অর্থনীতি ২য় পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণভাবে খাদ্যোৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও পল্লি উন্নয়নে অখ্বাধিকার দিচ্ছে। বিশেষ করে কৃষি উৎপাদনে ভর্তুকি প্রদান, নানাবিধ কর্মসুচি গ্রহণ করেছে। সময় সময় খাদ্য আমদানিরও ব্যবস্থা করছে।
ক. ভেজাল খাদ্য কী?
খ. ভেজাল খাদ্য কীভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে বিষয়গুলোর কথা বলা হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো।
ঘ. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত সরকারি পদক্ষেপসমূহের সাথে বেসরকারী সংস্থার ভূমিকা থাকা প্রয়োজন কিনা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : “ক” দেশে ২০১৫ সালে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ ছিল। কিন্তু বেকার সমস্যা ছিল প্রকট । জনগণের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। ফলে সে সময় দেশের অনেক লোক ক্ষুধায় কষ্ট পেত। পরিস্থিতি মোকাবিলায় সরকার খাদ্য আমদানি বৃদ্ধি এবং মোবাইল কোর্টের মাধ্যমে ভেজালবিরোধী কার্যক্রম জোরদার করে।
ক. নিরাপদ খাদ্য কী?
খ. খাদ্য নিরপদকরণে জনগণের ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো।
গ. “ক” দেশের খাদ্য নিরাপত্তায় কোন দিকটি বিঘ্নিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উল্লিখিত পরিস্থীতি মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপসমূহের যথার্থতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, কোনো দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পরই সার, বীজ, ডিজেলের মূল্য ও অন্যান্য কৃষি উপকরণের ওপর যথেষ্ট ভর্তুকি প্রদান করেছে। ফলে কৃষি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য আমদানি, সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুতু আরোপ করা হয়েছে।
ক. খাদ্যের প্রাপ্যতা কী?
খ: জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা অর্জনে কীভাবে সাহায্য করে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো।
ঘ. খাদ্য নিরাপত্তার জন্য আর কোন পদক্ষেপ সংযুক্ত করা যায় কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্বেও প্রচুর পরিমাণ খাদ্যশস্য বিদেশ হতে আমদানী করা হতো। কিন্তু বিগত দশকে এই খাতের উন্নয়নের জন্য সরকার স্বল্পমূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণ ও ডিজেলে ভর্তুকি প্রদানসহ কৃষিবান্ধব নানা কর্মসূচী গ্রহণ করায় খাদ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকার বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।
ক. খাদ্য নিরাপত্তা কী?
খ. জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সামঞ্জস্য বিধান গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলো।
গ. উদ্দীপকের আলোকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত আলোচনা.করো।
ঘ. তুমি কি মনে করো উদ্দীপকের গৃহীত পদক্ষেপের কারণেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে? – মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মমিনুল স্যার ঢাকা থেকে গাজীপুরের একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাওয়ার সময় ব্যাগে কিছু নাস্তা ও দুইটি কমলা নিয়ে যান। পথিমধ্যে নাস্তা ও একটি কমলা খেলেও ভুলক্রমে ব্যাগে একটি কমলা থেকে যায়। প্রায় একমাস পর ব্যাগ পরিষ্কার করতে গিয়ে দেখেন ব্যাগের কমলাটি না পঁচে প্রায় পূর্বের মতোই রয়েছে।
ক. ভেজাল খাদ কী?
খ. খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট?
গ. মমিনুল স্যারের ব্যাগে ফলটি পূর্বের ন্যায় থাকলো কি করে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ঘটনা নিরাপদ খাদ্য ধারণাকে সমর্থন করে কি? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : উপকূলীয় এলাকায়ও এখন ধান চাষ হচ্ছে। সার, বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে খাদ্য ঘাটতি অনেক কমেছে। এ ছাড়াও সরকার খাদ্য নিরাপত্তার জন্য খাদ্যশস্য আমদানি, আপদকালীন মজুদ ও কৃষি গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে।
ক. খাদ্য নিরাপত্তা কী?
খ. খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোকে খাদ্য নিরাপাত্তার জন্য গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো।
ঘ. বাংলাদেশের প্রকৃতিতে খাদ্য নিরাপত্তার জন্য আরো কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
সৃজনশীল প্রশ্ন ৭ : বাংলাদেশ একটি জনবহুল দেশ। দেশটি কৃষিপ্রধান হলেও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়। ফলে জনসংখ্যার এক তৃতীয়াংশই খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। ভূমিহীন কৃষকের ব্যাপক উপস্থিতি, বর্গাচাষ প্রথা, খাদ্য গুদামজাতকরণের অভাব, অধিক পরিবহণ ব্যয় ইত্যাদি কারণে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তবে খাদ্য নিরাপত্তা অর্জনে সরকার টেকসই কৃষিব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, অচিরে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
ক. ভেজাল খাদ্য কী?
খ. নিরাপদ খাদ্য প্রয়োজন কেন?
গ. খাদ্য নিরাপত্তাহীনতার কারণগুলো উদ্দীপকের আলোকে বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদক্ষেপগুলো ছাড়া খাদ্য নিরাপত্তা তৈরিতে সরার আরো কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : বাংলাদেশের কৃষিতে নীরব বিপ্লব সাধিত হয়েছে। লনণাক্ততা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনের ফলে উপকুলীয় এলাকা ধান চাষের আওতায় এসেছে। দ্রুত বর্ধনশীল শস্যের জাত উদ্ভাবনের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। আধুনিক কৃষিপ্রযুক্ত ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সরকার খাদ্য নিরাপত্তার জন্য খাদ্যশস্য আমদানি, অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও কৃষি গবেষণার ওপর গুরুত্ব দিয়েছে।
ক. নিরাপদ খাদ্য কী?
খ. বাংলাদেশের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে – ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে খাদ্য নিরাপত্তা সৃষ্টির লক্ষ্যে যে সকল কর্মসূচীর কথা উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখ নিরাপদ খাদ্য কর্মসূচীর যথার্ততা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের দেশ। কিন্তু জনসংখ্যা প্রায় ১৭ কোটি । এই বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণভাবে খাদ্যোৎপাদন বাড়ানোর জন্য কৃষি ও পল্লি উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছেন। বিশেষ করে কৃষি উৎপাদনে ভর্তুকি প্রদান, কৃষি ঝণ সহজলভ্যকরণ, কৃষিতে বায়ো-টেকনোলজির ব্যবহার, কাবিখা, ভিজিএফ-সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সময় সময় বিদেশ থেকে খাদ্য আমদানিরও ব্যবস্থা করে।
ক. ভেজাল খাদ্য কী?
খ. জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে _ব্যাখ্যাকর।
গ. উদ্দীপকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের যে বিষয়গুলোর কথা বলা হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা কর।
ঘ. খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লিখিত সরকারি পদক্ষেপসমূহের সাথে বেসরকারি সংস্থার ভূমিকা থাকা জরুরি কি না তা তোমার মতামতের ভিত্তিতে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : লাকসাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই স্কুলের সামনের রাস্তার পাশে যেসব খোলা খাবার বিক্রি হয় তা খেয়ে থাকে ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। সে কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করে।
ক. খাদ্যের ক্রয়যোগ্যতা কী?
খ. মোট দেশজ উৎপাদন কীভাবে খাদ্যের পরাপ্যতাকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে খাদ্য নিরাপত্তার কোন দিকটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা নিরসনে বিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ কী যথেষ্ট? ব্যাখ্যা কর।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post