অর্থনীতি ২য় পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ১ : আবহমানকাল ধরেই বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। প্রতি বছর দেশটি রপ্তানির তুলনায় আমদানি বেশি করে থাকে। অতি সম্প্রতি দেশটি প্রচলিত পণ্যের পাশাপাশি বেশ কিছু অপ্রচলিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে। তাছাড়া রপ্তানি সম্প্রসারণের জন্য উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হাস, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুল্ক রেয়াত, জ্বালানির মূল্য হাস, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ ও বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে।
ক. বিশ্বায়ন কী?
খ. বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম। ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের রপ্তানী বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত কি? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মি. আরিফ বাংলাদেশের আমদানি-রপ্তানি তথ্য জানার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট দেখেন। তিনি সেখানে দেখতে পারেন যে, বাংলাদেশ সরকার রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি করেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে বিশ্ব বাজারে সার্ভে করাচ্ছে। রপ্তানিকারকদের আয়কর সুবিধা, রপ্তানি ঋণ ও কর অবকাশ সুবিধা দিচ্ছে। এর ফলে পাট, পাটজাত দ্রব্য, চামড়া, পোশাক, হিমায়িত খাদ্য, শাকসবজি, ফলমূল, জুতা প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে। তিনি আরও জানতে পারেন যে, প্রচলিত পণ্যের চেয়ে অপ্রচলিত পণ্যের রপ্তানি আয় ক্রমান্বয়ে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে।
ক. আন্তর্জাতিক বাণিজ্য কী?
খ. পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তি- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ভিত্তিতে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানিযোগ্য পণ্যের একটি তালিকা তৈরি করো ।
ঘ. উদ্দীপকের বর্ণিত সরকারি পদক্ষেপ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে কীভাবে ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : বাংলাদেশে বিংশ শতাব্দীর শেষদিকেও রপ্তানিপণ্য বলতে হাতেগোনা কয়েকটি ছিল। কিন্তু বিংশ শতাব্দীর শেষ দশকে বাংলাদেশে রপ্তানিক্ষেত্রে কিছু নতুন পণ্য যুক্ত হয়। তৈরি পোশাক এমনই একটি পণ্য। কাঁচামাল প্রাপ্তি, শ্রমিকের মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ ইত্যাদি সমস্যা থাকা সত্বেও এটির ভূমিকা বাংলাদেশের রপ্তানি বাজারে উল্লেখযোগ্য । যদি আমরা আইটেম সংখ্যা বৃদ্ধি, শ্রম অসন্তোষ দূর এবং সরকারি পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে পারি, তবে আমাদের তৈরি পোশাক বিশ্ব বাজারে ১ম স্থান দখল করবে ।
ক. বিশ্বায়ন কী?
খ. বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো। -ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত রপ্তানী পণ্যটির কিছু সমস্যা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুসারে তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : বান্দরবানে প্রচুর আনারস উৎপাদন হয়। উৎপাদিত আনারসের মান যথেষ্ট ভালো। ব্যবসায়ীরা এ আনারস চট্টগ্রামের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন । আবার সিলেটে ভালো মানের প্রচুর চা উৎপাদন হয়। উৎপাদিত চায়ের আমেরিকার বাজারে যথেষ্ট চাহিদা আছে।
ক. বাংলাদেশের কয়েকটি আমদানি দ্রব্যের নাম লেখ।
খ. বৈদেশিক সাহায্য বাংলাদেশের জন্য আবশ্যক’__ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে চা এর বাণিজ্যকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. আনারস এবং চা বাণিজ্যের পার্থক্যসমূহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মৎস্যজীবী কায়েস বাণিজ্যিক ভিত্তিতে তিনি মৎস্য চাষ করেন। বিল ইজারা নেন। এ ছাড়াও বর্ষা মৌসুমে নদীতে ও হাওরে প্রচুর মাছ শিকার করেন । সব মাছ বাজারজাত করা সম্ভব হয় না । ফলে অবিক্রীত প্রচুর মাছ শুটকি করে রাখেন। কারণ তিনি জানেন বিদেশে শুটকি মাছের প্রচুর চাহিদা এবং দামও ভালো । তাই কায়েস মজুদকৃত শুটকি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
ক. বৈদেশিক সাহায্য কী?
