অর্থনীতি ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড তার ‘The Civic Culture’ গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতি শব্দটি প্রথম ব্যবহার করেন। তার মতে, ‘রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক ব্যবস্থার সদস্যদের রাজনীতি সম্পর্কে মনোভাব এবং দৃষ্টিভঙ্গির রূপ ও প্রতিকৃতি। অর্থাৎ কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সে দেশের জনগণ কীভাবে গ্রহণ করছে সেটার ধরনই হলো রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে।
অর্থনীতি ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১: জনাব মুনিরুজ্জামান এর ছোট একখন্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রয় করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের নয় একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন। প্রথমে তিন একর জমির মোট আয় ১২,০০০ টাকা, দ্বিতীয় তিন একর জমির মোট আয় ৮০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬০০০ টাকা। প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট ব্যয় ৬০০০ টাকা।
ক. নিম খাজনা কী?
খ. খাজনা ও দামের সম্পর্ক লিখ?
গ. উদ্দীপকের জনাব মুনিরুজ্জামান জমির বিক্রয়ের আয়কে কোন ধরনের আয় বলা যায় তা যুক্তিসহ লেখ।
ঘ. উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্ব বিশ্লেষণ করো।
১ নং প্রশ্নের উত্তর
ক. মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলে।
খ. রিকার্ডোর খাজনা তত্ত্ব অনুসারে খাজনা দামের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ খাজনা দেওয়ার ফলে ফসলের দাম বাড়ে না বরং দাম বৃদ্ধির ফলেই খাজনার উদ্ভব হয়।
ডেভিড রিকার্ডো মনে করেন প্রান্তিক জমিতে উৎপাদিত ফসল বিক্রি করে শুধু উৎপাদন খরচ উঠে মাত্র তথা এর উদ্বৃত্ত কোনো আয় হয় না। তাই প্রান্তিক জমির খাজনা দিতে হয় না। আবার দাম বৃদ্ধির ফলে খাজনার উদ্ভব হয় এবং দাম বেশি হলেও খাজনা বেশি হয়। তাই দাম ও খাজনার মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান।
গ. উদ্দীপকে উল্লেখিত জনাব মুনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয়কে অনুপার্জিত আয় বলে। সাধারণত অর্থনৈতিক উন্নয়ন তথা কোনো এলাকার শিল্প, কারখানা,রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য কেন্দ্র ইত্যাদি উন্নতি হলে সে এলাকায় জমির চাহিদা বেড়ে যায় এবং জমির মূল্য আগের চেয়ে বেশি হয়। এর ফলে জমির মালিকগণ অতিরিক্ত আয় ভোগ করেন। কিন্তু এই বর্ধিত আয়ের জন্য তাকে অর্থ ব্যয় করতে হয় না। এ ভাবে জমির মালিক বিনা খরচে বা পরিশ্রমে যে অতিরিক্ত আয় ভোগ করে তাকে অনুপার্জিত আয় বলে।
উদ্দীপকে লক্ষ করা যায় জনাব মুনিরুজ্জামানের ছোট একখন্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ায় তার জমির দাম কয়েকগুণ বেড়ে যায়। এই সুযোগে তিনি জমি উচ্চ দামে বিক্রি করে অন্য এলাকায় কম দামে জমি ক্রয় করে বসবাস শুরু করেন। এতে তার যে অতিরিক্ত আয় হয়েছে তার জন্য তাকে কোনো ব্যয় করতে হয়নি। শুধু ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার কারণে তার এই অতিরিক্ত আয় হযেছে। তাই বলা যায় উদ্দীপকের মুনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয় হলো অনুপার্জিত আয়।
