অর্থনীতি ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : অর্থনৈতিক মুক্তির জন্য সরকারের লড়াই অব্যাহত রয়েছে। দেশটি কৃষিপ্রধান হলেও তা অনুন্নত, শিল্পে অনগ্রসর, বিপুল জনসংখ্যা, কিন্তু শিক্ষার হার কম, খাদ্য ঘাটতি, অনুন্নত আর্থ-সামাজিক অবকাঠামো, প্রাকৃতিক সম্পদের স্বল্পতা ইত্যাদি কারণে দেশে কাঙ্খিত অগ্রগতি হয়নি। কিন্তু সরকার আর্থ সামাজিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার ব্যাপক প্রসারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করা যায় দেশটি দ্রুতই কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে সক্ষম হবে।
ক. গ্রামীণ খাত কী?
খ. বিশ্বায়নের ফলে সৃষ্ট সুবিধাসমূহ কীরূপ?
গ. উদ্দীপকে কোন দেশের অর্থনীতির চিত্র তুলে ধরা হয়েছে? এর বৈশিষ্ট্যগুলো লেখ।
ঘ. দেশটির অর্থনীতি সন্ভাবনাময়। তুমি কি এই ধারণার সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত ব্যক্ত কর।
সৃজনশীল প্রশ্ন ২ : এক সেমিনারে প্রকাশ হয় যে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে। জিডিপিতে প্রবৃদ্ধি বেড়েছে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে। জিডিপিতে কৃষির অবদান কমেছে। মানব সম্পদসহ অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব হলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা করা যায়।
ক. অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে?
খ. মুসলিম যুগ বিখ্যাত ছিল কেন?
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা পরিবর্তনের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকের বক্তাদের ধারণা অনুযায়ী বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার তা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : সুইডেনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে বাংলাদেশি ছাত্র সৌরভ। বিদেশি বন্ধু জ্যাকসন এর সাথে আলাপকালে সে জানায়, আমাদের কৃষি ব্যবস্থা তেমন উন্নত নয়। অধিক জনসংখ্যা, অনুন্নত পরিবহন ব্যবস্থা, স্বল্প মাথাপিছু আয়, নিম্ন জীবনযাত্রার মান আর মুদ্রাস্ফীতির কারণে আমাদের দেশ তোমাদের দেশ থেকে অনেক পিছিয়ে আছে। তবে জনগণ ও সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সমস্যাগুলো সমাধান করে বর্তমানে দত উন্নতি হচ্ছে
ক. গ্রামীণ খাত কী?
খ. অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা কর।
গ. সৌরভের দেয়া তথ্যে বাংলাদেশের অর্থনীতির যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তার বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত কারণগুলো কীভাবে সমাধান করে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বলে তুমি মনে কর?
সৃজনশীল প্রশ্ন ৪ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রূপরেখা প্রণয়ন করে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও খাদ্য সুরক্ষা, বিদ্যুৎ উৎপাদনসহ পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেছেন। বিগত আট বছরের ব্যবধানে বর্তমানে দেশে শিক্ষার হার ৭২.৩০%, মাথাপিছু আয় ১৭৫১ ডলার এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৭.৮৬% এ উন্নীত হয় এরং হত দরিদ্রের হার ১১.৩%-এ নেমে আসে। পদ্মাসেতুসহ চলমান মেগাপ্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনীতি আরো গতিশীল হবে।
ক. অর্থনৈতিক মন্দা কাকে বলে?
খ. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ-ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা কর।
ঘ. ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনে সরকারের গৃহীত পদক্ষেপ কি যথেষ্ট বলে মনে কর? কেন?
সৃজনশীল প্রশ্ন ৫ : অতীত বাংলা ছিল ধন-সম্পদে ভরপুর ব্রিটিশ ও পাকিস্তানিদের শাসন ও শোষণে এদেশ পরিণত হয় একটি অনুন্নত রাষ্ট্রে। পাকিস্তানিদের বিমাতাসুলভ আচরণ আমাদের জাতীয় আয়, জীবনযাত্রার মান, ব্যবসা- বাণিজ্য সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে। স্বাধীনতা পরবতী সময়ে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে চলছে।
ক. অর্থনৈতিক কাঠামো কাকে বলে?
খ. কেন মুসলিম যুগকে স্বর্ণযুগ বলা হয়?
