অর্থনীতি ২য় পত্র ৫ম অধ্যায় mcq : দারিদ্র্য বিমোচনের সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক খুব ঘনিষ্ট। দারিদ্র্য বিমোচনে সরকারের নিরলস প্রচেষ্টার ফলে বাংলাদেশে দারিদ্র্যের হার, তীব্রতা ও গভীরতা ক্রমশ হ্রাস পাচ্ছে। ১৯৯১ সালে দারিদ্র্যের হার ছিল ৫৬.৭ শতাংশ, ২০১৬ সালে তা কমে দাঁড়িয়েছে ২৩.৫ শতাংশে। ২০২০ সালের মধ্যে দারিদ্র্যের হার ১৮.৬ শতাংশে কমিয়ে আনার প্রক্ষেপন করা হয়েছে।
বাংলাদেশে শতকরা ৪৫.১ ভাগ জনগণের মাথাপিছু জমির পরিমাণ ০.০৫ একরের কম। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি, নগরায়ন, শিল্পোৎপাদন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে একদিকে খাদ্য উৎপাদন হ্রাস অপরদিকে মানুষের ক্রয়ক্ষমতা যুগোপযোগী না হওয়ায় বিষয়টি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।
অর্থনীতি ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?
● খাদ্যের প্রাপ্যতা ও ক্রয়ক্ষমতা
খ. খাদ্যের দুষ্প্রাপ্যতা
গ. খাদ্যের রপ্তানি আয়
ঘ. সস্তা খাদ্য
২. খাদ্য নিরাপত্তাকে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. চার ভাগে
গ. তিন ভাগে
ঘ. পাচ ভাগে
৩. FAO-এর অর্থ কী?
ক. আন্তর্জাতিক আর্থিক সংস্থা
● খাদ্য ও কৃষি সংস্থা
গ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঘ. বিশ্ব শান্তি সংস্থা
৪. কোন সালে বিশ্ব খাদ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৯৫
● ১৯৯৬
গ. ১৯৯৭
ঘ. ১৯৯৮
৫. খাদ্য প্রাপ্তির বিষয়টি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
ক. খাদ্যের চাহিদা
● খাদ্যের যোগান
গ. খাদ্য সংগ্রহ
ঘ. খাদ্য সংরক্ষণ
৬. খাদ্য নিরাপত্তার সমস্যাটি কোন ধরনের সমস্যা?
ক. আঞ্চলিক সমস্যা
খ. একক সমস্যা
গ. দেশীয় সমস্যা
● বৈশ্বিক সমস্যা
৭. পরিবারের সকল সদস্যের পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করা যায় কীভাবে?
ক. গুদামজাতকরণের মাধ্যমে
খ. উৎপাদনের মাধ্যমে
● সংরক্ষণের মাধ্যমে
গ. সঠিক বণ্টনের মাধ্যমে
৮. খাদ্যশস্যের উৎপাদন কম হলে কী দেখা দেয়?
ক. চাহিদা কম
খ. খাদ্য আমদানি
● খাদ্য ঘাটতি
ঘ. যোগান বেশি
৯. খাদ্য নিরাপদকরণের জন্য ‘বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ আইন’ কোন সালে প্রণয়ন করা হয়েছে?
ক. ১৯৮০
খ. ১৯৯০
● ১৯৯৬
ঘ. ১৯৯৯
১০. বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য প্রাপ্তির লক্ষ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ কোন সালে প্রণয়ন করা হয়েছে?
ক. ২০০০
খ. ১৯০০
● ২০০৯
ঘ. ১৯৯৯
১১. বাংলাদেশের কত ভাগ মহিলার BMI ১০৪.৫ এর নিচে?
ক. ৩৭%
খ. ৩৮%
গ. ৩৪%
● ৩০%
১২. হোটেল ‘ক’ ছোঁয়াচে রোগে আক্রান্ত কর্মচারী দিয়ে খাদ্য পরিবেশন করাচ্ছে। ভ্রাম্যমাণ আদালত হোটেল ‘ক’ মালিককে কত বছর কারাদণ্ড দিবে?
ক. ২ বছর
● ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
১৩. খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি খাতে সরকারের কোনটি করা উচিত?
ক. খাদ্য আমদানি
খ. খাদ্য সাহায্য
● বাজেটে অধিক বরাদ্দ
জ্ঞ. অনুন্নয়ন ব্যয়
১৪. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভোক্তা স্বার্থে অধিকার কয়টি?
ক. দুইটি
● আটটি
গ. তিনটি
ঘ. চারটি
১৫. ভেজাল খাদ্যের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড আইন পাস হয় কত সালে?
