অর্থনীতি ২য় পত্র ৩য় অধ্যায় mcq : বাংলাদেশের শিল্পখাতে প্রধানত তিন শ্রেণীর শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বৃহদায়তন শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। তবে এ তিন শ্রেণীর শিল্পের কোনো সঙ্গতিপূর্ণ সংজ্ঞা পাওয়া যায় না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বৃহদায়তন শিল্পের উপাত্ত সংগ্রহ করে। পরিসংখ্যান ব্যুরোর সংজ্ঞা অনুসারে ১০ জন বা এর বেশি শ্রমিক নিয়োগ করে এরূপ শিল্প প্রতিষ্ঠানকে বৃহদায়তন শিল্প বলা যায়। এই শ্রেণীর শিল্পের মধ্যে মাঝারি শিল্পও অন্তর্ভুক্ত আছে।
অর্থনীতি ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. বাংলাদেশের শিল্পখাত কয়টি উপখাতে বিভক্ত?
ক. ২টি
● ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
২. শিল্প দ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনায় শিল্প কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে
● ৪ভাগে
গ. ৩ভাগে
ঘ. ৫ভাগে
৩. একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতার জন্য কোনটি অপরিহার্য?
● শিল্পের উন্নয়ন
খ. কৃষির উন্নয়ন
গ. রাজনৈতিক স্থিতিশীলতা
ঘ. কাঠামোগত উন্নয়ন
৪. শিল্প খাতে নিয়োজিত শ্রমশক্তির কত শতাংশ ক্ষুদ্র শিল্প ও কুটিরশিল্পে নিয়োজিত?
ক. ৫০%
খ. ৯৯%
গ. ৬৬%
● ৮৯%
৫. স্বাধীনতার পর ১৯৭২ সালে জিডিপি-তে কৃষি ও শিল্পখাতের অবদান কত ছিল?
● ৬২ ও ৪ শতাংশ
খ. ৬ ও ৪ শতাংশ
গ. ৬২ ও ৪৪ শতাংশ
ঘ. ৬২ ও ৬৪ শতাংশ
৬. স্বাধীনতার পর শিল্পখাতের প্রায় ৯২ ভাগ শিল্প রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল কোন আদর্শকে অনুসরণ করে?
ক. ইসলামিক
● সমাজতান্ত্রিক
গ. মিশ্র অর্থব্যবস্থা
ঘ. পুঁজিবাদী অর্থব্যবস্থা
৭. কোন শিল্পে মূল্য সংযোজন কম হলেও কর্মসংস্থান বেশি?
ক. মাঝারি
খ. ক্ষুদ্র
গ. ফার্ম
● কুটির
৮. মিল্কভিটা কোম্পানিটি কীরূপ প্রতিষ্ঠান?
ক. মাঝারি
খ. ক্ষুদ্র
● ফার্ম
ঘ. কুটির
৯. মালিকানার ভিত্তিতে বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ভাগে
ঘ. ৪ভাগে
গ. ৩ভাগে
ঘ. ৫ভাগে
১০. উৎপাদিত পণ্য ও সেবার ভিত্তিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে
খ. ৪ভাগে
● ৩ভাগে
ঘ. ৫ভাগে
১১. উৎপাদিত দ্রব্যের প্রকৃতি অনুসারে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ভাগে
খ. ৪ভাগে
● ৩ভাগে
ঘ. ৫ভাগে
১২. কোন আমলে এ দেশে কোনো বৃহৎ শিল্প গড়ে ওঠেনি?
ক. মুসলিম আমলে
● ব্রিটিশ আমলে
গ. পাকিস্তানি আমলে
ঘ. নবাব আমলে
১৩. বাংলাদেশ সরকার কোন শিল্পনীতি ঘোষণার মাধ্যমে শিল্পসমূহকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দিতে শুরু করে?
ক. শিল্পনীতি ১৯৭৩
● শিল্পনীতি ১৯৮৬
গ. শিল্পনীতি ১৯৯১
ঘ. শিল্পনীতি ১৯৮২
১৪. ‘রূপকল্প ২০২১’ অনুযায়ী ২০২১ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত হবে?
● ৪০ শতাংশ
খ. ৬০ শতাংশ
গ. ৫০ শতাংশ
ঘ. ৬৭ শতাংশ
১৫. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও কোনটির গুরুত্ব অপরিসীম?
● শিল্পের
খ. বাণিজ্যের
গ. শিক্ষার
ঘ. জনসংখ্যার
১৬. পাট, বস্ত্র, চিনি, কাগজ সবই কোন পণ্যের শিল্প?
