শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আয় কী?
উত্তর: উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য উপকরণটি বা এটির মালিক একটি নির্দিষ্ট সময়ে যে অর্থ পায় তাকে আয় বলে।
২. মানবিক সম্পদ কাকে বলে?
উত্তর: মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলে।
৩. উপযোগ কী?
উত্তর: কোনো দ্রব্যের মানুষের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে।
৪. চাহিদা কী?
উত্তর: ক্রেতার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য এবং নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।
৫. অবাধলভ্য দ্রব্য কাকে বলে?
উত্তর: যেসব দ্রব্য প্রকৃতিতে অবাধে পাওয়া যায়, যা পাওয়ার জন্য অর্থ ব্যয় করতে হয় না সেসব দ্রব্যকে অবাধলভ্য দ্রব্য বলে।
৬. চূড়ান্ত দ্রব্য কী?
উত্তর: যে সকল দ্রব্য উৎপাদনের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে চূড়ান্ত দ্রব্য বলা হয়।
৭. মধ্যবর্তী দ্রব্য কাকে বলে?
উত্তর: যে সমস্ত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে।
৮. বিনিয়োগ কী?
উত্তর: সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাই বিনিয়োগ।
৯. উৎপাদিত সম্পদ কী?
উত্তর: প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় সেই সমস্ত সম্পদই উৎপাদিত সম্পদ ।
১০. সম্পদ কাকে বলে?
উত্তর: যে সমস্ত জিনিস বা দ্রব্য পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় তাকে সম্পদ বলে।
১১. সঞ্চয় কাকে বলে?
উত্তর: মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের একটি অংশ কোনো প্রতিষ্ঠানে জমা রাখে। এই রেখে দেওয়া অংশকে সঞ্চয় বলে।
১২. অর্থনৈতিক দ্রব্য কাকে বলে?
উত্তর: যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। যেমন- খাদ্য, বস্ত্র, বই, কলম চেয়ার, টেবিল ইত্যাদি
১৩. অর্থনৈতিক কার্যাবলি কী?
উত্তর: মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়।
১৪. প্রাকৃতিক সম্পদ কী?
উত্তর: প্রকৃতির কাছ থেকে পাওয়া যেসব দ্রব্য মানুষের প্রয়োজন মেটায় তাই প্রাকৃতিক সম্পদ।
শিক্ষার্থীরা, ওপরে অর্থনীতি ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post