অর্থনীতি ১ম পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ধরা যাক, একটি দেশের মোট ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা। মোট বিনিয়োগ ব্যয় ২০০ কোটি টাকা । মোট সরকারি ব্যয় ও সেবাকর্ম ক্রয়ের জন্য ৫০ কোটি টাকা। প্রবাসে কর্মরত দেশীয় নাগরিকদের আয় ২০ কোটি টাকা এবং দেশের অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা।
ক. মোট জাতীয় আয় কাকে বলে?
খ. সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে মোট দেশজ উৎপাদন (GDF) ও মোট জাতীয় উৎপাদন (NDP) বের করো ।
ঘ. উদ্দীপকে দেশে অবস্থানরত বিদেশিদের আয় যদি দ্বিগুণ হয় তাহলে মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় আয়ের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হবে কি? মতামত দাও ।
সৃজনশীল প্রশ্ন ২ : একটি দেশে ৩ টি দ্রব্য উৎপাদিত হয়। দ্রব্য ৩ টি হচ্ছে তুলা, সুতা ও ধান। এই ৩টি দ্রব্যের উৎপাদনের পরিমাণ ও মূল্য প্রতিমণ যথাক্রমে ৩ মণ, ৬,০০০ টাকা, ২ মণ, ১৫,০০০ টাকা এবং ২০ মণ, ১,০০০ টাকা। উক্ত দেশের জনগণের বিনিয়োগ ১০,০০০ এবং সরকারি ব্যয় ১০,০০০ টাকা।
ক. জাতীয় আয় কী?
খ. কোন অবস্থায় GDP = NDP ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত দেশের জাতীয় আয় নির্ণয় করো।
ঘ. যদি ভোগের পরিমাণ ৭০,০০০ টাকা হয় তবে জাতীয় আয়ের ওপর কী প্রভাব পড়বে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : প্রতিনিয়ত বাংলাদেশের শ্রমিক বিদেশে কর্মসংস্থান লাভ করছে। আবার, বাংলাদেশ বিদেশ থেকে বিভিন্ন পণ্যসামগ্রী আমদানি, করছে। অন্যদিকে, উপকরণসমূহ অবাধে বিভিন্ন দেশে চলাচল করছে। ফলে বাংলাদেশের জাতীয় আয় বাড়ছে।
ক. মোট দেশজ উৎপাদন কাকে বলে?
খ. GPD নির্ণয়ের সময় কোন কোন বিষয় বিবেচনা করতে হয়?
গ. উদ্দীপকের আলোকে ঢোখ GDP ও NDP এর মধ্যে কীভাবে পার্থক্য নির্ণয় করবে?
ঘ. কখন GDP, NDP- এর তুলনায় সমান, বেশি বা কম হয়?
সৃজনশীল প্রশ্ন ৪ : ২০১৪ সালে বাংলাদেশের ভোগব্যয় (C) আনুমানিক ৬০ হাজার ৫০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) ৪০ হাজার কোটি টাকা এবং সরকারি ব্যয় (G) ২৫ হাজার ৩০০ কোটি টাকা।
ক. জিডিপি কী?
খ. ভোগ কি আয়ের ওপর নির্ভরশীল? মতামত দাও।
গ. উদ্দীপক হতে বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্ণয় করো।
ঘ. সরকারি ব্যয় অতিরিক্ত ৫,০০০ কোটি টাকা বৃদ্ধি করলে উদ্দীপকে ভারসাম্য অবস্থার ওপর কোন ধরনের পরিবর্তন সূচিত হবে? চিত্রের সাহায্যে ধারণাটি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ২০১৪ সালে “A” দেশে জনগণের ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় ৩০০ কোটি টাকা। দেশটির সরকার জনগণের কল্যাণে উক্ত বছর ৪০০ কোটি টাকা ব্যয় করেন। এছাড়া আমদানি দ্রব্যের মূল্য বাবদ দেশটি ৬০০ কোটি টাকা পরিশোধ করে এবং রপ্তানি বাবদ ৩৫০ কোটি টাকা আয় করে। “B” দেশের বাসিন্দা মি. “X” উচ্চ বেতনে “A” দেশের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতি, বছর তার পরিবারের জন্য নিজ দেশে টাকা প্রেরণ করেন।
ক. এনএনআই-এর সংজ্ঞা দাও।
খ. সঞ্চয়ের সাথে বিনিয়োগ কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে “A” দেশের ২০১৪ সালের জিএনআই নির্ণয় করো।
ঘ. মি. “X” এর অর্জিত আয় “A”দেশ ও “B” দেশের জিডিপি-কে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. আলী মত প্রকাশ করলেন যে, বিনিয়োগ বাড়াতে হলে সঞ্চয় বাড়ানো জরুরি। আর বিনিয়োগ বৃদ্ধি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনার জন্য জাতীয় আয় নির্ধারণ প্রয়োজন । ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় যোগ করে জাতীয় আয় বের করা যায়।
ক. সামগ্রিক ব্যয় কী?
