অর্থনীতি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : শরবত একটি উৎপাদিত দ্রব্য। শরবত উৎপাদন করতে পানি, চিনি, লেবু ইত্যাদির প্রয়োজন হয়। উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন এবং তা ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি সৃষ্টি করা যায়। উৎপাদন কাজটি করে থাকে সংগঠন।
উৎপাদন করতে উপকরণ যেমন পানি, চিনি, লেবু লাগে, কীভাবে উৎপালন করবে তার প্রতিটি পরিকল্পনা করতে হয় এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন- যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বণ্টন করতে হয়, উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারে দিতে হয়।
এ ধরনের কাজগুলো করে সংগঠন। যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন, তাকে বলা হয় উদ্যোক্তা। সংগঠন বা উদ্যেক্তা দক্ষ না হলে উতৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না।
অর্থনীতি ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
১. কবির একজন ব্যবসায়ী। দেশের বিভিন্ন স্থানে তাঁর কয়েকটি ফার্নিচারের দোকান আছে। তিনি ৩০ জন কর্মচারীর সাহায্যে কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করে দোকানে সরবরাহ করেন। প্রতিটি দোকানের জন্য তিনি আলাদা লোক নিয়োগ করেন। পণ্যের বাজার বিস্তৃত করার জন্য তিনি প্রদর্শনীতে অংশ নিয়ে থাকেন। বাজারে তার আসবাবপত্রের চাহিদা দিন দিন বেড়েই চলছে।
ক. শ্রম কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলতে কী বুঝায়?
গ. কবিরের উপযোগ সৃষ্টির প্রক্রিয়াটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. কবিরকে কি একজন সফল সংগঠক বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২. গণেশ পদ্মা পাড়ের জেলে। এখন পদ্মায় প্রচুর ইলিশ পাওয়া যায়। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। তবুও গণেশের চোখে-মুখে হতাশার ছাপ। সে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ভালো দাম পায় না। দিনেশ বাবুর পরামর্শে গণেশ ইলিশ ঢাকায় নিয়ে যায় এবং ভালো দামে বিক্রয় করে।
ক. উৎপাদন কাকে বলে?
খ. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কী?
গ. গনেশের কাজটি কোন ধরনের উৎপাদন সৃষ্টি করছে? বিশ্লেষণ কর।
ঘ. তুমি কি মনে কর গণেশের সিদ্ধান্ত সঠিক ছিল? যুক্তিসহ মূল্যায়ন কর।
৩. ব্যবসায়ী আদনান সাহেব কাঠের ব্যবসা করেই নিজের অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। প্রত্যন্ত এলাকা থেকে কাঠ কিনে এনে সেই কাঠ দিয়ে শহরে বিশাল ফার্নিচারের দোকান দিয়েছেন তিনি। প্রায় ২০ জন কর্মী তার দোকানে কাজ করছে। বন-জঙ্গল থেকে কিনে আনা কাঠ দিয়ে কর্মীরা সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করছে, যার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি নিজ দোকানে তৈরিকৃত আসবাবপত্রের একটি প্রদর্শনী করেছেন তিনি।
ক. ভূমি কী?
খ. উৎপাদন বলতে কী বোঝায়?
গ. ব্যবসায়ী আদনান সাহেবের কাজে উৎপাদন প্রক্রিয়ার কোন দিকগুলো লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. ব্যবসায়ী আদনান সাহেবকে একজন সফল সংগঠক বলা যায় কি? যুক্তিসহ মতামত দাও।
৪. কমল বাবু তার এক বিঘা জমিতে ১০ জন শ্রমিক নিয়োগ করে ৬০০ কুইন্টাল গম উৎপাদন করেন। পরবর্তী তিন বছর তিনি যথাক্রমে ১১ জন, ১২ জন এবং ১৫ জন শ্রমিক নিয়োগ করে ৮০০, ১০০০ এবং ১২০০ কুইন্টাল গম উৎপাদন করেন। এভাবে তিনি দিন দিন অর্থনৈতিক সাফল্য অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছেন। [বি. কে. জি. সি সরকারি বালিকা বিদ্যালয় হবিগঞ্জ; পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, বগুড়া]
ক. এক শ্রম ঘণ্টা কী?
