শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. উৎপাদনের প্রধান উপকরণ কয়টি?
উত্তর: উৎপাদনের প্রধান উপকরণ চারটি।
২. উৎপাদনের আদি ও প্রধান উপকরণ কোনটি?
উত্তর: উৎপাদনের আদি ও প্রধান উপকরণ হলো ভূমি।
৩. উৎপাদনের কোন উপকরণে যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?
উত্তর: উৎপাদনের ভূমি উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ।
৪. একজন শ্রমিক কিসের বিনিময়ে শ্রম বিক্রি করে?
উত্তর: একজন শ্রমিক মজুরির বিনিময়ে শ্রম বিক্রি করে।
৫. উৎপাদনের উৎপাদিত উপাদান কী?
উত্তর: উৎপাদনের উৎপাদিত উপাদান মূলধন।
৬. সেবাগত উৎপাদন কী?
উত্তর: মানুষ তার সেবা দ্বারা যে উৎপাদন সৃষ্টি করে তাই সেবাগত উৎপাদন।
৭. মালিকানাগত উৎপাদন কী?
উত্তর: কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উৎপাদন সৃষ্টি করাই মালিকানা উৎপাদন।
৮. মূলধন কী?
উত্তর: মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের একমাত্র উপকরণ, যা মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে।
৯. সংগঠক কে?
উত্তর: উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপকরণের সমন্বয় ঘটিয়ে যিনি উৎপাদন কাজ পরিচালনা করেন, তিনিই সংগঠক।
১০. ব্যবসায়ের মূল ভিত্তি কী?
উত্তর: ব্যবসায়ের মূল ভিত্তি হলো সংগঠন।
১১. আর্থিক উৎপাদন ব্যয় কী?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য বা সেবা উৎপাদন করতে গিয়ে উৎপাদককে বিভিন্ন ধরনের উপকরণ বাবদ যে ব্যয় করতে হয়, তাই আর্থিক ব্যয়।
১২. প্রান্তিক উৎপাদন কী?
উত্তর: এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক উৎপাদন।
শিক্ষার্থীরা, ওপরে উত্তর অর্থনীতি ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post