খ. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো ।
গ. জনাব কায়েসের উৎপাদিত শুটকি বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে-_ ব্যাখ্যা করো ।
ঘ. বাংলাদেশ থেকে এরূপ আর কী ধরনের পণ্য রপ্তানি করা যায়? আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : প্রত্যেকটি উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও তার বৈদেশিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করে। উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন করে জনশক্তি, পণ্যসামগ্রী রপ্তানির চেষ্টা করে। আবার বিভিন্ন বন্ধু-প্রতীম দেশ ও দাতাসংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে।
ক. আন্তর্জাতিক বাণিজ্য কী?
খ. অপ্রচলিত রপ্তানি পণ্য বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের তালিকা তৈরি করো ।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের কোনটি বেশি গুরুতৃপূর্ণ? যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : মি. হবিব নোয়াখালী জেলার একজন বৈদ্যুতিক মিস্ত্রী। সে কাজের সন্ধানে দুবাই যায়। একদিন সে একটি শপিংমলে প্রাণ আচার, চানাচুর ও আরএফএল এর পণ্যসামগ্রী দেখে আনন্দ অনুভব করে। কিন্তু তা সামান্য মাত্র। শপিংমলের অন্যান্য দ্রব্যসামগ্রী চীন, জাপান, আমেরিকা ও ইংল্যান্ডের। দোকানদার হাবিবকে বলেন যে, তোমার দেশের উৎপাদিত পণ্যের মান নিম্ন, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমরা কম পণ্য আমদানি করি।
ক. আন্তর্জাতিক বাণিজ্য কী?
খ. আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান দুটি পার্থক্য লেখ।
গ. শপিংমলে হাবিবের দেশের পণ্য কম হওয়ার কারণ.কী? আলোচনা করাে।
ঘ. উদ্দীপকে হাবিবের দেশের বেশি পণ্যসামগ্রী শপিংমলে দেখতে হলে কী করা প্রয়োজন?
সৃজনশীল প্রশ্ন ৮ : পলাশ সাহেব একজন প্রযুক্তি বিশেষজ্ঞ। দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে তিনি দেশে বেড়াতে এসেছেন। গ্রামের পথ দিয়ে হাটতে হাটতে তিনি লক্ষ করলেন গ্রামের অবস্থা আর পূর্বের মতো নেই। গ্রামে বিদ্যুৎ এসেছে। রঙিন টিভি ও ডিস-লাইন এসেছে। মানুষ চায়ের দোকানে বসে চা-পানের সাথে সাথে টিভির বিভিন্ন চ্যানেলের সংবাদের পাশাপাশি বিভিন্ন দেশের আচার- অনুষ্ঠান দেখার সুযোগ পাচ্ছে।
ক. বিশ্বায়ন কী?
খ. বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির মধ্যে সম্পর্ক সমমূখী। ব্যাখ্যা করো।
গ. বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সমাজের কী কী পরিবর্তন হয়েছে বলে পলাশ সাহেব মনে করেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক অনুযায়ী, সমাজে বিশ্বায়নের প্রায়োগিক ভিত্তি আছে কি না? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : আলম সাহেব ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে কুমিল্লার বাজারে বিক্রয় করেন। তার বন্ধু জামাল সাহেব ভারত থেকে পেয়াজ, রসুন ক্রয় করে বাংলাদেশে বিক্রয় করেন। আর বাংলাদেশ থেকে শাকসবজি ও হিমায়িত মাছ সৌদি আরবে বিক্রয় করেন।
ক. বিশ্বায়ন কী?
খ, “রপ্তানি শুল্ক হ্রাস আন্তর্জাতিক বাণিজ্যের সহায়ক’ – বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের আলম সাহেবের ব্যবসাকে কোন ধরনের বাণিজ্য বলা হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে আলম সাহেবের ব্যবসায়ের সাথে জামাল সাহেবের ব্যবসার কী পার্থক্য? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : আবদুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় । তিনি অস্ট্রেলিয়া সফরের সময় মেলবোর্নের একটি শপিং মলে পোশাক কিনতে গিয়ে দেখেন যে সেখানে বাংলাদেশে প্রস্তুকৃত পোশাকই সব থেকে বেশি আকর্ষণীয় এবং দামে সস্তা। এছাড়াও তিনি পুরো শপিংমলে বাংলাদেশে প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের পণ্য দেখতে পান। তিনি খুব খুশি হন এবং মনে মনে ভাবেন বাংলাদেশ শুধু পণ্য | আমদানি করে না রপ্তানিও করে।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী?
খ. বাংলাদেশের রপ্তানীযোগ্য অপ্রচলিত শিল্পজাত পণ্যগুলো কী কী?
গ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটি বাণিজ্যের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পণ্য রপ্তানির বিষয়টি বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখবে বলে মনে কর? ব্যাখ্যা দাও।
উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post