অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : উৎপাদন পদ্ধতিতে খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করে মোট দেশজ উৎপাদ হিসাব হয়। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত থাকে। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদ নির্ধারণ করা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে মোট ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদ নির্ধারণ করা হয়।
অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. মোট দেশজ উৎপাদের ধারণা দাও।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পর্যায়ের সকল দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদ বলে। মোট দেশজ উৎপাদ হিসাবের সময় দেশের বিদেশি বিনিয়োগের সৃষ্ট উৎপাদন ধরা হয় কিন্তু বিদেশে দেশি বিনিয়োগ থেকে সৃষ্ট উৎপাদন বাদ দেয়া হয়। অর্থাৎ মোট দেশজ উৎপাদ বলতে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত সব রকমের দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের বাজার দামের সমষ্টিকে বোঝায়।
২. মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে।
৩. নিট জাতীয় আয় বলতে কী বোঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় (Capital Consumption Allowance বা CCA বা Depreciation) বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বলতে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে বোঝায়।
৪. GNI, GDP, NNI এদের পূর্ণরূপ দাও।
উত্তর: নিচে GNI, GDP, NNI পূর্ণরূপ দেওয়া হলো:
- GNI = Gross National Income.
- GDP = Gross Domestic Product.
- NNI = Net National Income.
৫. CCA বলতে কী বোঝায়?
উত্তর: CCA-এর পূর্ণরূপ হলো Capital Consumption Allowance। এর অর্থ হলো মূলধন ব্যবহারজনিত অবচয়। অর্থাৎ কোনো উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয়, তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে CCA বা Capital Consumption Allowance বলে।
৬. উৎপাদন পদ্ধতিকে কীভাবে মোট দেশম উৎপাদ হিসাব করা হয়।
উত্তর: উৎপাদন পদ্ধতিতে খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করে মোট দেশজ উৎপাদ হিসাব হয়। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত থাকে। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদ নির্ধারণ করা হয়। বাংলাদেশের প্রেক্ষিতে মোট ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদ নির্ধারণ করা হয়।
৭. সচলতা বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনীতিতে সচলতা বলতে পিছিয়ে পড়া অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ প্রসারমান অর্থনৈতিক কার্যকলাপে সরিয়ে নেওয়ার বৈশিষ্ট্যকে বোঝায়।
বিভিন্ন কারণে ব্যবসায় বা উৎপাদনে ক্ষতি হতে পারে এবং চাহিদাও কমে যেতে পারে। এ ধরনের পরিস্থিতিতে ব্যবসায়ীরা প্রসারমান এবং লাভজনক কোনো ব্যবসায় তাদের অর্থসম্পদ বিনিয়োগ করেন। এটিই মূলত সচলতা বৈশিষ্ট্য।
৮. বেআইনি আয় মোট দেশজ উৎপাদের হিসাব বহির্ভূত কেন?
উত্তর: বেআইনি আয় সামাজিকভাবে অগ্রহণযোগ্য এবং দেশের প্রচলিত আইনের বিরোধী মোট দেশজ উৎপদের হিসাব বহির্ভূত।
অপরাধমূলক ও অনৈতিক কর্মকা- সমাজ কখনই গ্রহণ করে না। প্রচলিত আইনে এ ধরনে কর্মকা- শাস্তিযোগ্য। সমাজে এ ধরনের কর্মকা- নেতিবাচকভাবে দেখা হয়। এ কারণে জাতীয় আয় গণনার ক্ষেত্রে বেআইনি আয় সবসময় মোট দেশজ উৎপাদের হিসাব বহির্ভূত।
৯. প্রযুক্তির ওপর জিডিপি বহুলাংশে নির্ভর করে কেন?
উত্তর: প্রযুক্তিগত উন্নয়নের কারণে উৎপাদন বৃদ্ধি পায় বলে প্রযুক্তির ওপর জিডিপি বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন—নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ, কৃষি খাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং প্রযুক্তিগত উন্নয়নের ওপর জিডিপি অনেকাংশে নির্ভর করে।
১০. মোট জাতীয় আয় বলতে কী বোঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে।
মোট দেশজ উৎপাদের সাথে নিট উপাদান আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ থেকে ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বোঝায়।
আরও দেখো—অর্থনীতি অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post