অর্থনীতি ২য় পত্র ১০ম অধ্যায় mcq : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। মনে করা হয় উন্নয়ন পরিকল্পনা দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য। কিন্তু বিভিন্ন দেশে উন্নয়ন পরিকল্পনার অভিজ্ঞতা আশানুরূপ হয়নি। ফলে সত্তরের দশকের শেষ ভাগ থেকে উন্নয়ন পরিকল্পনা তার গুরুত্ব হারাতে থাকে। বর্তমানে উন্নয়ন পরিকল্পনা পূর্বের ন্যায় গুরুত্বপূর্ণ নয়।
অর্থনীতি ২য় পত্র ১০ম অধ্যায় mcq
১. কোন দেশে অর্থনৈতিক পরিকল্পনার প্রথম সূত্রপাত ঘটে?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. যুক্তরাজ্য
● রাশিয়া
২. পঞ্চবার্ষিক পরিকল্পনা সর্বপ্রথম শুরু হয় কবে?
ক. ১৯২১
খ. ১৯২৩
● ১৯২৮
ঘ. ১৯৬০
৩. উন্নয়ন পরিকল্পনা সাধারণত কত বছর মেয়াদি হয়ে থাকে?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
● ৫ বছর
৪. ‘কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অগ্রাধিকার সমূহের নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলে’ কার অভিমত?
ক. ডাল্টন
খ. রবিন্স
গ. হায়েক
● বারবারা উটন
৫. ‘কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদনশীল কার্যাবলির দিক নির্দেশনাই হলো পরিকল্পনা’- কে বলেছেন?
ক. ডাল্টন
খ. রবিন্স
● হায়েক
ঘ. বারবারা উটন
৬. যে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন লক্ষ্য অর্জন করা হয় তাকে কী বলে?
● উন্নয়ন পরিকল্পনা
খ. অর্থনৈতিক পরিকল্পনা
গ. উৎপাদন পরিকল্পনা
ঘ. সম্পদ পরিকল্পনা
৭. উন্নয়ন পরিকল্পনা ধারণাটি কখন বিশ্বব্যাপী সমর্থন লাভ করেছে?
● দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
খ. প্রথম বিশ্বযুদ্ধের পর
গ. সত্তরের দশকে
ঘ. আশির দশকে
৮. উন্নয়ন পরিকল্পনা কে প্রণয়ন করে?
ক. বেসরকারি কর্তৃপক্ষ
খ. বিশ্বব্যাংক কর্তৃপক্ষ
গ. এনজিও কর্তৃপক্ষ
● সরকারি কর্তৃপক্ষ
৯. বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন ধরনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। উক্ত পরিকল্পনায় সরকার কীসের সর্বোত্তম ব্যবহার পাওয়ার পরিকল্পনা করে?
ক. সম্পদের অসম বণ্টন
● সম্পদের সুষ্ঠু ব্যবহার
গ. পুঁজিপতিদের ঋণ
ঘ. আর্থিক সাহায্য
১০. পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কোনটি?
● উদ্দেশ্য
খ. অর্থায়ন
গ. প্রকল্প নির্বাচন
ঘ. সময় নির্ধারণ
১১. উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
ক. সিদ্ধান্ত গ্রহণ
খ. কৃষি উন্নয়ন
গ. উৎপাদন কৌশল
● মিতব্যয়িতা
১২. পরিকল্পনা প্রণয়নে কোনটি নির্বাচন করতে হয়?
ক. উৎপাদন ব্যবস্থা
খ. বাজার ব্যবস্থা
গ. বৈদেশিক সাহায্য
● প্রকল্প
১৩. সময়ের দিক বিবেচনায় উন্নয়ন পরিকল্পনাকে কয়ভাগে ভাগ করা হয়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১৪. রবিন্সের মতে, পরিকল্পনার অর্থ হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে—
i. সম্পদ বণ্টন করা
ii. কাজ করা
iii. পছন্দ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. উন্নয়নশীল দেশগুলো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে-
i. মাথাপিছু আয় বৃদ্ধির জন্য
ii. জীবনযাত্রার মান উন্নয়নের জন্য
iii. অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
মিশুর একটি প্রাইভেট ফার্মে চাকরি হওয়ার সুবাধে একটি বাণিজ্যিক ব্যাংকে ডিপিএস খুলে অর্থ জমা করতে থাকে। ব্যাংকটি পাঁচ বছরে দ্বিগুণ লাভ দিবে। ফলে সে সেখানে অর্থ জমা দিতে আগ্রহী হয়।
১৬. মিশু কোন পরিকল্পনার ইঙ্গিত করেছে?
