অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। বর্তমানে এদেশের লোকসংখ্যা প্রায় ১৬ কোটি। বাংলাদেশের মতো এতো ক্ষুদ্র দেশে এত জনসংখ্যা বিষয়টি খুবই আশঙ্কাজনক। অতি জনসংখ্যার চাপে এদেশে হাজারো সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই জনসংখ্যা সমস্যা এদেশের এক নম্বর জাতীয় সমস্যা। তবে এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের মাধ্যমে অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কার্যকরভাবে ব্যবহার করতে পারলে বেকারত্ব দূর হবে এবং দেশ উন্নত হবে।
অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. স্বাধীনতার পর বাংলাদেশে সর্বপ্রথম কোন সালে আদমশুমারি। পরিচালিত হয়েছিল?
ক. ১৯৭২
● ১৯৭৪
গ. ১৯৭৩
ঘ. ১৯৭৫
২. কত বছর পরপর আদমশুমারি পরিচালিত হয়?
ক. ৫ বছর
খ. ৭ বছর
● ১০ বছর
ঘ. ১৫ বছর
৩. কোনো ভৌগোলিক স্থানে বসবাসকারী লোকসংখ্যার সমষ্টিকে কী বলে?
ক. সমাজ
খ. পরিবেশ
● জনসংখ্যা
ঘ. ভোটার
৪. কোনটির মাধ্যমে জনসংখ্যা পরিমাপ করা যায়?
● আদমশুমারি
খ. বয়স কাঠামো
গ. জন্মহার
ঘ. মোট আয়তন
৫. বাংলাদেশের আয়তন কত বর্গকিলোমিটার?
● ১,৪৭,৫৭০
খ. ১,৪৬,৫৭০
গ. ১,৪৮,৫৭০
ঘ. ১,৪৯,৫৭০
৬. আধুনিক পদ্ধতিতে কোন সালে প্রথম আদমশুমারি পরিচালিত হয়?
ক. ১৫৪০ সালে
খ. ১৬০০ সালে
● ১৬৬৫ সালে
ঘ. ১৬৮৫ সালে
৭. বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.১৭%,
খ. ১.২৭%
● ১.৩৭%
ঘ. ১.৫৭%
৮. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
ক. শিক্ষার হার
খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব
● জনসংখ্যার ঘনত্ব
৯. কোনটি দ্বারা ভূমির ওপর জনসংখ্যার চাপের তীব্রতা প্রকাশ করা হয়?
ক. শিক্ষার হার
খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব
● জনসংখ্যার ঘনত্ত্ব
১০. জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝায়?
● প্রতি বর্গকিলোমিটারে কত লোক বাস করে
খ. দেশে মোট কত লোক বাস করে
গ. প্রতি জেলায় কত লোক বাস করে
ঘ. জনসংখ্যা বৃদ্ধির হারকে
১১. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
ক. ১০ কোটি ৫০ লাখ
খ. ১২ কোটি ৬৮ লাখ
● ১৫ কোটি ৮৯ লাখ
ঘ. ১৬ কোটি ৯০ লাখ
১২. ‘ক’ দেশের আয়তন ২ লক্ষ বর্গকিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮০০ জন। ‘ক’ দেশটির জনসংখ্যা কত?
ক. ১০ কোটি
খ. ১২ কোটি
● ১৬ কোটি
ঘ. ১৮ কোটি
১৩. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সরল সূত্রটি হলো DP=TP/TA. এখানে DP বলতে কী বোঝায়?
ক. শিক্ষার হার
খ. জনসংখ্যার হার
গ. জনসংখ্যার তত্ত্ব
● জনসংখ্যার ঘনত্ব
১৪. আধুনিক পদ্ধতিতে ১৬৬৫ সালে সর্বপ্রথম কোন দেশে আদমশুমারি পরিচালিত হয়?
ক. ইতালিতে
● আইসল্যান্ডে
গ. ভ্যাটিকান সিটিতে
ঘ. ঘানায়
১৫. বাংলাদেশের জনসংখ্যা নীতিতে কোনটিকে উৎসাহিত করা হয়?
