৪০০ টাকা, সরকারকে জমির কর বাবদ প্রদান করার জন্য ১,৫০০ টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য ২,০০০ টাকা পাবেন।
ক. অর্থনীতিতে খাজনা কী?
খ. অনুপার্জিত আয় ও নিট খাজনা কেন একই অর্থে ব্যবহার হতে পারে না?
গ. উদ্দীপকে তথ্য অনুযায়ী, মোট খাজনার পরিমাণ নির্ণয় করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী, কোন পরিস্থিতিতে মোট খাজনা ও নিট খাজনা একই হবে? উদ্দীপকের তথ্য থেকে নিট খাজনা নির্ণয়পূর্বক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : রাসেল সাহেবের ফ্যাক্টরিতে A পণ্য উৎপাদিত হয়। এতে প্রতি একক পণ্যের পরিবর্তনীয় ব্যয় ৮ টাকা, গড় ব্যয় ১২ টাকা। পণ্যের দাম ১০ টাকা । কিন্তু শাহেদ সাহেবের ফ্যাক্টরিতে B পণ্যের একক প্রতি গড় খরচ ৯ টাকা বিক্রয় মূল্য ১১ টাকা।
ক. খাজনা কী?
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনবিধির কারণেই খাজনার উদ্ভব হয়- বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপক হতে নিম খাজনার পরিমাণ নির্ণয় করো।
ঘ. A ও B পণ্যের ক্ষেত্রে উল্লিখিত খাজনার ধারণাদ্বয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : মি. সাব্বির বললেন যে, শুধু জমি নয়, যে সকল উপকরণের যোগান সীমিত সেসব উপকরণ হতেই খাজনা পাওয়া যায়। কিন্ত ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে, খাজনা কেবল ভূমির ক্ষেত্রে প্রযোজ্য।
ক. নিম খাজনা কী?
খ. খাজনা কেন দেয়া হয়?
গ. মি. সাব্বির খাজনা সংক্রান্ত কোন ত্রুটির কথা বলেছেন বলে তুমি মনে কর? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে মি সাব্বিরের চিন্তার সাথে খাজনা সংক্রান্ত ক্লাসিক্যাল তত্বটির তুলনা করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : উৎপাদনকারীরা উৎপাদন করার জন্য ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের চাহিদা করে। এগুলোর যোগান সীমাবদ্ধ বলে উৎপাদনকারীরা এগুলো ন্যুনতম যোগান দাম অপেক্ষা বেশি দামে ক্রয় করে উৎপাদন কাজে ব্যবহার করে। এগুলোর ন্যুনতম যোগান দাম অপেক্ষা অতিরিক্ত দামকে আমরা এক বিশেষ নামে জানি।
ক. নিট খাজনা কাকে বলে?
খ. অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?
গ. উদ্দীপকে “আমরা এক বিশেষ নামে জানি” বলা হয়েছে তা কী? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. উদ্দীপকে “আমরা এক বিশেষ নামে জানি” বলা হয়েছে তা কী কী কারণে উদ্ভব হতে পারে? বিশ্লেষণ করো।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post