শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত অর্থনীতি প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মোট দেশজ উৎপাদন কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবাকর্ম সৃষ্টি হয় তাকে মোট দেশজ উৎপাদন বলে।
২. খাজনা কী?
উত্তর: ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে খাজনা বলে।
৩. মাথাপিছু জিডিপি কী?
উত্তর: কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায়, তাই মাথাপিছু জিডিপি৷
৪. CCA পূর্ণরূপ কী?
উত্তর: CCA এর পূর্ণরূপ হলো- Capital Consumption Allowance.
৫. GNI পূর্ণরূপ ইংরেজিতে লেখ।
উত্তর: GNI এর পূর্ণরূপ হচ্ছে Gross National Income.
৬. GDP এর পূর্ণরূপ ইংরেজিতে লেখ।
উত্তর: GDP এর পূর্ণরূপ হলো- Gross Domestic Product.
৭. NNP এর পূর্ণরূপ কী?
উত্তর: NNP এর পূর্ণরূপ হলো- Net National Product.
৮. নিট জাতীয় আয় কাকে বলে?
উত্তর: কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।
৯. জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কয়টি?
উত্তর: জাতীয় আয় পরিমাপের পদ্ধতি ৩টি।
১০. কৃষি ও বনজ সম্পদ খাতকে কয়টি উপখাতে বিভক্ত করা হয়েছে?
উত্তর: কৃষি ও বনজ সম্পদ খাতকে ৩টি উপখাতে বিভক্ত করা হয়েছে।
১১. মোট দেশজ উৎপাদের সাথে নিট উৎপাদন আয় যোগ করলে কী পাওয়া যায়?
উত্তর: মোট দেশজ উৎপাদের সাথে নিট উৎপাদন আয় যোগ করলে জাতীয় আয় পাওয়া যায়।
১২. একটি দেশের উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক কী?
উত্তর: একটি দেশের উন্নয়ন ও জীবনযাত্রার মানের প্রধান সূচক জিডিপি।
শিক্ষার্থীরা, ওপরে উত্তর অর্থনীতি ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post