অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় mcq : সামষ্টিক অর্থশাস্ত্রে অর্থনীতিকে সামগ্রিকভাবে দেখার জন্য সামষ্টিক বিশ্লেষণের বিভিন্ন তাত্ত্বিক কাঠামো ক্ল্যাসিকাল, নয়া ক্ল্যাসিকাল কেইনসীয়তো বটেই এমনকি মার্কসীয় ধারণাকেও আশ্রয় করে গঠে উঠেছে। ব্যষ্টিক অর্থশাস্ত্র প্রধানত: নয়া ক্ল্যাসিকাল কাঠামোর উপরই নির্ভরশীল। নয়া ক্ল্যাসিকাল কাঠামোর সঙ্গে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণের কাঠামোর মিশ্রণ নিয়েও তাত্ত্বিক অবয়ব দাঁড়িয়েছে।
সামষ্টিক ও ব্যষ্টিক অর্থশাস্ত্র সম্পর্কে তুলনামূলক আলোচনা এবং এই অর্থশাস্ত্রের বিভিন্ন উপাদান নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত বিশ্লেষণ করবো। এই সঙ্গে থাকছে জাতীয় আয় ও তার পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা ও বাংলাদেশের জাতীয় আয় সম্পর্কিত চিত্র। জাতীয় আয় সম্পর্কিত ধারণার ক্ষেত্রেও যে বিবর্তন ঘটেছে সে আলোচনাও এখানে অন্তর্ভুক্ত থাকবে।
অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় mcq
১. ১৯৩০ সালে আমেরিকার অর্থনীতিতে কীসের সৃষ্টি হয়?
● মহামন্দার
খ. শিল্প বিপ্লবের
গ. মুদ্রাস্ফীতির
ঘ. কৃষি বিপ্লবের
২. কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার-বিবেচনা করা হয়?
ক. বিনিয়োগ ব্যয়
● সামগ্রিক আয়
গ. কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
৩. ব্যবসায়-বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪. মুনাফাকে ভাগ করা হয় কয়টি অংশে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫. একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে?
ক. কর্পোরেট আয়
● প্রোপাইটরি আয়
গ. ডিভিডেন্ট
ঘ. অবণ্টিত কর্পোরেট মুনাফা
৬. কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. সামগ্রিক আয় সাধারণত কত বছরের প্রাপ্ত আয়ের সমষ্টি?
● ১ বছরের
খ. ২ বছরের
গ. ৩ বছরের
ঘ. ৪ বছরের
৮. কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কী বলে?
ক. বিনিয়োগ ব্যয়
খ. সামগ্রিক আয়
● কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
৯. কর্পোরেট মুনাফা যে অংশ পুনঃবিনিয়োগ এবং প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কী বলে?
● অবণ্টিত কর্পোরেট মুনাফা
খ. ডিভিডেন্ট
গ. প্রোপাইটারের আয়
ঘ. কর্পোরেট মুনাফা
১০. ১৯৩০ সালের মহামন্দার পর কোন অর্থনীতির মাইলফলক শুরু হয়?
ক. ব্যষ্টিক অর্থনীতির
● সামষ্টিক অর্থনীতির
গ. কৃষি অর্থনীতির
ঘ. নগর অর্থনীতির
১১. কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নিট সুদ নির্ণয় করা হয়?
● সরকারি ঋণের সুদ
খ. সঞ্চয়
গ. মুনাফা কর
ঘ. ভোগ ব্যয়
১২. কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?
ক. অবণ্টিত কর্পোরেট মুনাফা
● ডিভিডেন্ট
গ. প্রোপাইটারের আয়
ঘ. কর্পোরেট মুনাফা
১৩. ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে কী বলে?
ক. মুনাফা
● সুদ
গ. বিনিয়োগ
ঘ. মূলধন
১৪. একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে?
ক. বিনিয়োগ ব্যয়
● সামগ্রিক আয়
গ. কর্পোরেট আয়
ঘ. ব্যবসায়িক আয়
১৫. সামগ্রিক আয়ের উৎস হলো—
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামাজিক বিমা অবদান
iii. পেনশন তহবিল নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৬. অর্থনীতিতে ময়দাকে কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়?