ক. দ্বিবার্ষিক পরিকল্পনা
খ. ত্রিবার্ষিক পরিকল্পনা
● পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
ঘ. ষষ্ঠ পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
১৭. উক্ত পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য—
i. গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি
ii. কৃষি উন্নয়ন বৃদ্ধি
iii. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
গ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১৯. কোন ধরনের পরিকল্পনায় সমাজের সকলের মতামতের প্রতিফলন ঘটে?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২০. রাশিয়া একটি সমাজতান্ত্রিক দেশ। দেশটি তার উন্নয়ন পরিকল্পনায় কোন পরিকল্পনা গ্রহণ করবে?
● কেন্দ্রীয় পরিকল্পনা
গ. বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২১. কোন ধরনের পরিকল্পনার ক্ষেত্রে অর্থনীতির প্রতিটি খাতের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● বিকেন্দ্রীয় পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২২. সাধারণত কোন ধরনের অর্থনীতিতে বিকেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয়?
● গণতান্ত্রিক
খ. ইসলামিক
গ. সমাজতান্ত্রিক
ঘ. স্বৈরতান্ত্রিক
২৩. কেন্দ্রীয় পরিকল্পনা গ্রহণ করা হয় কোন ধরনের অর্থব্যবস্থায়?
ক. পুঁজিবাদী অর্থব্যবস্থা
● সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা
গ. মিশ্র অর্থব্যবস্থা
ঘ. ইসলামী অর্থব্যবস্থা
২৪. কতকগুলো সুনির্দিষ্ট আর্থ-সমাজিক লক্ষ্য সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য পরিকল্পনাকে কী বলা হয়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২৫. আর্থ-সামাজিক দিক থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্য ও কর্মসূচির দ্রুত বাস্তবায়ন কোন ধরনের প্রধান পরিকল্পনার লক্ষ্য?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২৬. কোন ধরনের পরিকল্পনায় উন্নয়ন কর্মসূচিসমূহের সাফল্য মূল্যায়নপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● স্বল্পমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২৭. বাংলাদেশের অর্থনীতিবিদগণ পঞ্চ-বার্ষিক পরিকল্পনাকে কী হিসেবে দেখিয়েছেন?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২৮. কোন ধরনের পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনের সাথে মিল রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কৌশলে পরিবর্তন আনা যায়?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
২৯. এক বছরের বেশি অথচ পাঁচ বছর পর্যন্ত সময়সীমার পরিকল্পনাকে কোন ধরনের পরিকল্পনা বলে?
ক. কেন্দ্রীয় পরিকল্পনা
● মধ্যমেয়াদি পরিকল্পনা
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আংশিক পরিকল্পনা
৩০. কোন সালে বাংলাদেশে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছিল?
ক. ১৯২১
খ. ১৯৮০
● ১৯২৮
ঘ. ১৯৬০
৩১. ১৯৮০ সালে বাংলাদেশের গ্রহণকৃত ২০ বছর মেয়াদি পরিকল্পনা কতটি পণ-বার্ষিক পরিকল্পনা দ্বারা বাস্তবায়নের প্রচেষ্টা গ্রহণ করা হয়?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি
৩২. প্রেক্ষিত পরিকল্পনার সফলতা নির্ভর করে কীসের সাফল্যের ওপর?
● পঞ্চ-বার্ষিক পরিকল্পনার
খ. বার্ষিক পরিকল্পনার
গ. স্বল্পমেয়াদি পরিকল্পনার
ঘ. বস্তুগত পরিকল্পনার
৩৩. বাংলাদেশে ভিশন-২০২১ কে লক্ষ্য রেখে কত বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
● ১০ বছর
খ. ৬ বছর
গ. ২০ বছর
ঘ. ১৫ বছর
৩৪. দীর্ঘমেয়াদি পরিকল্পনা অন্য কী নামে পরিচিত?
