ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন
ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৩য় পত্র সাজেশন
বিষয় কোড: ১২২২০১
ক-বিভাগ- অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সামষ্টিক অর্থনীতি কী?
উত্তর: অর্থনীতি যে শাখায় ফার্ম পারিবারিক সরকারি খাত এবং আন্তর্জাতিক খাতের অর্থনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
২. উৎপাদন অপেক্ষক কী?
উত্তর: উৎপাদন এবং উপকরণের মধ্যে যে কারিগরি বা কৌশলগত সম্পর্ক বিরাজ করে তাকে উৎপাদন অপেক্ষক বলে।
৩. সামষ্টিক অর্থনীতির তিনটি চালকের নাম লেখ।
উত্তর: সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য নাম হল- ১.জাতীয় আয়, ২. ভোগ ও ৩. সঞ্চয়।
৪. মাথাপিছু আয় কী?
উত্তর: কোন দেশের জাতীয় আয়কে সেদেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে আয় পাওয়া যায় তাই মাথাপিছু আয়।
৫. পূর্ণ নিয়োগ বলতে কী বুঝায়
উত্তর: পূর্ণ নিয়োগ বলতে সংঘাতমূলক সেবা কাঠামোগত বেকারত্ব ব্যতীত নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে অর্থনীতির সর্বোচ্চ পরিমাণ দক্ষ অদক্ষ শ্রমের নিয়োগকে নির্দেশ করে।
৬. ছদ্দবেশী বেকারত্ব কাকে বলে
উত্তর: একটি কাজে যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন তার চেয়ে যদি বেশি পরিমাণে নিয়োজিত থাকে তখন তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে। শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য।
৭. সে’র বিধিটি লেখ।
উত্তর: Say বলেন, ‘যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে’। এটি সে এর বাজার বিধি।
৮. Lekages কী?
উত্তর: জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ থেকে যে আয় মূল্য থেকে বেরিয়ে যায় তাই Lekages।
৯. GNP Deflator কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরের আর্থিক GNP কে প্রকৃত GNP ধারা ভাগ করলে প্রাপ্ত ভাগফল GNP Deflator।
১০. GNP ব্যবধান কী?
উত্তর: কোন নির্দিষ্ট বছরে একটি দৃশ্যে প্রত্যাশিত GNP এবং বাস্তব GNP মধ্যকার ব্যবধান কে বলা হয় GNP ব্যবধান।
১১. NAIRU এর পূর্ণরূপ কী?
উত্তর: NAIRU এর পূর্ণরূপ হল: Non Accelerating Inflation Rate of Unemployment.
১২. স্বয়ম্ভূত বিনিয়োগ কী?
উত্তর: যে বিনিয়োগের ওপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না তাই স্বয়ম্ভূত বিনিয়োগ। আয়ের সব স্থরেই স্বয়ম্ভূত বিনিয়োগ করার নির্দিষ্ট থাকে।
১৩. প্ররোচিত বিনিয়োগ কী?
উত্তর: যে বিনিয়োগের ওপর নির্ভরশীল কিংবা আয়ের-হ্রাস বিধি দ্বারা প্রভাবিত হয় তাই প্ররোচিত বিনিয়োগ।
১৪. NPV কী?
উত্তর: মোট বর্তমান মূল্য থেকে বিনিয়োগ বাবদ মোট ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই নিজ বর্তমান মূল্য বা NPV।
১৫. মূলধনের প্রান্তিক যোগ্যতা কাকে বলে?
উত্তর: অতিরিক্ত একক মূলধন নিয়োগ এর ফলে যে অতিরিক্ত প্রত্যাশা করা হয় তাই হল মূলধনের প্রান্তিক দক্ষতা।
১৬. মুদ্রা সংকোচন কী?
উত্তর: যখন দেশের দ্রব্যমূল্য উৎপাদন ব্যয় নিয়োগ জাতীয় আয়ের ইত্যাদি ক্রমশ কমতে থাকে তখন ঐ অবস্থায় মুদ্রা সংকোচন। মুদ্রাসংকোচন হলো এক ধরনের অভারসাম্য অবস্থা।
১৭. ফিলিপস রেখা কী?
উত্তর: যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে সম্পর্ক নির্দেশিত হয় তাই ফিলিপস রেখা।
১৮. ভোগ কাকে বলে?
উত্তর: সাধারণত ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষকরণ কে ভোগ বলে।
১৯. একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লেখ।
উত্তর: একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক,C=by.
২০. CPI কী?
উত্তর: একটি বিশেষ শ্রেণী এলাকার ভোক্তাদের ভোগ্য দ্রব্য ও সেবার মূল্যের পরিবর্তন প্রকাশ করতে CPI ব্যবহৃত হয়।
২১. অর্থের প্রচলন গতি কী?
