শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. শ্রমবাজার বলতে কী বোঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় শ্রম বেচা-কেনা হয়, তাকে শ্রমবাজার বলে। শ্রমের চাহিদা ও যোগান মজুরি নির্ধারণ করে। এক্ষেত্রে শ্রমিক বা শ্রমজোট এবং শ্রমিক নিয়োগ কর্তা দুই পক্ষ দ্বারা শ্রমের মজুরি বা দাম নির্ধারিত হয়।
২. বাজার বলতে কী বোঝায়?
উত্তর: সাধারণভাবে দ্রব্যসামগ্রী ক্রয় ও বিক্রয়ের স্থানকে বাজার বলা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে শুধু নির্দিষ্ট স্থানকে বোঝায় না। বরং বাজার হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্নভাবে ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্য বা সেবা বেচা-কেনা হয়।
৩. মূল্যের নিয়ম কী?
উত্তর: বাজার ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়। এই নিয়মকে মূল্যের নিয়ম বলে। এ মূল্যের ওপর দ্রব্যের বেচা-কেনা নির্ভর করে।
৪. বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় কী কী?
উত্তর: বাজার ব্যবস্থায় তিনটি মৌলিক বিষয় হচ্ছে চাহিদা, যোগান ও সময়।
৫. সময়ের প্রেক্ষিতে বাজার কত ধরনের হয় এবং কী কী?
উত্তর: সময়ের প্রেক্ষিতে বাজার তিন ধরনের হয়। এগুলো হচ্ছে- অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার ও দীর্ঘকালীন বাজার।
৬. স্থানভেদে বাজার কয় ধরনের হয় এবং কী কী?
উত্তর: স্থানভেদে বাজার তিন ধরনের। এগুলো হচ্ছে- স্থানীয় বাজার, জাতীয় বাজার ও আন্তর্জাতিক বাজার।
৭. অর্থবাজার কী?
উত্তর: যে প্রক্রিয়ায় অর্থ লেনদেন হয়, তাকে অর্থবাজার বলে। এক্ষেত্রে অর্থের চাহিদা ও যোগান সমতায়নের মাধ্যমে সুদের হার নির্ধারিত হয়।
৮. দ্রব্য বাজারের ধারণা দাও।
উত্তর: যে প্রক্রিয়ায় দ্রব্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে বেচা-কেনা হয়, তাকে দ্রব্য বাজার বলে। দ্রব্যের বেচা-কেনা দ্রব্যের মূল্যের ওপর নির্ভর করে।
৯. বাজারের ধারণায় কয়টি মৌলিক বিষয় রয়েছে?
উত্তর: বাজারের ধারণায় তিনটি মৌলিক বিষয় রয়েছে।
শিক্ষার্থীরা, ওপরে অর্থনীতি ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post