ক. কৃষি
● ভোগ্য
গ. রপ্তানিমুখী
ঘ. আমদানিমুখী
১৭. কোন শিল্পে শ্রমনির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
ক. নিৰ্মাণ
খ. ভারী
গ. সংরক্ষিত
● বস্ত্র
১৮. কোন শিল্পে মূলধননির্ভর উৎপাদন কৌশল ব্যবহার করা হয়?
ক. নিৰ্মাণ
● ভারী
গ. সংরক্ষিত
ঘ. বস্ত্র
১৯. ১৯৭১ সালের স্বাধীনতার পর কোনটির অভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসেনি?
ক. পর্যাপ্ত মূলধন
● দক্ষ ব্যবস্থাপনা
গ. পর্যাপ্ত কাঁচামাল
ঘ. দক্ষ শ্রমিক
২০. দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে কোনটি যুগোপযোগী শিল্পনীতি?
ক. শিল্পনীতি ১৯৮২
খ. শিল্পনীতি ১৯৮৬
● শিল্পনীতি ২০১০
ঘ. শিল্পনীতি ১৯৯৯
২১. আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের গুরুত্ব বেশি?
ক. কৃষিপণ্য
খ. ভোগ্যপণ্য
গ. মূলধনী পণ্য
● শিল্পপণ্য
২২. যে শিল্প কারখানায় যন্ত্রপাতি তৈরি হয় তাকে কোন শিল্প বলে?
ক. নিৰ্মাণ
● ভারী
গ. সংরক্ষিত
ঘ. বস্ত্র
২৩. সেতাবগঞ্জে একটি চিনি কল স্থাপন করা হবে। এর যন্ত্রপাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
ক. নিৰ্মাণ
● ভারী
গ. সংরক্ষিত
ঘ. বস্ত্র
২৪. ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান হয়েছে কোন খাতে?
ক. বাঁশ ও বেত শিল্পে
● খাদ্য প্রক্রিয়াজাতকরণে
গ. মৃৎ শিল্পে
ঘ. কাঠ শিল্পে
২৫. ২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট GDP-তে শিল্পখাতের অবদান কত ভাগ?
ক. ১৪.২৭ ভাগ
খ. ২১.২৩ ভাগ
● ৩২.৪৮ ভাগ
ঘ. ৪৮.৫৮ ভাগ
২৬. কোন সালে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়?
ক. ১৯৭৫
● ১৯৭৮
গ. ১৯৮৩
ঘ. ১৯৮৬
২৭. কোন সাল নাগাদ বাংলাদেশে একটি শক্তিশালী শিল্প কাঠামো গড়ে উঠবে বলে পরিকল্পনা করা হয়েছে?
ক. ১৯৭৫
● ২০২১
গ. ২০১১
ঘ. ১৯৮৬
২৮. বাংলাদেশের শিল্প কাঠামো অত্যন্ত দুর্বল এবং অনুন্নত থাকার প্রধান কারণ হলো—
i. ঔপনিবেশিক শাসন
ii. পাকিস্তানি শোষণ
iii. উন্নত মন মানসিকতার অভাব
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
সাঈদ একটি রাইস মিলে চাকরি শুরু করে। কয়েক মাস পর সে বেশি সুযোগ সুবিধা পাওয়ায় একটি তৈরি পোশাক শিল্পে যোগদান করে।
২৯. সাঈদের প্রথম কর্মস্থলটি কোন ধরনের শিল্প ছিল?
ক. মাঝারি শিল্প
● ক্ষুদ্র শিল্প
গ. কুটিরশিল্প
ঘ. বৃহৎ শিল্প
৩০. উক্ত শিল্পের বৈশিষ্ট্য হলো—
i. দেশি ও বিদেশি উভয় উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে
ii. শুধু শহরাঞ্চলে স্থাপিত হয়
iii. কারখানা আইন মেনে চলতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. EPZ কী?
● রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
খ. রপ্তানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল
গ. আমদানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল
ঘ. আমদানি পণ্যনিয়ন্ত্রণ অঞ্চল
৩২. বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চা চাষের জমির পরিমাণ কত?
ক. ১,৪৭,৫৭০ একর
খ. ১,৭৫,২১৭ একর
গ. ১,৭৫,২১৭ একর
● ২,৭৫,২১৭ একর
৩৩. চা রপ্তানিতে বাংলাদেশ কততম?
