আজকের বিষয় ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন
ডিগ্রি ২য় বর্ষ অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড: ১২২২০৩
ক-বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. অর্থের ফটকা চাহিদা বলতে কী বুঝ?
উত্তর: ব্যবসা-বাণিজ্যের জন্য মানুষ যে অর্থের প্রয়োজনীয়তা অনুভব করে তাই অর্থের ফটকা চাহিদা।
২. কালোটাকা কী?
উত্তর: অবৈধ উৎস হতে উপার্জিত অর্থ কালো টাকা।
৩. তারল্য ফাঁদ কী?
উত্তর: প্রত্যাশিত সর্বনিম্ন সুদের হারে অর্থের ফটকা চাহিদা অসীম হলে তাই তারল্য ফাঁদ।
৪. প্রায় মুদ্রা কী?
উত্তর: যেসব সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থের রূপান্তর করা যায় সেগুলো কে প্রায় মুদ্রা বলে যেমন ট্রেজারি বিল চাহিদা আমানত প্রাইজবন্ড ইত্যাদি।
৫. মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে?
উত্তর: সরকার নিজ ইচ্ছায় যে নিজের মধ্যে রাহমান আন্তর্জাতিক মান থেকেই কমিয়ে দিলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।
৬. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী?
উত্তর: সামগ্রিক যোগান এর তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে দাম স্তরের বৃদ্ধি ঘটে তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে।
৭. তফসিলি ব্যাংক কী?
উত্তর যে ব্যাংক কতিপয় শর্তপূরণ সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সদস্য হওয়ার জন্য তার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে সেই ব্যাংকই তফসিলি ব্যাংক।
৮. কৃষি ব্যাংক কী?
উত্তর: ধরনের ব্যাংক উত্তর কৃষি ব্যাংক বিশেষায়িত ব্যাংক।
৯. বিশেষায়িত ব্যাংক কাকে বলে?
উত্তর: বিশেষ উদ্দেশ্যে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং সে আর্থিক প্রতিষ্ঠান থেকে আমানত সংগ্রহ এবং ঋণ প্রদানের ব্যবস্থা থাকে তখন সে আর্থিক প্রতিষ্ঠানকে বিশেষায়িত ব্যাংক বলে বিশেষায়িত ব্যাংকের অনেক সময় উন্নয়ন ব্যাংক বলা হয়।
১০. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে?
উত্তর: যে আর্থিক প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে জমাকৃত অর্থের জন্য কম হারে সঞ্জয়ী সুদ প্রদান করে এবং আর্থিক হারে বিনিয়োগের নিমিত্তে সুদ ধার্য করে উদ্বত্ত সুদ মুনাফা হিসেবে লাভ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
১১. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে?
উত্তর: মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে দেশের মুদ্রা প্রচলন নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিময় হার নির্ধারণ ও মূলধন বাজারের সকল কর্মকান্ড নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
১২. কোন ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়।
১৩. ব্যাংক হার কী?
উত্তর: যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান করে তাই ব্যাংক হার।
১৪. মুশারাকা কী?
উত্তর: দুই বা ততোধিক পক্ষের মধ্যে অংশীদারি মালিকানার ভিত্তিতে বিনিয়োগ পদ্ধতি গড়ে ওঠে তাই মুশারাকা।
১৫. চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: চরম ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা অ্যাডাম স্মিথ।
১৬. তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: তুলনামূলক সুবিধা তত্ত্বের প্রবক্তা ডেভিড রিকার্ডো।
১৭. লেনদেন ভারসাম্য কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল প্রকার দৃশ্যমান ও অদৃশ্যমান আমদানি এবং রপ্তানি হিসাবকে লেনদেন ভারসাম্য বলে।
১৮. বাণিজ্য শর্ত কী?
উত্তর: যে নীতিমালার দ্বারা বাণিজ্যের পরিমাণ নির্ধারিত হয় তাই বাণিজ্য শর্ত।
১৯. সংরক্ষণ বলতে কী বোঝ?