খ. ভার অর্পণ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের তথ্যের আলোকে কমল বাবুর বার্ষিক প্রান্তিক উৎপাদন নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত তথ্য গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্ণয় করে কি? যুক্তিসহ মতামত দাও।
৫. মোরেলগঞ্জের কৃষক জমির আলী পৌষ-মাঘ মাসে ধানের দাম কম হওয়ায় প্রচুর ধান কিনে মজুদ করে রাখেন। পরবর্তীতে ভাদ্র-আশ্বিন মাসে তিনি এ ধান বিক্রি করেন। এভাবে ধানের ব্যবসায় করে জমির আলী এখন গ্রামের অন্যান্য কৃষক থেকে অনেক ভালো অবস্থায় রয়েছেন। আর্থিকভাবে লাভবান হওয়ায় তিনি জীবনমান বজায় রেখে পরিবার নিয়ে সামাজিকভাবে বসবাস করতে পারছেন।
ক. উৎপাদন কী?
খ. শ্রম বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উৎপাদনের কোন প্রক্রিয়াটি লক্ষণীয়? ব্যাখ্যা কর।
ঘ. এই প্রক্রিয়াটিই উৎপাদনের একমাত্র প্রক্রিয়া নয় – মন্তব্যটি প্রতিষ্ঠা কর।
৬. মাসুদ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে এসএসসি পাস করেছেন। অর্থনৈতিক সংকটে পড়ে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি ঠিকই, কিন্তু তার মেধার যথার্থ ব্যবহার করতে পেরেছেন। বিভিন্ন প্রচারমাধ্যম থেকে সৌরচুল্লি তৈরির পদ্ধতি জেনে প্রকৃতি প্রদত্ত সৌরশক্তি ব্যবহার করে নিজ বাড়িতে সৌরবিদ্যুৎ উৎপাদন করছেন তিনি। তার উৎপাদিত বিদ্যুৎ প্রতিবেশীদের সরবরাহ করে নিজের অর্থনৈতিক সমস্যা মোকাবিলা করছেন তিনি। তাকে দেখে গ্রামের অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।
ক. উৎপাদনের উপকরণ কী?
খ. স্থানগত উৎপাদন বলতে কী বোঝায়?
গ. মাসুদের কাজে ব্যবহৃত সৌরশক্তি উৎপাদনের কোন ধরনের উপকরণ? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর শুধু এই উপকরণটিই বিপ্লব মাসুদের উৎপাদন কাজের জন্য যথেষ্ট? উত্তরের পক্ষে যুক্তি দাও।
৭. কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে ৪০,০০০ টাকা ঋণ নিয়ে সেই সব টাকা দিয়ে শ্রীপুরের কৃষক শাহজাহান মিয়া তিন একর জমিতে ১৫০০ কেজি আলু উৎপাদন করেন। উপকরণ হিসেবে তিনি আলু বীজ, ট্রাক্টর, সেচ যন্ত্র, সেচ যন্ত্রের জন্য তেল, বিদ্যুৎ, সার, শ্রমিক, কীটনাশক ইত্যাদি ব্যবহার করেন। আলু উৎপাদনের পর ঐ একই জমিতে তিনি ২০০০ কেজি ডাল উৎপাদন করেন। তিনি প্রতি কেজি আলু ২০ টাকা এবং প্রতি কেজি ডাল ৪০ টাকা দরে বিক্রি করেন। এছাড়া একই জমিতে সবজি চাষ করেও তিনি আরও ১০০০০ টাকা আয় করেন।
ক. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী?
খ. প্রকাশ্য ব্যয় বলতে কী বোঝায়? ২
গ. কৃষক শাহজাহান মিয়া ৩ একর জমি থেকে বছর শেষে কত টাকা মুনাফা অর্জন করল? ব্যাখ্যা কর। ৩
ঘ. শাহজাহান মিয়াকে একজন ভালো উৎপাদক বলা যায় কি? মতামতের পক্ষে যুক্তি দাও।
৮. নাটোর শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে বনপাড়া থানার শরিফ মিয়া তার দু-একর জমিতে লিচুবাগান করেছেন। বাগানে প্রায় ২০০টি লিচু গাছ রয়েছে। এ বছর বিভিন্ন ধরনের পরিচর্যায় বাগানের পেছনে প্রায় ৩০,০০০ টাকা ব্যয় হয়। লিচুর ফলন খুব ভালো হওয়ায় শরিফ মিয়া তার ছেলেদের নিয়ে দিন-রাত বাগান পাহারা দেন। তারা এ বছর লিচু বাগান থেকে অনেক টাকা মুনাফা করবেন বলে প্রত্যাশা করছেন।
ক. ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি কী?