খ. উদ্দীপকের আলোকে পাকিস্তানী শাসন আমালে অর্থনৈতিক বৈষম্যের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যটি সম্পর্কে মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : জনাব ফয়সাল ছেলেমেয়েদের বার্ষিক পরীক্ষা শেষে তাদেরকে নিয়ে বিদেশে বেড়াতে যান। ঘুরে বেড়াতে বেড়াতে দেখলেন যে সেখানকার জনগণের মাথাপিছু আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মানও অনেক উন্নত। তাদের অর্থনীতি শিল্পনির্ভর। প্রবৃদ্ধি প্রায় ৮.৫%। দেশি-বিদেশি বিনিয়োগ পর্যাপ্ত, বাণিজ্যিক ঘাটতি নেই এবং তথ্য প্রযুক্তিতে খুবই উন্নত।
ক. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
খ. মুসলিম যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
গ. উদ্দীপকের উল্লেখিত দেশের সাথে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যের তুলনা কর।
ঘ. তুমি কি মনে কর বিশ্বায়নের যুগে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উদ্দীপকের উক্ত দেশের অর্থনীতির পর্যায়ে উন্নীত হবে? সপক্ষে যুক্তিসহ মত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। শিল্পে কিছুটা অগ্রগতি হয়েছে। যোগাযোগ ও বিদ্যুৎ খাতের অবস্থা দুর্বল। দেশের মানুষের আয় কম, সঞ্চয় কম ও বিনিয়োগ কম। তবে বর্তমানে প্রায় সকল খাতের উন্নয়ন হয়েছে। কর্মসংস্থান বেড়েছে, রেমিটেন্স বেড়েছে, প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে।
ক. বাংলাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।
গ. উদ্দীপকে বাংলাদেশের কোন দিকটি নির্দেশিত হয়েছে?
ঘ. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : একটা সময় অনেকেই বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুঁড়ি’ কিংবা উন্নয়নের গিনিপিগ বলে কটুক্তি করেছে। কিন্তু বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে এক অমিত সম্ভাবনাময় দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, জিডিপিতে প্রবৃদ্ধি বেড়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানবসম্পদসহ অন্যান্য খাতের উন্নয়ন সম্ভব হলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে বিজ্ঞজনেরা মনে করেন।
ক. কোন শাসক সর্বপ্রথম বাংলায় মুদ্রা প্রচলন করেন?
খ. মুসলিম যুগ বাংলার ইতিহাসের স্বর্ণযুগ– ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য যেসব বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : থমাস তার বন্ধু বাদলের কাছে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে জানতে চাইলে বাদল জানায় যে, এক সময় বাংলাদেশকে অনুন্নত দেশ বলা হতো। কিন্তু এখন তার দেশে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্প ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে। দেশের অর্থনীতিতে এখন আর স্থবিরতা নেই বরং অর্থনীতির প্রায় সকল ক্ষেত্রেই গতিশীলতা রয়েছে। বাদল আরও জানায় বিশ্বায়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশটি দূত অর্থনৈতিক অগ্রগতি সাধনে নিয়োজিত হতে পারে ।
ক. ভারতের সাথে বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য কত?
খ. অর্থনৈতিক অবকাঠামো বলতে কী বুঝ?
গ বাদলের বন্তব্য থেকে তার বন্ধু থমাস বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কী ধারণা লাভ করেছে-_ ব্যাখ্যা কর।
ঘ. বিশ্বায়নের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক অগ্রগতির ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : প্রায় ৩০ বছর আগে মি. জসিম লেখাপড়া শেষ করে কানাডা চলে যান। তৎসময়ে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা ছিল নেতিবাচক । কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্য বিমোচন, খাদ্য ও নিরাপত্তা প্রভৃতি সূচকে বাংলাদেশ আজ অগ্রসরমান। অর্থনৈতিক প্রবন্ধির হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে নিম্ন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। মি. জসিম সিদ্ধান্ত নিলেন তিনি দেশেই অবস্থান করবেন এবং অর্জিত অর্থ বিনিয়োগ করবেন।
ক. প্রাকৃতিক পরিবেশ কী?
খ. অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো – ব্যাখ্যা কর।
গ. বাংলাদেশ কি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সষ্টি হয়েছে সে সম্পর্কে তোমার মতামত দাও ।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post