ক. ১৯৮০
খ. ১৯৯০
● ২০০৫
ঘ. ১৯৯৯
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
তানহার দেশের জনগণ প্রতিদিন খাদ্য গ্রহণ করে ৩৪০০ কিলো ক্যালরি। কিন্তু সুমার দেশের জনগণ মাত্র ১৮০০ কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করে।
১৬. সুমীর দেশের জনসাধারণের মধ্যে নিচের কোনটি বিরাজমান?
● পুষ্টিহীনতা
খ. অদক্ষতা
গ. খাদ্যের অপচয় ক্রয়যোগ্যতা
ঘ. পর্যাপ্ত শক্তি ও পুষ্টি গ্রহণ
১৭. সুমীর দেশে দেখা দেয়-
i. জনস্বাস্থ্যহানি
ii. মোট শ্রমশক্তি হ্রাস
iii. কর্মঠ জাতি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৮. খাদ্য নিরাপত্তার প্রধান শর্ত কয়টি?
ক. ১টি
খ. ২টি
● ৩টি
ঘ. ৪টি
১৯. খাদ্য ঘাটতি মোকাবিলায় কোনটি প্রয়োজন?
ক. খাদ্য উৎপাদন
● খাদ্য মজুত
গ. খাদ্য আমদানি
ঘ. খাদ্য বিপণন
২০. খাদ্যের প্রাপ্যতা নির্ভর করে কীসের ওপর?
ক. খাদ্যের চাহিদা
খ. খাদ্যের মজুত
● খাদ্যের যোগান
ঘ. আমদানি
২১. কোনটি খাদ্য নিরাপত্তার দিক নয়?
ক. খাদ্য উৎপাদন
● খাদ্য রপ্তানি
গ. খাদ্য আমদানি
ঘ. খাদ্য বিপণন
২২. খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য কি নিশ্চিত করতে হবে?
ক. আমদানি
খ. রপ্তানি
● উৎপাদন ও বণ্টন ব্যবস্থা
ঘ. বাজার ব্যবস্থা
২৩. অবস্থানগত লভ্যতার সহায়ক উপাদান কোনটি?
● অবকাঠামো উন্ন
খ. সম্পদের মালিকানা
গ. আমদানি
ঘ. নিজস্ব উৎপাদন
২৪. খাদ্যের ব্যবহারের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ?
ক. খাদ্যের সুষ্ঠু বণ্টন
● পানি ও সেনিটেশন
গ. নিরাপদ খাদ্য সরবরাহ
ঘ. খাদ্যের সহজলভ্যতা
২৫. কীসের দ্বারা জনগণের পুষ্টির উন্নতি হয়?
ক. বাণিজ্যনীতি
খ. বৈদেশিক নীতি
● খাদ্যনীতি
ঘ. খাদ্য ঘাটতি
২৬. সামাজিক লভ্যতার সহায়ক উপাদান কোনটি?
● সামাজিক নিরাপত্তা বেষ্টনী
খ. সুশাসন
গ. সামাজিক শৃঙ্খলা
ঘ. খাদ্য মজুত
২৭. খাদ্যদ্রব্যে চাহিদা ও যোগান প্রভাবিত হয় কীসের দ্বারা?
● খাদ্যের দাম
খ. খাদ্য উৎপাদন
গ. খাদ্যনীতি
ঘ. খাদ্য ঘাটতি
২৮. খাদ্যের সম্ভ্যবহারে করণীয় দিক কোনটি?
● উত্তম পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
খ. একই ধরনের খাদ্য ভোগ
গ. খাদ্যের অসম বণ্টন
ঘ. খাদ্য আমদানি
২৯. দেশে খাদ্যের পর্যাপ্ত যোগান থাকলেও মিলিদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে থাকে। কীসের অক্ষমতার জন্য এমনটা হয়?
● খাদ্য ক্রয়
খ. খাদ্য গুদামজাতকরণ
গ. খাদ্য বিক্রয়
ঘ. খাদ্য সংরক্ষণ
৩০. খাদ্যের প্রাপ্যতার উপাদান হলো-
i. খাদ্য আমদানি
ii. খাদ্য সাহায্য
iii. খাদ্যের মজুদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩১. জাতীয় পর্যায়ে খাদ্য সরবরাহ নির্ভর করে-
i. সরকারি খাতের ওপর
ii. ব্যক্তিগত খাতের ওপর
iii. বৈদেশিক বিনিময়ের ওপর
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩২. খাদ্য আমদানি করতে বিবেচনা করতে হয়-
i. বাণিজ্য নীতি
ii. বিশ্বে খাদ্যের দাম
iii. দ্বি-পাক্ষিক চুক্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৩. খাদ্য চাহিদার প্রধান নির্ধারক-
i. খাদ্যের প্রাপ্যতা
ii. জনপ্রতি আয়
iii. খাদ্যের দাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
৩৪. খাদ্য প্রাপ্যতা বাধাগ্রস্ত হওয়ার কারণ হলো-
i. পদ্ধতিগত দুর্বলতা
ii. যাতায়াত ব্যবস্থা
iii. সরকারি সহযোগিতার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
লিলির বাবা একজন কৃষক। লিলিরা পাঁচ ভাই-বোন। পরিবারে সদস্য বেশি থাকায় লিলির বাবার আয়ের সবটাই ব্যয় হয়ে যায় খাদ্যদ্রব্য ক্রয়ে এবং তারা সাধারণ খাবার গ্রহণেই অভ্যস্ত।
৩৫. লিলির বাবার আয় কম হওয়ায় কোনটি কমে যায়?