● বহির্গমনকে
খ. বহিরাগমনকে
গ. দেশান্তরকে
ঘ. স্থানান্তরকে
১৬. কোনো দেশে জনসংখ্যা পরিমাপে কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৬টি
● ৪টি
১৭. আদমশুমারির জনমিতিক চলক হলো—
i. শিক্ষার হার
ii. বয়স কাঠামো
iii. নারী-পুরুষের অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৮. কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করতে হলে জানতে হবে—
i. মোট জনসংখ্যা
ii. মোট ভূমির আয়তন
iii. মাথাপিছু আয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন লোক বাস করে। দেশটির একজন দরিদ্র কৃষক হচ্ছে রহিম তার পরিবারের সদস্য সংখ্যা ১১ জন। সে গ্রামে কৃষিকাজ করে। জীবিকা নির্বাহ করে।
১৯. ‘ক’ দেশের সাথে কোন দেশের সাদৃশ্য পাওয়া যায়?
● বাংলাদেশ
খ. ভারত
গ. চীন
ঘ. শ্রীলঙ্কা
২০. রহিমের পরিবারে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ হলো-
i. মাটির উর্বরতা
ii. জীবনযাত্রার পদ্ধতি
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২১. নিচের কোনটি জনসংখ্যার গুরুত্বপূর্ণ নির্ধারক?
ক. জন্মহার
খ. নিট অভিবাসন
গ. মৃত্যুহার
● সবগুলো
২২. নির্দিষ্ট সময়ে প্রতি হাজারে মোট যত জন জীবিত শিশু জন্মগ্রহণ করে, তাকে কী বলে?
ক. মৃত্যুহার
খ. জনসংখ্যা বৃদ্ধির হার
● জন্মহার
ঘ. শিশু মৃত্যুহার
২৩. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
ক. উন্নয়ন
● জনসংখ্য
গ. সামাজিক
ঘ. অভিবাসন
২৪. স্থূল জন্মহার পদ্ধতিটি কীসে প্রকাশ করা হয়?
ক. শতকে
খ. দশকে
● হাজারে
ঘ. লাখে
২৫. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR
● CBR
গ. CRR
ঘ. CRB
২৬. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
● CDR
খ. CBR
গ. CRR
ঘ. CRB
২৭. জনমিতিক উপাদান নিচের কোনটি?
● শিশু মৃত্যুহার
খ. পরিবার পরিকল্পনা
গ. প্রতিবেশি
ঘ. পরিসংখ্যান ব্যুরো
২৮. মরণশীলতা পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
ক. মৃত্যুহার
খ. জন্মহার
● স্থূল মৃত্যুহার
ঘ. স্থূল জন্মহার
২৯. কোনটি জন্মহার পরিমাপের বহুল প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি?
ক. মৃত্যুহার
খ. জন্মহার
গ. স্থূল মৃত্যুহার
● স্থূল জন্মহার
৩০. জন্মহার, বন্ধ্যাত্ব, জন্মনিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়গুলোকে কী বলা হয়?
● প্রজননশীলতা
খ. মরণশীলতা
গ. লিঙ্গানুপাত
ঘ. উর্বরতা
৩১. জনসংখ্যার কাঠামো অনুসারে সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে কোন মহাদেশে?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. ইউরোপ
ঘ. আমেরিকা
৩২. অভিবাসন কয়টি আকারে হয়ে থাকে?
● ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
৩৩. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
ক. জনগণ শিক্ষিত হলে
খ. জীবনযাত্রার মান উন্নত হলে
● জন্মহার ও মৃত্যুহার সমান হলে
ঘ. প্রজননশীলতা হ্রাস পেলে
৩৪. স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের লক্ষ্যে একস্থান থেকে অন্যস্থানে চলে যাওয়াকে কী বলে?
● অভিবাসন
খ. বহির্গমন
গ. নিট অভিবাসন
ঘ. নিট বহির্গমন
৩৫. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় অভিবাসনকে কোনটির সাথে যোগ করতে হয়?