ক. চূড়ান্ত দ্ৰব্য
● মাধ্যমিক দ্রব্য
গ. প্রাথমিক দ্রব্য
ঘ. মূলধনী দ্রব্য
১৭. কর্পোরেট মুনাফার বণ্টিত ভাগ হলো—
i. কর্পোরেট আয়কর
ii. অবণ্টিত কর্পোরেট মুনাফা
iii. ডিভিডেন্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
ভ্যাটিক্যান সিটিতে বসবাস করে টমাস লি নামের এক বাংলাদেশি। সে নিচের তার ভ্যাটিক্যান সিটির নাগরিক বন্ধু মি. তেবুল গাই এর হাতে একটি বই দেখতে পায়। যাতে উল্লেখ রয়েছে দেশটির ২০১২ সালের অর্থবছরের ভোক্তা সাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণের সময়ে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মোট আর্থিক মূল্য সম্পর্কিত নানা তথ্য।
১৮. উদ্দীপকের বইটিতে ভ্যাটিক্যান সিটির কীসের চিত্র ফুটে উঠেছে?
ক. বিনিয়োগ আয়ের
● সামগ্রিক আয়ের
গ. কর্পোরেট আয়ের
ঘ. ব্যবসায়িক আয়ের
১৯. এই ধরনের চিত্রে ফুটে ওঠে—
i. জমি থেকে প্রাপ্ত খাজনার তথ্য
ii. বাড়ি-ঘর থেকে প্রাপ্ত খাজনার তথ্য
iii. কল-কারখানা থেকে প্রাপ্ত খাজনার তথ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২০. Y = C +I+G+ (X-M) = কী হবে?
ক. GDP
● GNP
গ. NNP
ঘ. NDP
২১. NDP = কী?
● GDP-CCA
খ. GNP-CCA
গ. GNI- NNP
ঘ. GNI-CCA
২২. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
ক. দ্রব্য ও সেবার বাজার মূল্য
খ. বিদেশে কর্মরত দেশীয়দের আয়
● দেশে কর্মরত বিদেশিদের আয়
ঘ. নিট রপ্তানি
২৩. জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়?
ক. প্রাথমিক
খ. প্ৰাক-মাধ্যমিক
● চূড়ান্ত
ঘ. মাধ্যমিক
২৪. সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
● Y = C +I+G
খ. Y = C + I
গ. Y = C + I-G
ঘ. Y = C + NNI
২৫. নিচের কোনটিতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত হয়?
● GDP
খ. GNP
গ. NNI
ঘ. CCA
২৬. কোন অর্থনীতিতে GDP ও GNP সর্বদা সমান হয়?
ক. পুঁজিবাদী অর্থনীতিতে
খ. খোলা অর্থনীতিতে
গ. নির্দেশমূলক অর্থনীতিতে
● বন্ধ অর্থনীতিতে
২৭. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি সঠিক?
● GDP = C+I+G
খ. GDP = C+I+G+(X-M)
গ. GDP = C+I-G
ঘ. GDP = C+I+G-(X-M)
২৮. GDP হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয়?
ক. প্রত্যক্ষ কর
● পরোক্ষ কর
গ. ভূমি রাজস্ব
ঘ. ভ্যাট
২৯. বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয় না?
ক. GNP
খ. CCA
গ. NNI
● GDP
৩০. GDP হিসাবের ক্ষেত্রে গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয়?
● ভৌগোলিক সীমানা
খ. প্রাকৃতিক সম্পদ
গ. মূলধন দ্রব্য
ঘ. জনশক্তি
৩১. বিদেশি নাগরিকসহ সব উৎপাদনকারী দেশের ভেতরে যা উৎপাদিত হয় তাকে কী বলা হয়?
● জিডিপি
খ. এনএনপি
গ. জিএনপি
ঘ. এনআই
৩২. দেশের অভ্যন্তরে এক বছরে ৫ মণ ধান, ২ মণ পাট ও ১০০ পোশাক তৈরি হয় যার বাজার মূল্য প্রতি এককে যথাক্রমে ১০০ টাকা, ৫০ টাকা ও ১০ টাকা। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন কত?
ক. ১২০০ টাকা
খ. ১৩০০ টাকা
গ. ১৫০০ টাকা
● ১৬০০ টাকা
৩৩. নিট রপ্তানি শূন্য হলে কী হয়?