ক. খাদ্যের প্রাপ্যতা
● খাদ্যের ক্রয়যোগ্যতা
গ. খাদ্যের ব্যবহার
ঘ. খাদ্যের উৎপাদন
৩৬. লিলির বাবা কৃষক হওয়ার ফলে পরিবারের-
i. খাদ্য ঘাটতি
ii. ভোগ কম
iii. পুষ্টি কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৭. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ জমি আবাদযোগ্য?
● ৩৭%
খ. ৩৮%
গ. ৯৭%
ঘ. ৩০%
৩৮. মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. তৃতীয়
● চতুর্থ
গ. ষষ্ঠ
ঘ. পঞ্চম
৩৯. আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
ক. তৃতীয়
● সপ্তম
গ. ষষ্ঠ
ঘ. পঞ্চম
৪০. সরকার প্রধানত কয়টি উদ্দেশ্যে খাদ্য মজুত করে থাকে?
● ২টি
খ. ৪টি
গ. ৩টি
ঘ. ৫টি
৪১. বাংলাদেশ সরকার প্রতিবছর প্রায় ১০ লাখ টন খাদ্য মজুত হিসেবে রাখে। এর ফলে কোনটি মোকাবিলা করা যায়?
ক. খাদ্যের দাম
খ. খাদ্য উৎপাদন
গ. খাদ্যনীতি
● খাদ্য ঘাটতি
৪২. সামুদ্রিক মাছ আহরণে বাংলাদেশের অবস্থান কত?
ক. ২২তম
● ২৫তম
গ. ২৩তম
ঘ. ২৭তম
৪৩. রহিমা তার খাবার তালিকায় বিভিন্ন ধরনের খাবার রাখে। এতে রহিমা কোনটি নিশ্চিত করতে চায়?
● সর্বাধিক পুষ্টি
খ. খাদ্য মজুত
গ. খাদ্য নিরাপত্তা
ঘ. খাদ্য সংরক্ষণ
৪৪. সবজি উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়
খ. চতুর্থ
● তৃতীয়
ঘ. পঞ্চম
৪৫. দেহের বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটি?
● খাদ্যের ব্যবহার ও পুষ্টি
খ. খাদ্যের চাহিদা
গ. অপুষ্টি
ঘ. বিশুদ্ধ পানি
৪৬. বাংলাদেশ সরকার MGD কত সালে গ্রহণ করেছে?
ক. ২০১২
খ. ২০১১
গ. ২০১৪
● ২০১৫
৪৭. পর্যাপ্ত পরিমাণ পুষ্টি যোগান দেয়া হয় কীসের মাধ্যমে?
● খাদ্য ব্যবহারে
খ. খাদ্য প্রাপ্যতার
গ. খাদ্য নিরাপত্তার
ঘ. খাদ্য মজুতে
৪৮. কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব হবে-
i. কৃষি ঋণ প্রদানে
ii. কৃষি উপকরণে ভর্তুকি প্রদানে
iii. খাদ্য আমদানিতে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৯. খাদ্য মূল্যের স্থিতিশীলতা আনয়নের হাতিয়ার হচ্ছে-
i. মূল্য সহায়তা
ii. খোলা বাজারে পণ্য বিক্রয়
iii. মোবাইল কোর্ট
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও:
দিশা বাংলাদেশের নাগরিক এবং তার দেশের জনসংখ্যার হার অনেক বেশি হওয়ায় মানুষ সময়মতো খাবার পায় না, তাই তারা শারীরিকভাবে অনেক দুর্বল। অপরদিকে, জন কানাডার নাগরিক যেখানে জনসংখ্যা অনেক কম এবং মানুষেরা সময়মতো খাবার পায়।
৫০. অধিক জনসংখ্যা নিশার দেশে কোন সমস্যার সৃষ্টি করে?
● খাদ্যের প্রাপ্যতা
খ. অর্থনৈতিক ভারসাম্য সমস্যা
গ. প্রাকৃতিক সম্পদ বিনষ্ট
ঘ. অধিক রপ্তানি
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৫ম অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post