ঘ. নিচে উদ্দীপকের তথ্যের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্বের বিশ্লেষণ করা হলো। ডেভিড রিকার্ডো মনে করেন খাজনা হচ্ছে জমির মালিক ও অবিনশ্বর ক্ষমতার প্রতিদান। এ ক্ষমতা বলতে তিনি জমির উর্বরা শক্তিকেই নির্দেশ করেন। তার মতে সব জমির উর্বরা শক্তি সমান নয়, এ ক্ষেত্রে উৎকৃষ্ট ও নিকৃষ্ট জমি রয়েছে। এর উৎপন্ন ফসলের পার্থক্যের ওপর খাজনা নির্ভর করে। রিকার্ডোর মতে যে জমির উৎপাদন খরচ ও আয় পরস্পর সমান সেরূপ জমিকে খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বলা হয়। সুতরাং বিভিন্ন প্রকার জমির উর্বরা শক্তির পার্থক্যের জন্য খাজনার সৃষ্টি হয়। এজন্য তিনি খাজনাকে উৎপাদকের উদ্বৃত্ত বা পার্থক্যজনিত প্রাপ্তি বলে অভিহিত করেছেন।
উদ্দীপকে দেখা যায় জানাব মুনিরুজ্জামান চাষাবাদকৃত প্রথম তিন একর জমির মোট আয় ১২,০০০ টাকা দ্বিতীয় তিন একর জমির আয় ৮০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬০০০ টাকা। প্রত্যেক তিন একর জমিতে চাষের ব্যয় ৬০০০ টাকা। সুতরাং,
১ম তিন একর জমির খাজনা = (১২০০০ – ৬০০০) = ৬০০০ টাকা
২য় তিন একর জমির খাজনা = (৮০০০ – ৬০০০) = ২০০০ টাকা
৩য় তিন একর জমির খাজনা = (৬০০০ – ৬০০০) = ০ টাকা
এক্ষেত্রে ১ম ও ২য় তিন একর জমিতে যে পরিমাণ উদ্বৃত্ত সৃষ্টি হয় তাই হলো ওই সব জমির খাজনা। ৩য় তিন একর জমিতে কোনো উদ্বৃত্ত না থাকায় এ জমির কোনো খাজনা নেই, এটি প্রান্তিক বা খাজনাবিহীন জমি।
সৃজনশীল প্রশ্ন ২: একটি কৃষি খামারে জমি ব্যবহারের জন্য প্রাপ্য আয় ৩০০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২০০০ টাকা, প্রাপ্য মুজরি ১৪০০ টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর ১৬০০ টাকা এবং ঝুঁকি গ্রহণের জন্য মুনাফা ৪০০০ টাকা।
ক. অর্থনীতিতে খাজনা কী?
খ. অনুপার্জিত আয় কীভাবে উদ্ভব হয়?
গ. উদ্দীপক অনুসারে মোট খাজনা নির্ণয় করো।
ঘ. কৃষি খামারটির নিট খাজনা নির্ণয় করে মোট খাজনার সাথে পার্থক্য করো।
সৃজনশীল প্রশ্ন ৩: সহিদুল ও আইয়ুব আলী জাল ও নেীকা দিয়ে সানিয়াজান নদীতে মাছ ধরে। হঠাৎ নদীতে প্রচুর মাছ ধরা পড়ায় জাল ও নেীকার চাহিদা অনেক বেড়ে যায়। সহিদুল ও আইয়ুব আলী চেয়েছিলো নতুন জাল ও নেীকা কিনবে। তা এ স্বল্প সময়ে সম্ভব হয়নি। তাই তাদের কাছে যেসব জাল ও নেীকা ছিল সেগুলো দিয়ে মাছ ধরে অনেক আয় করা সম্ভব।
ক. নিট খাজনা কাকে বলে?
খ. অনুপার্জিত আয় কীভাবে সৃষ্টি হয়?
গ. জাল ও নেীকার ক্ষেত্রে কোন ধরনের খাজনার উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. দীর্ঘমেয়াদে জাল ও নেীকা থেকে অতিরিক্ত আয় করা সম্ভব হবে কি? বিশ্লেষণ করো।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post