ক. বার্ষিক পরিকল্পনা
খ. পঞ্চ-বার্ষিক পরিকল্পনা
● প্রেক্ষিত পরিকল্পনা
ঘ. শাখা পরিকল্পনা
৩৫. সুশাসন বৃদ্ধি ও দুর্নীতি হ্রাস কোন ধরনের পরিকল্পনার উদ্দেশ্য?
ক. স্বল্পমেয়াদি
● বার্ষিক
গ. মধ্যমেয়াদি
ঘ. প্রেক্ষিত
৩৬. বস্তুগত পরিকল্পনা কী নির্দেশ করে?
● সম্পদের বণ্টন
খ. আয় বণ্টন
গ. টাকার অঙ্ক
ঘ. মূল্যব্যবস্থা
৩৭. ‘খ’ একটি কৃষিপ্রধান দেশ। দেশটি কৃষিতে উন্নত হওয়ায় সরকার তার উন্নয়ন পরিকল্পনায় কৃষিকে কেন্দ্র করে প্রণয়ন করে। দেশটি কোন পরিকল্পনা গ্রহণ করবে?
ক. সার্বিক পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আংশিক পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৩৮. কোন পরিকল্পনায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ও উপকরণের বণ্টন টাকার অঙ্কে নির্ধারণ করা হয়?
ক. সার্বিক পরিকল্পনায়
খ. কেন্দ্রীয় পরিকল্পনায়
● আর্থিক পরিকল্পনায়
ঘ. স্থানীয় পরিকল্পনায়
৩৯. দেশের কতিপয় নির্ধারিত খাতের পরিকল্পনা গ্রহণ করা হলে তাকে কী ধরনের পরিকল্পনা বলে?
ক. সার্বিক পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আংশিক পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪০. দেশের অর্থনৈতিক কাঠামো অপরিবর্তিত রেখে নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে কী বলে?
ক. সার্বিক পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● কার্যগত পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪১. কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করলে দেশের অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়?
ক. কার্যগত পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● কাঠামোগত পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪২. সিরাজ একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানের উন্নতির জন্য চার বছরমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করলেন। উক্ত পরিকল্পনাকে কোন পরিকল্পনা বলে?
ক. স্বল্পমেয়াদি
খ. অতি-দীর্ঘমেয়াদি
● মধ্যমেয়াদি
ঘ. দীর্ঘমেয়াদি
৪৩. চীন দেশের জনসংখ্যা অধিক হওয়ায় সেখানকার সরকার এক শিশু নীতি গ্রহণ করেছে। উক্ত নীতিটি কোন পরিকল্পনাকে ইঙ্গিত করে?
ক. স্বল্পমেয়াদি
খ. অতি-দীর্ঘমেয়াদি
গ. মধ্যমেয়াদি
● দীর্ঘমেয়াদি
৪৪. দেশের অভ্যন্তরে নির্দিষ্ট অঞ্চলের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কি বলে? /ক. কার্যগত পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আঞ্চলিক পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৫. কোনো দেশের সামগ্রিক উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● জাতীয় পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৬. একাধিক দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● আন্তর্জাতিক পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৭. বাণিজ্য চক্রজনিত মন্দাভাব দূর করার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে কী বলে?
ক. কার্যগত পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
৪৮. বাণিজ্য চক্রবিরোধী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী?
ক. প্রবৃদ্ধি অর্জন
খ. অর্থনৈতিক উন্নয়ন
● অর্থনৈতিক স্থিতিশীলতা
ঘ. আঞ্চলিক উন্নয়ন
৪৯. বাণিজ্য চক্রবিরোধী ‘নিউডিল’ কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন সালে গৃহীত হয়?
ক. ১৯২১
খ. ১৯৮০
● ১৯৩৩
ঘ. ১৯৬০
৫০. যখন কোনো পরিকল্পনা বস্তুগত সম্পদের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং লক্ষ্যমাত্রা সেভাবে স্থির করা হয় তাকে কী বলে?
ক. আর্থিক পরিকল্পনা
খ. কেন্দ্রীয় পরিকল্পনা
● বস্তুগত পরিকল্পনা
ঘ. স্থানীয় পরিকল্পনা
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ১০ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post