ক. GNP < GDP
খ. GNP – GDP
গ. GNP > GDP
● GNP = GDP
৩৪. একটি দেশের মোট আয়ের ধারণা দিতে পারে—
i. মোট জাতীয় আয়
ii. মোট দেশজ উৎপাদন
iii. নিট জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জন একজন বিদেশি যুবক। সে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আবার বাংলাদেশি যুবক শাকিল সৌদি আরবে চাকরি করে দেশে প্রচুর অর্থ পাঠায়।
৩৫. মি. জনের উপার্জিত অর্থ এদেশের কোন হিসাবের সাথে যুক্ত হবে?
ক. মোট জাতীয় উৎপাদন
খ. নিট জাতীয় উৎপাদন
● মোট দেশজ উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
৩৬. শাকিলের আয় যুক্ত হবে বাংলাদেশের-
i. মোট দেশজ উৎপাদনে
ii. মোট জাতীয় উৎপাদনে
iii. মোট জাতীয় আয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
ক. CCA
খ. NDP
গ. GDP
● GNP
৩৮. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
ক. CCA
খ. NDP
● GDP
ঘ. GNP
৩৯. GDP-এর পূর্ণরূপ কোনটি?
● Gross Domestic Product
খ. Gross Dramatic Product
গ. Gross Depreciation Product
ঘ. Gross Dominative Product
৪০. যেসব দ্রব্য উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয়, তাদেরকে কী বলে?
ক. প্রাথমিক দ্রব্য
খ. প্ৰাক-মাধ্যমিক দ্রব্য
● চূড়ান্ত দ্রব্য
ঘ. মাধ্যমিক দ্রব্য
উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও।
A দেশের GDP = ৫ বিলিয়ন ডলার, আমদানি-২ বিলিয়ন ডলার এবং রপ্তানি ৩ বিলিয়ন ডলার।
৪১. A দেশের GNP কত?
ক. ৪
খ. ৫
● ৬
ঘ. ৭
৪২. A দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ফলাফল কী?
● লাভ হবে
খ. স্বল্পমেয়াদী ক্ষতি হবে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. দীর্ঘমেয়াদী ক্ষতি হবে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশে জাপানি রবি সেলফোন কোম্পানি ২০১৪ সালে প্রচুর মুনাফা অর্জন করে। বাংলাদেশেরও প্রায় ৫০ হাজার নাগরিক জাপানে কাজ করেন এবং তাদের অর্জিত আয় দেশে প্রেরণ করেন।
৪৩. রবি সেলফোন কোম্পানির আয় বাংলাদেশের—
● GDP-তে অন্তর্ভুক্ত হবে
খ. GNP-তে অন্তর্ভুক্ত হবে
গ. GNP-ও GDP উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে
ঘ. GDP-তে অন্তর্ভুক্ত হবে না
৪৪. বাংলাদেশের নাগরিকদের প্রেরিত আয়-
i. বাংলাদেশের GNP-তে অন্তর্ভুক্ত হবে
ii. জাপানের GNP-তে অন্তর্ভুক্ত হবে
iii. জাপানের GDP-তে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. GDP = ?
● C+I+G
খ. Y+C+I
গ. C+1+Z
ঘ. I+Y+G
৪৬. একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে কী বলে?
● মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
৪৭. মোট জাতীয় আয় কী?
● এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের মোট মূল্য
খ. দ্রব্য ও সেবাকার্যের বিক্রয়লব্ধ অর্থ
গ. এক বছরে দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর আর্থিক মূল্য
ঘ. রপ্তানি দ্রব্যের দ্বারা অর্জিত অর্থ
৪৮. একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
● মোট জাতীয় আয়
ঘ. নিট জাতীয় আয়
৪৯. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?
ক. মোট দেশজ উৎপাদন
খ. নিট দেশজ উৎপাদন
● মোট জাতীয় আয়
ঘ. নিট জাতীয় আয়
৫০. সাভারের মোমিন আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করেন। তার আয় এদেশের জাতীয় আয় হিসেবের কোন ক্ষেত্রে যোগ হবে?
ক. জিডিপি
খ. এনএনপি
● জিএনপি
ঘ. এনআই
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post