● জন্মহারের
খ. মৃত্যুহারের
গ. বহির্গমনের
ঘ. বহিরাগমনের
৩৬. জনসংখ্যার পরিবর্তন পরিমাপ করার সময় বহির্গমনকে কোনটির সাথে যোগ করতে হয়?
ক. জন্মহার
● মৃত্যুহার
গ. বহির্গমন
ঘ. বহিরাগমন
৩৭. জন্মগ্রহণ ছাড়াও দেশের মোট জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায়?
ক. অভ্যন্তরীণ স্থানান্তরে
খ. বহির্গমন ঘটলে
● বহিরাগমন ঘটলে
ঘ. মৃত্যু ঘটলে
৩৮. আন্তর্জাতিক অভিবাসন কত প্রকার?
● ২
খ. ৪
গ. ৩
ঘ. ৬
৩৯. মোট আগমন ও নির্গমনের পার্থক্যকে কী বলে?
● নিট অভিবাসন
খ. নিউ বহির্গমন
গ. মোট অভিবাসন
ঘ. মোট বহিরাগমন
৪০. শফিক বগুড়া জেলা থেকে রাঙামাটি জেলায় বসবাসের জন্য গেল। এর ফলে কোন ধারার অভিগমন ঘটল?
ক. আন্তর্জাতিক অভিগমন
খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন
● অভ্যন্তরীণ অভিগমন
৪১. বাংলাদেশ থেকে মরিয়ম ও জাহাঙ্গীর ২০০৮ সালে ডিভি লটারি পেয়ে আমেরিকা চলে গেলেন। মরিয়ম ও জাহাঙ্গীর কোন ধরনের অভিগমনের আওতায় পড়েন?
● আন্তর্জাতিক অভিগমন
খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন
ঘ. অভ্যন্তরীণ অভিগমন
৪২. প্রজননশীলতা প্রভাবিত হয়-
i. আর্থ-সামাজিক উপাদান দ্বারা
ii. মনস্তাত্ত্বিক উপাদান দ্বারা
iii. জনসংখ্যা নীতি দ্বারা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. মরণশীলতা বিশ্লেষণে অবশ্যই বিবেচনা করতে হয়-
i. বয়সভিত্তিক মৃত্যু
ii. প্রত্যাশিত আয়ুষ্কাল
iii. মৃত্যুর প্রবণতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. অভিবাসনের তথ্য পাওয়া যায়-
i. আদমশুমারি থেকে
ii. শ্রম মন্ত্রণালয় থেকে
iii. জনসংখ্যা নিবন্ধন থেকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৫. মানুষের অভিগমনের কারণ হলো-
i. যুদ্ধ-বিগ্রহ
ii. দুর্ভিক্ষ
iii. মহামারি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাজুর ইচ্ছা সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাবে। পরবর্তীতে সে সেখানেই থাকবে।
৪৬. আলোচ্য অংশে রাজু কোন ধরনের অভিগমন করবে?
● আন্তর্জাতিক অভিগমন
খ. বিদেশি অভিগমন
গ. অধিক দূরত্বে অভিগমন
ঘ. অভ্যন্তরীণ অভিগমন
৪৭. উক্ত অভিগমন ঘটার কারণ হলো—
i. কর্মসংস্থানের সুযোগ
ii. অধিক জনসংখ্যা
iii. রাজনৈতিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
সজল সাহেব একজন বিশিষ্ট রাজনীতিবিদ। একটি সেমিনারে অংশগ্রহণ করতে তিনি জার্মানি যান। দেশটির অর্থনৈতিক অবস্থা এবং সুযোগ-সুবিধা দেখে সজল সাহেব বিস্মিত হলেন এবং পরে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন।
৪৮. সজল সাহেবের অভিগমন কোন ধরনের?
● স্থায়ী অভিবাসন
খ. নিউ বহির্গমন
গ. মোট অভিবাসন
ঘ. মোট বহিরাগমন
৪৯. সজল সাহেব যে কারণে জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নেন—
i. কর্মসংস্থানের কারণে
ii. উন্নত জীবনযাপনের জন্য
iii. অর্থনৈতিক কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৫০. জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
ক. সম্পদ
● জনগণ
গ. বাণিজ্য
ঘ. সরকার
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post