অর্থনীতি ১০ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে অনুন্নত দেশের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আবার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যবিমোচন সর্বোপরি জনগণের সার্বিক কল্যাণ্যের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করা হয় যা কল্যাণকামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই বাংলাদেশ হলো উন্নয়নশীল অথচ কল্যাণকামী রাষ্ট্র।
অর্থনীতি ১০ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সরকারি অর্থব্যবস্থা বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনীতির যে শাখায় সরকারের আয়-ব্যয় ও সরকারি ঋণের উৎস এবং এ সংক্রান্ত সমস্যা ও সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে, তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। সরকারি ব্যয় নির্বাহের জন্য কীভাবে, কোন কোন উৎস হতে আয় করবে, কোন উৎস হতে কতটুকু ঋণ গ্রহণ করবে তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়।
২. মূল্য সংযোজন কর বলতে কী বোঝায়?
উত্তর: অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে ১৯৯১-৯২ সাল থেকে মূল্য সংযোজন কর চালু করা হয়েছে। উৎপাদন ক্ষেত্রে কাঁচামাল থেকে শুরু করে চূড়ান্ত দ্রব্য উৎপাদন পর্যন্ত বেশ কয়েকটি স্তর অতিক্রম করতে হয়। উৎপাদনের এরূপ বিভিন্ন স্তরে যে মূল্য সংযোজিত হয় তার ওপর একটি নির্দিষ্ট হারে যে কর আরোপ করা হয়, তাকে মূল্য সংযোজন কর (Value Adede Tax- VAT) বলে।
৩. বাজেট বলতে কী বোঝায়?
উত্তর: বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাবকে বোঝায়। ব্যক্তি তার বিভিন্ন উৎস থেকে যে আয় করে তা কীভাবে ব্যয় করবে তা যদি সুশৃঙ্খলভাবে সাজানো হয়, তা হবে ব্যক্তিগত বাজেট। একইভাবে সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কতটুকু ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। বাজেট হলো সরকারি অর্থব্যবস্থার মূল চালিকাশক্তি।
৪. চলতি বাজেট ও মূলধন বাজেট বলতে কী বোঝায়?
উত্তর: চলতি বাজেট: যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে। চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব ও কর বহির্ভূত রাজস্ব হতে।
মূলধন বাজেট: সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে মূলধন বাজেট বলে। এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা।
৫. কর রাজস্ব বলতে কী বোঝায়?
উত্তর: কর রাজস্ব বলতে সরকার কর্তৃক দেশের নিবাসী বা অনিবাসী ব্যক্তি, বিভিন্ন ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান এবং পণ্যের ওপর যে কর ধার্য করে তা থেকে প্রাপ্ত আয়কে বোঝায়।
সরকার জনগনের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে কিন্তু তার বিনিময়ে জনগণ সরকারের নিকট হতে কোনো সুযোগ সুবিধা আশা করতে পারে না তাকে কর বলে। এককথায় সরকার তার কর্মকাণ্ডের ব্যয় নির্বাহের জন্য যে অর্থ সংগ্রহ করে তাকে কর রাজস্ব বলা হয়।
৬. বাংলাদেশ একটি উন্নয়নশীল জনকল্যাণকামী রাষ্ট্র—ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ও ব্যয়ের খাতগুলো অবলোকন করে একে উন্নয়নশীল ও জনকল্যাণকামী রাষ্ট্র বলা যায়।
বাংলাদেশের অর্থনীতিতে অনুন্নত দেশের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান। কিন্তু ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আবার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যবিমোচন সর্বোপরি জনগণের সার্বিক কল্যাণ্যের জন্য প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় করা হয় যা কল্যাণকামী রাষ্ট্রের বৈশিষ্ট্য। তাই বাংলাদেশ হলো উন্নয়নশীল অথচ কল্যাণকামী রাষ্ট্র।
৭. সরকারি ব্যয়ের উদ্দেশ্য কী?
উত্তর: সরকারি ব্যয়ের অন্যতম উদ্দেশ্য হলো—দেশের প্রশাসন পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা, বিদেশি আক্রমণ থেকে দেশ রক্ষা এবং জনকল্যাণমূলক বহুবিধ কার্যাবলি সম্পাদন। মূলকথা দেশ ও দেশের জনগণের কল্যাণ সাধন করাই সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য।
৮. সরকারের আয় বলতে কী বোঝায়?
উত্তর: আধুনিককালে সরকারকে দেশের অভ্যন্তরে প্রশাসন পরিচালনা, জনগণের জানমালের নিরাপত্তার জন্যে আইনশৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিচারকার্য এবং জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে হয়। তা ছাড়া বিদেশি আক্রমণ থেকে দেশ রক্ষা করাও সরকারের অন্যতম প্রধান কর্তব্য। এসব কাজের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এ ব্যয়ভার বহনের জন্যে সরকার দেশের জনগণের কাছ থেকে কর আদায় ও অন্যান্য উপায়ে অর্থ সংগ্রহ করে। একেই সরকারি আয় বলে।
৯. সরকারি ব্যয় কাকে বলে?
উত্তর: দেশের ভেতর শান্তিশৃঙ্খলা বজায় রাখা, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, প্রশাসনিক কার্য পরিচালনা, সামাজিক কল্যাণসাধন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি কাজের জন্যে সরকার যে অর্থ ব্যয় করে তাকে সরকারি ব্যয় বলে।
১০. বাজেট বলতে কী বোঝায়?
উত্তর: বাজেট বলতে আয় ও ব্যয়ের সুবিন্যস্ত হিসাব বোঝায়।
রাষ্ট্র পরিচালনা, দেশরক্ষা ও জনকল্যানের জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এজন্য সরকার বিভিন্ন খাত হতে অর্থ সংগ্রহ করে। সরকারের কোনো নির্দিষ্ট আর্থিক বছরে বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় প্রাপ্তির আশা করে এবং বিভিন্ন খাতে কী পরিমাণ ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত হিসাবকে বাজেট বলা হয়।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ১০ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post