খ. সংগঠক কে? ব্যাখ্যা কর।
গ. শরিফ মিয়ার লিচুবাগানের উৎপাদন ব্যয় অর্থনীতির দৃষ্টিতে ব্যাখ্যা কর।
ঘ. ‘প্রত্যেকটি উৎপাদনের ক্ষেত্রেই উদ্দীপকে ইঙ্গিতকৃত উৎপাদন ব্যয় অত্যন্ত জরুরি’ – বক্তব্যটি বিশ্লেষণ কর।
৯. অনেক দিন ধরে হালের বলদ দিয়ে চাষাবাদ করে আসছেন কৃষক হামিদ আলী। কিন্তু তাতে উৎপাদন কিছুটা কম হচ্ছে। তাই বেশি উৎপাদনের লক্ষ্যে হামিদ বন্ধুর পরামর্শমতো যান্ত্রিক উপায়ে চাষাবাদ শুরু করে। তবে এভাবে চাষাবাদ করতে গিয়ে হামিদ আলীর ব্যয় কিছুটা বাড়ছে। তার কাজের ফলে সৃষ্ট অসুবিধা দূরীকরণে তাকে উৎপাদন সংক্রান্ত ব্যয় ছাড়াও অন্যান্য ব্যয় বহন করতে হচ্ছে।
ক. উৎপাদন ব্যবস্থায় সমন্বয়কারী বলা হয় কাকে?
খ. অপ্রকাশ্য ব্যয় কী? ব্যাখ্যা কর।
গ. হামিদ আলীর অতিরিক্ত অর্থ ব্যয়ের বিষয়টিকে অর্থনীতির ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
ঘ. একজন উৎপাদককে অবশ্যই এই বিষয়টি বিবেচনা করে উৎপাদন ব্যবস্থায় অংশ নিতে হয় – তুমি কি বক্তব্যটি সমর্থন কর? যুক্তি দাও।
১০. মিঠুনের বাবা একজন তামাক উৎপাদক। তিনি তামাক চাষের উপকরণের জন্য বছরে ৫ কোটি টাকা, কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে ১০ কোটি টাকা এবং নিজের পরিবারের ত্যাগ স্বীকারের জন্য বছরে পরিবারসহ বিদেশ ভ্রমণ বাবদ ৫০ লক্ষ টাকা ব্যয় করেন? এ কাজে তিনি নিজে শ্রম দিচ্ছেন এবং নিজের জমিতেই তামাক উৎপাদন করছেন। এভাবে তিনি তামাক চাষে লাভবান হচ্ছেন।
ক. শ্রম কী?
খ. মোট উৎপাদন ধারণাটি ব্যাখ্যা কর।
গ. মিঠুনের বাবার বার্ষিক ব্যয় কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি উৎপাদন ক্ষেত্রে ব্যয়ের সার্বিক ধারণা দেয় কি? উত্তরের পক্ষে যুক্তি দাও।
১১. কোকোলা ফুড প্রোডাক্টসের বিজ্ঞাপনী সংস্থাটি প্রতিষ্ঠানের সার্বিক ব্যয়ভার বহন করে। প্রতিটি বিজ্ঞাপন তৈরিতে যে খরচ হয় তা বহন করার পরও মালিকপক্ষ দিন-রাত পরিশ্রম করছেন। তবে তারা কোনো বেতন নিচ্ছেন না। মুনাফার অংশটিকে তারা নিজেদের আয় বলে ধরে নিচ্ছেন।
ক. সংগঠন কী?
খ. ব্যবসায়ের সাংগঠনিক কাঠামো তৈরি জরুরি কেন?
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যয়ই একটি উৎপাদনকারী সংস্থার প্রধান ব্যয়? মতের পক্ষে যুক্তি দাও।
১২. রমজান আলী একজন কৃষক। তার ৩ বিঘা কৃষিজমি রয়েছে। এই জমিতে রমজান এক ঋতুতে ধান উৎপাদন করেন, অন্য ঋতুতে গম উৎপাদন করেন। ধান ও গম উৎপাদনের মাঝখানে সবজি চাষ করেন। সব উৎপাদনের জন্য উপকরণ হিসাবে বীজ, সার, পানি, কীটনাশক, ধান-গম কাটা ও মাড়াই যন্ত্র ব্যবহার করেন।
ক. উৎপাদন বলতে মূলত কী বোঝায়?
খ. রূপগত উৎপাদন বলতে কী বোঝ? উদাহরণ দাও।
গ. রমজান আলীর উৎপাদন উপযোগের দিক থেকে কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. রমজান আলীকে একজন উৎপাদক না সংগঠক বলবে? মন্তব্য কর।
এসএসসি শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post