খ. আয় বাড়লে ভোগব্যয় কেন বাড়ে? – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে সঞ্চয়ের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ভারসাম্য আয় নির্ধারণ ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : এইচএসসি পাশ বেকার যুবক। কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ভাল চাকরি লাভ করে। তার প্রেরিত অর্থ দ্বারা তার বাধা, দেশে একটি বিস্কিট তৈরির কারখানা স্থাপন করেন এবং কারখানায় ২৫ জন শ্রমিক কর্মরত আছে।
ক. জিডিপি কী?
খ. সঞ্চয় ও বিনিয়োগ কিভাবে সম্পর্কিত?
গ. বিদেশে কর্মরত বাংলাদেশীদের আয় জাতীয় আয়ের কোন খাতভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদীপকের আলোকে বাংলাদেশে বেকার যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কিনা? তোমার যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : বাংলাদেশে ২০১৮ সালে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ছিল যথাক্রমে ৮০ হাজার ৫০ কোটি টাকা, ৫০ হাজার কোটি টাকা এবং ৩০ হাজার ২০০ কোটি টাকা।
ক. স্বয়ম্ভূত ভোগ কী?
খ. সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
গ. বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয় কত হবে তা উদ্দীপকের আলোকে নির্ণয় করো।
ঘ. যদি সরকারি ব্যয় ৬০ হাজার কোটি টাকা বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কী প্রভাব পড়বে চিত্রের সাহায্যে উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : ‘ক’ দেশের একটি অর্থবছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ভোগব্যয় বাবদ ৭০০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় বাবদ ৪০০ কোটি টাকা এবং সরকারের ব্যয় হয় ৩০০ কোটি টাকা। দেশটিতে কিছু কিছু পণ্য উৎপাদন হয়না যা আমদানি বাবদ ৫০ কোটি টাকা ব্যয় হয়। আবার কিছু পণ্যের উদ্বৃত্ত উৎপাদনের জন্য রপ্তানি হয় যার মূল্য দাড়ায় ৩০ কোটি টাকা।
ক. GDP কাকে বলে?
খ. GDP ও GNP কি সবসময় একই হয়?
গ. উদ্দীপকের আলোকে জাতীয় আয়ের পরিমাণ কত হবে?
ঘ. উদ্দীপকের দেশটি যদি বদ্ধ অর্থনীতি হয় তবে কি ধরণের সমস্যার সম্মুখীন হবে? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : মোশারেফ সাহেবের মাসিক আয় ১৮,০০০ টাকা। এ টাকা থেকে তিনি বর্তমান ভোগের জন্য ১৩,০০০ টাকা খরচ করেন। বাকি টাকা তিনি জমা রাখেন। এ জমানো টাকা তিনি পরবর্তীতে তার প্রতিষ্ঠিত পোল্ট্রি ফার্মে বিনিয়োগ করেন। এ ফার্ম থেকে অর্জিত আয় দিয়ে তিনি ফার্মটি আরও সম্প্রসারিত করেন এবং এতে তার মোট আয় পূর্বের তুলনায় পেয়েছে।
ক. ভোগ কী?
খ. সরকারি ব্যয় বলতে কি বোঝায়?
গ. মোশারেফ সাহেবের টাকা জমা করা এবং জমাকৃত টাকা কাজে নিয়োগ করার বিষয়টি অর্থনীতির আলোকে ব্যাখ্যা করো।
ঘ. উত্ত বিষয় দুটি যে ধারণাগুলো নির্দেশ করে তাদের মধ্যে পার্থক্য লেখ।
প্রতি অধ্যায়ের উত্তর ডাউনলােড করতে নিচের লিংকে ক্লিক করো।
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১ : মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ : ভোক্তা ও উৎপাদকের আচরণ
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৪ : বাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৫ : শ্রমবাজার
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৬ : মূলধন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৭ : সংগঠন
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৮ : খাজনা
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৯ : সামগ্রিক আয় ও ব্যয়
►► অর্থনীতি ১ম পত্র অধ্যায় ১০ : মুদ্রা ও ব্যাংক
এইচএসসি শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে জয়েন করো HSC Candidates, Bangladesh ফেসবুক গ্রুপে। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post