উত্তর: একটি দেশের সাথে অপর একটি দেশের বাণিজ্য তথা দ্রব্য ও সেবার আদান-প্রদানে যেসব কার্যকর ব্যবস্থা অবলম্বন এর দ্বারা নিয়ন্ত্রণ করা যায় সেগুলোর যে কোনটির অস্তিত্ব থাকলেই বাণিজ্য অবস্থাকে সংরক্ষণ বলা যায়।
২০. ডাম্পিং বলতে কি বুঝ?
উত্তর: প্রদেশ স্বাভাবিক দামের চেয়ে কম দামে কোন পণ্য রপ্তানি করে তাকে ডাম্পিং বলে।
২১. বাজার ব্যর্থতা কাকে বলে?
উত্তর: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য বিক্রয়ের মাধ্যমে ক্ষতির সম্মুখীন হলে তাকে বাজার ব্যর্থতা বলে।
২২. করের কানুন কাকে বলে?
উত্তর: কাঠামোর উন্নয়নের জন্য যেসব নিয়মাবলী প্রয়োগ করা হয় তাকে কলেরকান বলে।
২৩. ফ্রী বলতে কী বুঝ?
উত্তর: কোন বিশেষ সুবিধা লাভের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে যে অর্থ প্রদান করেন তাকে কি বলা হয়।
২৪. করঘাত ও করপাত কাকে বলে?
উত্তর: কর বসানোর পর নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর আর্থিক ভার বহন করতে হয় একে করঘাত বলা হয়।
২৫. কর অপসারণ সঞ্চালন বলতে কী বুঝায়?
উত্তর: ভারতের ওপর স্থানান্তরের চেষ্টা কর অপসারণ বা সঞ্চালন বলে।
২৬. এক অক্ষর কাকে বলে?
উত্তর: দ্রব্যের প্রতি একক এর উপর নির্দিষ্ট পরিমাণ কত সালে তাকে একক কর বলে।
২৭. দুটি প্রত্যক্ষ করের নাম লেখ।
উত্তর: দুটি প্রত্যক্ষ কর হলো আয়কর ও মুনাফা কর।
৩০. পরোক্ষ কর কাকে বলে?
উত্তর: প্রাথমিকভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয় তাকে পরোক্ষ কর বলে এর চূড়ান্ত সমাজের বিভিন্ন লোকের ওপর পড়ে।
৩১. কর ভিত্তি কী?
উত্তর: ভিত্তি হলো এমন উপাদানের উপর কর আরোপ করা হয়।
৩২. প্রগতিশীল কর কাকে বলে?
উত্তর: কর ভিত্তি বারলে যদি কর হার বারে করে তবে তাকে প্রগতিশীল কর বলা হয় এক্ষেত্রে ক্রমবর্ধমান হারে বাড়ে।
৩৩. বাজেট কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট সময়ে সাধারণত সরকারের অর্থবছরের প্রত্যাশিত আয় ও পরিকল্পিত ও ব্যয়ের হিসাব কে বাজেট বলে।
৩৪. ঘাটতি বাজেট কাকে বলে?
উত্তর: যে বাজেটে এর থেকে ব্যয় বেশি সেই বাজেট ঘাটতি বাজেট বলা হয়।
৩৫. ভারসাম্য বাজেট কাকে বলে?
উত্তর: মোটেও মোট ব্যয় পরস্পর সমান হলে তাকে ভারসাম্য বাজেট বলে।
৩৬. আর্থিক নীতি কী?
উত্তর: সামষ্টিক অর্থনীতির বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও কেন্দ্রীয় ব্যাংকের সম্বন্ধে অর্থের যোগান নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেসব নীতিমালা গ্রহণ করে তাদের সমষ্টি আর্থিক নীতি।
৩৭. ঘাটতি অর্থ সংস্থান কাকে বলে?
উত্তর: সরকারের মোট আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি ব্যয় বলে এই ঘাটতি পূরণ করার জন্য যেসব পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ঘাটতি অর্থসংস্থান বলে।
৩৮. রাজস্ব ব্যয় কাকে বলে?
