অর্থনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : একটি ব্যবসায় প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার জন্য কী পরিমাণ মূলধন প্রয়োজন, আয়ের উৎস নির্ধারণ, অপেক্ষাকৃত কম ব্যয়ের খাত চিহ্নিতকরণ, কোনো নির্দিষ্টি পরিমাণের অর্থ সংগ্রহের পর তা কোন খাতে বা প্রকল্পে কী পরিমাণে বিনিয়োগ করলে তা থেকে কেমন ফলাফল পাওয়া যেতে পারে বা ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা অর্জন ও সম্পদ সর্বাধিকরণ সম্ভবপর হবে, সে সকল বিষয়ের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কর্মপ্রচেষ্টা কে অর্থায়ন বলা হয়। এই কারণেই অর্থায়নকে ব্যবসায় প্রতিষ্ঠানের চালিকা শক্তি বা জীবনী শক্তি (life blood) বলা হয়। অর্থায়ন বলতে কম ব্যয়ের উৎস হতে তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত কার্যাবলিকে বোঝায়।
অর্থনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. ইংরেজ Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক. Final
● Finis
গ. Fine
ঘ. Facility
২. Finis শব্দের অর্থ কী?
ক. অর্থায়ন
খ. সংগ্রহ করা
গ. অর্থ
● অর্থ সংস্থান
৩. অর্থকে ব্যবসায়ের কী বলে অভিহিত করা হয়?
● জীবনীশক্তি
খ. ব্যবস্থাপনা
গ. জীবন
ঘ. সাফল্য
৪. অর্থায়ন ধারণাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫. কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে?
● মধ্যমমেয়াদি অর্থায়নকে
খ. স্বল্পমেয়াদি অর্থায়নকে
গ. দীর্ঘমেয়াদি অর্থায়নকে
ঘ. স্থায়ী অর্থায়নকে
৬. ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে?
ক. ১৮৬৭ সালে
● ১৮৯৭ সালে
গ. ১৮৮৭ সালে
ঘ. ১৯০৭ সালে
৭. ডা. পাল গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে কী ধরনের অর্থায়ন হয়ে থাকে?
ক. ব্যবসায় অর্থায়ন
খ. বেসরকারি অর্থায়ন
গ. ব্যক্তিগত অর্থায়ন
● অব্যবসায় অর্থায়ন
৮. মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৯. স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
● ক্ষুদ্র ঋণদান সংস্থা
খ. ব্যবসায়ের ঋণ
গ. মহাজন
ঘ. বাণিজ্যিক পত্র
১০. ব্যবসায় অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১১. সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১২. স্বল্পমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
ক. ৬ মাসের কম
● ১ বছরের কম
গ. ৫ বছরের কম
ঘ. ১.৫ বছর
১৩. দীর্ঘমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
ক. ১-১০ বছর
খ. ৫-১০ বছর
গ. ১-২০ বছর
● ৭-২০ বছর
১৪. উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায়—
i. অর্থের যোগান
ii. অর্থের নীতি
iii. অর্থের সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায়—
i. ব্যক্তিগত ব্যবসায় অর্থায়ন
ii. সরকারি ব্যবসায় অর্থায়ন
iii. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৬. অর্থায়নকে প্রথমত ভাগ করা যায়—
i. সরকারি অর্থায়ন
ii. বেসরকারি অর্থায়ন
iii. ব্যক্তিগত
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. অব্যবসায় অর্থায়নের উদাহরণ হলো-
i. লাইব্রেরিতে অর্থায়ন
ii. এতিমখানায় অর্থায়ন
II. মহিলা সমিতিতে অর্থায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৮. কোনটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ শেয়ারবাজার?
ক. TTT
খ. CSE
● DSE
ঘ. RES
১৯. বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২০. বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন করে থাকে?
ক. স্বল্পমেয়াদি
খ. দীর্ঘমেয়াদি
গ. মধ্যম মেয়াদি
ঘ. অতি দীর্ঘমেয়াদি
২১. নিচের কোনটি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস?
● বাণিজ্যিক ব্যাংক
খ. বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন
গ. সুদের কারবারি
ঘ. মহাজন
২২. সরকারি অর্থায়নের উৎসগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২৩. অর্থায়নের কোন উৎসের ঋঋণের সুদ সংক্রান্ত কোনো সরকারি নীতিমালা নেই?
ক. ডিবেঞ্চারের
খ. এনজিও’র
● মহাজন ও সুদের কারবারির
ঘ. ইজারা প্রতিষ্ঠানের
২৪. সিকিউরিটি প্রধানত কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
২৫. কোনটি সরকারি সিকিউরিটি?
ক. বন্ড
খ. শেয়ার
● ট্রেজারি বন্ড
ঘ. বাণপত্র
২৬. কোনটি বেসরকারি সিকিউরিটি?
ক. বন্ড
খ. শেয়ার
● সাধারণ শেয়ার
ঘ. বাণপত্র
২৭. কোন সিকিউরিটিতে বিনিয়োগ করলে তা লটারিতে পাওয়া যায়?
ক. বন্ড
খ. শেয়ার
● প্রাইমারি শেয়ার
ঘ. বিনিময় বিল
২৮. অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
● সংরক্ষিত মুনাফা
খ. মালিকের সুদ
গ. শেয়ার
ঘ. ঋণপত্র
২৯. কারবারের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে কী বলে?