● ৭৭তম
খ. ৭৮তম
গ. ৮৯তম
ঘ. ৯৪তম
৩৪. বালাদেশ থেকে চা রপ্তানি হয় না কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
● ব্রাজিল
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র সানাউল্লাহ তার বন্ধুদের সাথে চন্দ্রঘোনায় বেড়াতে গিয়ে বাংলাদেশের একটি উল্লেল্লখযোগ্য শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে।
৩৫. সানাউল্লাহর দেখা শিল্পটি কোন সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫
● ১৯৫৩
গ. ১৯৮৩
ঘ. ১৯৮৬
৩৬. উক্ত শিল্পের প্রধান কাঁচামাল হলো—
i. স্থানীয় বাঁশ
ii. স্থানীয় বেত
iii. স্থানীয় আখের ছোবড়া
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৭. বাংলাদেশে ‘শিল্পনীতি ২০১৬’ অনুসারে মাঝারি শিল্পে বিনিয়োগের পরিমাণ কত টাকা?
ক. ২৫ লক্ষ টাকা
● ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা
গ. ৫ লক্ষ টাকা থেকে ৩ কোটি টাকা
ঘ. ৫ লক্ষ টাকার কম
৩৮. অতিক্ষুদ্র শিল্পের কর্মীর সংখ্যা কতজন হয়ে থাকে?
ক. ৫ থেকে ১০ জন
খ. ৫ থেকে ২০ জন
গ. ১০ থেকে ২০ জন
● ১০ থেকে ২৪ জন
৩৯. কোন শিল্পে স্থায়ী সম্পদের মূল্য ৫ লক্ষ টাকার নিচে?
ক. মাঝারি শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
● কুটিরশিল্প
ঘ. বৃহৎ শিল্প
৪০. কুটিরশিল্প থেকে অপেক্ষাকৃত বড় শিল্পকে কী বলে?
ক. মাঝারি শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
● অতিক্ষুদ্র শিল্প
ঘ. বৃহৎ শিল্প
৪১. পারিবারিক সদস্যদের নিয়ে সর্বোচ্চ ১০জন শ্রমিকের অধিক নয় এমন কারখানাকে কোন শিল্প বলে?
ক. মাঝারি শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
● কুটিরশিল্প
ঘ. বৃহৎ শিল্প
৪২. প্রাথমিক দ্রব্যকে কারখানাভিত্তিক প্রস্তুত প্রণালির মাধ্যমে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কী বলে?
ক. সেবা
খ. কৃষি
● শিল্প
ঘ. নির্মাণ
৪৩. কোনো একটি মানদণ্ডের ভিত্তিতে একটি কর্মকাণ্ড কুটিরশিল্পের অন্তর্ভুক্ত হলে অন্য মানদণ্ডে সেটি কোন শিল্প হিসেবে বিবেচিত হবে?
ক. অতিক্ষুদ্র
● মাইক্রো
গ. কুটির
ঘ. ক্ষুদ্র
৪৪. ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ কতজন শ্রমিক কাজ করে?
ক. ৬৬ জন
খ. ৭৭ জন
গ. ৮৮ জন
● ৯৯ জন
৪৫. দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির একটি অপরিহার্য পূর্বশর্ত কোনটি?
ক. ঘাটতি ব্যয় হ্রাস
খ. বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত
● শিল্পায়ন
ঘ. জনশক্তি রপ্তানি
৪৬. মোমবাতি কোন শিল্পে উৎপাদিত হয়?
ক. অতিক্ষুদ্র
খ. মাইক্রো
● কুটির
ঘ. ক্ষুদ্র
৪৭. কোন শিল্পে নিজেদের উদ্ভাবিত যন্ত্র দ্বারা উৎপাদন কাজ পরিচালনা করা হয়?
ক. অতিক্ষুদ্র
খ. মাইক্রো
● কুটির
ঘ. ক্ষুদ্র
৪৮. কুটিরশিল্পের অধিকাংশ ঋণ কোন উৎস থেকে সংগৃহীত হয়?
ক. প্রাতিষ্ঠানিক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. বৈদেশিক
● অপ্রাতিষ্ঠানিক
৪৯. কোন শিল্প পরিবেশ দূষণ রোধ করে?
ক. অতিক্ষুদ্র
খ. মাইক্রো
● কুটির
ঘ. ক্ষুদ্র
৫০. কুটিরশিল্প অপেক্ষা বড়, কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোট এরূপ শিল্পকে কী বলে?
ক. অতিক্ষুদ্র
খ. মাইক্রো
গ. কুটির
● ক্ষুদ্র
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৩য় অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post