উত্তর: সরকার পরিচালনার খরচকে রাজস্ব ব্যয় বলে।
৩৯. কর এর সংজ্ঞা দাও।
উত্তর: সরকার রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের ব্যয় নির্বাহের জন্য নাগরিকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কর বলা হয়।
৪০. বিক্রয় কর কাকে বলে?
উত্তর: দ্রব্যের লেনদেনের উপর যে কর বসানো হয় তাকে বিক্রয় কর বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে সম্পর্ক কী?
২. অর্থের যোগান ধারণাটি ব্যাখ্যা কর। অথবা, অর্থের সরবরাহ বলতে কী বুঝ?
৩. খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ?
৪. মুদ্রা সংকোচন এর ধারণা ব্যাখ্যা কর।
৫. মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন এর মধ্যে পার্থক্য দেখাও।
৬. কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয় কেন?
৭. কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা কর।
৮. সুদবিহীন ব্যাংক কি
৯. প্রচলিত ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক এর পার্থক্য কী?
১০. লেনদেন উদ্বৃত্তে ভারসাম্যহীনতা বলতে কী বুঝ?
১১. দেখাও যে, লেনদেন উদ্ভিদে সর্বদা সমতা থাকে।
১২. বাণিজ্য হার কী?
১৩. অবাধ বাণিজ্য ও সংরক্ষণের মধ্যে পার্থক্য দেখাও।
১৪. সরকারি ও ব্যক্তিগত অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? অথবা, সরকারি ও বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখাও।
১৫. করের কারণগুলো কী? অথবা, করের কারণসমূহ কী? করের কারণসমূহের একটি বিবরণ দাও।
১৬. করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য কী? অথবা, করঘাত ও করপাত এর মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১৭. কর ও ফি এর মধ্যে পার্থক্য কী?
১৮. সুষম অসম বাজেট এর সংজ্ঞা দাও।
১৯. উদ্বৃত্ত বাজেট ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কী?
২০. সরকার ঋণ গ্রহণ করে কেন?
২১. সরকারি ব্যয় বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. তারল্য ফাঁদ ধারণাটি ব্যাখ্যা কর।
২. অর্থের মূল্য নির্ধারণের ফিশারীয় ভাষ্য ব্যাখ্যা কর।
৩. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ আলোচনা কর।
৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো আলোচনা কর।
৫. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা কর।
৬. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা কর। অথবা,
কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারসমূহ আলোচনা কর।
৭. ইসলামী ব্যাংক কী? ইসলামী ব্যাংকের বিনিয়োগ এর ধারণসমূহ ব্যাখ্যা কর।
৮. অ্যাডাম স্মিথ এর চরম ব্যয় তত্ত্বটি সমালোচনা ব্যাখ্যা কর।
৯. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বটি ব্যাখ্যা কর।
১০. লেনদেন উদ্ভিদটি প্রতিকূলতা দূরীকরণে মুদ্রার অবমূল্যায়নের ভূমিকা তুলে ধর।
১১. বাংলাদেশ বাণিজ্য হাড়ের প্রতিকূলতার কারণগুলো আলোচনা কর।
১২. অবাধ বাণিজ্য সুবিধাসমূহ আলোচনা কর। অথবা, অবাধ বাণিজ্যর পক্ষে যুক্তিগুলো উল্লেখ কর।
১৩. কোথায় আধুনিক অর্থনীতিতে সরকারি অর্থ ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা কর।
১৪. কর প্রদানের সামর্থ্য নীতি ব্যাখ্যা কর।
১৫. একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর।
১৬. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা কর।
১৭. ঘাটতি ব্যয় এর পক্ষে যুক্তিসমূহ কী কী? ব্যাখ্যা কর।
১৮. সরকারি ঋণের বিভিন্ন উৎসসমূহের বর্ণনা দাও।
১৯. ‘বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয়।’- উক্তিটি ব্যাখ্যা কর।
২০. উৎপাদন বন্ধ কর্মসংস্থানের ওপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি অর্থনীতি ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post