অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর : কোনো দেশের সরকার তার যাবতীয় কর্মকান্ড সম্পাদনের জন্য যে ব্যয় করে তা হলো সরকারি ব্যয়। সরকার তার দেশের ভেতরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কল্যাণসাধন সর্বোপরি দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। মূলত এসব ব্যয়ের যোগফলকেই সরকারি ব্যয় বলে।
অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১: মোশারফ সাহেবের মাসিক বেতন ১৮,০০০ টাকা। এ টাকা থেকে তিনি বর্তমান ভোগের জন্য ১৩,০০০ টাকা খরচ করেন। বাকি টাকা তিনি জমা রাখেন। এ জমানো টাকা তিনি পরবর্তিতে তার প্রতিষ্ঠিত পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করেন। এ ফার্ম থেকে অর্জিত আয় দিয়ে তিনি ফার্মটি আরও সম্প্রসারিত করেন এবং এতে তার মোট আয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়।
ক. ভোগ কী?
খ. সরকারি ব্যয় বলতে কি বোঝ?
গ. মোশারফ সাহেবের টাকা জমা করা এবং জমাকৃত টাকা কাজে নিয়োগ করার বিষয়টি অর্থনীতির আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উক্ত বিষয় দুটি যে ধারণাগুলো নির্দেশ করে তাদের মধ্যে পার্থক্য লেখ।
১ নং প্রশ্নের উত্তর
ক. কোনো অভাব পূরণের জন্য ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে অর্থনীতিতে ভোগ বলে।
খ. কোনো দেশের সরকার তার যাবতীয় কর্মকান্ড সম্পাদনের জন্য যে ব্যয় করে তা হলো সরকারি ব্যয়।
সরকার তার দেশের ভেতরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কল্যাণসাধন সর্বোপরি দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। মূলত এসব ব্যয়ের যোগফলকেই সরকারি ব্যয় বলে।
গ. মোশারফ সাহেবের জমানো টাকা হলো সঞ্চয় এবং জমাকৃত টাকা কাজে নিয়োগ করা হলো বিনিয়োগ।
অর্থনীতিতে সঞ্চয় বলতে ভোগ ব্যয়ের উদ্বৃত্ত অংশকে বোঝায়। ব্যক্তির ভোগ ব্যয় যদি বেশি হয় তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কম হয়; আর ভোগ ব্যয় কম হলে সঞ্চয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায় ব্যয়যোগ্য আয় থেকে মোট ভোগ বাদ দিলে যা থাকে তাই সঞ্চয়।
আবার, বিনিয়োগ বলতে বোঝায়, উৎপাদন ক্ষেত্রে উৎপাদনসামগ্রী যা আছে তার সাথে নতুন যন্ত্রপাতি ও নির্মাণক্ষেত্রের প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়, কাচাঁমালের বাড়তি মজুদ ও অন্যান্য উৎপাদন প্রাসঙ্গিক জিনিসপত্র যোগ করা। বিনিয়োগের মূল লক্ষ হলো উৎপাদন ও আয়ের পরিমাণ বৃদ্ধি করা।
উদ্দীপকের মোশারফ সাহেব ফার্ম সম্প্রসারনের লক্ষ্যে তথা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তার সঞ্চিত অর্থ বিনিয়োগ করেছেন। যার ফলে তার ফার্মের উৎপাদন আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে এবং তার মোট আয়ও পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আর সব কিছুর মূলে সক্রিয় ভূমিকা পালন করছে সঞ্চয়।
ঘ. আলোচ্য উদ্দীপকে সঞ্চয় ও বিনিয়োগের যে উপস্থিতি রয়েছে তার মধ্যে পার্থক্য বিদ্যমান।
সঞ্চয় ও বিনিয়োগ একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত হলেও উভয়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অর্থাৎ আয়ের উদ্বৃত্ত অংশ যা বর্তমানে ভোগ করা হয় না তাকে সঞ্চয় বলে। অন্যদিকে, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ মূলধন দ্রব্য ও সরঞ্জাম হাতে থাকে এবং তার সাথে যে পরিমাণ নতুন দ্রব্য যুক্ত করা হয় তাকে বিনিয়োগ বলে। কোনো ব্যক্তির আয় হতে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়। আবার, নতুন উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও উৎপাদনসামগ্রী ক্রয় করার জন্য যে ব্যয় করা হয় তাই বিনিয়োগ।
অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগ দুটি মেীলিক ধারণা। সঞ্চয় ও বিনিয়োগ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান থাকলেও সুদের বেলায় তাদের মধ্যে কতিপয় মেীলিক পার্থক্য দেখা যায়। তবে সার্বিকভাবে সঞ্চয় না হলে অর্থনীতিতে বিনিয়োগ হবে না।
◉ আরও দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্র সকল অধ্যায়ের প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে মোট ৫টি প্রশ্ন উত্তর আমরা তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি, এই প্রশ্নগুলো প্রাকটিস করলে তোমরা পরীক্ষার জন্য শতভাগ কমন পেয়ে যাবে। সবগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর পিডিএফ আকারে সংগ্রহের জন্য উপরে ‘ANSWER SHEET’ অপশনে ক্লিক করো।
Discussion about this post