HSC অর্থনীতি ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
HSC অর্থনীতি ১ম পত্র mcq মডেল টেস্ট
১. অর্থনীতিতে দুষ্প্ৰাপ্যতা বলতে কোনটিকে বোঝায়?
ক. অভাব
খ. মুক্ত দ্রব্য
গ. সম্পদ
ঘ. নির্বাচন
২. মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদ—
ক. প্রচুর
খ. নেই
গ. সীমিত
ঘ. অসীম
৩. অধ্যাপক এল. রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
i. অসীম অভাব
ii. সীমিত সম্পদ
iii. সম্পদের পূর্ণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও :
উৎপাদন-> বিনিময়-> বণ্টন-> ভোগ->?
৪. উপরের ? চিহ্নিত দেওয়া ঘরে কী বসালে তা সঠিক হবে?
ক. সম্পদহীনতা
খ. মৌলিক অর্থনৈতিক সমস্যা
গ. অভাব মোচনের নানা কর্ম পর্যায়
ঘ. উৎপাদন পদ্ধতি
৫. মানুষের সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে কী?
ক. উৎপাদন
খ. ভোগ
গ. অভাব
ঘ. নির্বাচন
৬. আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক হলে দ্রব্যটি হবে-
ক. পরিপূরক
খ. পরিবর্তক
গ. সম্পর্কহীন
ঘ. সমান্তরাল সম্পর্ক
৭. নিচের কোন পণ্যটির চাহিদা অস্থিতিস্থাপক?
ক. টেলিভিশন
খ. গাড়ি
গ. মাছ
ঘ. লবণ
৮. নিচের কোনটির উপযোগ নেই?
ক. খাদ্য
খ. বস্ত্র
গ. বইপত্র
ঘ. সমুদ্রের পানি
৯. চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটবে যদি-
i. রুচির পরিবর্তন হয়
ii. আয়ের পরিবর্তন হয়
iii. দামের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
১০. মোসুমি ফলের ক্ষেত্রে মৌসুমি দাম হ্রাস, পেলেও যোগান-
ক. বাড়ে
খ. কমে
গ. শূন্য
ঘ. অসীম হয়
উদ্দীপকের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও :
স্বল্পকালে একটি কোম্পানিতে ২জন শ্রমিক ১০ একক, ৩ জন শ্রমিক ১৫ একক ও ৪ জন শ্রমিক ১৮ একক দ্রব্য উৎপাদন করে।
১১. উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে?
ক. ক্রমবর্ধমান
খ. সমানুপাতিক
গ. ক্রমহ্রাসমান
ঘ. স্থির
১২. উদ্দীপকে বিধিটি কার্যকর হওয়ার কারণ-
i. মূলধন স্থির
ii. শ্রমিকের দক্ষতা অসমান
iii. স্বল্পকাল বিবেচ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও ii
ঘ. i, ii ও iii
১৩. উৎপাদন ব্যয় (C) কোনটির ওপর নির্ভরশীল?
ক. মুনাফা
খ. বাজার
গ. উৎপাদন
ঘ. উপকরণ
১৪. উৎপাদন কাজে উৎপাদনকারী যে ত্যাগ স্বীকার করে তাকে বলে-
ক. আয়
খ. ব্যয়
গ. উপযোগ
ঘ. বিনিয়োগ
১৫. প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন–
ক. সর্বোচ্চ
খ. সর্বনিম্ন
গ. শূন্য
ঘ. ঋণাত্মক
১৬. কোন বাজারে বিক্রেতার সংখ্যা দুজন থাকে?
ক. মনোপলি
খ. মনোপসনি
গ. ডুয়োপলি
ঘ. ডুয়োপসনি
১৭. মনোপসনি বাজারে ক্রেতার সংখ্যা কত?
ক. একজন
খ. দুজন
গ. স্বল্পসংখ্যক
ঘ. অসংখ্য
১৮. একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটি সত্য?
ক. P = AR = MR
খ. P> AR = MR
গ. P = AR > MR
ঘ. P = AR <MR
১৯. দুধের বাজার কোন ধরনের?
ক. অতি স্বল্পকালীন
খ. স্বল্পকালীন
গ. দীর্ঘকালীন
ঘ. অতি দীর্ঘকালীন
২০. কোন বাজারে একজন মাত্র ক্রেতা থাকে?
ক. মনোপলি
খ. ডুয়োপলি
গ. মনোপসনি
ঘ. অলিগোপলি
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও :
‘X’ দেশের GNI 2000 কোটি টাকা এবং CCA = 375 কোটি টাকা।
২১. ‘X’ দেশের NNI কত কোটি টাকা?
ক. 1625
খ. 1725
গ. 2075
ঘ. 2375
২২. উক্ত দেশের X = 0 হলে-
ক. GNP < GDP হয়
খ. GNP = GDP হয়
গ. GNP > GDP হয়
ঘ. GNP = NNP হয়
২৩. নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়?
ক. বয়স্ক ভাতা
খ. বিধবা ভাতা
গ. অবসর ভাতা
ঘ. অবণ্টিত মুনাফা
২৪. নিচের কোনটি উৎপাদনের উপকরণ নয়?
ক. ভূমি
খ. শ্রম
গ. পানি
ঘ. মূলধন
২৫. Y=C+I+G+ (X – M) = কী হবে?
ক. GDP
খ. GNP
গ. NNP
ঘ. NDP
২৬. আরভিং ফিশারের তত্ত্বে, অর্থের চাহিদা কোনটি?
ক. MV
খ. PT
গ. M
ঘ. T
২৭. ঐচ্ছিক মুদ্রা কোনটি?
ক. ১০ টাকার নোট
খ. ২০০ টাকার নোট
গ. সঞয়পত্র
ঘ. ৫০০ টাকার নোট
২৮. বিহিত মুদ্রা কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. 8
ঘ. ৫
২৯. ফিশারের বিনিময় সমীকরণ কোনটি?
ক. MT = VP
খ. MV = PT
গ. MP = VT
ঘ. M = VPT
৩০. দামস্তরের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কীরূপ?
i. ধনাত্মক
ii. ঋঋণাত্মক
iii. বিপরীতমুখী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি অর্থনীতি ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post