উত্তর: কোন নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যে গতিতে হাত বদল করে তাই অর্থের প্রচলন গতি।
২২. অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি লেখ।
উত্তর: অর্থের পরিমাণ তত্ত্ব সমীকরণটি হলো: PT=MV+M’V’
২৩. গ্রেসামের মুদ্রা বিধি কী?
উত্তর: খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে । এটি গ্রেসামের মুদ্রা বিধি।
২৪. তারল্য ফাঁদ (Liquidity Trap) কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা কম হলে তাই তারল্য ফাঁদ।
২৫. ত্বরণ কী?
উত্তর: ভোগের পরিবর্তনের কারণে কিভাবে বিনিয়োগের পরিবর্তন হয় তা প্রকাশ করাকে ত্বরণ বলে।
২৬. বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি কাজ লেখ।
উত্তর: বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হল ঋণদান ও সঞ্চয় সংগ্রহ।
২৭. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ লেখ।
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ হল- ১. নিয়ন্ত্রণ ও ২. রিজার্ভ সংরক্ষণ।
২৮. নিকাশ ঘর কী?
উত্তর: যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান ধারা ব্যাংকসমূহ তাদের মধ্যে সংঘটিত পারস্পারিক দেনা পাওনা নিষ্পত্তি করে সে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে বিকাশ ঘর।
২৯. বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক হলো- ১. বাংলাদেশ শিল্প ব্যাংক, ২. বাংলাদেশ কৃষি ব্যাংক।
৩০. রাজস্ব নীতি কী?
উত্তর: সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতি কে রাজস্ব ফিসকাল নীতি বলে।
৩১. আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লেখ।
উত্তর: আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো- ১. দামস্তরের স্থিতিশীলতা অর্জন ২. নিয়োগ ও বিনিয়োগ বৃদ্ধি।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখাও।
২. সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ আলোচনা কর। অথবা, সামষ্টিক অর্থনীতির
হাতিয়ার সমূহ আলোচনা কর।
৩. মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদন এর মধ্যে পার্থক্য দেখাও।
৪. আর্থিক GNP ও প্রকৃত এর GNP সংজ্ঞা দাও।
৫. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দৈত্য গণনা সমস্যার ব্যাখ্যা দাও।
৬. আর্থিক ও প্রকৃত মজুরি কী?
৭. পূর্ণ নিয়োগ বলতে কী বুঝ?
৮. মূলধন ও বিনিয়োগের মধ্যে পার্থক্য কী?
৯. স্বয়ম্ভূত বিনিয়োগ প্ররোচিত বিনিয়োগ ধারণা দুটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
১০. সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর। অথবা, সুদের হার কীভাবে প্রভাবিত করে।
১১. মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ? অথবা মুদ্রাস্ফীতি কী?
১২. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও।
১৩. ভোগ প্রবণতা বলতে কী বুঝায়?
১৪. গড় ভোগ প্রবণতা (APC) ও প্রান্তিক ভোগ প্রবণতা (MPC এর মধ্যে পার্থক্য দেখাও।
১৫. মিনব্যয়িতার অসামঞ্জস্য ধাঁধা কী?
দ্রব্যমূল্য ও অর্থের মূল্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১৬. গুণগত মান বলতে কী বুঝায়?
১৭. বিনিয়োগ গুণক কাকে বলে?
১৮. বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বুঝায়?
১৯. খোলাবাজার কার্যক্রম বলতে কী বুঝ? কার্যক্রম কী? ব্যাখ্যা কর।
২০. আর্থিক নীতি বলতে কী বোঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. সামষ্টিক অর্থনীতির লক্ষ উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
২. জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ আলোচনা কর।
৩. একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর।
৪. বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ বর্ণনা কর।
৫. উপযুক্ত সমীকরণ ও চিত্রের সাহায্যে আয়ন নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ কেইনসীয় মডেলটি ব্যাখ্যা কর।
৬. ক্লাসিকাল ও কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা কর।
৭. বিনিয়োগের নির্ধারকসমূহ কী?
৮. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ আলোচনা কর।
৯. উৎপাদন ও বুকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
১০. কেইনাসের ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি আলোচনা কর।
১১. প্রমাণ করো যে, MPC+MPS=1.
১২. অর্থের পরিমাণ তত্ত্ব নগদ তহবিল ভাষ্যটি ব্যাখ্যা কর।
১৩. ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. প্রান্তিক ভোগ প্রবণতা গুনাঙ্কের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
১৫. বিনিয়োগ গুণক ধারা জাতীয় আয়ের সম্প্রসারণ ব্যাখ্যা কর।
১৬. অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কী?
১৭. বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থার বহু গুণিতক আমানত সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর।
১৮. রাজস্ব নীতির লক্ষ্য উদ্দেশ্যসমূহ কী?
১৯. আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য কী?
২০. আর্থিক নীতির হাতিয়ারসমূহ আলোচনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি অর্থনীতি ৩য় পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post