অর্থনীতি ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : শিল্প বলতে মূলত অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠান বোঝায়, যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। যেখানে ফার্মসমূহ একবার মূল্য ও উৎপাদন নির্ধারণ করলে পরে মূল্য ও উৎপাদন পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই। অর্থাৎ শিল্পের অন্তর্গত ফার্মসমূহের মূল্য ও উৎপাদন স্থির হয়ে যায়।
অর্থনীতি ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. বাজার বলতে কী বোঝায়?
উত্তর: সাধারণভাবে দ্রব্যসামগ্রী ক্রয় ও বিক্রয়ের স্থানকে বাজার বলা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে শুধু নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বরং বাজার হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা-কেনা হয়।
২. মূল্যের নিয়ম কী?
উত্তর: বাজার ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়। এই নিয়মকে মূল্যের নিয়ম বলে। এ মূল্যের ওপর দ্রব্যের বেচা-কেনা নির্ভর করে।
৩. বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় কী কী?
উত্তর: বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় হচ্ছেÑ চাহিদা, যোগান ও সময়।
৪. সময়ের প্রেক্ষিতে বাজার কত ধরনের হয় এবং কী কী?
উত্তর: সময়ের প্রেক্ষিতে বাজার তিন ধরনের হয়। এগুলো হচ্ছে- অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার ও দীর্ঘকালীন বাজার।
৫. স্থানভেদে বাজার কয় ধরনের হয় এবং কী কী?
উত্তর: স্থানভেদে বাজার তিন ধরনের। এগুলো হচ্ছেÑস্থানীয় বাজার, জাতীয় বাজার ও আন্তর্জাতিক বাজার।
৬. অর্থবাজার কী?
উত্তর: যে প্রক্রিয়ায় অর্থ লেনদেন হয়, তাকে অর্থবাজার বলে। এক্ষেত্রে অর্থের চাহিদা ও যোগান সমতায়নের মাধ্যমে সুদের হার নির্ধারিত হয়।
৭. শ্রমবাজার বলতে কী বোঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় শ্রম বেচা-কেনা হয়, তাকে শ্রমবাজার বলে। শ্রমের চাহিদা ও যোগান মজুরি নির্ধারণ করে। এক্ষেত্রে শ্রমিক বা শ্রমজোট এবং শ্রমিক নিয়োগ কর্তা দুই পক্ষ দ্বারা শ্রমের মজুরি বা দাম নির্ধারিত হয়।
৮. দ্রব্য বাজারের ধারণা দাও।
উত্তর: যে প্রক্রিয়ায় দ্রব্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে বেচা-কেনা হয়, তাকে দ্রব্য বাজার বলে। দ্রব্যের বেচা-কেনা দ্রব্যের মূল্যের ওপর নির্ভর করে।
৯. ফার্ম ও শিল্পের ধারণা দাও।
উত্তর: ফার্ম ও শিল্প অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা। নিচে ফার্ম ও শিল্পের ধারণা দেয়া হলো:
ফার্ম: একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফার্ম বলে।
শিল্প: শিল্প বলতে মূলত অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠান বোঝায়, যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। যেখানে ফার্মসমূহ একবার মূল্য ও উৎপাদন নির্ধারণ করলে পরে মূল্য ও উৎপাদন পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই। অর্থাৎ শিল্পের অন্তর্গত ফার্মসমূহের মূল্য ও উৎপাদন স্থির হয়ে যায়।
১০. উপকরণ বাজার কী?
উত্তর: উৎপাদনে ব্যবহৃত যেকোনো মৌলিক উপাদানকে উপকরণ বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদন ব্যবস্থায় যা ব্যবহৃত হয় তাকে উপকরণ বলে। যে প্রক্রিয়ায় উপকরণ ক্রেতা ও বিক্রেতার মধ্যে বেচা-কেনা হয় তাকে উপকরণ বাজার বলে। উপকরণের বেচা-কেনা উপকরণের মূল্যের ওপর নির্ভর করে। উপকরণের চাহিদা ও যোগান দ্বারা উপকরণের মূল্য নির্ধারিত হয়।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৫ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post