● অবণ্টিত মুনাফা
খ. সঞ্চিত তহবিল
গ. বণ্টিত মুনাফা
ঘ. বিনিয়োগ
৩০. দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
ক. কাঁচামাল ক্রয়
খ. শ্রমিকের মজুরি
● স্থায়ী সম্পদ ক্রয়
ঘ. বাড়ি ভাড়া প্রদান
৩১. হীরা তার বুটিক হাউজের অর্থায়নের জন্য একটি প্রতিষ্ঠান হতে ১৫ বছর মেয়াদি ঋণ গ্রহণ করলো। হীরার গৃহীত ঋণটি কোন মেয়াদের?
ক. স্বল্পমেয়াদি
খ. মধ্যমেয়াদি
● দীর্ঘমেয়াদি
ঘ. অতী দীর্ঘমেয়াদি
৩২. মি. হাসান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন বায় পরিচালনার জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
● স্বল্পমেয়াদি
খ. মধ্যমেয়াদি
গ. দীর্ঘমেয়াদি
ঘ. অতী দীর্ঘমেয়াদি
৩৩. গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের ঋণের কোনো বিকল্প নেই?
ক. কৃষি ব্যাংকের
খ. মহাজনী ঋণের
গ. সরকারি ঋণের
● ক্ষুদ্র ঋণের
৩৪. দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ কত বছর পর্যন্ত হয়?
ক. ২-৩
খ. ৫-৭
গ. ৮-১৫
● ৭-২০
৩৫. ব্যক্তি পর্যায়ে সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে-
i. একমালিকানা
ii. অংশীদারি
iii. যৌথ মূলধনী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৬. কোন শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না?
● সেকেন্ডারি শেয়ার
খ. প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. রাইট শেয়ার
৩৭. জাহিদ শেয়ারবাজার থেকে ১০টি BSC কোম্পানির শেয়ার কিনল। জাহিদ কোন ধরনের শেয়ার ক্রয় করল?
ক. সেকেন্ডারি শেয়ার
● প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. রাইট শেয়ার
৩৮. মনোয়ার প্রাইমারি শেয়ার রুয়ে আগ্রহী। এজন্য তাকে সর্বপ্রথম কী করতে হবে?
ক. ফরম সংগ্রহ করতে হবে
● আর্থিক বিবরণী সংগ্রহ করতে হবে।
গ. নীতিমালা সংগ্রহ করতে হবে
ঘ. নীতিমালা অনুসরণ করতে হবে
৩৯. কোন ধরনের শেয়ার ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?
● সেকেন্ডারি শেয়ার
খ. প্রাইমারি শেয়ার
গ. প্রাথমিক শেয়ার
ঘ. রাইট শেয়ার
৪০. ‘সততা লি.’ বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। তাদের প্রত্যাশার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। এমতাবস্থায় ‘সততা লি.’ শেয়ারের বণ্টন কীভাবে করবে?
ক. সুপারিশের মাধ্যমে
খ. বিজ্ঞপ্তির মাধ্যমে
● লটারির মাধ্যমে
ঘ. টেন্ডারের মাধ্যমে
৪১. পাবলিক লিমিটেড কোম্পানির প্রকৃত মালিক কারা?
ক. যারা মূলধন যোগাড় করে
খ. যারা কার্য পরিচালনা করে
● যারা শেয়ার ক্রয় করে
ঘ. যারা নীতিমালা প্রদান করে
৪২. বিনিয়োগকারীদের জন্য শেয়ার ক্রয় কোন ধরনের বিনিয়োগ?
● ঝুঁকিপূর্ণ
খ. অলাভজনক
গ. লাভজনক
ঘ. অনাকাঙ্ক্ষিত
৪৩. বাটা কোম্পানির শেয়ার বিক্রির প্রসপেক্টাপস দেখে রানি তা কেনার আবেদন করেছেন। রানি কোন শেয়ার কিনতে চাচ্ছেন?
ক. সেকেন্ডারি শেয়ার
খ. প্রাইমারি শেয়ার
● প্রাথমিক শেয়ার
ঘ. রাইট শেয়ার
৪৪. ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৫৩
খ. ১৯৫৬
গ. ১৯৫৯
● ১৯৫৪
৪৫. নিজস্ব সঞ্চয়কে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪৬. কোনটি ব্যাংক ঋণের ভিত্তি?
ক. জামানত
খ. সুদ
গ. চুক্তি
● আস্থা ও বিশ্বাস
৪৭. পদ্মা ব্যাংক লি. তাদের নতুন শাখা সম্প্রসারণের জন্য অর্থায়ন করতে চায়। এটি কী ধরনের অর্থায়ন?
ক. ব্যক্তিগত অর্থায়ন
খ. সরকারি অর্থায়ন
● বেসরকারি অর্থায়ন
ঘ. আর্থিক অর্থায়ন
৪৮. জামানতবিহীন ঋণের উৎস কোনটি?
ক. বন্ড
খ. বিমা কোম্পানি
● এনজিও
ঘ. ইজারা কোম্পানি
৪৯. কোনটি ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব কল্পনা করা কঠিন?
● নিজস্ব সঞ্চয়
খ. ব্যবসায় ঋণ
গ. ব্যাংক ঋণ
ঘ. বেসরকারি ঋণ
৫০. বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে কোনটির ওপর সাফল্য অনেকাংশে নির্ভর করে?
● নিজস্ব সঞ্চয়
খ. ব্যবসায় ঋণ
গ. ব্যাংক ঋণ
ঘ. বেসরকারি ঋণ
►► আরো দেখো: অর্থনীতি ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে। তবে তোমরা চাইলে অর্থনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq এর পিডিএফ-এ ১০০টি প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারবে। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে প্রশ্নোত্তরগুলো ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post